![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।
তুমি হও এমন
যেমন, শরীরের সমগ্র ব্যস্ত সৌন্দর্যকে আঁটকে রাখে ক্ষুদ্র সেপটিপিন।
তুমি হও এমন
যেমন, লোডশেডিঙে মাখানো নুন ভাতে পাশে বসা স্লো মোশনে
হাত পাখার গতিশীল বাতাস।
তুমি হও এমন
যেমন, অন্ধকার ছাঁদে কোলে তুলে নেওয়া কিশোরীর ঠোঁটে
জীবনের প্রথমতম প্রগাঢ় চুম্বন।
তুমি হও এমন
যেমন, আমার নোংরা আয়নায় লেগে থাকা লাল টিপখানা তুলে
অযথাই তোমার কপালে অনুভূতির সিল।
তুমি হও এমন
যেমন, শীতের সকালে রিকশা ভ্রমণে কোমরে খুঁজে পাওয়া
মৃদু কোমল উষ্ণতা।
তুমি হও এমন
যেমন, মেঘের সম্পৃত্ততায় কাহারও পাহারতম বিচ্ছেদ।
তুমি হও এমন
যেমন, আমার ভেন্টিলেটরে দুটো চড়ুই ভিজে জড়সড় সন্ধ্যায়।
তুমি হও এমন
যেমন, আমার ঘুমিয়ে থাকা মুখের ব্রণে তোমার আলতো মলমের ছোঁয়া।
তুমি হও আমার
যেমন, আমি চেয়েছি অজস্র কিন্তু কখনও পাইনি।
১।১২।১৫
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০২
অতঃপর নীরবতা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।