![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
আমার পরিচিত এক নাস্তিক ছোট ভাই আছে। ধরি তার নাম "সারমান"। সেই পোলা কোন হুজুর দেখতে পারে না। মাগার সে প্রতিবারই হুজুরের বাটে পড়ে। আমার সাথে তার পরিচয় এক বিপদের সূত্র ধরে। তার এক মামা আইনি ঝামেলায় পড়ে কোর্টে আসে। সাথে সাথে সেও আসে। আমার সাথে এক হুজুর আইনজীবী ছিল। সারমান তাকে দেখে এমন হাউকাউ লাগায় দিল। প্রথমে বুঝি নাই এই পোলা এমন করে কেন। মাথায় ক্র্যাক আছে নাকি? পড়ে শুনি, হুজুর মানুষ দেখলে তার রক্ত গরম হয়ে যায়। যাই হোক পরবর্তীতে তার মামার বন খেয়ে চুপ থাকলো বাকী সময়। সেই মামার ঝামেলা মিটলো। কাজের সূত্র ধরে ওই পরিবারের সাথে আমার সম্পর্ক রয়ে যায়। গত বছর সারমানের বোনের বক্ত লাগবে। সেই মামা আমাকে ফোন দেয় রক্তের জন্য। রক্তে জন্য খোঁজ করি। পেয়েও যাই। কিন্তু সমস্যা হল যে রক্ত দিবে সে আবার হুজুর। হাসপাতালে পাঠাই সেই হুজুর ভাই কে। পরে শুনি, হুজুর ভাইকে দেখে সারমানের মুখ ভোতা হয়ে ছিল। সে দিন তার ছোট ভাইয়ের হাত ভেঙ্গে গিয়েছে বলে তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। মড়ার যে ডাক্তার চিকিৎসা দিল সেও হুজুর ডাক্তার। অন্যায়, বিশাল অন্যায়। এই ছেলের সামনে সব হাই কোয়ালিটির হুজুর পড়ে কিল্লাই। কিছু কইতেও পারে না। আপচুচ।
বি.দ্রঃ সারমান, আমাদের সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে খুব ভাল হুজুরেরা কাজ করে যাচ্ছেন। তোমার ভাগ্য দেখে মনে হচ্ছে, তুমি তোমার ধ্যান ধরনা পরিবর্তন না করা পর্যন্ত এই লুপ থেকে বের হতে পারবে না। তোমার জন্য শুভ কামনা থাকলো।
©somewhere in net ltd.