নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
পিপিন আর ম্যারি মিলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়ে গিয়েছিলো, গ্যান্ডলফ এসে দ্যাখে আরে এ কি? সারমন আর তার লক্ষ সংখ্যার দূর্গ কে একাই গুড়িয়ে দিলো পিপিন আর ম্যারির বুদ্ধি। ফ্রোডো কে রিং এর ইভিল বশে নিয়ে আসতে পারলোও একমাত্র, স্যামের একনিষ্ঠতা মিডেল আর্থ কে রক্ষা করা। ধ্বংস করে ইভিল রিং আর তার মাস্টার সাওরন কে । হাজার বছর ধরে চলা যুদ্ধকে পুরো পুরি স্টপ করে দেয় এই চার জন শায়ার বাসী। যারা সবচেয়ে দূর্বল এল্ভস দের তুলনা, উচ্চতায় খাটো, কিন্তু প্রখর হার না মানা প্রখর বুদ্ধি।
এটা এমন একটা মহাকাব্য যেখানে রাক্ষস, ক্ষোক্ষস, পরীদের রাজ্য, জাদুকর, দৈত্য, পাথরের পাহাড়ের যুদ্ধ, কথা বলতে পারা গাছদের রাজ্য,
কি নেই এই মহাকাব্যে?
আর কখনো এমন মুভি সিরিজ আর আসবে কি?
জীবদ্দশায় আর হয়তো দেখা হবেনা।
তবে রিংস অব পাওয়ার কিছু টা আশা দেখিয়েছে। দেখি সামনে কি হয়।
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫২
আহসানের ব্লগ বলেছেন: আসলে মন্দ হতোনা।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
না আর আসবে না!