![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।
একটা ভালো কাজ করতে গেলে দশবার নেগেটিভ চিন্তা মাথায় আসে। রাত দুটোর দিকে ফুটপাথে যেতে ভয় পাই। ডাকাত বা ছিনতাইকারীর কোন ভয়ে নাহ। পুলিশের ভয়ে। দেশটা কোথায় যাচ্ছেরে ভাই??? যেই ছেলেমেয়েরা নিজেদের টাকায়, নিজেদের কষ্টে, নিজেরদের শ্রমে, নিজেদের হাতে অনাথ, দুস্থ, পথশিশুদের মুখে খাবার তুলে দিয়েছে, মুখে এক চিলতে হাসি ফুটিয়েছে আজ তাদেরকেই কিনা বলা হচ্ছে শিশু পাচারকারী। হোয়াট দা হেল ইজ গোয়িং!!! অনেস্টলি স্পিকিং পুলিশের প্রতি নুন্যতম যে শ্রদ্ধাবোধটুকুও ছিল সেটিও আজ নিংড়ে উঠে গেছে। যারা দিনরাত পরিশ্রম করে, রাত দিন এক করে, পকেটের টাকা বাঁচিয়ে এই নোংরা সমাজের জন্য কিছু করার চেষ্টা করেছে আজ তাদেরকেই কিনা মানব পাচারকারীর সার্টিফিকেট ধরিয়ে দেয়া হল!
আরিয়ান আরিফ, হাসিবুল হাসান সবুজ, ফিরোজ আলম খান শুভ ও জাকিয়া সুলতানা । এদের তক্তাবধানেই চলতো Odommo Bangladesh Foundation, মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয়সহ আরও কিছু প্রতিষ্ঠান। আজ নিবেদিত এই স্বেচ্ছাসেবকদের কপালে সিল মারা হচ্ছে পুলিশি প্রতিষ্ঠানে।
খুব ইচ্ছা ছিল এরকম কোন এক প্রতিষ্ঠান গড়ে তুলবো একদিন। ইচ্ছাগুলো এদেশের জন্য না। স্বপ্নগুলো এ সমাজের অংশ না।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১০
অতঃপর নীরবতা বলেছেন: http://www.banglamail24.com/news/106542
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
মিমমা সুলতানা মিতা বলেছেন: ভাই আমিও এক শিশু মানুষ করতে যেয়ে সমাজে নামকরন পেয়েছিলাম নির্যাতনকারী। ট্যাঁই বলে থেমে থাকবো কেন? নিন্দুকের ভয়ে। তবেই তো আসবে সার্থকতা। এই সমাজের লোক সমাজে কিছু করবেও না, কাওকে কিছু করতেও দিবেনা, তাই বলে পিছিয়ে গেলে হবেনা। এমন সংগঠন করলে আমারে বলো আমিও সাথে থাকবো প্রত্যক্ষ্ ভাবে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১২
অতঃপর নীরবতা বলেছেন: জ্বি করলে অবশ্যই জানাবো।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
মোহাম্মদ আলী সৈয়দপুরী বলেছেন: ভাল কাজে প্রতিবন্ধকতা আসবে এইটা নিয়তরি খেলা। তাই বলে থেমে গেলে চলবে না। সত্যের জয় অবশ্যই হবে একদিন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১২
অতঃপর নীরবতা বলেছেন: অবশ্যই।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
খোলা মনের কথা বলেছেন: আর কত কিছু যে দেখতে হবে। দেশটা একদম অবিচারে ছেয়ে গেছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৩
অতঃপর নীরবতা বলেছেন: কিছুই বলার নেই আসলে।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
চাঁদগাজী বলেছেন:
কি হয়েছে জানা দরকার; তবে, ৮০ হাজার পুলিশকে বদলানোর দরকার, পুলিশরা ডাকাতি করায়।