নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়দেশ...

আহসান কামরুল

পৃথিবীটা বদলাক যুক্তির চর্চার দ্বারা। বিশ্বাসের ভাইরাস ছড়ানো এ দেশটা বদলে যাক...।

আহসান কামরুল › বিস্তারিত পোস্টঃ

তেতুলের দফতরে চট্টগ্রামের নয়া মেয়র, বিদায় বাংলাদেশ!

১৫ ই মে, ২০১৫ রাত ৮:২০

হেফাজতের আমির, তেতুল তত্ত্বের প্রবক্তা শাহ্ আহমদ শফীর সঙ্গে 'সৌজন্য সাক্ষাত' করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আজ শুক্রবার জুমআর নামাজ শেষে হেফাজতের আমিরের তেতুলতলার দফতরে ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।



এ সময় নব নির্বাচিত মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভপাতি মোছলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সাধারণ সম্পাদক বাবলু সালউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরফ আলী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।

এ সময় দীর্ঘ আলাপচারিতায় মেয়রের সঙ্গে থাকা আওয়ামী লীগের দলীয় নেতারা হেফাজত আমিরের উদ্দেশে বলেন, 'বিএনপির চেয়ারপারসন ও ২০ দলের জোটের প্রধান খালেদা জিয়ার কথা ভুলে যান। এখন নাছির ভাই মেয়র হয়েছেন। বিমানে করে ঢাকা যাবেন, বিমানে করে আসবেন। আর ম্যাডাম হাসিনার সঙ্গে দেখা করবেন।'

সাক্ষাতের আগে নব নির্বাচিত মেয়র ও তার সঙ্গে থাকা দলের নেতাকর্মীরা হাটাহাজরী মাদ্রসার নব্য নির্মিত মসজিদে জুমআর নামাজ আদায় করেন। সাক্ষাত শেষে মাদ্রাসার মেহমানখানায় মেয়র ও তার দলের নেতাকর্মীরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

সূত্র: দৈনিক যুগান্তর

এই সেই শফী, যার প্ররোচনায় মতিঝিলের শাপলা চত্ত্বর হয়ে ওঠেছিলো হায়েনার তাণ্ডবক্ষেত্র, যার প্রত্যক্ষ নির্দেশনায় একের পর এক ব্লগার খুন হচ্ছেন। সবশেষ ওয়াশিকুর বাবুর খুনি হিসেবে ধরা পড়েছেন তার 'তেতুলখানা'র দুই ছাত্র। অভিজিত, ওয়াশিকুর, অনন্ত বিজয়ের রক্তের দাগ এখনো মুছে না যেতেই হেফাজতের মেহমানখানায় মধ্যাহ্নভোজে অংশ নিলেন আ জ ম নাছির ভাই! আর সইতে পারছি না। এ জন্যই কি বিএনপি, জামায়াতের জোটের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলাম? যাতে মেয়র নির্বাচিত হয়ে আপনারা হেফাজতের মেহমানখানায় মধ্যাহ্নভোজে অংশ নিতে পারেন! ওহ মাই গড! আর পারছি না। শত কষ্ট হলেও বাংলাদেশকে বিদায় জানানোর চেষ্টা করতে হবে আমাদেরকে! বিদায়, আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয়দেশ...।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ সকাল ১১:১৬

আলম৪৩৪ বলেছেন: এ সময় দীর্ঘ আলাপচারিতায় মেয়রের সঙ্গে থাকা আওয়ামী লীগের দলীয় নেতারা হেফাজত আমিরের উদ্দেশে বলেন, 'বিএনপির চেয়ারপারসন ও ২০ দলের জোটের প্রধান খালেদা জিয়ার কথা ভুলে যান। এখন নাছির ভাই মেয়র হয়েছেন। বিমানে করে ঢাকা যাবেন, বিমানে করে আসবেন। আর ম্যাডাম হাসিনার সঙ্গে দেখা করবেন।'

তার মানে ঘুস দিতে গিয়েছিল?

১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৩

আহসান কামরুল বলেছেন: মনে হয়...

২| ১৬ ই মে, ২০১৫ রাত ৯:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: রাজনীতি হলো **দের শেষ আশ্রয়। কথাটি তো বৃথা যেতে পারে না।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৫

আহসান কামরুল বলেছেন: রাজনীতি হলো নাসির, শফীদের শেষ আশ্রয়!

৩| ১৬ ই মে, ২০১৫ রাত ৯:৩০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তেতুল কোন বাল ফালাইছে?... সে আধুনিক শিক্ষা ও সোসাইটি থেকে অনেক দুরে থেকে পুরাতন ধ্যন ধারনা লালন করে নারীদের তেতুলের সাথে তুলনা করে একটা উদাহরন দিয়েছিল। কিন্তু পুলিশের ডিআইজি যে স্পষ্ট নারীদের উলংগ করাকে ছেলেদের দুষ্টামি বলল........?? সেটা নিয়ে কারো মাথা ব্যাথা নাই........ যত্তসব অন্ধের দল

১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৮

আহসান কামরুল বলেছেন: শফী'রে তেতুল বললে চুলকায়, আর আইজিপিরে বললে চুলকায় না? ঐটা অন্ধত্ব না?

৪| ১৬ ই মে, ২০১৫ রাত ১০:১৫

ঢংপাটি বলেছেন: বাল ফালাইন্না কাবিল ওনার ভোটে মেয়র হইছে?

৫| ১৬ ই মে, ২০১৫ রাত ১০:৫১

সাইফুল ফরিদপুর বলেছেন: তুমি ভালো থাকবানা কোনদিন । অপেক্ষা করো । ফেরেশতা ইজ ওয়টিং ফর ইউ.......

১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৯

আহসান কামরুল বলেছেন: কিসের অপেক্ষা? হুমকি? আসতে বইলেন...

৬| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০৩

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: @সাইফুল ফরিদপুর....... সবই আল্লাহ'র ইচ্ছা, তার হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই হয় না।

৭| ১৭ ই মে, ২০১৫ রাত ৯:২৩

সাইফুল ফরিদপুর বলেছেন: ভাই , একটু ভাবুন

১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:১১

আহসান কামরুল বলেছেন: কি ভাববো? হুমকির বিষয়ে? তোমাদের হাতে ভর করে আজরাইল ফেরেশতা আসবে কখন, সেই ভাবনায় থাকবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.