নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সে, তুমি ও আমি

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

সে

সন্ত্রাসীদের দাবি করা চাঁদার টাকা না দিয়ে

লাশ হয়ে সে মর্গে গেল বউ ছেলেদের কাঁদিয়ে।

সেখানে তার লাশটা কেটে

রক্ত মাংস হাড্ডি ঘেঁটে

ডাক্তাররা অনেক খেটে

রিপোর্ট দিলেন,লোকটাকে খুন করা হয়েছে দা’ দিয়ে।

জনগনের সেবক এসে

নিশ্চয়তা দিলেন হেসে

খুনিরা যদি থাকে দেশে

লুকিয়ে থাকার চেষ্টা করেও লাভ হবেনা তা’ দিয়ে।

কূলখানিতে হুজুর এসে

ফতোয়া দিলেন মিলাদ শেষে

খোদার বান্দা খুন হলে সে

বেহেশতবাসি হবেই হবে হিসাব নিকাশ না দিয়ে।



তুমি

ছেলেমেয়ে নিয়ে শুরু হয়ে গেছে এবার তোমার পালা

ছেলেটিকে নাকি বখাটে বাবর বানাতে চাইছে শালা।

কলেজে যাবার পথের পাশে

বাবর এ্যানড্ গং প্রতিদিন আসে

কুৎসিত হাসি হাসে আর কাশে

ওড়নাটা ধরে টানাটানি করে বানিয়েছে ফালাফালা।

দাড়িওয়ালা ওসি বড় জ্ঞানী লোক

বললেন,এটা সামাজিক রোগ

আদিকাল থেকে আছে এই ঝোঁক

বোরখা না পরে বেড়ায় মেয়েরা,আমাদের হয় জ্বালা।

বোঝেনি মেয়েটা সময় থাকতে

নিজেকে এখন লুকিয়ে রাখতে

এসিডে পোড়ানো মুখটা ঢাকতে

বোরখা কিনেছে কালো দুই খানা একদম ঢিলেঢালা।



আমি

সবচেয়ে ভাল আমি আছি বাবা, ঝুট ঝামেলাটা নাই

যখন যা খেতে মন চায় সেটা প্রাণভরে খেতে পাই।

দু’বছর আগে বাংলা খেতাম

মাঝে মাঝে কিছু বিদেশী পেতাম

গাঁজার আসরে বিকেলে যেতাম

এখন খাচ্ছি হেরোইন, তবে ভাল লাগে ইয়াবাই।

বাবার পকেট ফাঁকা হয়ে গেছে

মায়ের গয়না হাপিশ হয়েছে

বোনের ফোনটা কোথা হারিয়েছে

কে জানেরে বাবা,নেশায় হারিয়ে নিজেরই হদিশ নাই।

কিছু খাই,কিছু বেচাকেনা করি

মামারা ধরলে হাতে পায়ে ধরি

যদি কিছু চায়,দিয়ে কেটে পড়ি

আর যদি রফা না হয় সেদিন হাজতে রাত কাটাই।





এই কবিতাটি ৮/২/১১ তারিখের কালের কণ্ঠে ছাপা হয়েছিল। কবিতাটি এখনও প্রাসঙ্গিক বিধায় ব্লগার বন্ধুরা যারা এটি পড়েননি, তাদের জন্য ব্লগে প্রকাশ করলাম। ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ সকাল ৯:০২

জাফরুল মবীন বলেছেন: বর্তমানে কবিতাটা আরও বেশী প্রাসঙ্গিক মনে হয়।ধন্যবাদ আপনাকে এমন অতি বাস্তব জীবনকাব্য সরল ভাষায় উপহার দেওয়ার জন্য।

২০ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই জাফরুল মবীন।

ভালো থাকবেন। শুভকামনা রইল।

২| ২০ শে জুন, ২০১৪ সকাল ৯:১৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় লিখা অত্যন্ত বাস্তবধর্মী কবিতা! ভালো লাগলো।

২০ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই সাইফুল্লাহ শামীম।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৩| ২০ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা ভালো লাগলো... প্রাসঙ্গিক তো বটেই :)

কবিকে অনেক শুভেচ্ছা... B-) ;)

২০ শে জুন, ২০১৪ সকাল ১১:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, মইনুল ভাই।
আসলে আমি কবি নই ভাই। লেখালেখি শুরুর প্রথম দিকে কিছু কবিতা লিখেছিলাম এবং সেগুলো পত্র পত্রিকায় ছাপাও হয়েছিল। ছন্দ ও শব্দের অন্ত্যঃমিল রেখে আজকাল কেউ কবিতা লেখে না। সুতরাং, এই কাজ আমার নয় বুঝতে পেরে কবিতা লেখা ছেড়ে দিয়েছি। এখন আবোল তাবোল গল্প টল্প লিখি। হাঃ হাঃ হাঃ
ভালো থাকবেন ভাই। শুভকামনা রইল।

৪| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:০২

আমি দিহান বলেছেন: বাস্তবের সাথে মিল রেখে লেখা কবিতা, শুভেচ্ছা জানবেন।

ভালো থাকবেন।

২০ শে জুন, ২০১৪ দুপুর ২:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, আমি দিহান।
ভালো থাকুন। শুভকামনা রইল।

৫| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সামুতে যে অনেক উঁচু মানের লেখক রয়েছেন তা বলাই বাহুল্য !
আপনার কবিতার রসে সিক্ত হল আমার তৃষিত-তপ্ত তনুমন !

অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।

২১ শে জুন, ২০১৪ সকাল ৭:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, স্বপ্নচারী গ্রানমা।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৬| ২১ শে জুন, ২০১৪ রাত ১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো কবিতা। সহজ সরল ভাবে বাস্তবতা তুলে ধরলেন। সহজ কতা সহজ ভাবে বলতে পারে কয় জনে।

ভালো থাকুন নিরন্তর!!!

২১ শে জুন, ২০১৪ সকাল ৭:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, "সহজ কথায় লিখতে আমায় কহ যে/ সহজ কথা যায় না লেখা সহজে।'
ধন্যবাদ, ভাই স্নিগ্ধ শোভন। ভালো থাকুন। শুভকামনা রইল।

৭| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

হাসান মাহবুব বলেছেন: আপনার পদ্য লেখার হাতও তো চমৎকার!

২১ শে জুন, ২০১৪ রাত ৯:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই হাসান মাহবুব। পদ্য টুক টাক লিখতাম এক সময়। এখন আর লিখিনা। উপরে মাঈনউদ্দীন মইনুল ভাইয়ের মন্তব্যের উত্তরে আমার প্রতিমন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
ভালো থাকবেন। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.