নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের সবচেয়ে বড় শত্রু তারা নিজেরাই ?

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪২

কিছুদিন আগে এক মেয়ে যৌণ নির্যাতনে স্বীকার হয় এলাকায়, সেই মেয়ের সল্প পরিচিত প্রতিবেশী আরেক টা মেয়ে, নির্যাতনের শিকার হওয়া ভিকটিম কে বলছে "ঠিক ই আছে, যে যেমন তার সাথে তেমন ই হওয়া দরকার"।

এই দেশে মেয়েদের সবচেয়ে বড় শত্রু তারা নিজেরাই, পুরুষ যতটুকু নারী দের আটকে রাখতে চায় তার চেয়ে বেশী আটকে রাখে নারী রাই।
নাহলে আমার মাথায় আসেনা, ইডেন কলেজের নারী রা কিভাবে অন্য নারীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করার সাহস পায়। কিভাবে?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লোভ,লালসা ও প্রষ্টিটিউশনের বাসনা । কিন্তু কথা হচ্ছে, অভিভাবকেরা কেন এগিয়ে আসছেন না ।?

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৪

আহসানের ব্লগ বলেছেন: মেয়েরাই কেন নিজেদের জন্য নিজেরা এগিয়ে আসেনা আমার বোঝে আসেনা।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মেয়েদের পেটে হিংসা বেশি।

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৬

আহসানের ব্লগ বলেছেন: হিংসার চেয়ে নির্বুদ্ধিতা বেশী।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: একজন আরেকজনকে দেখতে পারেনা। শুধু মেয়ে নয় এরকম অনেক ছেলেও আছে।হিংসায় ভরপুর এই সব লোক না ছেলে না মেয়ে! আরেকজনের সুখ/ভালো থাকা এপ্রিসিয়েট করতে না পারার মতো হীনমন্যতা আর কিছু হতে পারেনা।

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৪

আহসানের ব্লগ বলেছেন: আপনার সাথে একমত ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: সঠিক বলেছেন
বেশীক্ষেত্রে মেয়েদের চিন্তাধারায় অন্যরকম

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৩

আহসানের ব্লগ বলেছেন: সমাজে মেয়েরা যদি মেয়েদের প্রতি সহনশীল থাকে তবে নারী নির্যাতন অনেক অনেক অনেক কমে যেতো।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৯

নাহল তরকারি বলেছেন: কি আর কমু!

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৩

আহসানের ব্লগ বলেছেন: :-&

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৬

বিটপি বলেছেন: মানুষের মধ্যে মেয়ে আর ছেলে বলে কোন পার্থক্য নেই। ছেলেদের বড় শত্রু কে? মেয়েরা? কেউই বলবেনা। এই মেয়েদের মধ্যে মা আছে, বোন আছে, বউ আছে। তাই মেয়েদের বড় শত্রু মেয়েরা - এঈ কথারও কোন যুক্তি বা ভিত্তি নেই।

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৩

আহসানের ব্লগ বলেছেন: বউদের ওপর নির্যাতনে শাশুড়ি আর ননদের ইন্ধন থাকে সবচেয়ে বেশী, আবার শাশুড়ির ওপর নির্যাতন করে বউরাই। ১০০ টা স্ত্রী নির্যাতন কেসে শাশুড়ি ননদ যদি কানপরা না দিতো তবে জামাই এর বউরে পেটানোর অথবা নির্যাতন করার কথা না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় সব সময় দেখে শাশুড়ি ননদের অত্যাচার আর কানপরায় হাজার হাজার ঘর ভেংগেছে।

ডেলিভারির পরে বিশ্রাম নিলে,
"আমরা কি বাচ্চা বিয়াই নাই, এতো ঢং কেন?"
অথচ শাশুড়ি যখন বাচ্চা ডেলিভারির পরে পর্যাপ্ত বিশ্রাম না পেয়ে ক্লান্ত হয়েছিলো সেটা তার মনে থাকা সত্বেও প্রতি মূহুর্তে তীক্ষ্ণ বাণ ছুড়ে মারতে দ্বিধা করেনা। সমাজে মেয়েরা যদি মেয়েদের প্রতি সহনশীল থাকে তবে নারী নির্যাতন অনেক অনেক অনেক কমে যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.