নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আমার মতন গরিবের ডার্বি এখন 70 টাকা। আগে দুই বছর পর পর 5 টাকা করে বেড়ে 55 টাকায় আসছিলো। এখন এক লাফে 15 টাকা বাড়সে।
বাচ্চার জন্য এন্টিবায়েটিক সিরাপ কখেনো 220 টাকার ওপরে দাম দেখি নাই। গত কাল cefuroxime usp সিরাপরে দাম দেখি 330 টাকা।
পরে দুইটা টেবলেট কিনে ভেঙ্গে ভেঙ্গে খাওয়াচ্ছি।
বিড়ি থেকে ওষুধ পর্যন্ত, পান থেকে চুন পর্যন্ত এমন নজির বিহীন ভ্যাট ট্যাক্স আরোপ দেশের ইতিহাসে কবে হইসে!
এর আগে জোট সরকার ও ক্ষমতা ছিল, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি কম থাকলেও এমন নজির বিহীন অবস্থার সামনে পড়িনাই।
আপনারা যারা ভালা মানুষ যারা নির্বাচন চান না, বলসিলেন প্রবাসীরা ডলার পাঠাইয়া রিজার্ভ আমেরিকা নিয়ো যাবে।
দিন শেষে রাজনৈতিক সরকারের বিকল্প নাই।
দেশ চালায় রাজনীনিতি বিদেরা।
2014 সালে ভোট দেই নাই কারণ সেটা অংশ গ্রহণ মূলক ছিলনা তাই,
2018 তে বিএনপি অংশ নেয়ায় দিসি।
2024 এ দেই নাই কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি।
এখন নির্বাচন ছাড়া মহা সংস্কারের নাম করে আমাদের কে পথে বসানোর যেই কর্মযজ্ঞ চলতেসে। তা থামান।
বিএনপি ক্ষমতায় আসলে আমার বিশ্বাস তারা অতীত থেকে শিক্ষা নিয়ে লীগের চেয়ে ভালো দেশ চালাবে।
সামান্যে দু চারশ মিলিয়ন লোনের জন্য যেই ট্যাক্স আরোপ করতেসেন তাতে আমাদের মরন ছাড়া গতি নাই।
২| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজদের ধরে তাদের টাকা না নিয়ে, জনগন কে কেন কষ্ট দিবে? আজিব!!!
৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজদের ধরে তাদের টাকা না নিয়ে, জনগন কে কেন কষ্ট দিবে? আজিব!!!
৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬
মাহদী হাসান শিহাব বলেছেন: টাকা বের করার সবচেয়ে সহজ উপায় জনগনের পকেট। এর থেকে সহজে আর কোথাও থেকে টাকা পাওয়া যায় না।
৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০১
ডি এইচ তুহিন বলেছেন: জনগণ হচ্ছে কসবীর মত, যে যেভাবে সুযোগ পায় মেরে দিয়ে যায়.....
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০০
সৈয়দ কুতুব বলেছেন: ফাও কারণে নিজেদের বদনাম কুড়াচ্ছে এই সরকার।