নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এরাই ফ্যাসিবাদি আচরণ কি করছেনা?

১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬



যারা বলেছিলো- মেট্রোরেল, বিটিভি ভবন, সেতু ভবন, দূর্যোগ ভবন আরো সবকিছু পুড়ে গেলেও তা একটি প্রাণের চেয়ে বেশি না।
তারা এখন দাবি করছে একটি মাত্র গাড়ি পোড়ানোর অপরাধে পুরো গোপালগঞ্জে ম্যাসাকার করে দাও।
এরাই ফ্যাসিবাদি আচরণ কি করছেনা?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০২

নয়া পাঠক বলেছেন: এসব তারা আপনাদের কাছ থেকেই শিখেছেন, আপনারা যেমন করেছেন, তারাও তেমনি করতে চাইছে বলে মনে হয়। ভয় পাচ্ছেন কেন? বাংলাদেশ সেনাবাহিনী কোন অন্যায় করবে না, তবে তারা অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না, তাদের আইনে যা আছে তারা ঠিক তাই করবেন।

২| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ডায়নী বুড়ির হায়েনা আক্রমনে ঝড়ে যায় কতো তরুনের প্রাণ তার সাপোর্টকারীরাও যে হায়েনার দল তাদের সায়েস্তাতো করতে হবেই।

৩| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কয়েকদিন গর্তে লুকিয়ে ছিল এখন একটু একটু করে মাথা বের করার চেষ্টা করছে। এরা ম্যাসাকার শুরু করার আগেই বিনাশ করতে হবে যাতে আর কেউ ম্যাসাকার করতে সাহস না পায়।

৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: শুধু গাড়ি পোড়ায়নি আর্মির কয়েকজন আহতও হয়েছে। যুদ্ধ ছাড়া আর্মির সাথে লাগতে যাওয়া চরম বোকামি।

৫| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩০

কামাল১৮ বলেছেন: @সাচু,যুদ্ধ ছাড়া প্রধান মন্ত্রীকে তাড়ানো কি ঠিক হয়েছে।গাজী সাহেবতো বলছেন,গৃহযুদ্ধ লাগবে, এটা তার আলামত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.