নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আগে তো পানি দিতনা মারার আগে। এখন ভাত পানি খাওয়াইয়া মারে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪


আগে তো পানি দিতনা শেষ নিস্বাশের আগে। এখন ভাত পানি খাওয়াইয়া মারে। আর শামীম মোল্লা ভাইয়ের কপালে অবশ্য অত্যাচার ছাড়া কিছু জোটে নাই। “ভাই আমারে আর মাইরেন না বলে অনুনয় বিনয় করার পরেও শেষ রক্ষা হয় নাই জাবির সমন্বয়কদের হাত থেকে।
বৈষম্য বিরোধী এই বাংলায় পাগলের ও ছাড় নাই।

ছবিতে যে লোকটা কে দেখছেন তার নাম তোফাজ্জেল, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। খুবই সজ্জন ও পরোপকারী, প্রেম বিচ্ছেদ ঘটিত কারণে কয়েক বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এখন এই ছেলেটাকেও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মেধাবী ছেলেরা ছাড়লোনা।

এই একটা ঘটনাই ঘটে নাই শুধু, জাবি তে সাবেক ছাত্র লীগ নেতাকেও জাবির সমন্বয়কেরা মেরে ফেললো। এখানে একটু বৈষম্য ছিল, আর সেটা হচ্ছে তোফাজ্জলকে ভাত পানি দিয়ে হত্যা করা হলেও শামীম মোল্লার কপালে এক ফোটা পানিও জোটে নাই।
আমার শামীম ভাই বলতেসিলো,
ভাই আমারে মাইরেন না, আর মাইরেন না।
না ওরা শোনে নাই। ওরা আমার ভাইরে মাইরা ফালাইলো।
শামীম মোল্লা ভাইকে হত্যার দৃশ্য

২০০১ সালে বিএনপি যখন ক্ষমতা নিলো নির্বাচনে জিতে গেছে খবর পাওয়া মাত্র শুরু হলো হিন্দু সম্প্রদায় এবং আওয়ামি লীগের উপরে হামলা। সে ঘটনাগুলো উদঘাটনে একটা বিচার বিভাগীয় তদন্ত করা হয়। সেখানে দেখা যায় বিএনপি জামাতের ২৫০০০ নেতাকর্মী এবং তাদের ২৫ জন মন্ত্রী-এমপি সেই হামলাগুলোয় জড়িত (সূত্রঃ বিবিসি, ২ ডিসেম্বর ২০১১)। সেসময়ে ২০০ হিন্দু নারী ধর্ষিতা হন। তাদের মধ্যে ৮ বছরের শিশু হতে শুরু করে ৭০ বছরের বৃদ্ধা ছিলেন।

এবং মেধাবীদের কল্যানে আমরা আবার ২০০১-২০০৬ এর শাসন আমলে প্রবেশ করেছি।

আওয়ামী লীগ ৩০ লক্ষ শহীদের লাশ কে সামনে রেখে সাধারণ ক্ষমা ঘোষনা করেছে। কিন্তু মনে হচ্ছে না পরবর্তী তে হাই কমান্ডের নির্দেশনাও আওয়ামী লীগ মানবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: এমন কোন মৃত্যু্ই কাম্য নয়।
একটা কথা জানতে ইচ্ছে করছে,আপনার এই কান্না কি আগেও ছিল?

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯

আহসানের ব্লগ বলেছেন: কি বলতে চান? আপনাদের মতন বিচার হীনতার সংস্কৃতি আমাদের মধ্যে নাই। আবরারের প্রত্যেক টা খুনি কনডেম সেলে ফাসির প্রহর গুনতেসে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪১

আহরণ বলেছেন: অশিক্ষিত, মূর্খ, অসৎ, অসভ্য, বর্বর, হিংস্রো ........... মানুষের দেশ বাংলাদেশ। আমি লজ্জিত এই দেশে আমার জন্ম। দুঃখিত, এই কথা গুলো বলতে আমি বাধ্য হলাম।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ আহরণ এই ব্লগে তোমার বয়স কয়দিন হয়ছে একটু হিসেব করো দেখি? তুমি কার মাল্টি নিক? এই কয়দিনেই ল্যাদাইতে আইছো?!

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৮

এম ডি মুসা বলেছেন: একজনের দোষে সকলে দোষী নয়

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪

কিরকুট বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ আহরণ এই ব্লগে তোমার বয়স কয়দিন হয়ছে একটু হিসেব করো দেখি? তুমি কার মাল্টি নিক? এই কয়দিনেই ল্যাদাইতে আইছো?!

একটা অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ জানানো কে ল্যাদানো বলে ?

ওই লোক যদি পৃথিবীর জঘন্যতম অন্যায় করে এর জন্য দেশে আইন আছে তাকে আইনের হাতে তুলে না দিয়ে মব এর মাধ্যমে হত্যা কোন আন্দোলনের ফসল বলে মনে হয় আপনার ? @ সৈয়দ মশিউর রহমান বলেছেন

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা ‘শুটার শামীম’ মারা গেছেন

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩

তানভির জুমার বলেছেন: আবরারের প্রত্যেক টা খুনি কনডেম সেলে ফাসির প্রহর গুনতেসে। মিথ্যা তথ্য আমাদের এলাকার একজন আবার হত্যার আসামী সে ছাড়া পেয়েছে আরো দু বছর আগে ছাত্রলীগ এখন বিদেশে চলে গেছে।

ঢাবিতে এই লোক কে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এর সাথে জড়িত সবার বিচার চাই। সে যত বড় হ্যাডামওলাই হোক না কেন। চোর সন্দেহে এভাবে কাউকে হত্যা করা গুরুতর অপরাধ। মব জাস্টিজ বন্ধ করতে হবে।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০০

এম ডি মুসা বলেছেন: তীব্র নিন্দা জানাই।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মারার আগে তো অন্তত খেতে দিয়েছে। ওদের দয়ার শরীর। আমি ওদের ধ্বংস কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.