![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।
- দ্যাখ, হুদাই গেজাইস না। তোর প্রেমিকার পাত্রের চাইতে আমার প্রেমিকার পাত্রের মান হাজার গুণ ভালো
- হোন হোন, ফাপর পরে ল। ওই বিদেশ থাকলেই মান ভালো হয়া যায় না। আমার প্রেমিকার পাত্র বিএসসি ইঞ্জিনিয়ার
- আরে এগুলা দেশি মাল। এহন ইঞ্জিনিয়ার ঘরে ঘরে। আমারটার বিদেশি। ধলা নাকি হেব্বি। লাখ টাকা বেতন
- আরে টাকা দিয়া কি আর সুখী হওয়া যায় রে। ভালোবাসা লাগে। আমারটারে বলে হেবি ভালোবাইসালাইসে
- ওই ফিলসফি বাদ দে। সুখে থাকতে টাকা লাগে টাকা। আর ভালো তো বাসবই। কয়দিন পর বিয়া করব ভালোবাসবো না আবার
- আমগোও উচিত ছিল বিয়া কইরা ভালোবাসার
- ইমোশনাল খিচ...
- যাউজ্ঞা আমি কিন্তু রোষ্ট খামু তিনডা
- তোমারটার বিয়া কিন্তু আগে ভায়া
- ডেট ফিক্সড কিন্তু এহনো কারোরটা হয় নাই ভায়া
- তোমারটার পরীক্ষা শেষ হওয়ার পরদিনই বিয়া দিয়া দিবো
- আর তোমারটা মনে অয় ঝুলায়া রাখব?
- তাও ঠিক
- ওইদিন কিন্তু ফুল মাঞ্জা মারুম ভায়া
- এইডা আবার কইতে অয়? ওর গিফট করা পাঞ্জাবীটাই পরুম ভাবছি
- কঠিন অইব কঠিন
- ওইদিন কিন্তু নাচুম ভায়া। পাগলু ডান্স ডান্স
- বিয়া পুরা কাপ্পায়া দিমু। আরে ওইদিন হইসে কি জানস...
- হ ব্যাটটা আমিও তো...
দুই বন্ধুর #প্রলাপ চলছে। পাশের তৃতীয় বন্ধুটি দুজনের বুকের কষ্টটা ধরার চেষ্টা করছে। কিন্তু আশ্চর্য ওদের মনে কোন কষ্ট নেই। আচ্ছা কষ্ট কি বুকে থাকে নাকি মনে? তাহলে মন কই থাকে?
তৃতীয় বন্ধুটি প্রশ্নটা করেই ফেলল,
- আচ্ছা ওই, কষ্ট কি বুকে থাকে?
- ওই মগার বাচ্চা চুপ কর। তুই কি রোষ্ট খাবি নাকি ঝাল মাংস?
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৩
অতঃপর নীরবতা বলেছেন: জ্বি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
নতুনদিন বলেছেন: কষ্ট থাকে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হাসিতে, শিরায়-উপশিরায় রক্তবিন্দুতে মিশে।