নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান মুহাম্মাদ www.facebook.com/ahsan.muhaammad

অতঃপর নীরবতা

যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।

অতঃপর নীরবতা › বিস্তারিত পোস্টঃ

জয় ডিম

২৬ শে মে, ২০১৫ রাত ১২:৫২

ব্যাচেলরদের বাসায় ঢুকলেই সিগারেটের কড়া গন্ধ পাওয়া যায়। এলোমেলো বিছানা বা আধা খাটানো মশারি, চায়ের কাপে পিঁপড়াদের সভা, মেঝেতে আধা খাওয়া পাউরুটি। এগুলা খুব কমন ব্যাপার। দেয়ালে ইমিনেম, লিঙ্কিং পার্ক বা নানা ব্যান্ডের ছবি থাকে। থাকে বডি বিলডারদেরও ছবি। কিন্তু কোথাও একটা মুরগী বা ডিমের ছবি নাই। যেইটা খেয়ে তাদের কিনা নিত্য জীবন চলে।
তরকারী নাই ব্যাস নিচ থেকে একটা ডিম কিনে এনে ভেজে পগারপার। ডিম না থাকলে ব্যাচেলরদের যে কি অবস্থা হতো আল্লাহ মালুম। যদি মুরগীরা অনশন করে ডিম পাড়া বন্ধ করে দেয় তাহলে ব্যাচেলরদের খাওয়া দাওয়া নির্ঘাত বন্ধ হয়ে যাবে।
তোদের বলি, একটা ইমিনেম তোদের কি দেয় ? কিন্তু একটা মুরগী তোদের ডিম দেয়। সো একটা মুরগির ছবি দেয়ালে ঝুলা। প্রতিদিন ওটারে একবার করে পূজা কর। ডিমের ছবি রাখলেও দোষ নাই।
জয় হোক ডিমের... জয় ডিম

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ রাত ১২:৫৮

সজিবুল ইসলাম বলেছেন: কস কি মামা ?

২৬ শে মে, ২০১৫ রাত ২:২৫

অতঃপর নীরবতা বলেছেন: :/

২| ২৬ শে মে, ২০১৫ রাত ৩:২৬

অন্যসময় ঢাবি বলেছেন: বুদ্দি ভাল , ট্রাই দিব নে

২৬ শে মে, ২০১৫ দুপুর ২:০২

অতঃপর নীরবতা বলেছেন: হুম দিতে পারেন ...

৩| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:৫১

কানাই স্যার বলেছেন: ব্যাচেলর জীবনটাই তো ডিমের মত।

২৭ শে মে, ২০১৫ রাত ১২:২৭

অতঃপর নীরবতা বলেছেন: হা হা হা ঠিক।

৪| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:২৩

অব জার ভার বলেছেন: অতি সত্য কথা.....একটা ডিমমত..থুক্কু সহমত দিলাম

২৭ শে মে, ২০১৫ রাত ১২:২৭

অতঃপর নীরবতা বলেছেন: আপনাকে ধন্যবাদ থুক্কু ধন্যযোগ দিলাম।
হা হা

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

নাফিস আবির বলেছেন: গত পরশু রাতেই তো বুয়া আসে নাই, ডিম ভাজি আর ভাতে ডিনার সারলুম

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫

অতঃপর নীরবতা বলেছেন: মোদের তো ওই উপায় দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.