নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আমার মতন গরিবের ডার্বি এখন 70 টাকা। আগে দুই বছর পর পর 5 টাকা করে বেড়ে 55 টাকায় আসছিলো। এখন এক লাফে 15 টাকা বাড়সে।
বাচ্চার জন্য এন্টিবায়েটিক সিরাপ কখেনো 220 টাকার ওপরে দাম দেখি নাই। গত কাল cefuroxime usp সিরাপরে দাম দেখি 330 টাকা।
পরে দুইটা টেবলেট কিনে ভেঙ্গে ভেঙ্গে খাওয়াচ্ছি।
বিড়ি থেকে ওষুধ পর্যন্ত, পান থেকে চুন পর্যন্ত এমন নজির বিহীন ভ্যাট ট্যাক্স আরোপ দেশের ইতিহাসে কবে হইসে!
এর আগে জোট সরকার ও ক্ষমতা ছিল, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি কম থাকলেও এমন নজির বিহীন অবস্থার সামনে পড়িনাই।
আপনারা যারা ভালা মানুষ যারা নির্বাচন চান না, বলসিলেন প্রবাসীরা ডলার পাঠাইয়া রিজার্ভ আমেরিকা নিয়ো যাবে।
দিন শেষে রাজনৈতিক সরকারের বিকল্প নাই।
দেশ চালায় রাজনীনিতি বিদেরা।
2014 সালে ভোট দেই নাই কারণ সেটা অংশ গ্রহণ মূলক ছিলনা তাই,
2018 তে বিএনপি অংশ নেয়ায় দিসি।
2024 এ দেই নাই কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি।
এখন নির্বাচন ছাড়া মহা সংস্কারের নাম করে আমাদের কে পথে বসানোর যেই কর্মযজ্ঞ চলতেসে। তা থামান।
বিএনপি ক্ষমতায় আসলে আমার বিশ্বাস তারা অতীত থেকে শিক্ষা নিয়ে লীগের চেয়ে ভালো দেশ চালাবে।
সামান্যে দু চারশ মিলিয়ন লোনের জন্য যেই ট্যাক্স আরোপ করতেসেন তাতে আমাদের মরন ছাড়া গতি নাই।
২| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজদের ধরে তাদের টাকা না নিয়ে, জনগন কে কেন কষ্ট দিবে? আজিব!!!
৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজদের ধরে তাদের টাকা না নিয়ে, জনগন কে কেন কষ্ট দিবে? আজিব!!!
৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬
মাহদী হাসান শিহাব বলেছেন: টাকা বের করার সবচেয়ে সহজ উপায় জনগনের পকেট। এর থেকে সহজে আর কোথাও থেকে টাকা পাওয়া যায় না।
৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০১
ডি এইচ তুহিন বলেছেন: জনগণ হচ্ছে কসবীর মত, যে যেভাবে সুযোগ পায় মেরে দিয়ে যায়.....
৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১২
কামাল১৮ বলেছেন: এডিবি বা বিশ্বব্যাংক থেকে লোন নিলে তাদের সর্ত পুরণ না করলে অর্থ ছাড় দিবে না।তাই এই অবস্থা।নির্বাচিত সরকার ছাড়া অন্য দেশগুলি সাহায্য করবে না।প্রয়োজন দ্রুত নির্বাচন দেয়া।
৭| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৮
Sujon Mahmud বলেছেন: বর্তমান সময়ে ঋণ, চিকিৎসা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অতিরিক্ত কর বৃদ্ধির ফলে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য এটি বিপর্যস্ত। সরকার এমন নীতির মাধ্যমে দেশের উন্নতির আশা করলেও, এতে মানুষের জীবন মান ব্যাহত হচ্ছে। সঠিক পরিকল্পনা এবং জনগণের প্রতি সহানুভূতির প্রয়োজন, যাতে উন্নয়ন অর্থনৈতিক সংকট সৃষ্টি না করে।
৮| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫
বাকপ্রবাস বলেছেন: ইউনুস সরকার না ঘরকা না ঘটকা তালগোল পাকিয়ে বিদায় নেবে
৯| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৭
নাহল তরকারি বলেছেন: ইদানিং খবর দেখলে ঢর লাগে।
১০| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: এটা অমানবিক হয়ে যাচ্ছে।
১১| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৩
রিফাত হোসেন বলেছেন: যে হারে পয়সা মেরেছে। এর জন্য tax বাড়ানো ছাড়া গতি নাই। ড.ইউনুসকে দীর্ঘদিন সুযোগ দেওয়া উচিত, যাতে stable format এ দেশকে রেখে যেতে পারে। নপি,লীগ, জামা সুযোগ দিবে না।
২০২৬, ২০৩০ আরেক ধাক্কা আসবে। ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থানকে সামলানোর মত পরিবেশ কি আছে? রপ্তানিখাতগুলো কতটুকু future proof? innovation এর কি অবস্থা? লীগ বা নপী এরা এভাবে কোনদিনই চিন্তা করে নাই।
এরা রাজনীতি বুঝে টেন্ডারবাজী ও দূর্নীতি। সবাই নিশ্চয়ই খারাপ নয়, যারা ভাল করতে চায় তাদের তারা মূল্য দিবে না।
যেমন দেশের মানুষ তেমনই শাসক।
১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৩
আহসানের ব্লগ বলেছেন: আহারে ভাইরে ট্যাক্সের পরিধি না বাড়ায়া বাড়াচ্ছে সাধারণ মানুষের। আর কত চাটবেন।
১২| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৫০
রিফাত হোসেন বলেছেন: ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৩০
লেখক বলেছেন: আহারে ভাইরে ট্যাক্সের পরিধি না বাড়ায়া বাড়াচ্ছে সাধারণ মানুষের। আর কত চাটবেন।
---
চাটাচাটি আপনাদের কম্ম হতে পারে আমাদের মত সাধারণের নয়। কোন মতামতকে যদি আপনারা যা করেন, সেরকমই মনে করেন! তাহলে ভ্রাতা কিচ্ছু করার নাই। দুঃখ এই যে, আপনার্ ব্লগের প্রফোইল লগোর সাথে মনের পার্থক্য অনেক।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০০
সৈয়দ কুতুব বলেছেন: ফাও কারণে নিজেদের বদনাম কুড়াচ্ছে এই সরকার।