নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি আরেক টা ইরাক, সিরিয়া, তিউনিশিয়া, ইউক্রেন, অথবা মিশর হতে যাচ্ছে?

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৪



সারা দেশে শেখ মুজিবের ভাস্কর্য যেভাবে ভাঙ্গা এবং ন্যাক্কার জনক কাজ করা হল। ব্লগার দের নিকট জানতে চাই শেখ মুজিবের নাম কি ইতিহাস থেকে আসলেই মুছে ফেলা সম্ভব হবে? যারা মুছতে চায় তারা আসলে কি চায়? দেশ স্বাধীন হওয়ায় তারা কি ক্ষুব্ধ?

আর বাংলাদেশ কি আরেক টা ইরাক, সিরিয়া, তিউনিশিয়া, ইউক্রেন, অথবা মিশর হতে যাচ্ছে?
সকলের কাছে নিরপেক্ষ মতামত চাই।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২২

নতুন বলেছেন: অবশ্যই এটা খুবই খারাপ কাজ হয়েছে।

কিন্তু এটা কেন হয়েছে সেটা কি বুঝতে পেরেছেন?

কেন বঙ্গবন্ধুর মতন নেতার ভাস্কর্য বাংলাদেশীরা ভেঙ্গে ফেলেছে, যেখানে ১৬ বছর তার মেয়েই ক্ষমতায় ছিলো?

২৫ বছরের আজকের ছেলেটি যখন বুঝতে শিখেছে তখন থেকেই আয়ামীলীগ ক্ষমতায়।

তবে তার হৃদয়ে বঙ্গবন্ধুর চেতনা নাই কেন? কেন সে ভাস্কর্য ভাঙ্গতে চায়?

তাদের মনে এই ঝামেলা তো আর ওহী আকারে নাজিল হয় নাই?????

আপনার কি মনে হয় কেন এই পযন্মে পোলাপাইন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গতে গেলো?

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৪

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ । সময় বলে দেবে তারা সঠিক ছিল নাকি কারো ফাদে পা দিয়েছিল।

২| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৭

খাঁজা বাবা বলেছেন: বংগবন্ধুকে তো জাতীর সম্পদ হিসেবে তুলে ধরা হয় নাই।
তাকে তুলে ধরা হয়েছে দলীয় সম্পদ হিসেবে।
মানুষ আওয়ামী শক্তি বা চেতনায় আঘাত করেছে।

৩| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪২

নতুন বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ । সময় বলে দেবে তারা সঠিক ছিল নাকি কারো ফাদে পা দিয়েছিল।


আপনি আমার প্রশ্নের জবাব দেন নাই।

কেন এই পযন্ম বঙ্গবন্ধুকে অপছন্দ করবে? যখন এই পযন্মকে ইতিহাসই শিক্ষা দিয়েছে তার কন্যার সরকার।

বঙ্গবন্ধুর প্রতি এই ঘৃন্যা তো আর ওহী হিসেবে নাজিল হয় নাই।

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫১

আহসানের ব্লগ বলেছেন: যেভাবে যাই যতকিছুই হউক। বদ্ধ উন্মাদ হয়ে স্বাধীনতার স্থপতিকে এভাবে হেয় করার কোন যুক্তিই হয় না। বাংলাদেশে পাকিস্তান থাকতেই ভাল ছিলাম বলা লোক আমি জোট সরকার আমল থেকেই দেখেছি, প্রিয় ব্লগার আমার যা মনে হচ্ছে বব্ধ উন্মাদ গুলো সেদিন সুযোগ কাজে লাগিয়েছে।

৪| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬

পুরানমানব বলেছেন: মুজিবের নাম মুছিয়া যাইবে না , তবে চিরদিন নিমোক্ত পরিচয়ে বাঁচিয়া থাকিবেন

জাতির পিতা , অনেকেই বলিয়া থাকেন জুতার ফিতা ।
বঙ্গবন্ধু , ভারতের ব্রোকার (ভারতীয় দালাল )
বডিগার্ড (সোহ্রাওয়ার্দীর )
মজু গুন্ডা , কিছু আউল ফাউল লোকজন এই নাম ডাকিত।
টানবাজারের নায়ক, চশমার খাপ ফেলে আসা এক মহানায়ক , শুনা যায় ইনকিলাব পত্রিকায় খবরখানা আসিয়াছিল।
লুটেরা কামালের বাপ ,
পাকিস্তানের বিরিয়ানি খোর
সিরাজ হত্যাকারী
সংসদের ভেতরে নিজ ক্ষমতার প্রদর্শনকারী দুর্বৃত্ত
রক্ষীবাহিনীর জন্মদাতা
স্বাধীনবাংলার প্রথম স্বৈরাচার
বাকশালী
হাসিনার বাপ।

৫| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৭

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: বাংলাদেশ কি আরেক টা ইরাক, সিরিয়া, তিউনিশিয়া, ইউক্রেন, অথবা মিশর হতে যাচ্ছে?[/sb

হেভ্‌ভী হেভ্‌ভী প্রশ্ন তো?
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এত দু্ঃখ কষ্টের মাঝেও সামান্য রসিকতা। মন্দ কি?

৬| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০১

আহলান বলেছেন: ইতিহাস যদি মুছে ফেলা নাই যায় তবে জিয়া বিমান বন্দরের নাম হাসিনা (হযরত শাজালাল) করার কি প্রয়োজন ছিলো? খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে তা ভেঙে ফেলা হলো কেনো? বিএনপির করলেই শত শত রাজনৈতিক হয়রনি মূলক মামলা কেন? কেনো প্রতি বার ভারতের কাঁধে ভর করে প্রহসনের নির্বাচন? যে দলের লিডার এতো বড় নেতা, সেই দলের মানুষকে কেনো এইভাবে ক্ষমতা ধরে রাখতে হয়? দিনের ভোট রাতে করতে হয়, সেনা পুলিশ বিজিবি দিয়ে নির্বাচন করতে হয়, দূর্নীতির সকল দুয়ার খুলে দিয়ে সরকারী লোকজনকে ধুটপাটের অবাধ সুযোগ করে দিয়ে নিজের গদি ধরে রাখতে হয়, পুলিশকে দিয়ে হাজার খানেক ছাত্রকে দুলি করে মারতে হয় ... এতো বড় নেতার দলের যখন এই স্বৈরাচারী ভুমিকা মানুষ দেখে, তখন তার প্রতি আর মানুষের ভালোবাসা থাকে না। লেলিনের মূর্তিতেও মানুষ মল ত্যাগ করেছে .... ইতিহাস থেকে শিক্ষা না নিলে এমনই হয়।

৭| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৮

নতুন বলেছেন: প্রতিটা সমাজেই কিছু দুস্কৃতিকারী থাকে।

সেটারই বহিপ্রকাশ বঙ্গভবন লুট।

একজন কোরানশরিফ নিয়ে যাচ্ছেন বাড়ীতে। কোন ভালো মানুষ কোন কিছু লুট করবেনা।

ঐখানে কিছু ছাত্র ছাত্রীরা কিন্তু চেস্টা করেছে ঐ মানুষদের থেকে মালামাল রেখে দিতে।

যারা লুট করেছে , ভাস্কর্য ভেঙ্গেছে তারা সংখায় বড় কিন্তু জ্ঞানে সিমিত।

মানুষের মাঝে প্রতিহিংসা না ছড়িয়ে ভালোবাসা ছড়ালে এই পরিনতি হাসিনার হতো ন।

৮| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭

কাঁউটাল বলেছেন: বাংলাদেশ আরেকটা জাপান/ সাউথ কোরিয়া হতে যাচ্ছে।

৯| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৭

ইমরান৯২ বলেছেন: এমন কুলাঙ্গার সন্তান যে রেখে গেছে তার এতাই প্রাপ্য ছিল ।
আপনার কি মনে হয় ১৬ বছর ধরে তারা ক্ষমতায় তারপরও কেন তারা মানুষের মন জয় করতে পারে নাই ?
যারা আন্দলন করছে তার কেউ তো হাসিনার শাসন ছাড়া আর কাউকে দেখেই নাই তারপরও কেন ..?
অবশ্যই শেখ মুজিবের অবদান ভুলে যাওয়ার মত না , কিন্তু এটা হইছে তো তার নিজের মেয়ের জন্যই ।

১০| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মুজিব এখন আর কোন ব্যক্তি নন। মুজিব একটি প্রতিষ্ঠান।
মুজিব মানেই বাংলাদেশ।
তাকে মুছে ফেলা এতো সহজ নয়।
জামাতীরা উল্লাস

১১| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






মুজিব এখন আর কোন ব্যক্তি নন। মুজিব একটি প্রতিষ্ঠান।
মুজিব মানেই বাংলাদেশ।
তাকে মুছে ফেলা এতো সহজ নয়।
জামাতীরা উল্লাস করলেই মুজিব শেষ হয়ে যাবেন না।

১২| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুক আর বাস্তবে আমরা ধর্মভীরু ঠিকই। কিন্তু বাস্তবে ভোটে কখনোই ইসলামন্থীদের ক্ষমতায় আনি না। ভোই দেই বিএনপি বা আওয়ামী লীগকেই। তাই আপনার এতে টেনশান নিতে হবে না...

১৩| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৯

কামাল১৮ বলেছেন: বাংলাদেশ বাংলাদেশের মতোই হবে।কারণ বাংলাদেশের চার পাশে আছে ভারত।অন্য দেশের তা নাই।এটা একটা বিরাট পার্থক্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.