নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

তানভীর আহমেদ সিদ্দিকী

You may have noticed, I don’t put myself in to scary situation.

তানভীর আহমেদ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

কী বোর্ড দিয়ে মাউসের কাজ

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

বখতিয়ারের মাউস কাজ করছিল না। শারমান ভাইয়ের কাজের চাপ কম বলে, তার কাছে বখতি ঘণ্টা খানেকের জন্য মাউস ধার চাইলো। শারমান ভাই আবার সব কিছুতে ক্যাট ক্যাট করে। শেষ পর্যন্ত মাউস দিলই না। বখতিয়ার রাগের ঠ্যলায় সিদ্দিকীর কম্পিউটারের নেটে বসে, বের করে ফেললো কি ভাবে কী বোর্ড দিয়ে মাউসের কাজ করা যায়। সে জন্য উইন্ডোজে একটি সেটিংস পরিবর্তন করে মাউসের কাজ করতে হয়। এ জন্য যা করতে হবে তা হলঃ

১. প্রথমে কিবোর্ড থেকে একসঙ্গে left ALT+ left SHIFT এবং NUM Lock কি প্রেস করা।
২..মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে ok প্রেস করতে হবে।
৩. এবার NUM Lock বাটনটি স্বয়ংক্রিয় করে এতে কিবোর্ডের কি দিয়ে মাউসের কার্সর নাড়াচাড়া করা যাবে।
৪. 1, 2, 3, 4, 6, 7, 8, 9 বাটন দিয়ে মাউস পয়েন্টার নাড়ানো যাবে।
৫. ৫ দিয়ে মাউসে লেফট ক্লিক এবং + দিয়ে মাউসে ডাবল ক্লিক করা যাবে।
৬. ডান পাশে CTRL এর বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে।
৭. কাজ শেষে NUM Lock অফ করলে এ সুবিধা বন্ধ হয়ে যাবে।

ভাগ্যিস শারমান ভাই মাউস দেন নাই। তা না হলে তো এই জিনিস জানাই হত না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

সকাল হাসান বলেছেন: আগে থেকেই জানা ছিল!

বিপদের মুহুর্তে ভালই কাজ দেয়! কিন্তু বেশ বিরক্তির কারন হয় কিছু সময় পরেই!

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

আজকের বাকের ভাই বলেছেন: নতুন কিছু জানতে পারলে ভালই লাগে, ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.