নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ওরা থাকে আশেপাশে

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩

রাজা যায়, রাজা আসে

ওরা থাকে আশেপাশে।

ঘোরাফিরা করে মৌমাছি যত, মধুভরা মৌচাকে অবিরত

ক্ষমতার স্বাদ মিঠে লাগে কত, রসে ভরা রসগোল্লার মত।

সেজদার ঢঙে মাথা করে নত, রাজামশায়ের বড় অনুগত

মোসাহেবী করা জীবনের ব্রত, রাজা বোকা যত মোসাহেবী তত।

প্রজার দুঃখে রাজা কাঁদে হায়

দেখে ওরা কেঁদে লুটোপুটি খায়

রাজার হাসিতে বিগলিত হয়ে ওরাও নিজেরা হাসে

রাজা বদলায়, প্রজা বদলায়

ওদের চেহারা একই থেকে যায়

রাজা যদি বলে ধরে নিয়ে এসো, ওরা বেঁধে নিয়ে আসে।



সেকালে রাজার খাজনা না দিয়ে রেহাই ছিলনা কারো

একালে জুটেছে খাজনার সাথে ভ্যাট ট্যাক্স কর আরো।

সেকালের রাজা খুশি হয়ে দুটো সোনার মোহর দিতেন

একালের রাজা খুশি হয়ে নিজে সোনার মুকুট জিতেন।

সেকালে রাজার বদনাম হলে ‘শুলে চড়া’ ছিল রায়

একালে রাজার বদনাম হলে ‘রিমান্ড’ ঠেকানো দায়।



প্রজাদের পেটে ক্ষুধা চিরকাল, খেতে চায় দুটো ভাত

ওরা বলে, ‘শুধু খাই খাই করে হাড় হাভাতের জাত।’

সেকালে ছিল উজির নাজির

রাজার দুপাশে সদাই হাজির

রাজা সুধাতেন, ‘আমার রাজ্যে প্রজারা কেমন আছে?’

‘আজ্ঞে হুজুর, প্রজারা সবাই আছে ভাতে আর মাছে।’

‘তাহলে এবার খাজনা আদায় বেশি বেশি হওয়া চাই’

হাত কচলিয়ে ওরা বলতেন, ‘তাই, তাই, তাই, তাই।’



একালে মন্ত্রী পাঁতি মন্ত্রীরা রাজার দুপাশে থাকেন

এমপি,আমলা,নেতা-পাতিনেতা দেশের খবর রাখেন।

এছাড়াও আছে কর্মীর দল

দিনরাত টাকা কামানোর ছল

রাজার প্রশ্ন, ‘জনগন নাকি খেয়ে পরে ভাল আছে?’

‘জী হুজুর, ওরা সারাদিন শুধু খায় দায় আর নাচে।’

‘দুর্নীতি করে রাজ তহবিল করো না তো নয় ছয়?’

হাত কচলিয়ে ওরা বলে, ‘ছিঃ ছিঃ তাই কি কখনো হয়?’



রাজা যায়, রাজা আসে

ওরা থাকে আশেপাশে।

রাজার রাজ্য যদি চলে যায়, ওরাও তখন ভোল পাল্টায়

রাতারাতি ওরা ডিগবাজি খায়, নতুন রাজার কাছে যেতে চায়।

পুরানো রাজার দোষ খুঁজে পায়, নতুন রাজার গুন গান গায়

বলে তারা নাকি বড় অসহায়, শুনে নয়া রাজা করে হায় হায়।

আশ্বাস দিয়ে বলে, ‘এসো তবে

আজ থেকে মোর মোসাহেব হবে’

নতুন রাজার অভয়বানীতে ওরা মিটি মিটি হাসে

রাজা বদলায়, প্রজা বদলায়

ওদের স্বভাব একই থেকে যায়

নিজেদের চেয়ে রাজাদের নাকি ওরা বেশি ভালোবাসে।

***

[কবিতাটি মাসিক উত্তরবার্তা পত্রিকার মে/২০১১ সংখ্যায় প্রকাশিত। ব্লগার বন্ধুরা যারা পড়েননি, তাদের জন্য ব্লগে প্রকাশ করলাম।]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪২

জাফরুল মবীন বলেছেন: আমিই মনে হয় প্রথম মন্তব্যকারী হতে যাচ্ছি!!!

আমার অনেক ভাল লাগল কবিতাটা তবে যাদের উদ্দেশ্যে লিখেছেন তারা না আবার রাষ্ট্রদ্রোহিতার গন্ধ খুঁজে পায় :P

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই কবিতায় রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা হয়নি ভাই। আমরা অনেক সময় রাষ্ট্র ও ব্যক্তিকে এক করে ফেলি। কিন্তু রাষ্ট্র ও ব্যক্তি কখনোই এক নয়।

ধন্যবাদ, ভাই জাফরুল মবীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.