নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
এডভোকেট রবিউল আলম লিটন গিয়েছিলেন ধানমন্ডি ৩২ নাম্বারে। তাকে দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্যে পেটায় কোটা আন্দোলনকারীরা।
আজকের ধানমন্ডি ৩২ নাম্বার। এই ছবির দ্বিতীয় ও চতুর্থজন মুক্তিযুদ্ধে শহীদ কাজী শামসুল হকের সন্তান ইতি ও ওয়ালিদ। শহীদ কাজী শামসুল হক ছিলেন পিরোজপুরের স্বরূপকাঠির স্বাধীনতাসংগ্রামী। তাঁর হত্যাকান্ডের সাথে শর্ষিনার পীর জড়িত ছিলো। ১লা জুলাই ১৯৭১ পাকিস্তান আর্মি তাঁকে হত্যা করে।
(সূত্র)
(সূত্র)
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৯
আহসানের ব্লগ বলেছেন: “শোক দিবস বাতিল করা হয়েছে। শেখ মুজিবের হত্যাকাণ্ডকে ‘মুক্তিদিবস’ হিশেবে উদযাপন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস করা হয়েছে, নেচে-গেয়ে। কিছু মানুষ ধানমন্ডি ৩২-এ কর্মসূচি পালন করছিলেন, তাদের উপর হামলা হয়েছে। ভিপি নুরুল হক নূর হুমকি দিয়েছেন, আওয়ামী লীগের কেউ রাস্তায় নামলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। মুজিবকে সপরিবারে হত্যা করা সঠিক ছিলো— এমন প্রচারণা চালানো হচ্ছে। অর্থাৎ কোনো পক্ষ যদি মনে করে, ক্ষমতাসীন সরকার তাদের পছন্দ নয়, তাহলে সরকারপ্রধানকে সপরিবারে হত্যার বৈধতা দেয়া হচ্ছে। বিষয়টি আমরা এভাবে ভাবতে পারি— আগামীকাল যদি কোনো দল প্রচারণা শুরু করে, ইউনূস সরকার স্বৈরাচারী, বা খালেদা জিয়া স্বৈরাচারী, তাহলে মুজিবহত্যার বৈধতাদানকারীদের যুক্তি অনুযায়ী, ইউনূস ও খালেদা জিয়াকে সপরিবারে হত্যা করা বৈধ হবে।
রাজনীতিতে ‘ইন্টারপ্রিটেশন’ অবজেক্টিভ নয়। সাবজেক্টিভ। একই সরকার এক দলের কাছে গণতান্ত্রিক, অন্যদলের কাছে স্বৈরাচারী। পছন্দমতো ন্যারেটিভ উৎপাদন করা কঠিন কাজ নয়। গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক হুমকি হলো— প্রতিপক্ষের বিরুদ্ধে ‘লিথাল ন্যারেটিভ’ উৎপন্ন করা, এবং সে-অনুযায়ী বিরোধীপক্ষের সকল মৌলিক অধিকার অস্বীকার করা।
বাংলাদেশের মানুষ ন্যায়বিচারের সার্বজনীন ধারণায় বিশ্বাস করে না। তাদের পছন্দ সুবিধাজনক ন্যায়বিচার। কনভিনিয়েন্ট জাস্টিস। বিচারটি নিজ দলের, নিজ বিশ্বাসের বিপক্ষে গেলেই সেটি আর ন্যায়বিচার নয়। রাষ্ট্র সংস্কারে এটি বড় বাধা। মব সাইকোলোজিতে আঘাত না হেনে রাজনীতিক সংস্কার সম্ভব বলে মনে করি না। উপদেষ্টা পরিষদে যারা স্থান পেয়েছেন, তারা এসব বিষয়ে প্রাজ্ঞজন নন। টকশোজীবী ও এনজিওকর্মী দিয়ে রাষ্ট্র সংস্কার হয়েছে, এমন উদাহরণ পৃথিবীতে একটিও নেই। কুড়ালের কাজ যেমন চাকু দিয়ে করা যায় না, তেমনি, দার্শনিকের কাজও একাডেমিক মাস্টার বা চাকরিজীবী দিয়ে সম্পন্ন হয় না।”
.
—মহিউদ্দিন মোহাম্মদ
পর্যালোচনা / ১৫ আগস্ট / ২০২৪
২| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরজন্য দায়ী কে? হাসিনা ও তার গুন্ডা হেলমেট বাহিনী , ভয়ঙ্কর পুলিশ বাহিনী। মানুষ এতো তিক্তবিরক্ত যে, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ শুনলেই ক্ষেপে যাচ্ছে। এই ইমেজ সংকটের জন্য আওয়ামীলীগ দায়ী ৯৫% এবং অন্যরা দায়ী ৫%।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১২
আহসানের ব্লগ বলেছেন: 'হাসিনা শত শত খুন করেছে' এই ন্যারেটিভে 'আমরা' খুন করেছি' এটা ঢেকে দেওয়া হয়েছে। নিজেদের দায়ও হাসিনার ওপর চাপায়।অথচ ১৭ বছরের ছেলেকে সাথী বানায়ে খুনের ট্রেনিং দিতে বাধেনি। পুলিশের মাথা থেতলে দেওয়া, ছাত্রলীগের ছেলেদের, এমনকি পাশে থাকা আন্দোলনের সহকর্মীকে হত্যা প্রকাশ্যেই ঘটেছে।এখন সবাই জানে স্নাইপার নামানো হয়েছে বেসামরিক লোকজন হত্যার উদ্দেশ্যে, পুলিশ ব্যবহার করে না এমন অস্ত্র ব্যবহার হয়েছে। শিবির-বিএনপি সরাসরি নিজেদের এই সরকারবিরোধী মুভমেন্টের বিগেস্ট স্টেকহোল্ডার দাবী করতেছে৷ কিছু লাশ আবার জিন্দা হয়ে ফেরতও আসছে। মীর মুগ্ধ আগের দিন যাদের সতর্ক করেছে পরের দিন ফাঁকা জায়গায় তাকে লাশ হতে হয়েছে।
কিন্তু এরপরেও তারা, সুশীল-ভ্রষ্টবাম ম্যা ম্যা ম্যা ম্যা করেই যাচ্ছে...এই ম্যাতকারের অর্থ একটাই, খুনের হিসেব এবং তদন্ত যদি শতভাগ ঠিকঠাক করা হতো, পাল্লা তাদের দিকে অনেক বেশী ভারী। অবশ্য এটা খালি চোখে এভিডেন্ট হলেও পট্টি লাগিয়ে রেখে ওনারা তা দেখবেন না বলাই বাহুল্য। কারণ ক্ষমতার অপচর্চার জন্য এই ম্যাতকার যে কোনো মূল্যে তাদের জারী রাখতে হবে। খুনের ওপর ভর করেই তো আসা।
তো তাদেরকে প্রশ্নটি করা জরুরী যে পুলিশ, ছাত্রলীগ, স্নাইপার নামিয়ে আর অবৈধ অস্ত্র ব্যবহার করে বেসামরিক নাগরিক হত্যা- সবমিলিয়ে কতগুলো খুন তোমরা করেছো? হাসিনার ওপর চাপিয়ে নিজেদের করা খুনের দায়মুক্তি হবে না। যার যার হিসাব তার তার।
যাবতীয় খুনের বেনিফিসিয়ারি কারা হয়েছে শুধু এটা ঠান্ডা মাথায় ভাবলেই ইকুয়েশন ক্লিয়ার।সরকার খুনের বেনিফিসিয়ারি না। তার তো ক্ষমতাই চলে গেছে।
পাঁচ তারিখ থেকে হিসেব তো আলাদা করে হবে
-Pappu Dutta
৩| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৪
আলামিন১০৪ বলেছেন: টিট ফর ট্যাট, হাসিনা এগুলো শিখিয়েছে, তাঁর ওষুধ তাঁকে প্রয়োগে কোন বাঁধা নেই
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৬
আহসানের ব্লগ বলেছেন: হাসিনার এমন নজির দেখান। মুক্তিযোদ্ধার সন্তানেরাও মুক্তি পাচ্ছে না আপনাদের হাত থেকে।
৪| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯
এক্সম্যান বলেছেন: পরিস্থিতি যেমনই হোক না কেন ৩২ নাম্বারেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দিতে হবে, না হলে দেশপ্রেমিক হওয়া যাবেনা? বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের ভালবাসা থাকলে সেটা ঘরে বসেও পালন করা যায়, আর ভালবাসা যদি হয় লোক দেখানো তাহলেই মাত্র এরকম অস্থিতিশিল সময়ে ফটোশুট করতে আসে। নেত্রীকে পরে ছবি দেখানো যাবে দ্যাখেন আমি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দিতে গিয়ে মাইর খাইছি, তারপর এমপি -< মন্ত্রী -< টাকাই টাকা।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭
আহসানের ব্লগ বলেছেন: আমি ঘরে বসে করবো নাকি ৩২ নাম্বারে যাবো সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার কার থাকার উচিৎ?
৫| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৬
পবন সরকার বলেছেন: ছাত্রলীগ এযাবৎ যা করেছে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্ররা যদি সেই টুকুই করে তাহলেও আওয়ামীলীগের পথে দাঁড়ানো কষ্ট হয়ে যাবে এবং আগামীতে মিছিল করার লোক খুঁজে পাবে না।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৯
আহসানের ব্লগ বলেছেন: তো যায়েজ হয়ে গেল? সামান্য কটা লোক দেশে নেতা নাই কোন। এদের এতো ভয় কেন পান?
একটি পোড়া বাড়ির শক্তি দেখে এলাম৷ ঘিরে রেখে পোড়া বাড়িটিকে নিরাপত্তা দিচ্ছে তারা, যারা বাড়িটি পুড়িয়ে দিয়েছিল৷ একটি নামের ভয়, একটি পোড়া বাড়ির জন্য যে ভীতি—তা অনুভব করাচ্ছে বহু কিছু৷ মনে হচ্ছে এও এক তাসের ঘর, যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে৷
৬| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৯
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: আমি ঘরে বসে করবো নাকি ৩২ নাম্বারে যাবো সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার কার থাকার উচিৎ?
অধিকার?? গত ১৫ বছরে এই শব্দটাইতো অপরিচিত হয়ে গেছে। এই অধিকারের কথা বলতেইতো ৪৫০+ তাজা প্রান গেল। সো আগেতোঅধিকার শব্দটা ফিরে আসুক, তারপর না হয় অধিকার নিয়ে চিন্তা করিয়েন।
আর আপনারা ওভার রিয়েক্ট করতেছেন, প্রপাগান্ডা ছরাচ্ছেন। একটা ঝড় বয়ে গেলে সাথে সাথেই সব কিছু ঠিক হয় না। কিন্তু আপনারা উল্টা ঝড়ই যেন শেষ না হয় সেই চেষ্টায় আছেন।
৭| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩
আরশাদ রহমান বলেছেন: হাসিনার কর্মের ফল হাসিনা পাবে তাতে করো দুঃখ বোধ করার কিসু না। অন্যায় করলে শাস্তির প্রয়োগে না হলে অন্যায় থামবে কিভাবে।
হাসিনা সরকার এর দায়। মুজিবের উপর চাপিয়ে তার প্রতি অসম্মান প্রদর্শন করে গেলো সরকার এর অন্যায় এর। বিচার নিরপেক্ষ বিচার হয় না।
উনাকে ছোট করে নিজেদেরই ছোট করা।
উনাকে দলের ঊর্ধ্বে রাখা জাতির ই সম্মান। কিন্তু সে বোধ আমাদের হয়তো নাই অথবা কে জানে হয়তো সব জেনেই তাঁর উচ্চতায় পৌঁছাতে পারবনা তাই তাকে ফেলে দিয়ে নিজের উচ্চতা বেশি দেখার ইচ্ছা। কিন্ত সেতো হবে মিথ্যে উচ্চতা।
৮| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৫
নতুন বলেছেন: এটা অতিউসতাহি দের কাজ।
সামনে এমনটা কমই হবে।
বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার উপায় নাই। কিন্তু বর্তমান পযন্মের কাছে চেতনা এতোই বেশি বিক্রি করেছে যে জনগনে চোখে সন্মান হারিয়েছে।
দেশের পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এদের কয়েক বছর সময় দেওয়া উচিত।
৫৩ বছরে অনেক সরকার এসেছে দানবে পরিনত হয়েছে। যদি এই সরকার দূনিতি বন্ধ করে বৈশম্য বিরোধী সমাজের শুরুটা করে যেতে পারে সেটি করতে সবার সাহাজ্য করা উচিত।
এরা ফেইল করলে আয়ামীলীগ বিএনপি তো আশার জন্য বসেই আছে, তাদের ডাকতেও হবেনা, দখল করে নেবে তারা।
৯| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪১
গোবিন্দলগোবেচারা বলেছেন: পু*কি জ্বলে?
দিল্লি যান, মানবতার মাতার কোলে বসে আন্দোলন করেন।
২০২৪ এর রাজাকার নিপাত যাক।
১০| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
নয়া পাঠক বলেছেন: এই সব কুত্তার বাচ্চার জন্য দেশের আজকে এই পরিস্থিত। সাথে জড়িত কিছু শিক্ষিত কুলাঙ্গার, যারা দিনরাত এক করে ফেলে ন্যায়ের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করতে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা আগে বুঝে তারপর আসলে এর প্রতিবাদ করা উচিত। আওয়ামীলীগ এর সাথে কোন যুুক্তি দেখিয়ে পার পাওয়া যায় না, তারা যা বলে তা সত্যি আর সারা পৃথিবীর লোক যা দেখে তা মিথ্যা।
১১| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
কামাল১৮ বলেছেন: সব কিছুই চলছে আইএস এর তরিকায়।দেশকে এরা আফগান বানিয়েই ছাড়বে।
১২| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৭
ঊণকৌটী বলেছেন: আফগান হোক না এইটা আপামর বাংলাদেশের মানুষের চাহিদা, ক্ষতি কি, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে
১৩| ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৮
দূর মিয়া বলেছেন: এই এখানে অনেক শিক্ষিত লোক আছে। আমকে কেউ গন্ততন্র ও রাজতন্ত্র এর সুবিধা/অসুবিধা বলতে পারবেন। যুক্তি দিয়ে না বাস্তবতা দিয়ে বলতে হবে। এমন একটা সরকার নাম বলেন যে দুর্নিতি করে নাই
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যার বাপ সে পালালো এদের এতো মাথা ব্যথা কেন? লুটপাটের সুযোগ হাতছাড়া হওয়ায়?