নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মাত্র ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হবে সারা দেশে ফ্যানের জন্য, বাঁচবে ২২৫০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ।

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৮


বাংলাদেশে প্রায় ৩ কোটি ৫০ লাখ বাড়ি আছে, প্রতি টা বাড়িতে গড়ে ৩ টা করে সিলিং ফ্যান থাকলে, ৩.৫০ কোটিx3= ১০ কোটি ৫০ লক্ষ সিলিং ফ্যান। প্রতিটি ফ্যান ৮০ ওয়াটের হলে ৮৪০ কোটি ওয়াট শুধু সিলিং ফ্যানেই বিদ্যুৎ ব্যবহার হয়তো হয়।
মনে হয় ১০ লক্ষ ওয়াটে ১ মেগা ওয়াট। মানে ৮৪০০ মেগাওয়াট বিদ্যুৎ শুধু সিলিং ফ্যানে? না নাহ, পরিসংখ্যান গুগল ঘেটে দেখলাম বাংলাদেশের ফ্যানের হিসাব পাইলাম না।

আমার নিজের কাছে সংখ্যা টা গাজা খুড়ি মনে হচ্ছে তাই ধরি ৫ কোটি সিলিং ফ্যান ৮০ ওয়াটের, ৪০০ কোটি ওয়াট মানে ৪০০০ মেগাওয়াট শুধু সিলিং।

এখন সরকার যদি ৩৫ ওয়াটের ফ্যান গুলোর ওপরে ভর্তুকি দেয় তবে সেভ হবে অনেক বিদ্যুৎ। একটা সিলিং ফ্যান ১৫০০ থেকে ৩০০০ টাকা কিন্তু ৩৫ ওয়াটের ফ্যান গুলো ৫২০০ টাকা যা আমাদের কেনা সম্ভব না। তাই এনার্জি বাল্ব যেমন একসময় ফ্রী তে বিতরণ করা হয়েছে তেমন বিতরণ করা হউক বিনিময়ে পুরানো ফ্যান নিয়ে নেয়া হউক।

এতে করে মাত্র ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হবে সারা দেশে ফ্যানের জন্য। বাঁচবে ২২৫০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ। এবার আসি ৫ কোটি ফ্যানে ৪০০০ টাকা করে ভর্তুকি দিলে প্রায় ২০ হাজার কোটি টাকা সরকারের ব্যয় হবে। বাচবে ২২৫০ মেগাওয়াট, ২২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মানে খরচ প্রায় লাখ কোটি টাকা। এনার্জি বাল্বে যেমন দেশে বিদ্যুৎ সেভিং এ বিপ্লব এসেছিলো ঠিক তেমনি সিলিং ফ্যান দিয়ে শুরু করা হউক। পর্যায় ক্রমে বিদ্যুৎ খেকো পুরানো ফ্রীজ এসি টিভি জমা নিয়ে জনগন কে সহজ কিস্তি তে পাওয়ার সেভিং ফ্রিজ এসি টিভি রিপ্লেসের সুযোগ দেয়া হউক।

বিঃদ্রঃ আমি জাস্ট মোটের ওপর হিসেব করেছি, কোনো ইঞ্জিনিয়ার আমি না। আমার হিসেবে মারাত্মক ভুল হতে পারে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

শেরজা তপন বলেছেন: হিসাবে কোথাও একটা বড় গড়মিল আছে নিশ্চিত!
তবে প্রথম দেখায় মনে হোল ফ্যানের হিসেবে। বাড়ির সাথে ফ্যাক্টরি অফিস কি যোগ করা আছে।
তবে বাংলাদেশে লক্ষ লক্ষ কুটির, বস্তি, কাঁচা বাড়ি, ছন বা বাশের ঘরে একটা ফ্যান থাকে- কিংবা একটাও থাকে না।
আপনি বলেছেন নিন্ম মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্তের কথা। নিন্মবিত্ত ও নিন্ম নিন্ম বিত্তদের হিসাব এখানে নেই।

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৬

আহসানের ব্লগ বলেছেন: সেটাই হিসেব ১০ কোটি হওয়া অবান্তর না কিন্তু আমি তর্কের খাতিরে ৫ কোটি ধরলাম।

২| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: সারা দেশে ১০ কোটি ৫০ লক্ষ সিলিং ফ্যান!!!
শুধু ঢাকাতেই আছে এরচেয়ে বেশী।

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

আহসানের ব্লগ বলেছেন: তাহলে ৩৫ ওয়াটের ফ্যান দিয়ে রিপ্লেস করলে অনে অনেক সেভ হবে।

৩| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৪

বিষাদ সময় বলেছেন: ভাল প্রস্তাব। ইলেকট্রনিক্স আমার নেশা তার পরও ৩৫ ওয়াট এর ফ্যান সম্পর্কে তেমন কিছুই জানি না। এ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন কি?

২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:১০

আহসানের ব্লগ বলেছেন: 35 watt celling fan লিখে গুগুলে সার্চ দিলে পেয়ে যাবেন বিস্তারিত তথ্য।

৪| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


ফ্যান দিয়ে বিদ্যুৎ বাঁচানোর চেষ্টা করেছে সরকার?

২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৯

আহসানের ব্লগ বলেছেন: করছে না। সেই প্ল্যান তো নাই। তবে করালে ভালো হয়।

৫| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৬

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৪৫

খাঁজা বাবা বলেছেন: হিসেবটা এমন হবে
প্রতি ইউনিটে ভর্তুকি কত?
২২৫০ মেগাওয়াটে বছরে ভর্তুকি কত?

ফ্যান বাবদ কত ভর্তুকি দেয়া যাবে?

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৬

আহসানের ব্লগ বলেছেন: রুপপুর পরুমানু কেন্দ্রের খরচ প্রায় ১২ বিলিয়ন ডলার সেখানে বিদ্যুৎ পাওয়া যাবে ২৪০০ মেগাওয়াট, সেম এমাউন্টের বিদ্যুৎ সেভ করতে গেলে খরচ টা তার থেকে অনেক কম হবে আড়াই বিলিয়ন ডলার মতন ভর্তুকি দিয়ে যদি একটা বিদ্যুৎ কেন্দ্র নির্মান থেকে দূরে সরা যায় তাহলে ভালোই। একবার জনগন কে এনার্জি সেভিং বাল্ব ধরিয়ে দেয়ার পরে কিন্তু কেউ আর ১০০ ওয়াটের বাল্ব আর কেনেনা। ঠিক সেভাবে ফ্যান টাও একবার ধরিয়ে দিতে পারলে হলো।

৭| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো পরামর্শ।

৩৫ ওয়াটের ফ্যান কি বাজারে পাওয়া যায়?

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৭

আহসানের ব্লগ বলেছেন: হ্যা অনেক ভালো কোয়ালিটির আছে, ভালো কোম্পানী দেখে কিনবেন নির্ভর যোগ্য শো রুম থেকে ৩ বছরের ওয়ারেন্টি পাবেন, রিমোট কন্ট্রোল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.