নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
খেলাধুলার জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হার্ট ব্রেকিং ছবি।
এবং সেই সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লাভিং ছবি দুটোই থাকুক প্রোফাইলে।
২০১৪ এর ছবি টা দেখেন, কেউ কিভাবে এই মানুষ টাকে হেইট করতে পারে জানিনা। এই ছেলে টাকে দেখলে আপনার মনে হবে পাশের বাসার প্রতিবেশী, কিন্তু খেলে "আউট অব দ্যা ওয়ার্ল্ড"। কিন্তু আর্জেন্টিনার হয়ে ফাইনালে এসেই পৃথিবীর সব ভাগ্য যেন বিপরীতে চলে যায়।
২০১৪ সালের এই ছবিটা যেন সামনে না আসে তাই আমি দুনিয়ার সব খেলা ধুলার গ্রুপ গুলো থেকে লিভ নিয়েছিলাম। এই ছবি টা ২০২২ বিশ্বকাপ জয়ের আগে যতবার ই দেখেছি ততবার ই চরম হতাশায় চলে গিয়েছিলাম।
যদি ২০২২ এর কাপ টা মেসির হাতে না উঠতো তবে মনে করেন ইহ জনমে আমি কোনো খেলা দেখতাম কিনা জানিনা।
২০১৪ সালের পরে আমি কোনো ম্যাচ দেখিনাই। একটা ম্যাচ ও না।
কোনো ধরণের কোনো ম্যাচ না।
এখন আমি বিনা দ্বিধায় যেকোনো খেলা উপভোগ করতে পারবো। হারি জিতি ড্যাম কেয়ার।
এই মানুষ টার একটা কাপ এখন আছে। এবং আগামীতে আর্জেন্টিনা হারলো কি জিতলো থোড়াই কেয়ার করি আমি।
২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩২
আহসানের ব্লগ বলেছেন: আপনার যেটা মনে হয়।
২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: আর্জেন্টিনা জয়ী হয়েছে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: এই ছবি টা ২০২২ বিশ্বকাপ জয়ের আগে যতবার ই দেখেছি ততবার ই চরম হতাশায় চলে গিয়েছিলাম।
কখনও কি ভেবে দেখেছেন যে আপনি কি ধরণের মানসিক রোগে ভুগছেন?
২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭
আহসানের ব্লগ বলেছেন: নোপ। ঠিক আছি। জীবনে হতাশা থাকবেই। হতাশা মানসিক রোগ তখন হয় যখন তা প্রতিদিন টানা ৬ মাসের বেশী মাথা থেকে সরেনা। ছবি টা দেখলে মনে পড়ে, এছাড়া সব ঠিক।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৬
নীল আকাশ বলেছেন: মেসিকে অভিনন্দন।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৯
সোনাগাজী বলেছেন:
মেসি কি কাপ জিতেছে, নাকি আপনাকে রক্ষা করেছে?