নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদ মৃত্যের পরে কলকাতার প্রতিক্রিয়া আর আমাদের লজ্জ্বা।

২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২

আমাদের সাহিত্য জগতের নক্ষত্র হুমায়ূন আহমেদ মারা গেলেন, বাংলাদেশের জ্ঞান বুদ্ধি আছে এমন কোনো মানুষ খুব কম পাওয়া যাবে যে তাকে চেনেন না। ওনার মৃত্যর পরে কলকাতার কোনো পত্রিকা, টিভি চ্যানেল কভার করে নাই। কলকাতার মিডিয়া প্রতিবেশীর এমন শোকের সময়ে কোন কেয়ার ই করেনাই।
আর কোন টিভি সিরিয়ালের কে মারা গেসে। সব জায়গায় কান্নার রোল পড়ে গেসে। আমি ভারত বিরোধী না ছাগুদের মতন। তবে আমার আত্ম সম্মান বোধ আছে।
ভাই হাসপাতালে যান, দেখবেন শত শত স্বামী অথবা স্ত্রী তাদের জীবন সাথীর শেষ সময়ে দিন রাত পরিশ্রম করছে। এটা কোনো রেয়ার কেইস না। মূলত আমাদের দেশের জাতীয় কোন ব্যক্তিত্ব মারা গেলে ওখানে কেউ গোনেও না।
আমাদের লজ্জ্বা নাই।

ঘটনাঃ এক টিভি অভিনেত্রী মারা গিয়েছেন ভারতে, ওনার জন্য অবশ্যই খারাপ লাগছে। তবে সবাই যেভাবে শোক পালন করছে, প্রথমে মনে করলাম আমাদের জাতীয় কোনো ব্যক্তিত্ব কে আমরা হারিয়েছি। পরে দেখলাম ঘটনা অন্য কিছু। আর সবাই বাহবা দিচ্ছে সেই স্বামীকে যে কিনা শেষ পর্যন্ত পাশে ছিলো। ভাইরে ভাই, শেষ পর্যন্ত পাশে থাকা টাই তো স্বাভাবিক ছিলো তাই না? কখনো হাসপাতালে যান নাই? সেখানে দেখেন সবার স্ত্রী অথবা স্বামী, ভাই বোন, তাদের অসুস্থ স্বজনের জন্য জান প্রাণ দিয়ে লড়াই করছে। এটা তো কোনো রেয়ার কেইস না। বরং এটাই তো স্বাভাবিক।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:



হাবিজাবি কথা

২| ২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

রানার ব্লগ বলেছেন: নিজেই জানেন না কি লিখেছেন তো পাঠাক বুঝবে কি ভাবে।

২১ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৫

আহসানের ব্লগ বলেছেন: যারা বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং এ কি চলছে এবং জানে তারা বুঝবে। ধন্যবাদ প্রিয় ব্লগার।

৩| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৮:০০

নতুন বলেছেন: হুমায়ুন আহমেদের মৃত্যুর খবরে সারাটা দিন মন খারাপ ছিলো, যেমনটা কাছের কোন মানুষ হারালে মনে হয়। এটাই তার জীবনের সার্থকতা যে প্রায় ২টা প্রজন্ম তাকে কাছের করে নিয়েছিলো।

হুমায়ুন আহমেদের লেখা কলিকাতার বাঙ্গালীরা আমাদের মতন করে অনুভব করবেনা। তাকে নিয়ে তেমন অনুভুতি প্রকাশ আশা করা ঠিক না।

সমাজে মানুষের মাঝে বিচ্ছেদ বেড়েছে তাই এই প্রামিকের পাশে থাকাকে প্রেমিক প্রমিকারা বেশি হাইলাইট করছে তাদের মানুষদের বোঝাতে। এই কারনেই এটা নিয়ে আলোচনা বেশি।

৪| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ অলওয়েজ বস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.