![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।
১০ টাকা দিয়ে সেদিন ফার্মগেট থেকে একটা চিরুনি কিনেছিলাম। নীল কালারের। বাসায় এসে আম্মু সেই চিরুনি দেখে জিজ্ঞেস করল,
- এটা কার ?
- আমার
- এটা তো মেয়েদের চিরুনি !
- চিরুনির ভিতরেও এতো বৈষম্য ?
- আরে দেখছ না বড় বড় ফাকা। নাকি তোরে কেউ দিছে ?
- আমারে চিরুনি কে দিবো ?
- দিতে পারে না ! এখন তো কতো কিছুই দেয় মানুষ
- ধুরও খালি সন্দেহ
১০ টা আঙ্গুলই সবসময় আমার চিরুনি হিসেবে কাজ করে। তবুও কম দামে পাওয়ায় কিনলাম।
যাই হোক বাসায় একদিন বন্ধু আসল তার প্রেমিকা নিয়ে। যথারীতি তাদের ভালোবাসার পাহারাদার হলাম। যাওয়ার সময় বন্ধু কানে কানে বলে,
- দোছ ওর চুলের ক্লিপ টা না তোর বিছানায় হারায় গেছে। খুঁজলাম অনেক কিন্তু পাইলাম না
- ক্যা কুস্তি কুস্তি খেলছিলি নাকি ? ভালো কইরা খুঁজসস ?
- হ
- আচ্ছা আমি খুঁইজা রাখমু নে
- আচ্ছা রাখিছ
- ক্লিপের কালার কি ?
- নীল কালারের মনে হয়
- ও আচ্ছা। খুঁজমুনে
রুমে এসে দেখি আমার বিছানার উপর ছোট খাটো একটা বুলডোজার চালানো হয়েছে। যাকে এক কথায় বলে তছনছ অবস্থা। মনে হয় দুজনে মিলে এলোপাতারিভাবে ক্লিপটা খুঁজেছে। যাই হোক আমি আবার আমার বিছানায় খুঁজলাম। পুরো রুম খুঁজলাম। খাটের নিচে খুঁজলাম। কোথাও নীল রঙের কোন বস্তু খুজে পেলাম না। এখন ভয় হতে লাগল। যদি জিনিসটা আম্মার হাতে কোন মতে পড়ে যায় না জানি আবার কি কি জিজ্ঞেস করে ! আবার ক্লিপের রংও নাকি নীল !
পরে বন্ধু ফোন দিয়ে জিজ্ঞেস করল,
- কিরে ক্লিপ পাইছছ ?
- না
- ভালো কইরা খুঁজছছ?
- তাইলে কি খারাপ কইরা খুঁজুম ? তোমরা আইসা ফষ্টি নষ্টি করবা, কুস্তি খেলবা, বিছনা তছনছ করবা, আবার জিনিসও ফালাইয়া যাইবা। পাইছো কি অ্যা ?
- আরে চেতিছ না
- হ চেতব না। আম্মা পাইলে কি কমু আমি ?
- কয়া দিবি কিছু একটা
- ওই তুই ফোন রাখ
বিছানা ঠিক করতে গেলে এখনও ক্লিপটা খুজি মনে মনে। পেয়ে গেলে ঝামেলাটা কাটত আর কি।
মাঝেই মাঝেই আম্মা খাটের নিচে ঝাড়ু দিতে আসে। তখন যে কি ভয়ে থাকি !!! মনে হয় এই বুঝি পেয়ে গেল ক্লিপটা। আর বলে উঠলো, ''নীলে নীলে নীলাম্বরী......''
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
অতঃপর নীরবতা বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
সাহসী সন্তান বলেছেন: কিছু ব্যাপার আছে যা আমরা ঘটতে না দিতে চাইলেও কিভাবে জানি ঘটে যায়! এই যেমন ধরুন নাঃ-
-যখনই আপনি কোন কালি-ঝুলির কাজ করবেন ঠিক তখ্নই আপনার পিট চুলকাবে। আর এমন যায়গায় চুলকাবে যেখানে আপনার হাত যাবে না!
-আপনি যখন বাথরুমে যাবেন গোসল করতে ঠিক তখনই গার্লফ্রেন্ড ফোন করবে! আর ঠিক সময় ফোন রিসিভ না হইলে কি ভয়াবহ ব্যাপার হবে সেটা তো বুঝতেই পারছেন!
-যখন কোন জিনিস হারিয়ে যাবে। আর আপনি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে বিছানায় গা এলিয়ে দেবেন ঠিক তখনই ঘরের মেঝেতে সেই জিনিসটাকে আবিষ্কার করবেন!
-যে দিনই আপনার কইনূরের সাথে দেখা হওনের কথা, ঠিক সেই দিন হয় পেট ব্যাথা নইলে দুনিয়ার ঝামেলা আপনার ঘাড়ে এসে পড়বে।
-সব কাজ ফেলে যখনই আপনি কইনূরের সাথে একটা গাছের তলায় বসে রসের রসের কথা কইবেন ঠিক তখনই গাছ থেকে পাখি ইয়ে করে দেবে।
সবই কপালরে ভাই। মন দিয়ে ক্লিপ খোঁজেন নইলে কিন্তু সমস্যা।
ভাল থাকবেন!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
অতঃপর নীরবতা বলেছেন: বেশ ভালো লিখেছেন। মিলেছে। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
হিতোংকর সাহেব বলেছেন: হা হা হা হা ।