নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান মুহাম্মাদ www.facebook.com/ahsan.muhaammad

অতঃপর নীরবতা

যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।

অতঃপর নীরবতা › বিস্তারিত পোস্টঃ

বন্ধুর প্রেমিকা

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯


অনেকদিন বিকেল দেখি না ভেবে হাঁটতে বেরোই
দূর থেকে দেখি মেয়েটা মায়ের সাথে হেঁটে হেঁটে আসছে
আমাকে দূর থেকে দেখেই মাথায় ওড়না দিলো ।
আমি বিড়ি ফুকঁতে ফুকঁতে পাশ কাটিয়ে যাই ।

অথবা খুব রোদে বিদ্যালয়ে বিশ্ব দেখতে যাচ্ছি ।
রাস্তায় আমাকে দূর থেকে দেখেই সে বুকে ওড়না টানে ।
আমি গুচ্ছো গুচ্ছো ধোঁয়া বাতাসে উড়াতে উড়াতে হেঁটে চলে যাই না দেখার ভান করে ।

অথবা গলির মোড়ে দাঁড়িয়ে যখন চা খাচ্ছি, আড্ডা চলছে তুমুল । অট্টহাসি ।
সে আমাদের দূর থেকে দেখেই গোছায় নিজেকে যদি কোন ত্রুটি থাকে গায়ে, কাপড়ে ।
আমি আলতো চুমুক দিয়ে চা'টা শেষ করি ।

এতোটা সম্মান হয়তো আমার প্রাপ্য না
কিংবা সে আমার কাছের কোন বন্ধুর প্রেমিকা না ।
তবুও ব্যাপারটা আমার ভালো লাগে ।
এই ভেবে ভালো লাগে যে,
সে আমার দূরবর্তী বন্ধুর প্রেমিকা হলেও নিকটবর্তী বন্ধুদের প্রেমিকার চাইতে ঢের শ্রদ্ধা বেশি তার ।

আমি আজ দূর থেকে তাকে দেখে সিগারেট’টা ফেলে দিলাম ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৭

চিন্তিত নিরন্তর বলেছেন: জটিল ভাবনা।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

অতঃপর নীরবতা বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:০৬

নয়ন বিন বাহার বলেছেন: বাহ ! ভাল লাগল।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

অতঃপর নীরবতা বলেছেন: শুভেচ্ছা নিবেন।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যাপারটা ভালো।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

অতঃপর নীরবতা বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যাপারটা ভালো।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: অন্যটাও হতে পারে, মাইয়া আপনারে ইভটিজারের চোখে দেখে মনে হয়। ;) B-))

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

অতঃপর নীরবতা বলেছেন: হা হা আসলেই তো। ব্যাপারটা চিন্তাজনক।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

কানিজ রিনা বলেছেন: অন্যের বউ দেখতে ভাল, চালচলন ভাল
তার রাধা খেতেও ভাল। আর লটর পটর
করতে পারা আরও ভাল।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

অতঃপর নীরবতা বলেছেন: আমি তাকে ভালবাসি। এ ভালবাসার আরেক নাম শ্রদ্ধা।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

শেয়াল বলেছেন: সিগারেট টার দাম কত ?

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

অতঃপর নীরবতা বলেছেন: ডার্বি। ৩ টাকা :p

৮| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৫

সিগনেচার নসিব বলেছেন: আমি আজ দূর থেকে তাকে দেখে সিগারেট’টা ফেলে দিলাম । হুম !
দারুন লেখনী ভাল লাগা রেখে গেলাম ভাই

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৩

অতঃপর নীরবতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.