নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বাবার জমি কোথায়?

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯



অনেক বছর আগে,

দেড় বিঘা জমি পেয়েছিল বাবা ভাইবোনেদের ভাগে।

সে যুগের ভাগ মুখে মুখে ছিল,কাগজ ছিলনা কোনো

এখন কোর্টের নোটিশ হয়েছে,কাগজপত্র আনো।

জমির দলিল খারিজ খাজনা পরচা দাখিল করো

মালিকানা নিয়ে মামলা হয়েছে,উকিল মুহুরি ধরো।

খোঁজ করে যেটা জানা গেল সেটা চিন্তার কথা বটে

বোঝা গেল বহু ভোগান্তি রয়েছে বুড়ো লোকটার ঘটে।

ঢাকার অদূরে কেরানীগঞ্জে ওই দেড় বিঘা মাটি

দাবি করে নাকি বসে আছে কোন্ ফ্ল্যাট ব্যবসায়ী পার্টি।



বুঝুন এবার ঠেলা,

শুরু হয়ে গেল বাবার সঙ্গে ইঁদুর-বেড়াল খেলা।

রিটায়ার করা বুড়ো লোকটাকে দৌড়ের ওপর রেখে

কামাও পয়সা যত পারা যায় রেখে তাকে উদ্বেগে।

উকিল মুহুরি কানুনগো আর কেরানীরা চায় টাকা

ভেঙে খাবে বলে পেয়ে গেছে তারা কাঁঠাল একটা পাকা।

রেকর্ড অফিসে সারাদিন কাটে,মুড়ি খেয়ে কাটে দিন

ভূমি অফিসের করিডোরে বাবা হাঁটেন ক্লান্তিহীন।

কেউ বলে,চাচা আজ তো হবেনা,কাল বেলা দশটায়

কেউ বলে,চাচা পাঁচশোটা টাকা বড় কম হয়ে যায়।



বালাম বইয়ের পাতা,

উইপোকা খেয়ে সাবাড় করেছে,রেকর্ডের দশা যা’ তা’।

অফিস ওদের, রেকর্ড ওদের, দোষটা কিন্তু বাবার

দরকার কি পড়েছে বাবার অফিসে অফিসে যাবার?

এই বয়সের মানুষের এত পড়েছে কিসের দায়

তার দরকার সাড়ে তিন হাত,এর বেশি কেন চায়?

খাঁটি কথা সেটা সবাই বুঝেছে,সবাই বলেছে,চাচা,

দরকার কি বৃদ্ধ বয়সে এভাবে বাঁদর নাচা?

ঠিক,ঠিক,ঠিক, সবাই সঠিক, কারো কথা ভুল নয়

মিছেমিছি বাবা করছেন তার সময়ের অপচয়।



একদিন অবশেষে,

উকিল সাহেব ভয়ানক কথা শুনালেন বাড়ি এসে।

‘ও জমির আশা ছেড়ে দিয়ে কিছু আপোষ শালিস হোক

আপনার যারা প্রতিবাদী তারা রুলিং পার্টির লোক।

মন্ত্রী পুলিশ আইন আদালত সবই তো ওদের হাতে

কি করে আপনি লড়বেন একা বলুন ওদের সাথে?

তারচে’ বরং কিছু টাকা নিয়ে ছেড়ে দিন দাবি দাওয়া

চেষ্টা করছি দেখা যাক কত বেশি টাকা যায় পাওয়া।’

বোঝা গেল ওরা ভদ্রতা করে কিছু টাকা দিতে চায়

নইলে তো ওরা লাশ ফেলে দিয়ে মাগনাই জমি পায়।



উকিলের কথা শুনে,

বেঁচে রইলেন বাবা আমাদের বারো দিন গুনে গুনে।

‘নিদ্রার চেয়ে প্রার্থনা ভালো’ শুনেছেন রোজ ভোরে

সেদিন সে কথা বেমালুম ভুলে অসীম ঘুমের ঘোরে

হারিয়ে গেলেন কোথায় কে জানে,হয়ত বা সেই দেশে

যেখানে মামুলি মাটি নিয়ে কেউ ঝামেলা করেনা এসে।

যেখানে দলিল খারিজ খাজনা কিছুই কেউ না চায়

যেখানে রুলিং পার্টির লোকেরা তারই মতো অসহায়।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

আজমান আন্দালিব বলেছেন: অসাধারণ ...

১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই আজমান আন্দালিব।

২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৫

জাফরুল মবীন বলেছেন: হেনা ভাই আপনার এই কবিতাটা কাকতালীয়ভাবে আমার বাবার জীবনের সাথে মিলে গেছে।একটা এজমালি সম্পত্তি ভাগ হওয়ার সময় আব্বার দলিলে দাগ নাম্বার ভুল উঠে।৪০বছর এ নিয়ে কেউ কিছু না বললেও সম্প্রতি সেটা গায়ের জোরেই প্রভাবশালী আত্মীয়রা দখল করেছে।সে শোক আব্বাকে ভুলাতে বেশ বেগ পেতে হচ্ছে।

১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আসলে এটি একটি কাহিনী-কাব্য। সনাতনি ছন্দ ও শব্দের অন্ত্যঃমিল বজায় রেখে লেখা কবিতা, যা সাধারনতঃ বর্তমানের গদ্য কবিতার যুগে অনেকটাই অতীত। তারপরেও সমাজের নানা অনাচার, বিশেষত জমি নিয়ে মানুষের হয়রানী ও দুর্নীতির প্রেক্ষাপটে কবিতাটি লিখেছি। আপনার বাবার জীবনের সাথে যেমন মিলে গেছে, তেমনি অনেকের বাবার বা নিজের জীবনের সাথে মিলে যাবে বলে আমার বিশ্বাস।

ধন্যবাদ, ভাই জাফরুল মবীন। ভালো থাকুন। শুভকামনা রইল।

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই মামুন রশিদ।

৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মামুন রশিদ ভাইয়ের মতো একজন গুনী ব্লগারের ডবল মন্তব্যের দুটিই রেখে দিলাম। আমার পোস্টের শোভা বর্ধন করবে।

৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২২

হাসান মাহবুব বলেছেন: আপনি জাত লেখক। আপনার কাছে অনুরোধ, যে ছন্দমানিক্য আপনার কাছে আছে, অন্যের কথায় ব্যথা পেয়ে তার ঔজ্জল্য থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমি ছন্দবাঁধা পদ্য খুব পছন্দ করি।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই হাসান মাহবুব। সাধারণতঃ কবিতা আমি লিখিনা ভাই। গল্প বা রসরচনা লিখতে লিখতে হাঁপিয়ে উঠলে তখন দু'একটা কবিতা লিখি। আর আমার দ্বারা ছন্দবদ্ধ কবিতা ছাড়া আধুনিক গদ্য কবিতা লেখা হবে না ভাই। ছন্দের যুগের মানুষ তো! হাঃ হাঃ হাঃ।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: খুবই চমৎকার। খুউব!!

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই এহসান সাবির।

৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫২

হামিদ আহসান বলেছেন: বাহ, আবু হেনা ভাই! অসাধারণ কবিতা !



.
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে.......................

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, হামিদ ভাই।

পৃথিবীটা যে গোল, তা' আবার প্রমান হয়ে গেল। তাই না? সামুতে আমি খুব বেশিদিন ধরে লিখছি না হামিদ ভাই। ছয় মাস হবে।
শুভেচ্ছা রইল।

৮| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২

তার ছিড়া আমি বলেছেন: আবু হেনা ভাই, আমার বাবার নয় দাদার ঘটেছিল ঠিক এরকম কিছু।
ধন্যবাদ আপনার সুন্দর কবিতার জন্য।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপরে জাফরুল মবীন ভাইয়ের মন্তব্যের প্রতিমন্তব্যে লেখা আমার কথাগুলির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

ধন্যবাদ, তার ছিঁড়া আমি।

৯| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আবু হেনা ভাই ভাল লিখেছেন।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই সেলিম আনোয়ার।

১০| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:১৬

আহসানের ব্লগ বলেছেন: +

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই আহসানের ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.