নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

তানভীর আহমেদ সিদ্দিকী

You may have noticed, I don’t put myself in to scary situation.

তানভীর আহমেদ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

পেন ড্রাইভের সব ফোল্ডার শর্টকাট হয়ে গিয়েছে? নো চিন্তা ব্রো।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১





সেই দিন একজন এসে বলে, ভাই মন মেজাজ খুবই খারাপ। আমার পেন ড্রাইভের সব ফাইল খাইয়া ফালাইছে। অনেক জরুরী ফাইল ছিল। বললাম কি হয়েছে? বলে শুধু ফোল্ডারগুলার শর্ট কাট আইকন দেখায়। বললাম, চিন্তা কইরেন না। উপরে আল্লাহ্‌ নিচে মাডি। দেখি কি করা যায়। আল্লাহ্‌ খোদার নাম নেন। আমার নিজেরও এর সমাধান জানা ছিল না। তাই রাতে নেটে এই জাতীয় সমস্যার সমাধান খুজতে বসলাম। যদি উনার কোন উপকার করা যায় এই আশায়। সমাধান পেয়ে গেলাম। একদম সহজ সমাধান। বেশ কয়েক ভাবেই এই ঝামেলা থেকে মুক্তি পাবার উপায় আছে। নিচে তিনটি পদ্ধতি সম্পর্কে আলোকপাত করলাম।



পদ্ধতি এক:

প্রথমে Start বাটনে ক্লিক করুন। তারপর Run বক্স খুঁজে বের করুন। টাইপ করুন cmd এবং এন্টার চাপুন। দেখবেন একটি কালো বক্স আসছে। দেখতে নিচের ছবির মত।







সেখানে লিখুন attrib -h -r -s /s /d g:*.*। একানে যে g দেখতে পাচ্ছেন সেটা হল আপনার পেন ড্রাইভের লোকেশন। ধরি আপনার পেন ড্রাইভের লোকেশন g। যদি পেন ড্রাইভের লোকেশন f/g/h/i/j হয় তবে সে অনুযায়ী শুধু এই লেখাটি পরিবর্তন করুন। এবার এন্টার চাপুন। বক্সটা চলে গেলে আপনার পেন ড্রাইভ ওপেন করে দেখুন আপনার মূল ফোন্ডারগুলো দেখাচ্ছে। পাশাপাশি সেই সব ফোল্ডারের শর্ট কাট ফোল্ডারগুলোও দেখা যাচ্ছে। সেগুলো ডিলিট করে দিন। ব্যাস কাজ শেষ। আবার আপনার মনে যদি বেশী খুতখুত থাকে তবে আপনি ইচ্ছা করলে আসল ফোল্ডারগুলিকে পিসিতে কপি করে পেন ফরমেট করে আবার পেনে ঢুকান এবং ফোল্ডারগুলিকে পিসি থেকে কপি করে পেনে নিয়ে যেতে পারেন।



পদ্ধতি দুই:

attrib -h -r -s /s /d g:*.* কমান্ডটি নোটপেডে লেখেন। তারপর সেভ করেন। ফাইলের নাম দেন shortcut.bat একটা বেট ফাইল তৈরী হবে। এর পর আর আপনাকে কষ্ট করতে হবে না। ঐ বেট ফাইলে ক্লিক করলেই মুহূর্তের ভিতর কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর g এর ক্যাচালটা মাথায় রাইখেন। মামলা ডিসমিস।



পদ্ধতি তিন:

যদি এতসব কষ্টও না করতে চান তবে নিচের ফাইলটা ডাউনলোড করে নেন। তারপর ক্লিক করেন। দেখবেন আপনার আসল ফোল্ডারগুলো পুনরায় দেখতে পাচ্ছেন। এইবার আপনি কি করবেন, সেটাই আসল কথা।



Download link:

তাই এখন থেকে আর আপনার ফাইল কেউ খাইয়া ফালাইতে পারবে না ইনশাল্লাহ।

বি. দ্র: শুরুর দিকের ঘটনা টি কল্পনা প্রসুত। তবে পদ্ধতিগুলো সঠিক। ইহার জন্য আমাকে দায়ী করা যাবে।

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

একজন নিশাচর বলেছেন: vai mobile theke browse korchi. tai copy korte parchina. :(

screenshot niya rakhchi :)

apnare dhoinna

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: :)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

১১স্টার বলেছেন: সংগ্রহে রাখলাম আর ধনেপাতা ১ কেজি ৩০ রিংগিত মানে বাংলাদেশী টাকায় ৯০০ টাকার মত তাই অতো দিতে পারবোনা পারলে মোবাইল নং দেন লোড দিয়ে দেই নইলে মিসড কল দে্ই =p~

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: =p~

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

ঘুমকাতুর বলেছেন: ++

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: :}

৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৪৯

আইজউদদীন বলেছেন: Thankuuu...Dhoinaa pata lon

২৬ শে মে, ২০১৩ রাত ১২:৫৯

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: নিলাম।

৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

সচেতন বলেছেন: ধরে নেন ওই বড় ভাই এর জায়গায় আমি ছিলাম :) :) :)
আমার ওই ঝামেলা হইছিলো!

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১১

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ধরে নিলাম।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

মাথা ঠান্ডা বলেছেন: ধন্যবাদ । প্রিয়তে।

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: উকে।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২

আদম_ বলেছেন: আসেন বুকে আসেন; কুলাকুলি দেই।

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: খ্যাক খ্যাক।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

তারেক বলেছেন: সেইরাম জিনিস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.