![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।
তোমাকে আমি লক্ষ্যই করি না,
একটুও না ।
তবে তোমার চুলে ঢিলে হয়ে যাওয়া বেগুনী ক্লিপ
হঠাৎ পড়ে যাবে যাবে অবস্থায়
আমার চোখে পড়ে,
আমায় ভাবিয়ে তোলে ।
তোমাকে আমি লক্ষ্যই করি না,
একটুও না ।
তবে শীতের সকালে তোমার ঐ শুকিয়ে যাওয়া ঠোঁট যা
এখনই হাসি দিলে ফেটে যাবে তা
আমার চোখে পড়ে,
আমায় ভাবিয়ে তোলে ।
তোমাকে আমি লক্ষ্যই করি না,
একটুও না ।
তবে তুমি যখন শাড়ির আঁচল সামলাও
তখন ঐ সোনালী সেপটিপিনটাও
আমার চোখে পড়ে,
আমায় ভাবিয়ে তোলে ।
তোমাকে নাকি আমি লক্ষ্যই করি না !
আসলেই, একটুও না ।
২| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:৩০
অতঃপর নীরবতা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
৩| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৪১
ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কবিতা। চালিয়ে যান। শুভ কামন
১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৪
অতঃপর নীরবতা বলেছেন: কৃতজ্ঞতা ভাই
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:১০
কলমের কালি শেষ বলেছেন: মিষ্টি কবিতায় ভাললাগা । ++