নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
ইতিহাসে এই বেলন ডি অর এর নাম কত বার চেঞ্জ হয়েছে আসুন একটু জেনে নেই। ক্রিস্টিয়ানো রোনালদো যখন ২০০৮ সালে প্রথম এই পুরস্কার টা পায় তখন এটা ছিলো বেলন ডি অর। এবং এটা নিঃসন্দেহে ফুটবলার দের জন্য সেরা পুরস্কার।
কিন্তু তারপরে টানা ৪ বার ২০০৯ থেকে ২০১২ তখন এটার নাম হয়ে যায় বেলুন ডি অর। এটার কোনো দাম ই নাই। এটা কোনো অর্জন ই না। ফালতু একটা পুরস্কার। ধুর এইডা কিছু হইলো?
কিন্তু ১৩ এবং ১৪ তে যখন ক্রিস্টিয়ানো রোনালদো দুইটা পেয়ে টোটাল তিন টা মেসিকে প্রায় ধরে ফেলছিলেন তখন বেলুন হয়ে যায় আবার বেলন। এই পুরস্কার হয়ে যায় সেরাদের সেরা। এবং এর চেয়ে বড় আর কোনো ব্যক্তিগত পুরস্কার নাই।
কিন্তু ১৫ তে আবার মেসির হাতে উঠে এই বেলন ডি অর।
টোটাল ৫ টা আর রোনালদোর ৩ টা। আবার বেলন কে বেলুন বলে ট্রল করা শুরু হয়। তারপরের দুই বছরে ১৬ এবং ১৭ তে ক্রিস্টিয়ানো রোনালদো আরও ২ টা পেয়ে মেসির সমান হওয়ায় বেলুন ডি অর আবার বেলনে রুপান্তরিত হয়।
কিন্তু ১৯ আর ২১ এ মেসি আরও দুইটা বেলন অর্জন করলে এখন পর্যন্ত এটা বেলুন বলে পরিচিত এক শ্রেণীর ফুটবলদ বোদ্ধাদের নিকট। ইতিহাসে এই একটা পুরস্কার এর যে পরিমাণ নাম চেঞ্জ হয়েছে আবার আগের স্থানে ফিরে এসেছে এমন নজির আর নাই।
মেসি জিতলে বেলুন,
রোনালদো জিতলে বেলন,
তাদের মতে ফিফা মেসির শ্বশুর লাগে। যারা মেসিকে ভোট দেয় তারাও মেসির ফ্যামিলি মেম্বার। টাকা দিয়ে এতো বছর ধরে সাত সাতটা বেলন ডি অর জিতেছে।
২| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: নিন্দুকদের কাজই তো নিন্দা করা। তাতে মেসির কৃতিত্ব কমে যায় না।
৩| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: মেসি একজন গ্রেটম্যান।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৪
বিটপি বলেছেন: মেসি কোন কুত্তা বিলাই পালেনা? তাইলে দুইটা এক্সট্রা বেলুন তাদেরকে দেয়া যেত!
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
সোনাগাজী বলেছেন:
মেসি'র উচিত ১টি সোনার বল বাংলাদেশের মানুষের জন্য ঢাকার যাদুঘরে পাঠানো; মেসিকে বাংলাদেশে আসার জন্য একটা চিঠি লেখেন।