নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
খুব সুন্দর কথা কইসেন স্যার। মারহাবা। মানবতা কায়েম হইসে৷ বৈষম্য দূর হইসে৷ইডেনের মেয়েটাকে মেরে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালালেন। তা মাসুদ, শামীম মোল্লা, আর তোফাজ্জল দের বাড়িতে গিয়ে একটু কান্না কাটি কবে করবেন? নাকি এইখানেও বৈষম্য? কান্না টাও কি সিলেক্টিভ নাকি স্যার? একটু ভাংগা ভাংগা গলায় দুইটা শব্দ তো খরচ করতেই পারেন? নাকি তাতে কইরা বিপ্লবের মূলভাবের সাথে সংঘর্ষ হইবো৷ আবরার কে নির্মম ভাবে হত্যার পরের দিন মিডিয়া প্রত্যেক টা হ *ত্যাকারীর নাম ঠিকানা সহ খবর ছাপাইসে৷ মাসের পর মাস অনুসন্ধানী রিপোর্ট করসে৷ আজকে মিডিয়া ভিডিও এভিডেন্স থাকার পরেও কারো নাম প্রকাশ করতে পারতেসেনা। তাহলে ফ্যাসিস্ট কে হে মাননীয় সরকার? ফ্যাসিস্ট কে৷ শ খানেক ছাত্রলীগ কর্মী এখনো জেলে যার মধ্যে জনা ৪০ কনডেম সেলে দিন রাত জাপন করতেসে অন্ধকারে ফাসির চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে তারা৷
আর আপনারা ভিডিও পরিষ্কার ভিডিও থাকার পরে ও পংগু মাসুদ এর হত্যা কারী দের ধরতে পারলেন না৷
আপনারা যেই শাষন কায়েম করলেন৷ মনে করতেসেন আপনাদের মসনদ অনেক শক্ত? হাসিনা কে মসনদ থেকে নামাই তে পারসেন আর আপনারা কি রে ভাই? খুব সুন্দর কথা বলসেন, আইন নিজের হাতে তুলার অধিকার নাই৷ এটা আমরা জানতান না৷ আজ এই তথ্য জাতি জানতে পেরে মেধা পেলো। সবাই মেধাবী হয়ে গেলো৷
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০
কামাল১৮ বলেছেন: কপালের লেখা দেখে তাকে চিনা যায়।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০০
এম ডি মুসা বলেছেন: সঠিক উপলব্ধি কয়জন করে?
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
ইফতেখার ভূইয়া বলেছেন: উপদেষ্টা মহোদয়তো ভুল কিছু বলেন নি, তিনি তো সঠিক কথাই বলেছেন। যারা আইন ভঙ্গ করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যায়কে সমর্থন করার কোন সুযোগ নেই। আর কান্নাকাটি করা উপদেষ্টা মহোদয়ের কাজ নয়, ওটা জয় বাংলা হওয়া নেত্রীর একমাত্র কাজ। কথা হলো, নেত্রী যদি রেল স্টেশনে গিয়ে কান্নাকাটি না করে তার লাঠিয়াল বাহিনী দিয়ে খুন করানোর পরেও যদি ঐ পরিবারগুলোর কাছে গিয়ে একটু কান্নাকাটি করতো কিংবা উপদেষ্টা মহোদয়ের বলা কথাটিও বলতো তাও মনকে সান্ত্বনা দিতে পারতাম। উল্টো তিনি কুকুর লেলিয়ে দিলেন রেইড দিয়ে ছাত্রদের খুঁজে খুঁজে বের করার জন্য। সত্যিই বেদনাদায়ক।
যাইহোক, আপনার লিখার জন্য ধন্যবাদ জানাই। আর সমালোচনাও চলুক।
উপদেষ্টা মহোদয়তো ভুল কিছু বলেন নি, তিনি তো সঠিক কথাই বলেছেন। যারা আইন ভঙ্গ করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যায়কে সমর্থন করার কোন সুযোগ নেই। আর কান্নাকাটি করা উপদেষ্টা মহোদয়ের কাজ নয়, ওটা জয় বাংলা হওয়া নেত্রীর একমাত্র কাজ। কথা হলো, নেত্রী যদি রেল স্টেশনে গিয়ে কান্নাকাটি না করে তার লাঠিয়াল বাহিনী দিয়ে খুন করানোর পরেও যদি ঐ পরিবারগুলোর কাছে গিয়ে একটু কান্নাকাটি করতো কিংবা উপদেষ্টা মহোদয়ের বলা কথাটিও বলতো তাও মনকে সান্ত্বনা দিতে পারতাম। উল্টো তিনি কুকুর লেলিয়ে দিলেন রেইড দিয়ে ছাত্রদের খুঁজে খুঁজে বের করার জন্য। সত্যিই বেদনাদায়ক।
যাইহোক, আপনার লিখার জন্য ধন্যবাদ জানাই। আর সমালোচনাও চলুক। আমার তোলা ছবিটা আপনার জন্য শেয়ার করছি। ধন্যবাদ।