নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
এটা ১৯৭৮ সালের মুভি, দুইদিন আগে ইউটিউবে ইন্টারেস্টিং কিছুই পাচ্ছিলাম না দেখার জন্য। তাই আন্দাজে কিছু কিওয়ার্ডস সার্চ দিচ্ছিলাম। হঠাত সার্চ দিতে দিতে স্যান্ডি লিখে সার্চ দিলাম। এই মিউজিকাল মুভিটার একটা ক্লিপ সামনে আসলো। অনিচ্ছা সত্বেও প্লে করলাম আর মুগ্ধ হয়ে গেলাম। সার্চ দিলাম wiki তে । Grease 1978 বাজেট ৬ মিলিয়ন আর বক্স অফিস ফ্রিকিং ৩৬৬ মিলিয়ন।
মুভিটা নামিয়ে দেখা শুরু করতেই অন্য একটা টাইম লাইনে নিজেকে আবিষ্কার করলাম। মিজিকাল মুভি হওয়ায় একবিন্দু বিরক্ত হইনাই। আরেকটু খোঁজ নিতে গিয়ে জানলাম চলচিত্রটির অন্যতম প্রধাণ চরিত্রে অভিনয় করা অলিভিয়া গত হয়েছে ৭৩ বছর বয়সে কিছু দিন আগে।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ট্রেজার খ্যাত অলিভিয়া আর নাই। সে অস্ট্রেলিয়ান সহ পুরো দুনিয়ায় তুমুল জনপ্রিয় ছিলো।
আমরা অনেকেই অনেক ধরণের মুভির হাইপ নিয়ে বসে থাকি, এতে ক্ষতি টা আমাদের ই । পৃথিবীতে আরও হাজার হাজার মুভি আছে দেখার মতন। কিন্তু আমাদের হাইপ নিয়ে বসে থাকার কারণে আমরা অনেক কিছুই মিস করি। এমন স্নিগ্ধ নির্মল চলচিত্র টি কিভাবে মিস করলা এতোদিন।
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫১
আহসানের ব্লগ বলেছেন: আমি শেষের দিকের গান টা শুনে মুগ্ধ হয়েছি। তবে সব গুলো গান ই সুন্দর।
২| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: দেখব।
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫০
আহসানের ব্লগ বলেছেন: হতাশ হবেন না প্রিয় ব্লগার।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সামার নাইটস গানটা শুনেই কী এই সিনেমার প্রতি আগ্রহী হয়েছেন ?
আমিও এই গানটা শুনে আগ্রহী হই । জন ট্রাভোল্টা আর অলিভিয়ার কণ্ঠে গানগুলো দারুণ হয়েছিল । আর সিনেমাটাও অনেক দারুণ ছিল ! অলিভিয়া যে মারা গেছে তা জানতাম না । জেনে খারাপ লাগল , দেখতে বেশ মিষ্টি ছিলেন তিনি আর কণ্ঠটাও ছিল তার মত মিষ্টি সুরের !