| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহসানের ব্লগ
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

তারা যে সর্বহারা, হোমলেস দের ঘৃণা করে তা বোঝাই যায়। আমার পাগল ভাই তোফাজ্জল এর কথা মনে পড়লে আমার ফৃুপিয়ে কান্না আসে। ওরা জানতো তোফাজ্জল পাগল, একটা কারণ লাগতো টর্চার করার জন্য। তোফাজ্জল কে আরও অনেক আগে থেকেই পুরো দেশ চিনতো। মনে আছে একটা ছেলে আধা আধা ইংরেজী বলে সবাইকে হাসাচ্ছিলো সেই ছেলেটাই তোফাজ্জল। এখন সমাজের এই অবহেলিতো, অসহায় দের ঢাবির সহ্য হচ্ছে না। বাদাম বিক্রেতা থেকে মাদক বিক্রেতা সে যেই হউক যেই পরিচয় ই হউক তাদের রোষানলের শিকার হচ্ছে।
এই রোষানলের প্রথম শিকার আমার পাগল ভাই তোফাজ্জল।
যার জন্য কোন সেলেব্রেটি কথা বলেনা।
কোন সিলেক্টিভ মানবতা বাদীরা তার জন্য লেখে না।
এই সিলেক্টিভ মানবতা বাদীদের ই আমার তোফাজ্জল ভাই বেচে থাকতে ভালোবেসে সেলুট দিয়েছিলো।
আপনাদের সেলুট হে মানবতার ঝান্ডাধারী।
Kalbela
০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০২
আহসানের ব্লগ বলেছেন: ঢাবিতে তোফাজ্জল হত্যাকান্ড সম্পর্কে আপনি কিছু জানেন না? দয় করে গুগুলে সার্চ দিন।
২|
০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: ইহার বিচার হবে না ।
৩|
০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০০
জেনারেশন একাত্তর বলেছেন:
এখন মনে পড়ছে; যেই ছেলেটাকে হত্যার আগে খাইয়ে ছিলো শিবির। শিবিরেরা পংগু, এরা জল্লাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩
জেনারেশন একাত্তর বলেছেন:
সে কি করতো, এখন কোথায় আছে?