নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

জাতির পিতাকে অস্বীকার করে, স্বাধীনতার সংগ্রাম কে অস্বীকার করে রাজাকার রা আমাদের আওয়ামী লীগ সমর্থন করাতে বাধ্য করে বারং বার।

১৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৩


আমরা যারা কোন দলের পদ পদবি তে নাই। এমনকি আমার কলেজের রাজনীতি জড়িত বন্ধুর সাথেও মেশা বন্ধ করেছিলাম আমরা চার জনের সার্কেল। দলীয় রাজনীতি বড়ই খারাপ জিনিস। মাইর খাওয়া মাইর দেয়া টেন্ডার বাজী এগুলোর বিকল্প রাজনীতি বাংলাদেশে নাই।

নতুন বন্দোবস্তে যারা আশা রাখসিলেন তাদের কথা চিন্তা কইরা আমার হাসি পায়।
আওয়ামী লীগের পতনে আমার চেয়ে বেশী খুশি কেউ হয় নাই। এই দল টার হাই কমান্ডে থাকা নেতা দের সাথে দেখা করতে হইলে আমি শুনেছি এপয়ন্টমেন্ট নিতে হইতো নিজ দলের কর্মী দের।
রাজশাহীর মাসুদের কথা মনে আছে?
সে অনেক বছর পঙ্গু এবং বেকার থাকার পরে প্রধাণমন্ত্রী কে চিঠি দিয়ে চাকরী নিতে হইসে। অথচ যুবদল আর ছাত্র লীগের নেতারা তাহলে কি করসিলো? খেটে খাওয়া মানুষের দল যখন জন বিচ্ছিন্ন হয় তখন পতন আসন্ন। সেটা যেভাবেই হউক।

৫ আগস্ট হবে তা আমরা আরও ৪-৫ বছর আগেই টের পাইসি।

কিন্তু একটা কথা থেকে যায়, আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাাসী আমাদের আতুর ঘর গুলোর সাথে তাদের কি সমস্যা?
আমরা আবারও আওয়ামী লীগ করতে বাধ্য হই।
জাতির পিতাকে অস্বীকার করে, স্বাধীনতার সংগ্রাম কে অস্বীকার করে রাজাকার রা আমাদের আওয়ামী লীগ সমর্থন করাতে বাধ্য করে বারং বার।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৬

এ পথের পথিক বলেছেন: আমরা আবারও আওয়ামী লীগ করতে বাধ্য হই।
এইগুলা ফালতু কথা, ছুপা আম্লিগার রাই শুধু এসব কথা বলতে পারে ।

১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

আহসানের ব্লগ বলেছেন: কিসের ছুপা? লীগ কখনো লুঙ্গির নিচে থাকেনা। যা হিজু শিবির থাকে।

২| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

কু-ক-রা বলেছেন: উহা (আহসানের ব্লগ) ছুপা ফ্যাসিস্ট। উহা ছুপা আওয়ামি লীগ।

১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

আহসানের ব্লগ বলেছেন: ছুপা হিজু।

৩| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

এ পথের পথিক বলেছেন: আহসানের ব্লগ গনহত্যা সমর্থনকারী, দেশের সার্বভৌমত্ব ভাড়তের কাছে বিক্রি করা দিল্লীর দাসীর একজন একনিষ্ঠ দাস । এরাই দেশে গণহত্যা, ব্যাংকলুট, বোমাবাজি, জঙ্গিনাটক, ধর্ষনকারী মানুষরুপী আম্লিক/কু#লীগ ।
এরাই আবার স্বাধীনতার বঙ্গবল্টুর কথা বলে বড়াই করে, চোরের মায়ের বড় গলা আরকি, তা আজ প্রমাণিত সত্য ।

দিল্লীর দাস/দাসী আম্লিকের মুল অস্ত্রই ছিল শিবির ট্যাগানো। সত্য কথা বললেই শিবির, ধর তারে মার তারে । এই থিওরি এখনো চলমান ।
মানুষ আর এমনি এমনি বলে আম্লিক কখনো মানুষ হয় না, শালারা আজীবন আম্লিকি রয়ে যায় ।

১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

আহসানের ব্লগ বলেছেন: ভারত বাংলাদেশকে দেয়া কয়েকটা সুবিধা (চুক্তি) বাতিল করেছে। শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছেন অভিযোগকারীরা ক্ষমতায় গিয়ে আজ ৮ মাস। এই সময়ে তারা শেখ হাসিনার করা একটা চুক্তিও বাতিল করতে পারেন নাই। কেন পারেন নাই? কারন ঐ চুক্তিগুলোর প্রতিটায় বাংলাদেশের সুবিধা আছে। বাতিল করলে ভারতের যা লস হবে আমাদের হবে তার চাইতে বেশি ক্ষতি। ঐ ক্ষতির ধাক্কা দেশের অর্থনীতি এবং সামগ্রিকভাবে দেশ নিতে পারবে না। গত ১৬ বছর ধরে ভারত এবং আওয়ামি লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে। এখন সেসব মিথ‍্যাচারগুলো সব প্রকৃতির নিয়মে ন‍্যাংটা হয়ে খসে পড়ছে।
৮ মাস হয়ে গেলেও এখন আর পিলখানা নিয়ে কোন কথা বলে না। কারন সেনাবাহিনীর যে কোন সদস‍্য যত গান্ডুচোদা হোক ফেক তদন্ত করলে ঠিকই ধরা পড়ে যাবে (বুঝে ফেলবে)। ইতিমধ্যে সাজা প্রাপ্ত বিডিআর সদস‍্যদের গণহারে ছেড়ে দেয়ার ঘটনায় ক‍্যান্টনম‍্যান্টগুলোতে অনেক অফিসার আগে যারা বিশ্বাস করতেন লীগ জড়িত তারাও এখন অবিশ্বাসী হয়ে উঠেছেন, ক্রুদ্ধ হয়ে উঠেছেন। যে কারনে পিলখানায় সামরিক অফিসার হত‍্যাকান্ড নিয়ে লীগ, ভারতকে জড়িয়ে এখন আর কেউ কথা বলে না। তদন্তের কথাও ভুলে গেছে। কারন তদন্ত করলে ধরা পড়বে ঘটনার সাথে তাদের লোকজন জড়িত ছিল। উদ্দেশ্য ছিল লীগকে দোষী সাব্যস্ত করে সেনাবাহিনীর মাধ‍্যমে ক্ষমতা থেকে অপসারন। কথা ক, নডির পুতেরা, ১৬ বছর যেমনে কথা বলতি এখন কথা বল।

৪| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

কু-ক-রা বলেছেন: উহা (আহসানের ব্লগ) পুনরায় বাংলাদেশে ফ্যাসিজম ফিরাইয়া আনিতে তৎপর। উহা (আহসানের ব্লগ) এবং উহার মত উহাদের বিষয়ে সতর্ক থাকিতে হইবে, না হইলে বাংলাদেশ পুনরায় আয়নাঘরে পরিণত হইবে। ইহা কিছুতেই হইতে দেওয়া যাইবে না।

৫| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

সৈয়দ কুতুব বলেছেন: জাতির পিতার নামে চুরি ডাকাতি করে নাম খারাপ করেছে আম্লিক ! B-)

১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

আহসানের ব্লগ বলেছেন: হ আর এখন লাখ লাখ মানুষ বেকার কইরা নতুন বিনিয়োগ শূন্যে আইনা দেশের অনেক বড় উপকার করলো সমন্বয়ক লীগ।

৬| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

আমি নই বলেছেন: আমলীগের পতনে আপনি খুশি হয়েছিলেন?? =p~ =p~

ভাই আমরাতো আপনাকে চিনি, তাইনা??

আর ব্রো, হাসিনা চুক্তিগুলো এমন ভাবে করেছে যে বাতিল করলেও ক্ষতি, না করলেও ক্ষতি। যেমন আদানির চুক্তি বাতিল করলেও সম্ভবত ২৫ বছরের ক্যাপাসিটি চার্জ দিয়ে বাতিল করতে হবে। আবার চালালেও সর্বোচ্চ মুল্যে বিদ্যুৎ আমদানী বহাল রাখতে হবে। যে পথেই বাংলাদেশ হাটুক লস বাংলাদেশেরই।

১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

আহসানের ব্লগ বলেছেন: লল। চুক্তি খোলাশা করতে বলেন। এরকম হইলে যে ক মাস আদানী বিদ্যুৎ দেয় নাই সে ক মাসের ক্যাপাসিটি চার্জ নেয় নাই কেন? ফালতু মিথ্যা ধারা প্রচার বন্ধ করেন।

৭| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

সৈয়দ কুতুব বলেছেন: সমন্বয়ক লীগ কথাটার সাথে কিছুটা একমত আমি। এনসিপি তে যারা আছে তাদের বেশিরভাগের বড়ো ভাই ছাত্রলীগ করতো। রতনে রতন চিনে৷ :-B

৮| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

কু-ক-রা বলেছেন: উহা (সৈয়দ কুতুব) উচ্চ স্তরের ছুপা র এর এজেন্ট। রাজনিতিক ভাবে যাহা কিছু বাংলাদেশের জন্য ভাল এবং দরকার, সবকিছুতেই উহা চিকন এবং চুলকানি মার্কা লেখা লেখিয়া যাইতেছে। উহা অতি বড় ধুরন্ধর। উহা একবার আমার কমেন্ট ডিলিট করিয়াছিল। উহার সৎ সাহসের অভাব আছে। উহা ভন্ড। উহা মুখে সততার কথা বলিলেও উহা প্রকৃতপক্ষে ধড়িবাজ। উহার বিষয়ে সতর্ক থাকা আবশ্যক।

৯| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

এ পথের পথিক বলেছেন: আম্লিকের কাছে এইসব মিথ্যা ছাড়া সবার কাছেই সত্য ।
যাইহোক গালি দিয়ে নিজের বংশ পরিচয় দেয়ার জন্য ধন্যবাদ ।
আম্লিক সারাজীবন আম্লিকই রয়ে যায় ।

১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০১

আহসানের ব্লগ বলেছেন: এটা আজম খানের পোস্ট কপি পেস্ট করেছি। ক্রেডিট লিখসিলাম উঠে নাই কেন বুঝলাম না। দ্রত পেস্ট করতে গিয়ে ভুল হয়ে গেচে।

১০| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

সপ্তম৮৪ বলেছেন: Bangladesh is a land of chagu and always will be.

১১| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

সৈয়দ কুতুব বলেছেন: কু-ক-রা@বাংলাদেশে সবাই এজেন্ট কেবল কু-ক-রা ছাড়া ! এত কম জানাশোনা নিয়ে ব্লগে আসেন অন্যকে সমালোচনা করতে। এনসিপির শীর্ষ স্থানীয় অনেক নেতার আত্নীয় স্বজন আওয়ামী লীগ করতো ইহা ওপেন সিক্রেট ! কেবল আপনার চোখ, কানের অভাবে সেগুলো মাথায় পৌছাচ্ছে না।

এসব এজেন্ট এজেন্ট না খেলে নিজের লেখা প্রথম পাতায় আনার ব্যবস্থা করেন। তাহলেই বুঝবো কার মুরিদ আপনি।

১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

আহসানের ব্লগ বলেছেন: এরা শিবির বেতন ভুক্ত মাল্টি নিক। ব্লগে নিয়ম করা দরকার ২০ হাজার পঠিত ছাড়া কমেন্ট যেন কেউ না করতে পারে।

১২| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪০

নতুন বলেছেন: আয়ামীলীগ অন্যায় করেছে এটা মেনে নিয়ে জনগনের জন্য রাজনিতি করতে পারে। কিন্তু এখনো কোন আয়ামীলীগের সমর্থক, নেতা দের ভেতরে একটুকুও অনুসুচনা দেখিনাই।

জামাত শিবির কে গদামের উপরে রাখতে হবে। কোন মানুষ মুক্তিযুদ্ধ, দেশকে ভালোবাসলে জামাত শিবিরকে কাছে ঘেসতে দিতে পারেনা।

১৩| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৫

রানার ব্লগ বলেছেন: বংগবন্ধুর নাম শুনলে যাদের পেছন জ্বলে ওঠে তাহাদের জন্য অনুশচনা ছাড়া কিছুই নাই। যুদ্ধ শিশুদের আমরা পরম মমতায় পালন করেছি এটাই আমাদের ভুল। ভুক্তভোগী সকল মা'দের উচিত ছিলো লবন খাইয়ে ওই সব নরপিশাচের ছানা পোনাদের মেরে ফেলা।

১৪| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: করেন আওয়ামী লীগ বেশী করে। সেই ক্ষেত্রে আপনি হবে খুনীদের দোসর! এই পরিচয়েই মরবেন।

১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৮

আহসানের ব্লগ বলেছেন: লল। কারা ভিড়ের মাঝে লেঅক মারসে তা প্রকাশ হচ্ছে। পুলিশ কারা মেরেছে তা জাতি দেখেছে। আইসে মানবতা দেখাইতে।

১৫| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৮

আমি নই বলেছেন: লেখক বলেছেন: লল। চুক্তি খোলাশা করতে বলেন। এরকম হইলে যে ক মাস আদানী বিদ্যুৎ দেয় নাই সে ক মাসের ক্যাপাসিটি চার্জ নেয় নাই কেন? ফালতু মিথ্যা ধারা প্রচার বন্ধ করেন।

চুক্তিতো খোলাশাই আছে। চোখ কান খোলা রাখলে অবস্যই দেখতেন।

কোনটা মিথ্যা, আপনি কি বলছেন চুক্তি বাতিল করলে ক্যাপাসিটি চার্জ দিতে হবেনা? নাকি অধিক মুল্যে ক্রয়, দরদাম করার সুযোগ না রাখা ইত্যাদি, কোনটা মিথ্যা, স্পেসিফিক বলেন।

আর আদানী চার্জকি আমাকে-আপনাকে বলে নেবে?

১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৫

আহসানের ব্লগ বলেছেন: আচ্ছা যে ক মাস বিদ্যুৎ নেয় নাই তার ক্যাপাসিটি চার্জ যে নিসে তার প্রমাণ দেন।

১৬| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৭

এইযেদুনিয়া বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.