নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

তানভীর আহমেদ সিদ্দিকী

You may have noticed, I don’t put myself in to scary situation.

তানভীর আহমেদ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

ভাল মানুষের দাম

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২

ভাল মানুষের দাম নাই। কথাটা মাঝে মাঝেই শোনা যায়। কিন্তু আমার তো মনে হয় ভাল মানুষের দাম, চাহিদা সব সময়ই থাকে এবং থাকবে।

১. মেয়েকে বিয়ে দেবার জন্য যখন মেয়ের বাবা পাত্রের সন্ধান করেন তখন খোঁজ করে দেখেন ছেলে বারে-টারে যায় কি না। টান টুনের অভ্যাস আছে কিনা। নিজের মেয়ে কে ভাল কোন ছেলের হাতে তুলে দিতে মরিয়া হয়ে খোঁজেন চারিদিকে। (অফ লাইনের তথ্যঃ আমার এই সবের অভ্যাস নাই)।

২. জুতার দোকানের মালিক থেকে শুরু করে কোম্পানির হেডও ক্যাশিয়ার হিসাবে খোঁজ করেন সৎ কোন মানুষ কে।

৩. কোর্টে সাহায্য নিতে আসা প্রাথীরা খোঁজ করেন সৎ একজন বিচারকের। যে নিরপেক্ষ ভাবে বিচার করবে।

৪. ফ্রেস মেয়ে বিয়ে করার জন্য বুজবান ছেলেদের এক পায়ে দাঁড়ায় থাকা তো দুরের কথা মাঝে মাঝে তো পা ছাড়াই মাঝে মাঝে দাঁড়ায় থাকে।

৫. বেতন হালাল করে কাজ করবে এমন কর্মকর্তার চাহিদা দিন দিন বাড়ছে।

এমন কত উদাহরণ পড়ে আছে। আর "মি. অ" আপনে বলেন, ভাল মানুষের দাম নাই!! আপচুচ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩২

সকাল হাসান বলেছেন: নিজের দরকারের সময় তো দাম থাকবেই, যখন নিজের দরকার থাকবে না তখন ভাল মানুষেরও কোন দাম থাকবে না!

আসলে পোষ্টে যা এনেছেন তাতে ভাল মানুষের প্রতি আগ্রহ টা দেখা যাচ্ছে না! দেখা যাচ্ছে স্বার্থপরতা!

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: স্বার্থপরতা!!! কি ভাবে?

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: তারচেয়ে বরং বলেন , ভালো মানুষের মূল্য আছে । দাম নাই !

দুইটার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুতর প্রচলিত পার্থক্য আছে :)

শুভেচ্ছা :)

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: হু

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

মিজভী বাপ্পা বলেছেন: ভালো এবং সৎ লোকের আসলেই কুনু মূল্য নাই :(( :(( :((

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: আছে রে ভাই। আমাদের কোম্পানির মাজেদ স্যার অনেস্ট মানুষ। উনার কথা + কাজের দাম অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.