![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।
অনেকদিন বিকেল দেখি না ভেবে হাঁটতে বেরোই
দূর থেকে দেখি মেয়েটা মায়ের সাথে হেঁটে হেঁটে আসছে
আমাকে দূর থেকে দেখেই মাথায় ওড়না দিলো ।
আমি বিড়ি ফুকঁতে ফুকঁতে পাশ কাটিয়ে যাই ।
অথবা খুব রোদে বিদ্যালয়ে বিশ্ব দেখতে যাচ্ছি ।
রাস্তায় আমাকে দূর থেকে দেখেই সে বুকে ওড়না টানে ।
আমি গুচ্ছো গুচ্ছো ধোঁয়া বাতাসে উড়াতে উড়াতে হেঁটে চলে যাই না দেখার ভান করে ।
অথবা গলির মোড়ে দাঁড়িয়ে যখন চা খাচ্ছি, আড্ডা চলছে তুমুল । অট্টহাসি ।
সে আমাদের দূর থেকে দেখেই গোছায় নিজেকে যদি কোন ত্রুটি থাকে গায়ে, কাপড়ে ।
আমি আলতো চুমুক দিয়ে চা'টা শেষ করি ।
এতোটা সম্মান হয়তো আমার প্রাপ্য না
কিংবা সে আমার কাছের কোন বন্ধুর প্রেমিকা না ।
তবুও ব্যাপারটা আমার ভালো লাগে ।
এই ভেবে ভালো লাগে যে,
সে আমার দূরবর্তী বন্ধুর প্রেমিকা হলেও নিকটবর্তী বন্ধুদের প্রেমিকার চাইতে ঢের শ্রদ্ধা বেশি তার ।
আমি আজ দূর থেকে তাকে দেখে সিগারেট’টা ফেলে দিলাম ।
০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
অতঃপর নীরবতা বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:০৬
নয়ন বিন বাহার বলেছেন: বাহ ! ভাল লাগল।
০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
অতঃপর নীরবতা বলেছেন: শুভেচ্ছা নিবেন।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যাপারটা ভালো।
০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
অতঃপর নীরবতা বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যাপারটা ভালো।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: অন্যটাও হতে পারে, মাইয়া আপনারে ইভটিজারের চোখে দেখে মনে হয়।
০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
অতঃপর নীরবতা বলেছেন: হা হা আসলেই তো। ব্যাপারটা চিন্তাজনক।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০
কানিজ রিনা বলেছেন: অন্যের বউ দেখতে ভাল, চালচলন ভাল
তার রাধা খেতেও ভাল। আর লটর পটর
করতে পারা আরও ভাল।
০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
অতঃপর নীরবতা বলেছেন: আমি তাকে ভালবাসি। এ ভালবাসার আরেক নাম শ্রদ্ধা।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪
শেয়াল বলেছেন: সিগারেট টার দাম কত ?
০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
অতঃপর নীরবতা বলেছেন: ডার্বি। ৩ টাকা :p
৮| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৫
সিগনেচার নসিব বলেছেন: আমি আজ দূর থেকে তাকে দেখে সিগারেট’টা ফেলে দিলাম । হুম !
দারুন লেখনী ভাল লাগা রেখে গেলাম ভাই
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৩
অতঃপর নীরবতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৭
চিন্তিত নিরন্তর বলেছেন: জটিল ভাবনা।