নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

বাংলা ভাষার প্রথম ও সবচেয়ে জনপ্রিয় ব্লগ সামহোয়্যার ইন ব্লগ নিয়ে আজ কিছু কথা বলতে চাই। এই ব্লগটি তার জন্মের পর থেকে আজ পর্যন্ত অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে চলেছে। নানারকম সমস্যা ও অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যেও ব্লগটি এখনো ভালোভাবেই টিকে আছে, যেখানে অন্যান্য অনেক ব্লগ হারিয়ে গেছে। এ জন্য সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।

কিন্তু আমার আজকের এই লেখাটি মুদ্রার অন্য পিঠ নিয়ে। আমার যৎসামান্য জ্ঞানে এটুকু বুঝি যে, দিনের পর দিন বিপুল অংকের আর্থিক ক্ষতি স্বীকার করে কোন প্রতিষ্ঠানই অনির্দিষ্টকাল টিকে থাকতে পারে না। আমি যখন এই ব্লগে নিবন্ধিত হই (প্রায় চার বছর আগে), তখন এখানে কিছু বিজ্ঞাপন দেখেছি। ধারনা ছিল, ব্লগের সম্পূর্ণ খরচ না উঠলেও হয়তো আংশিক খরচ উঠে আসতো ওইসব বিজ্ঞাপন থেকে। কিন্তু কিছুদিন পর থেকে আর বিজ্ঞাপন দেখা যায়নি। ইদানিং আবার কিছু কিছু বিজ্ঞাপন দেখা যাচ্ছে, যা সম্ভবত গুগল থেকে প্রাপ্ত।

প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমকে টিকে থাকতে হলে বিজ্ঞাপনের গুরুত্ব অপরিসীম। বিজ্ঞাপনই তাদের আয়ের প্রধান উৎস। ধারনা করি, আমাদের এই প্রিয় ব্লগটি দীর্ঘদিন বিজ্ঞাপন ছাড়া চলার জন্য প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে যে সামান্য কিছু বিজ্ঞাপন দেখা যাচ্ছে, তার আয় থেকে ব্লগের পুরো খরচ সংকুলান হবার কথা নয়। এবং আমি নিশ্চিত যে তা’ হচ্ছেও না। ব্লগটিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যারা ব্লগার, তাদেরও কিছু দায়িত্ব আছে বলে মনে করি। এই দায়বোধ থেকে আমি ব্লগ কর্তৃপক্ষের কাছে কিছু বিনীত পরামর্শ রাখতে চাই। এই পরামর্শগুলো সবই বিজ্ঞাপন সংক্রান্ত। ফিডব্যাকে ই-মেইল করে ব্লগ কর্তৃপক্ষকে পরামর্শগুলো জানিয়ে দেওয়াই যথাযথ হতো। কিন্তু অন্যান্য ব্লগার বন্ধুদের কাছে আরও কার্যকর পরামর্শ থাকতে পারে, যা তাঁরা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভেবে পরামর্শগুলো পোস্ট আকারে দিলাম। আশা করি, কর্তৃপক্ষ পরামর্শগুলো বিবেচনা করবেন।

১) ২০১৩ সালের দিকে ব্লগ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারনার সৃষ্টি হয়েছিল, তা’ এখন অনেকটাই স্তিমিত। এই সময় ব্লগে বিজ্ঞাপন পাওয়া খুব একটা কঠিন হবে না। তবে এ জন্য পেশাদার বিজ্ঞাপন সংস্থাগুলোর সঙ্গে কমিশনভিত্তিক চুক্তি করতে হবে।
২) ভিউয়ার সংখ্যা উল্লেখ করে ব্লগের প্রথম ও নির্বাচিত পাতার একটি নির্দিষ্ট ও দ্রষ্টব্য স্থানে প্রতিদিন আপডেট দেওয়া যেতে পারে, যাতে বিজ্ঞাপনদাতারা তাদের পন্যের বিজ্ঞাপন প্রতিদিন কত সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে সে সম্পর্কে ধারনা পেতে পারেন। যেহেতু সামহোয়্যার ইন ব্লগের ভিউয়ার সংখ্যা মোটামুটি সন্তোষজনক, সেহেতু এই ব্যবস্থা ইতিবাচক ফলাফল নিয়ে আসতে পারে।
৩) গুগল থেকে আরও বেশি বেশি বিজ্ঞাপন পাওয়ার ব্যাপারে যত্নবান হতে হবে।
৪) পেশাদার বিজ্ঞাপন সংস্থাগুলোর বাইরেও ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে বিজ্ঞাপন সংগ্রহের জন্য ব্লগের প্রথম ও নির্বাচিত পাতার একটি নির্দিষ্ট ও দ্রষ্টব্য স্থানে ‘বিজ্ঞাপনের জন্য এখানে ক্লিক করুন’ বা এই জাতীয় বাক্যের লিংক প্রতিদিন প্রদর্শন করতে হবে, যে লিংকে বিজ্ঞাপন দিতে ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সহজ নিয়ম কানুন উল্লেখ করা থাকবে।
৫) জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে প্রার্থীদের ছবিসহ বিজ্ঞাপন প্রচারের বিষয়টি ভেবে দেখা যেতে পারে। আগামীতে এ ধরণের প্রচুর বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনা আছে।
৬) বিজ্ঞাপনের সার্বিক বিষয়টি দেখভালের জন্য প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপন ম্যানেজারের অনুরূপ একজন উপযুক্ত ব্যক্তিকে কর্তৃপক্ষ নিয়োগ দিতে পারেন অথবা বিদ্যমান জনবল থেকে কাউকে দায়িত্ব দিতে পারেন। বিভিন্ন কোম্পানির এস আরদের মতো মাসিক টার্গেট নির্ধারণ করে কমিশনের ব্যবস্থা করলে এ ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসতে পারে।
৭) বিজ্ঞাপন সদৃশ কোন পোস্টের অনুমোদন দেওয়া যাবে না। ব্লগে এ ধরণের পোস্ট মাঝে মাঝেই দেখা যায়।

সর্বোপরি, আয় ও ব্যয়ের মধ্যে অন্তত সমতা রক্ষা হয়, এমন লক্ষ্যে ব্লগ কর্তৃপক্ষ অধিকতর মনোযোগী হবেন বলে আশা করি। আমার জানামতে ইউএসএ থেকে প্রকাশিত হাফিংটন পোস্ট পত্রিকার একটি ব্লগ আছে, যার ভিউয়ার সংখ্যা বার্ষিক এক কোটির বেশি। পত্রিকাটির প্রিন্ট ও অনলাইন ভার্সনের আয় থেকে সকল ব্যয় নির্বাহ হয় এবং ব্লগের ক্ষেত্রে তারা আয়-ব্যয়ের সমতার নীতি অনুসরণ করে।

সামহোয়্যার ইন ব্লগের প্রতি ভালোবাসা থেকে এই ক্ষুদ্র পরামর্শগুলো পোস্ট আকারে কর্তৃপক্ষের কাছে নিবেদন করলাম। আশা করি, তাঁরা বিবেচনা করে দেখবেন।
*********************************************************************************************************************

মন্তব্য ৩৬৯ টি রেটিং +৫১/-০

মন্তব্য (৩৬৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

তারেক ফাহিম বলেছেন:
আমার পোষ্টের নিচে বিজ্ঞাপন দেথে রীতিমত হতভম্ব হয়ে পড়ি।
গত ২ দিন আগে বিজ্ঞাপন দেখে ভাবলাম এই আবার কী ঘটতে চলেছে, কেননা এই ধরনের বিজ্ঞাপন সামু পরবারে আর দেখিনি।

হেনা ভাই’র কথাগুো যুক্তিসংগত মনে হচ্ছে
মডুদের নজরে আসলে চলে।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই বিজ্ঞাপন গুগল থেকে পাওয়া।

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

ভুয়া মফিজ বলেছেন: অত্যন্ত সময়োপযোগী একটা বিষয় এবং প্রস্তাবনা। একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে সামু সদস্যদের কাছ থেকে ডোনেশানও সংগ্রহ করতে পারে। উইকিপিডিয়ার মতো প্রতিষ্ঠান এই কাজটি করে। কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিশ্চয়। তবে এই পোস্টে আমি বিজ্ঞাপন থেকে আয়ের বিষয়ে বলেছি।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনার প্রস্তাবগুলো সুন্দর । এই ব্লগের যেহেতো একটা অবস্থান সৃষ্টি হয়েছে সেহেতো ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যবহার করা যেতেই পারে । এক্ষেত্রে অর্থের ভাল রোলিং হলে ব্লগ আরো গতিশীল হবে, সমস্যাগুলোও দ্রুত সমাধান হয়ে যাবে । এড এর মাধ্যমে শুধু উক্ত বিজ্ঞাপণ দাতারই লাভ হবে না ব্লগেরও আর্থিক দিক ছাড়াও আরেকটি লাভ হবে । সেটা হলো ব্লগের প্রচার এবং প্রসার । যখন কোন প্রতিষ্ঠান এখানে বিজ্ঞাপণ দিবে তখন সেই প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই আরো দশজনকে বলবে এই বিজ্ঞাপটির কথা, তাদেরকে দেখতে বলবে । আর এভাবে বিজ্ঞাপণ ভ্যালুও বাড়বে ।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব ভালো কথা বলেছেন।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আবুহেনা ভাই আপনার উৎকণ্ঠার জন্য।
বিপুল সংখ্যক ব্লগার থাকা সত্বেও যখন প্রথম আলো ব্লগ
কর্তৃপক্ষ ব্যায় সংকুলান না হওয়ার কারনে আমাদের
অনুরোধ উপরোধ সত্বেও তাদের ব্লগটি বন্ধ করে দেয়
ভেবে ছিলাম একে একে হয়তো সকল ব্লগই বন্ধ হয়ে যাবে।
তবে শত বাধা বিপত্তি পায়ে দলে সামু এখনো তার ধ্বজা
দণ্ডায়মান রেখেছে তা কেবন পাঠক, ব্লগারদের ভালোবাসার
কারণে। আমরা আশা করবো সামু কখনোই হারিয়ে যাবেনা
আমাদের মাঝ থেকে। সামু কর্তৃপক্ষ আমাদের স্বার্থে
আপনার সুচিন্তিত পরামর্শ বিবেচনা করে দেখবেন আশা করি।
ধন্যবাদ আবুহেনা ভাই আপনার পরামর্শের জন্য।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই। বিজ্ঞাপনের বিষয়ে কোন সাজেশন থাকলে আপনি দিতে পারেন। সাংবাদিক হিসাবে নিশ্চয় আপনার কিছু অভিজ্ঞতা আছে।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

ভুয়া মফিজ বলেছেন: এই পোস্টে আমি বিজ্ঞাপন থেকে আয়ের বিষয়ে বলেছি বুঝতে পেরেছি হেনাভাই। আপনার পোস্টের মূল বিষয় সামুর টিকে থাকা। বিজ্ঞাপন যথেষ্ট নাও হতে পারে, তাই একটা বিকল্প প্রস্তাবও দিয়ে রাখলাম। আশাকরি কিছু মনে করেন নাই।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: না, না, ভাই। মনে করার প্রশ্নই উঠে না। আপনি তো ভালো পরামর্শই দিয়েছেন। ব্লগার বন্ধুরা তাদের নিজ নিজ পরামর্শ ব্লগ কর্তৃপক্ষকে জানাবেন এই উদ্দেশ্যেই তো আমার পরামর্শগুলো পোস্ট আকারে দিয়েছি। স্বাভাবিক নিয়মে পরামর্শগুলো ফিডব্যাকে ই-মেইল করে কর্তৃপক্ষকে জানানোর কথা। তাই না?

৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পরামর্শ গুলো পড়ে গেলাম, খুব ভালো পরামর্শ, ব্লগের ব্যয় যদি কিছুটা উঠে আসে তো ভালই।

পোষ্টের জন্য কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয়

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই নয়ন।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: ব্লগের আয় দিয়ে ব্লগ চলবে এমন ব্যবস্থা ক রা দরকার। হেনা ভাইয়ের প্রস্তাবের সাথে আমিও একমত।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পোস্ট দেওয়ার অনুপ্রেরনা আজ সকালেই আপনার কাছ থেকে পেয়েছি প্রামানিক ভাই। কোন পরামর্শ থাকলে দিবেন।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সামু অর্থকষ্টে আছে!!! এটা বুঝিনি তো!!!

আমি ভেবেছিলাম সামু somewherein-এর CSR-এর একটি অংশ।

ঠিক আছে। এ নিয়ে একটু ভেবে নিয়ে আবারো মন্তব্য করবো আপনার এই পোস্টে।

তবে, ৫ নং-এর সাথে কোন মতেই একমত হতে পারলাম না। এজন্যে দুঃখিত, হেনা ভাই।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তবে, ৫ নং-এর সাথে কোন মতেই একমত হতে পারলাম না। এজন্যে দুঃখিত, হেনা ভাই।


দুঃখিত হবার কোন কারণ নাই ভাই। সবাই নিজ নিজ মতামত জানাবেন, এটাই তো স্বাভাবিক। আপনাকে ধন্যবাদ।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: চিন্তা ভাবনার বিষয়।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ ভাই, ভেবে চিন্তে আপনার মতামত জানাবেন।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগ যদি আর্থিক সমস্যায় থাকে, সেটা ব্লগারদের জন্য চিন্তার বিষয়।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একদম ঠিক।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও এই বিষয়টা নিয়ে ভেবেছি আগে। দেখা যাক সামু কি করে।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার পরামর্শ বা মতামত জানাবেন।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

জগতারন বলেছেন:
বিপুল সংখ্যক ব্লগার থাকা সত্বেও যখন প্রথম আলো ব্লগ
কর্তৃপক্ষ ব্যায় সংকুলান না হওয়ার কারনে আমাদের
অনুরোধ উপরোধ সত্বেও তাদের ব্লগটি বন্ধ করে দেয়।


কথাটি সঠিক মনে হচ্ছে না @নূর মোহাম্মদ নূরু প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ বন্ধ করেছিল অন্য কারনে, (রাজনৈনিক কারনে)।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হতে পারে।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সামু নিজস্ব পণ্য তৈরি করে বিক্রি করতে পারে। যেমন- গেঞ্জি, মগ ইত্যাদি ইত্যাদি। সামুর লোগো থাকবে বা সামু সম্পর্কিত লিখা থাকতে পারে। আইডিয়াটা হাস্যকর হলে দুঃখিত।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি হাস্যকর ভাবছি না। সামুর ইতিমধ্যেই একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ব্লগের যা-ই হোক, এলেখার ব্লগার আবুহেনা ভাইকে পেলাম। চরমভাবে একমত পোষণ করছি।

ব্লগার এবং ব্লগ কর্তৃপক্ষের সম্মিলনে একটি টেকসই সমাধান আসুক। এই দাবি ছাড়ছি না।

কিন্তু সত্য হলো, ব্লগ কর্তৃপক্ষ কোনকালে উদার ছিলেন না। সৃষ্টিকর্তা মানেই কি একরোখা একনায়ক হতে হয়? যা হোক, উদার হলে বিকল্প ভাবতেন, পরামর্শ গ্রহণ করতেন। করলে আজ আরও ভালো থাকতো ব্লগ এবং ব্লগাররা। তবু ভালোবাসি একে - সময় পেলেই উঁকি দেই। লেখা পড়ি, মন্তব্য করি। কর্তৃপক্ষ ডাকলে সব ফেলে ছুটে যাই। কিন্তু পরিবর্তন আসে না। কিন্তু তবু আশায় থাকি নতুন সকালের...

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগার এবং ব্লগ কর্তৃপক্ষের সম্মিলনে একটি টেকসই সমাধান আসুক। এই দাবি ছাড়ছি না।



সহমত।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ,




ব্লগের প্রতি অপরিসীম মমতার এ্টি পোস্ট । লক্ষকোটি ধন্যবাদ আপনাকে ।
মন্তব্যকারী প্রায় সবাই আপনার সাথে সহমত পোষন করেছে দেখে বুঝতে কষ্ট হয়না , সামু ব্লগটাকে কতোখানি ভালোবাসেন সবাই । এমন মানুষদের জন্যেই সামু বেঁচে থাকবে অনন্তকাল ।

আর সামু কর্তৃপক্ষকেও সাধুবাদ, অনেক ক্ষতি স্বীকার - অনেক স্বার্থ ত্যাগ করে হলেও তারা ধরে রেখেছেন ব্লগটাকে ।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর সকল সদস্য নেট ব্যবহার করে, এই ক্ষেত্রে চাইলেই মোবাইল কোম্পানী গুলির বিজ্ঞাপন পাওয়া যাবে বলে আমার ধারনা।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো বলেছেন।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

আরিফ রুবেল বলেছেন: প্রায় সব ওয়েবসাইটই বিজ্ঞাপন থেকে আয় করে থাকে। সোশ্যাল মিডিয়া সাইট, ভিডিও শেয়ারিং সাইট কিংবা মিডিয়া সবারই এখন মার্কেটিং স্ট্রাটেজি আছে। সামুর ক্ষেত্রে এরকম কোন স্ট্রাটেজি আছে কি না সেটা জানা দরকার। কমিউনিটি ব্লগিং জনপ্রিয় করতে এবং সোশ্যাল মিডিয়ার সাথে সিঙ্ক করতে যে রকম ইউজার ফ্রেন্ডলি হওয়া দরকার সেরকম কিন্তু সামু না। কাজেই বিজ্ঞাপন দিলেই হবে না ব্লগের রিচ বাড়াতে হবে।

সামুর পোস্ট রিচ অর্গানিক এখানে বুস্টিং এর ব্যাপার নাই। পাশাপাশি পণ্য কিংবা আইডিয়া বিপণনের সুযোগ এখানে কম, যেমনটা ফেসবুক বা ইউটিউবে আছে। আপনি সেখানে ভিডিওতে ক্লিক করলেই চান বা না চান বিজ্ঞাপন আপনাকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত দেখতে হবে। এই ব্যাপারটা বিভিন্ন নিউজ সাইটেও পাবেন। পপ আপ আসবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি সেটা দেখতে বাধ্য। আবার ট্রেন্ডিং পোস্ট বা আলোচিত ব্লগ বা নির্বাচিত ব্লগের নির্বাচন পদ্ধতি ইউজার এবং রিডারদের কাছে পরিষ্কার না। এই সব টেকনিক্যাল দিক ঠিক করে যদি চেষ্টা করা হয় তাহলে সামু হতে পারে সবচেয়ে লাভজনক বাংলা কমিউনিটি ব্লগ।

কিন্তু সবচেয়ে আগে দরকার ভালো কন্টেন্ট। যার কাছে ভালো কন্টেন্ট আছে সে কেন সামুতে আসবে এই প্রশ্নের জবাব সামুকে খুঁজে বের করতে হবে।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অত্যন্ত ম্যাচিওরড মতামত। ভালো কন্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: ভালো পোস্ট। তবে দৃষ্টিকটু এবং মাত্রারিক্ত যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অবশ্যই পরিমিতিবোধ খুব জরুরী।

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:

খুব ভালো পরামর্শ দিয়েছেন ভাই।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

২০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: নূর মোহাম্মদ ভাই ঠিক বলেছেন, প্রথম আলো ব্লগ কোনদিন বন্ধ হয়ে যাবে ভাবিনি।
পরামর্শগুলো ভাল দিয়েছেন। আশা করি পরামর্শগুলো মডুদের কাজে লাগবে।

ভাল থাকুন।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, প্রথম আলো ব্লগ ছিল একটি সুপ্রতিষ্ঠিত পত্রিকার সাবসিডিয়ারি। ওটা বন্ধ হয়ে যাবে কেউ ভাবেনি।

২১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: আপাতঃদৃষ্টিতে আপনার পরামর্শগুলোকে আমার কাছে বিবেচনাযোগ্য মনে হয়েছে, বাকীটা কর্তৃপক্ষের সুবিবেচনার উপর নির্ভর করে। তবে ৫ নং পরামর্শটির ব্যাপারে আমারও আপত্তি আছে।
মাঈনউদ্দিন মইনুল এবং আরিফ রুবেল এর মন্তব্যদুটো ভাল লেগেছে। + +
পোস্টে ভাল লাগা + +

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

২২| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮

ওমেরা বলেছেন: দাদু ভাইয়া আপনার পরামর্শের সাথে একমত ।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাহ! দাদু আর নাতনি একই মনের মানুষ। হাঃ হাঃ হাঃ। ভালো থেকো বুবু।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

আবু তালেব শেখ বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর সকল সদস্য নেট ব্যবহার করে, এই ক্ষেত্রে চাইলেই মোবাইল কোম্পানী গুলির বিজ্ঞাপন পাওয়া যাবে বলে আমার ধারনা
//
লিটন ভাইয়ের সংগে একমত।
আমরা চাই যেকোনো মুল্যেই সামহোয়ারইনব্লগ যেন হারিয়ে না যায়।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা চাই যেকোনো মুল্যেই সামহোয়ারইনব্লগ যেন হারিয়ে না যায়।


দ্যাট'স রাইট।

২৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অয়ন ভাই আপনার পরিকল্পনা আমার কাছে মোটেও হাস্যকর মনে হচ্ছে না।ভালো আইডিয়া।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি ঠিক বলেছেন।

২৫| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: সামুকে যুগ যুগ টিকিয়ে রাখতে মডুদের স্থায়ীভাবে কিছু করতে হবে।
আশা করি তারা এ ব্যাপারে যত্নবান হবেন।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামুকে যুগ যুগ টিকিয়ে রাখতে মডুদের স্থায়ীভাবে কিছু করতে হবে।
আশা করি তারা এ ব্যাপারে যত্নবান হবেন।



সহমত।

২৬| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

মলাসইলমুইনা বলেছেন:
হেনা ভাইয়ের প্রস্তাবগুলো সবই সুন্দর র বাস্তবধর্মী | আমি তার সাথে আরো একটা যোগ করে দিলাম | আমার একটু অবাক লাগছে এটা বলছি দেখে, এতো বড় ব্লগ এটা -একটা কর্পোরেট বডিকে মূল স্পনসর হিসেবে যোগাযোগ করতেই পারে | চব্বিশ ঘন্টা বিজ্ঞাপন ! এটা একটা বিরাট সুযোগ যে কোনো কর্পোরেট বডির জন্যই |আমার ধারণা সামু সেটা পেয়েও যাবে | এটা দুই বছর বা পাঁচ বছর মেয়াদিও হতে পারে | আমার ধারণা এতে ব্লগের ফাইনান্সিয়াল বার্ডনটা অনেকেই কমে যাবে |

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম কর্পোরেট স্পন্সরশীপ হলে তো সোনায় সোহাগা। আপনার প্রস্তাবটি ভালো লাগলো। এখন দেখা যাক, কর্তৃপক্ষ কী করেন।

২৭| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

নতুন বিচারক বলেছেন: সামু থেকে প্রকাশনী খোলা যায়না কি ?
সামুর মাসিক হিট সমাচার
সামুর সপ্তাহিক বেষ্ট কালেকশন
সামুর বাৎসরিক নির্বাচ
সামুর বাৎসরিক সেরা লেখা আরো ইত্যাদি নামে বই বের করা যেতে পারে ।
আর এ ধরনের প্রকল্পে যারা নতুন লেখক বই বের করতে আগ্রহী তারাও উপকিত হবে অন্যদিকে
কৃতপক্ষেরও আয় হবে ।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আয় বৃদ্ধির জন্য প্রস্তাবটি মন্দ নয়।

২৮| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

জেন রসি বলেছেন: কর্তৃপক্ষ চাইলে বিষয়টা নিয়ে ব্লগারদের সাথে খোলামেলা আলোচনায় যেতে পারে। তবে তাদের তেমন ইচ্ছা আছে বলে মনে হয়না। আপনার প্রস্তাবগুলো ভেবে দেখার মত। আশা করি তারা রেসপন্স করবে।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিও তাই আশা করছি।

২৯| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: নতুন বিচারকের আইডিয়াটাও ভালো।কতৃপক্ষ বিবেচনা করতে পারে।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নতুন বিচারকের আইডিয়াটাও ভালো

ঠিক বুঝলাম না।

৩০| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@ জগতারনঃ আমরা যারা প্রথম আলো কর্তৃপক্ষের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলাম
তাদেরকে বলা হয়ে ছিলো নতুন প্রযুক্তির সাথে খাপ খায়না বিধায় তারা এই ফিচার বন্ধ করতে
বাধ্য হয়েছে। আমরা অন্তর্নিহিত (যদি সত্যি থেকে থাকে) কারণ জানতাম না। আমরা তাদের বিশ্বাস করেছিলাম।

@ আবুহেনা ভাইঃ বিজ্ঞাপন সংগ্রহ করা সম্পর্কে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তাই আমি কাউকে বিজ্ঞাপন সংগ্রহে প্রলুব্ধ করতে চাইনা। তবে বহুল প্রচারিত কোন ব্লগে গুগল পেট্রোনাইজ করে বলে জানি। সামু কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করতে পারে।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্তমানে যে বিজ্ঞাপনগুলো প্রচারিত হচ্ছে, সেগুলো গুগল পেট্রোনাইজড। এই কার্যক্রমকে আরও জোরদার করতে আমি প্রস্তাব দিয়েছি ( ৩ নম্বর প্রস্তাব)।

৩১| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

করুণাধারা বলেছেন: বিজ্ঞাপন সদৃশ কোন পোস্টের অনুমোদন দেওয়া যাবে না। ব্লগে এ ধরণের পোস্ট মাঝে মাঝেই দেখা যায়। ঠিক বলেছেন, এটা দেখলেই খুব বিরক্ত লাগে। গুনে দেখেছি, একজন নয়টা এমন বিজ্ঞাপনমূলক পোস্ট দিয়েছেন।

প্রথম আলো যেমন ফেব্রুআরি আসলে পত্রিকার ৪০% জুড়ে কেবল বইএর বিজ্ঞাপন দেয়, এই ব্লগে তেমন কিছু করা যায় না বইমেলার সময়?

ধন্যবাদ দরকারি পোস্ট দেবার জন্যে।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথম আলো যেমন ফেব্রুআরি আসলে পত্রিকার ৪০% জুড়ে কেবল বইএর বিজ্ঞাপন দেয়, এই ব্লগে তেমন কিছু করা যায় না বইমেলার সময়?


গুরুত্বপূর্ণ পরামর্শ।

৩২| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হেনা ভাই, একটু সময় নিয়ে আসলাম। বিজ্ঞাপন সংক্রান্ত আমার চিন্তা-ভাবনাগুলো একটু শেয়ার করতে চাই।

সামুতে বিজ্ঞাপন দেওয়া না দেওয়া, এস আর নিয়োগ, এসব নির্ভর করছে সামু'র মার্কেটিং পলিসি কি তার উপর। এগুলো আসলে অনেক পরের ব্যাপার।

সবার আগে জানা প্রয়োজন সামুর পরিচয়। সামু কি সামহ্যোয়ারইনের কোন প্রজেক্ট/প্রগ্রাম, নাকি সামু'র নিজস্ব কোন আইডেন্টিটি আছে। মানে, সামু'র ব্যবসায়িক পরিচয় কি- এন,জি,ও....লাভজনক প্রতিষ্ঠান নাকি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান?

এটা জানা প্রয়োজন এ কারণে যে, তাহলে কোন প্রতিষ্ঠানটির জন্যে আমাদের এগিয়ে আসতে হবে, তা বুঝা যাবে।

যদি সামু সামহ্যোয়ারইনের একটি প্রজেক্ট/প্রগ্রাম হয়, তাহলে আমাদের ব্যাকিং দিতে সামহ্যোয়ারইনকে। সামহ্যোয়ারইন বাঁচলেই সামু বাঁচবে।

আর, সামু'র যদি আলাদা কোন ট্রেইড লাইসেন্স থেকে থাকে, তাহলে সামু'র জন্য একাট্টা হতে হবে।

তাই, এগিয়ে আসার আগে আমাদের জানা জরুরী কাকে আমাদের পরামর্শ দিতে হবে, কাকে বাঁচাতে হবে। এখানে মনে রাখা উচিৎ যে, ব্যবসার জাত বুঝে ভিন্ন প্রতিষ্ঠানের গোল বা মিশন বিভিন্ন। এইজন্যে সমস্যার ধরণটাও ভিন্ন। আর সেই কারণেই, সমাধানটাও বিভিন্ন হওয়া বিচিত্র কিছু নয়।

আমার মনে হয়, ব্যবসায়িক ক্ষেত্রে পরামর্শ দেওয়ার আগে, এই তথ্যগুলো আগে জানা খুব প্রয়োজন। তারপরই হয়তো আমরা বলতে পারবো কোন অসুখের কোন ঔষধ।

আমার মন্তব্যটা একটু বেশি দীর্ঘায়িত হয়ে গেলো।

শুভেচ্ছা জানবেন।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সামুর আইডেন্টিটি সম্পর্কে সম্ভবত কোন ব্লগারেরই সঠিক ধারনা নেই। ব্লগ অথরিটিই এ ব্যাপারে বলতে পারবেন।

৩৩| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগই যদি টিকে না থাকে ব্লগাররা কিভাবে টিকে থাকবে।

আর্থিক ব্যাপারটি খুবই জরুরী।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০০% সত্য কথা। আমি একমত।

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্তৃপক্ষের কেউ এখনো অংশগ্রহণ করেনি! অপেক্ষায় রইলাম এমন ভাবনা নিয়ে উনাদের ভাবনা কি জানার জন্য।
সত্যপথিক শাইয়্যান মূল পয়েন্টটা ফোকাস করেছেন। আগে জানতে হবে। পরে পরামর্শ।
সকলের ভালবাসা পূর্ন মন্তব্যে বোঝা গেল আমরা আসলেই সামুরিয়ান হয়ে গেছি!

:)

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কর্তৃপক্ষ এই পোস্টে হয়তো কোন মন্তব্য করবেন না। অভিজ্ঞতা থেকে বলছি। তবে তাঁরা বিষয়টি নিয়ে ভাবছেন না, এরকম মনে করি না।

৩৫| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

শুভ_ঢাকা বলেছেন: আমি যে প্ল্যান করেছিলাম হেনা ভাইয়ের বয়সে এসে, আমি আমার জীবনের প্রথম লেখাটি পোস্ট করে আমার ব্লগবাড়ীর দৈন্যতা ঘোচাবো। সামু বন্ধ হয়ে গেলে আমার প্ল্যানের কি হবে। হে হে হে। অ্যাজ ইউজুয়াল ব্যাড জোক।

অনেক পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য এই পোস্টটি স্টিকি করা উচিত। তাতে আরও অনেক ধরনের বুদ্ধি পরামর্শ পাওয়া যাবে।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি যে প্ল্যান করেছিলাম হেনা ভাইয়ের বয়সে এসে, আমি আমার জীবনের প্রথম লেখাটি পোস্ট করে আমার ব্লগবাড়ীর দৈন্যতা ঘোচাবো। সামু বন্ধ হয়ে গেলে আমার প্ল্যানের কি হবে।


কানে কানে বলি, তখন সাধু ভাষায় প্রেমপত্র লিখিয়া ডাকঘরে পোস্ট করিবেন। উহাই হইবে আপনার জীবনের প্রথম পোস্ট। হাঃ হাঃ হাঃ।

৩৬| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: হেনা ভাই,"নতুন বিচারজ" মন্তব্য করেছেন।প্রকাশনীখোলার ব্যাপারে।ওটাকে ভাল বলেছি।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ও, আচ্ছা। ২৭ নম্বর কমেন্ট। ধন্যবাদ ভাই রিজভী।

৩৭| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগের ভালোটা সব সময় চাই। ব্লগ না থাকলে মনে হবে আমার একটা অঙ্গ যেন নাই। বলতে পারেন আমি ব্লগাশক্ত। তাই আমিও চাই ব্লগটা টিকে থাকার জন্য সময়োপযোগোো পদক্ষেপ। আর সেজন্য আপনার পরামর্শ সহ আরো কি করা যায় কর্তৃপক্ষ যেন ভেবে দেখে সেই কামনা করছি।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই, আপনার মতো অনেকেই ব্লগ অন্তঃপ্রাণ। সামু হারিয়ে গেলে ব্লগিং বলে আর কিছু থাকবে না। অন্য দু'একটা ব্লগ টিম টিম করে জ্বলছে। ওগুলো যে কোন সময় নিভে যাবে। তা' ছাড়া সামুর সাথে ওসব ব্লগের যোজন যোজন দূরত্ব। আমি আমার সাধ্য মতো পরামর্শ বা প্রস্তাব দিয়ে সামুর জন্য কিছু করার চেষ্টা করছি। এ ছাড়া আর কী করতে পারি, বলুন? সব কিছু নির্ভর করছে সামু অথরিটির সদিচ্ছার উপর। আশা করি, তারা নিশ্চয় ব্লগের আয় বাড়ানোর চেষ্টা করে ব্লগকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেবেন।

৩৮| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ জানাই আপনাকে ভাই খুব একটা পোস্ট দিয়েছেন।
ব্লগ কর্তৃপক্ষের উচিত ব্লগে উৎসাহী করা মানে একজন ইন্টারনেট ব্যবহারকারী যেমন ফেসবুক ইউজ করেই তেমনি ব্লগ ব্যবহার করার প্রতি আগ্রহী করার জন্য উদ্যোগ নেয়া।
ইউজার থাকলেই বিজ্ঞাপন পাওয়া যাবে।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইউজার থাকলেই বিজ্ঞাপন পাওয়া যাবে।


সঠিক উপলব্ধি।

৩৯| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

পুলক ঢালী বলেছেন: হেনাভাই খুব ভাল একটা দিক সবার সামনে নিয়ে এসেছেন ।
উপায়,পদ্ধতি ভিন্ন ভিিন্ন হতে পারে, কিন্তু' মূল বিষয়টা অনস্বীকার্য প্রতিটা প্রতিষ্ঠান পরিচালনায় প্রচুর খরচ রয়েছে।
বিজ্ঞাপন বাদেও সামু ব্লগাররা বাৎসরিক কোন ফি' দিতে পারেন কিনা (যেটা বহু ক্ষেত্রেই আমাদের দিতে হয়) ভাবা যেতে পারে (যদিও অনেক ছাত্র ব্লগার রয়েছেন, যারা' হয়তো তেমন আয় করেন না কিন্তু নেট' তো ব্যবহার করেন)
আমি শুনেছিলাম আউটসোর্সিং করে সামু কিছু আয় করে বিষয়টা অবশ্য আমি তেমন বুঝিনা :)
যাই হোক আপনার দৃষ্টি আকর্ষনী প্রচেষ্টার সাথে একশত ভাগ একমত।
শুভ ভাইকে কানে কানে বলা আপনার কথাটা কিভাবে যেন আমিও শুনে ফেলেছি, আমার মনে হয় আরও পিছিয়ে গিয়ে উনি পায়রার দ্বারস্ত হতে পারেন। :D

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। শুনে যখন ফেলেছেন, তখন চেপে যান।

৪০| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ একটি গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করার জন্য। আপনার মত করে খুব অল্প মানুষই চিন্তা করে। আমাদের জাতিগত একটি সমস্যা হচ্ছে আমরা সবসময় না জেনে একটি গড়পড়তার অভিযোগ করি। আমাদের প্রতি ব্লগারদের অভিযোগের প্রেক্ষাপট নিয়ে তাই নতুন করে কিছু বলার নেই।

বিজ্ঞাপন পাবার জন্য আমরা অতি অবশ্যই চেষ্টা করেছি, করছি এবং চালিয়ে যাচ্ছি। সত্যি বলতে, এই বিষয়ে অনেক প্রতিষ্ঠানের সাথে কথা হলেও শেষ পর্যন্ত তারা পিছিয়ে যাচ্ছেন- এই ক্ষেত্রে ব্লগের সম্পর্কে পরিপূর্ন ধারনা না থাকাও একটি কারন।

ব্লগের সার্বিক আর্থিক ক্ষতির বিষয় সম্পর্কে আমরা মাঝে মাঝে বেশ কিছু দায়িত্বশীল ব্লগারদেরকে আমাদের অফিসে আমন্ত্রন জানাই। সেখানে নানা বিষয়ে আলোচনা সমালোচনা শেষে দোষ এসে পড়ে আমাদের ঘাড়ে এবং দায়িত্বশীল অনেকেই অযাচিতভাবে আমাদেরকে দোষারপ করেন, আমাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাট্টা মশকরাও করেন। কারো সাহায্য কামনা করে যদি দিন শেষে তাদের কাছ থেকে সাড়া না পেয়ে বরং দায় এড়ানোর মত মন্তব্য ও আচরন আমরা প্রকাশ্যে দেখি, তখন অন্তত তাদের সততা এবং নৈতিকতার অবস্থান নিয়ে প্রশ্ন আসতেই পারে।

আমরা অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলের এই বিষয়ে সহযোগিতা কামনা করছি। কেউ যদি এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা বা পরামর্শ প্রদান করতে ইচ্ছুক তাহলে সরাসরি আমার সাথে অথবা [email protected] এ মেইল পাঠালেই আমাদের টিম থেকে যোগাযোগ করা হবে।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা সবসময় না জেনে একটি গড়পড়তার অভিযোগ করি। আমাদের প্রতি ব্লগারদের অভিযোগের প্রেক্ষাপট নিয়ে তাই নতুন করে কিছু বলার নেই।

এরকম অভিযোগ সত্যিই খুব দুর্ভাগ্যজনক। গড়পড়তা অভিযোগের প্রতি মনোযোগ না দেওয়াই ভালো।

বিজ্ঞাপন পাবার জন্য আমরা অতি অবশ্যই চেষ্টা করেছি, করছি এবং চালিয়ে যাচ্ছি। সত্যি বলতে, এই বিষয়ে অনেক প্রতিষ্ঠানের সাথে কথা হলেও শেষ পর্যন্ত তারা পিছিয়ে যাচ্ছেন- এই ক্ষেত্রে ব্লগের সম্পর্কে পরিপূর্ন ধারনা না থাকাও একটি কারন।

তাদের ধারনা পরিবর্তনের চেষ্টা করে যেতে হবে। থেমে গেলে চলবে না। অব্যাহত প্রচেষ্টা এক সময় সফলতার মুখ দেখবেই। এই পোস্টের ১ নং প্রস্তাবটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি পেশাদার বিজ্ঞাপন সংস্থাগুলোর সাথে কমিশন ভিত্তিক চুক্তির ব্যবস্থা করা যায় না? কমিশন পেলে তারা তাদের পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে বিজ্ঞাপন সংগ্রহ করে দিতে পারে। অন্তত আমার সেরকমই মনে হয়।

ব্লগারদের সাথে আলোচনার ফলাফল জেনে সত্যিই খারাপ লাগছে। এরকম হতাশাজনক ফলাফল অপ্রত্যাশিত। তবে সব ব্লগারের প্রতি বিশ্বাস হারাবেন না। সামহোয়্যার ইন ব্লগকে আন্তরিকভাবে অনেক ব্লগারই ভালবাসেন। হয়তো সমস্যা থেকে উত্তরণের পথ তারা খুঁজে পাচ্ছেন না। এই পোস্টের ২৬ নম্বর কমেন্টে ব্লগার মলাসইলমুইনার প্রস্তাবটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কর্পোরেট স্পন্সর পেলে খুব ভালো হয়।

ব্যক্তিগতভাবে সামুর জন্য যে কোন ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত আছি। আশা করি, আমার মতো অনেক ব্লগারই তা' করবেন। আপনার মন্তব্যের মাধ্যমে আপনাদের প্রচেষ্টার বিষয়ে জানতে পেরে ভালো লাগলো। আমাদের সমর্থন সব সময়ই থাকবে।

অসংখ্য ধন্যবাদ কা ভা ভাই। সামহোয়্যার ইন ব্লগ দীর্ঘজীবী হোক।

৪১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: আপনার আন্তরিকতাকে স্বাগত জানাই।
সামু টিকে থাকুক আমাদের সবার ভালবাসা নিয়ে ।

০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৪২| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলেছেন এজন্য ধন্যবাদ

অামিতো বিজ্ঞাপন নিয়ে ৩ পোষ্ট করেই ফেলেছি। যাহোক ওটা মজা করে করেছি অারকি।

অামার একটা পরামর্শঃ বর্তমান যে বিজ্ঞাপন এটার পাশাপাশি অামাদের দেশিও পন্য দ্রব্যের বিজ্ঞাপন অাশা দরকার। সেক্ষেত্রে বিজ্ঞাপন ম্যানেজার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন।★অারেকটি বিষয় অামাদের ব্লগে অনেক ব্লগার বিদেশে ভালো অবস্থানে থাকেন। মোট কথা দেশ ও বিদেশের যদি কোন জব থাকে তবে এখানে বিজ্ঞাপনের মাধ্যমে অাসলে জনবহুল এই দেশের বিশেষ করে অামাদের ব্লগার ও ভিজিটর গণ চাকুরি সংক্রাণ্ত তথ্য পেয়ে উপকৃত হবে। অাশা করি মডু বিষয়টা বিবেচনা করবেন।

অার গুগোলের বিজ্ঞাপনটা অারেকটু নিচে অথবা পোষ্টের মাঝে দিলে ভালো হয়। কারণ এতে লাইক কমেন্ট করতে কষ্ট হচ্ছে।

পোষ্টের জন্য ধন্যবাদ

০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার পরামর্শগুলো বিবেচনার দাবী রাখে।

৪৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বিজ্ঞাপনদাতারা পিছিয়ে যাচ্ছে, কা ভা ভাইয়ের এই কথা শুনে খুব অবাক হচ্ছি!

সামু'র বিজ্ঞাপন নীতিমালা, স্পেইস রেইট জানতে আগ্রহী হলাম।

আর, সম্ভব হলে, এই পোস্টকে স্টিকি করে ১ সপ্তাহর জন্যে এই নিয়ে সিরিয়াস একটা আলোচনা করা যেতে পারে। সেইখান থেকে বাছাই করে কয়েকজনকে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা উচিৎ আগে। তারপর, অফিসে ডাকা যেতে পারে কোন চুক্তির জন্যে।

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিজ্ঞাপনদাতারা কেন পিছিয়ে যাচ্ছেন, সেটা কা ভা ভাই তাঁর মন্তব্যে উল্লেখ করেছেন। আপনার পরামর্শের প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৪৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

জানা বলেছেন: একটি অত্যন্ত গুরুত্বপূর্ন এবং সময়োপযোগী পোস্টটির জন্যে অশেষ ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই। পাশাপাশি এই পোস্টে এসে যুক্তিযুক্ত আলোচনা, মতামত এবং দরকারী পরামর্শের জন্যে অন্যান্য ব্লগারবন্ধুদেরও ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে পোস্টটি সময়মত দেখার পরেও দেরী করে মন্তব্য করতে আসার (চোখের মারাত্নক ইনফেকশন) জন্যে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমি চেষ্টা করবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনার/আপনাদের পরামর্শ এবং প্রস্তাবগুলো নিয়ে এখানে খোলাখুলি কথা বলতে যাতে পুরো পরিস্থিতিটি সকলের সাথে ভাগাভাগি করে সকলে মিলেই সে অনুযায়ী পদক্ষেপ নেয়া সহজ হয়। তারসাথে এখানে সবার সংশ্লিষ্ট মন্তব্যেরও জবাব দেবার আন্তরিক ইচ্ছা রাখছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রিয় জানা আপা, আমার এই ক্ষুদ্র পোস্টে আপনার মূল্যবান মন্তব্যের জন্য প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। চোখের ইনফেকশন সত্ত্বেও আপনি কষ্ট করে এসেছেন এবং মন্তব্যের মাধ্যমে ব্লগার বন্ধুদের পরামর্শ ও প্রস্তাবগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ।

দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। শুভকামনা রইল। ভালো থাকুন।

৪৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

জানা বলেছেন:
হ্যাঁ, ৪৩ নম্বর মন্তব্যের প্রেক্ষিতে বলছি, পোস্টটি স্টিকি করার প্রয়োজনীয়তা আমিও অনুভব করছি এবং প্রয়োজনে ভিডিও কনফারেন্সের বিষয়টিও মাথায় আছে। তবে, তার আগে আমি সুযোগ করে এসে কিছু বিষয় নিয়ে বলতে চাই। অন্তত আজ এবং কাল দু'টো দিন আমার চোখের বিশ্রাম দরকার। ফিরে আসছি শিগগিরই। ভাল থাকবেন সবাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রিয় জানা আপা, সুযোগ সুবিধা মতো যে কোন ব্যবস্থা গ্রহনের প্রয়োজন মনে করলে অবশ্যই তা' করবেন। আমাদের সহযোগিতা সব সময় থাকবে। তবে সব কিছুর আগে আপনার সুস্থ হয়ে ওঠাটা জরুরী। প্রয়োজনে আপনি আরও সময় নিন।


আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

নীলসাধু বলেছেন: প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই বিষয়টি উপস্থাপন করার জন্য।
মায়া বড় অদ্ভুত বিষয়। মায়ায় পড়ে আমরা কত কিছুতে জড়িয়ে যাই। লিখে পড়ে আর দিনের পর দিন ব্লগের পাতায় থেকে থেকেই আমরা একে অন্যের সঙ্গে জড়িয়ে আছি। আমাদের এই মায়ার খেলায় জড়িয়ে রেখেছে ব্লগ কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে এই জগতে ঘুরছি ফিরছি বলে অভিজ্ঞতার ঝুলিও নেহায়েত কম নয়। সে সবের আলোকে দু কথা বলছি।
আমরা খুব ছোট একটা ব্লগ শুরু করেছিলাম সে ব্লগের খরচ জোগাতে না পেরে ৬ মাসের মাথায় সেই ব্লগ বন্ধ করতে দিতে বাধ্য হয়েছিলাম। সেখানে সামহোয়্যার ইন ব্লগের মতোন এই বিশাল ব্যাপ্তির ব্লগ চালাতে কত খরচ হতে পারে তা নিয়ে ভাবলে অবাক এবং একই সংগে বিস্মিত হই। আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ভালোবাসা জানাই সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের প্রতি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশের এই অবারিত ক্ষেত্রটি তারা সচল রেখেছেন বলে। যদিও জানি এতে তারা নিশ্চিতভাবেই লোকসানের মুখে পড়েছেন।
লক্ষ নয় এটা কোটি টাকার বিষয়।
তাই বিষয়টিও অতীব গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন লক্ষ কোটি টাকা খরচ করে কে দেবে এমন সুযোগ। আমিতো মনে করি কেউই দেবে না।
তাই অন্যান্য ব্লগারদের মতোন আমিও খুব করে চাই সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের পাশে থাকতে। যে কোন উপায়েই হোক যদি সে সুযোগ আসে তবে সর্বোতভাবেই চেষ্টা থাকবে প্রিয় ব্লগের জন্য কিছু করার।
কিন্তু আমার ছোট মাথায় আমি এই অবস্থা হতে উত্তরণের কোন উপায় পাইনি।
বিজ্ঞাপন অথবা অর্থনৈতিক সহযোগিতা ছাড়া এভাবে দীর্ঘদিন একটি প্লাটফর্ম চলতে পারেনা।
একটি উপায় অবশ্যই বের করতে হবে।
কিন্তু নানা নেতিবাচক প্রচারনার কারণে ব্লগ এবং ব্লগার নিয়ে এখনো আমরা দুর্বোধ্য একটি পরিস্থিতির মাঝে আছি। এই অবস্থায় কিভাবে তা কাটিয়ে উঠা সম্ভব তা সকলের সম্মিলিত আলচনায় হয়তো বের হয়ে আসতে পারে সে আশায় রইলাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একজন সত্যিকারের ব্লগ প্রেমিকের কথা। আপনার মন্তব্যটি পড়ে প্রাণ জুড়িয়ে গেল প্রিয় কবি। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে একটা না একটা উপায় বেরিয়ে আসবেই। সৎ প্রচেষ্টার ফল বিলম্বিত হতে পারে, কিন্তু কখনো বিফল হয় না। আমি দৃঢ়তার সাথে বলছি, সামহোয়্যার ইন ব্লগ মাথা উঁচু করে টিকে থাকবে।

ধন্যবাদ নীলসাধু ভাই।

৪৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে। ব্লগটাকে বাঁচিয়ে রাখতে ভালো কিছু
উদ্ধেগ্য নেয়া জরুরী।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অবশ্যই। ধন্যবাদ হাসু মামা।

৪৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

বিলিয়ার রহমান বলেছেন: সামুর জন্য আপনার হৃদয় নিংড়ানো ভালোবাসার উপস্থিতি পোস্টে লক্ষ্যণীয়!:)


সামু আয়ের পথে ফিরুক এই কামনাই করছি!:)


বেশ ভালো কিছু পরামর্শ প্রদানপূর্বক পোস্টের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাম! সামু অথরিটি আপনার কথা ভেবে দেখতে পারেন!!:)

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তারা এ বিষয়ে সক্রিয় হয়েছেন। নিশ্চয় আমাদের প্রিয় এই ব্লগটি টিকে থাকবে।

৪৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

জাহিদ অনিক বলেছেন: ব্যাপারটি জরুরী ও জনগুরুত্বসম্পন্ন বিধায় টেবিল চাপড়িয়ে আপনার কথাকে সমর্থন জানাচ্ছি

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক ভাই।

৫০| ০৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৬

জানা বলেছেন: আজকে থেকে আমি চেষ্টা করবো এই পোস্টে এসে মাঝে মাঝে আলোচনা করতে। চোখের অবস্থা অনেকটা ভালোর দিকে।

অতীতেও কোন কোন ব্লগার এই বিষয়ের কাছাকাছি কোন পোস্ট দিয়ে কথা বলতে চেয়েছেন তবে, বেশীরভাগ সময়েই তা কেবল আয়ের উৎস জানতে চেয়ে এবং ব্লগের উন্নয়ন, পরিবর্তন, ডিজাইন বা নতুন কোন সুবিধা/এ্যাপ সংযোজন, ২৪ ঘন্টা মডারেশন, স্বচ্ছ মডারেশন ইত্যাদি বিষয়ের মধ্যেই কথাবার্তা সীমাবদ্ধ থেকেছে। প্ল্যাটফর্মটি তৈরীর পেছনে মাতৃভাষায় প্রতি মমতা, কথা বলার স্বাধীনতায় সমান অধিকারের চর্চা, বিশ্বজুড়ে বাংলাভাষাকে প্রযুক্তির আওতায় আনা, মেধা, শ্রম এবং এর জন্যে কোন সহযোগিতা ছাড়াই যে ব্যক্তিগত বিপুল ব্যয় রয়েছে তা সকলেই অন্তত কিছুটা আন্দাজ করতে পারেন নিশ্চয়ই। ব্লগটি নিজেই নিজের চলার পথ তৈরী করুক, এটা এখন অপরিহার্য্য হয়ে উঠেছে।

২০০৫ সালে জন্ম নেয়া সামহোয়্যার ইন ব্লগটি বয়স যখন মাত্র ২ মাস অর্থাৎ ২০০৬ এর ফেব্রুয়ারিতে যখন রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা মাত্র ১০০০, তখন পরিচিতি এবং বিস্তৃতির লক্ষ্যে আমরা একটি ওয়ার্কশপ করি ব্র‌্যাক সেন্টারের অডিটরিয়ামে। সারাদিনব্যাপী দুটি ধাপের সেই ওয়ার্কশপে আমন্ত্রণ জানানো হয় সদ্য রেজিস্ট্রেশন করা ১০০০ ব্লগারসহ সম্ভাব্য ইন্টারনেট ব্যবহারকারী বা সংশ্লিষ্টদের। আমাদের ধারনার বাইরে সাড়া পাওয়া সেই ওয়ার্কশপের শেষে ব্যয় সংক্রান্ত অনেকের প্রশ্নের জবাবে আমরা একটি পরিকল্পিত প্রস্তাব রেখেছিলাম। তা হলো, প্ল্যাটফর্মটির কলেবর বৃদ্ধির সাথে সাথে এর ব্যয়ও বৃদ্ধি পাবে নিশ্চিতভাবেই। আর ভবিষ্যতে বিজ্ঞাপণই হতে পারে সুরাহার পথ। তাই ব্লগারদের সংশ্লিষ্টতায় কমিশন ভিত্তিক বিজ্ঞাপণ সংগ্রহ একটি ভাল সমাধান হতে পারে। তাতে বিজ্ঞাপণ সংগ্রহ করে ব্লগার নিজেও একটি উপার্জনের সুযোগ পেতে পারেন। তবে, আমাদের সমস্ত পরিকল্পনা ছিল সেই সময়ের জন্যে খুব বেশী এ্যডভান্সড। বিজ্ণাপণ বাজারে একটি ব্লগ প্ল্যাটফর্ম জায়গা করে নিতে অনেক সময় লেগে গেল। ২০০৮ সালের শেষের দিকে আমরা প্রথম বিজ্ঞাপণ পাই এবং তা কম-বেশী অব্যাহত থাকে। স্বল্প পরিসরে অর্থাৎ মূল ব্যয়ের অর্ধেক না হলেও চলছিল।

২০১৩ তে 'ব্লগ' এবং 'ব্লগার'দের নিয়ে যে ভয়াবহ অপপ্রচার চালানো হয়, তাতে অশিক্ষিত, অর্ধশিক্ষিত সহ শিক্ষিত সাধারণ মানুষের মনেও ব্লগ বিষয়ে একটি বিরূপ ধারণা তৈরী হয়। এ,ছাড়া ব্লগে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কার্যকলাপের স্বাভাবিক সমালোচনাও অপ্রয়োজনীয় নজরদারীর কারণে বিজ্ঞাপণ সংস্থাগুলো দূরে সরে থাকে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে গেছি সবসময়ই। আমাদের প্রচেষ্টার ভুল ব্যাখ্যা করার সুযোগ নেই এইজন্যেই যে, ব্লগটির যাবতীয় ব্যয়ভার আমাদের ব্যক্তিগত এবং তা অনেক আগে থেকেই অত্যন্ত কঠিন হয়ে উঠেছে আমাদের পক্ষে। এই পোস্টেও কেউ কেউ আমাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি মনে করি তা খুবই দূর্ভাগ্যজনক। কারণ আমি নিজে ইমেইল করে সম্ভাব্য এবং কিছুটা পরিচিত ব্লগারদের আমাদের অফিসে আম্নত্রণ জানিয়েছি এ বিষয়ে আলোচনা করে একটি সমাধানের পথ খুঁজতে। আস্থা রেখেছি তাঁদের উপরে। কিন্তু ঘটেছে উল্টো। আমাদের সামর্থকে ছোট করে দেখেছেন কেউ কেউ। কেউ কেউ আবার বিষয়টিকে নেতিবাচক করে এখানে সেখানে আলাপ করেছেন, বিদ্রুপও করেছেন। আবার তাঁরাই আমাদের কাজের দক্ষতা, আন্তরিকতার ত্রুটি খূঁজে পান। আশা এবং আনন্দের কথা হচ্ছে প্রকৃতপক্ষে সবাই এই প্ল্যাটফর্মটাকে নিজের ভাবেন, ভালবাসেন। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।

আমি একটু করে চোখের বিশ্রাম নিয়ে আবারও ফিরবো। এই পোস্টে করা সবার প্রাসঙ্গিক মন্তব্যের জবাব দেবার চেষ্টা করবো এবং পর্যালোচনা করে আগ্রহী সবাই মিলে একটা ইমেইল গ্রুপের কথা বলার ব্যবস্থা করবো শিগগীরই।


০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রিয় জানা আপা, আপনার চোখের অবস্থা ভালোর দিকে জেনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।


প্রয়োজনে আপনি আরও কয়েকদিন বিশ্রাম নিন। এর মধ্যে এই পোস্টে নিশ্চয় আরও অনেক পরামর্শ ও প্রস্তাব আসবে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য কার্যকর পরামর্শ ও প্রস্তাবগুলির একটি খসড়া তালিকা প্রস্তুত করে রাখা যেতে পারে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি। খসড়া তালিকাটির দায়িত্ব কা ভা ভাইকে দেওয়া যেতে পারে।

পর্যালোচনা করে আগ্রহী সবাই মিলে একটা ইমেইল গ্রুপের কথা বলার ব্যবস্থা করবো শিগগীরই।

খুবই ভালো হবে। আমিও এ ধরনের একটা ব্যবস্থার কথা ভাবছিলাম। নিশ্চয় সমাধান একটা বেরিয়ে আসবেই। আমি শতভাগ আশাবাদী।

ধন্যবাদ।

৫১| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৮

নাহিদ০৯ বলেছেন: উইকিপিডিয়ার মতো একটা ফান্ড কালেকশান ব্যবস্থা করা যেতে পারে। আশা করি অনেকেই এগিয়ে আসবে বছরের নির্দিষ্ট সময়ে। বাজেট তৈরি করে, বাজেট পূর্ন না হওয়া পর্যন্ত ব্যানার বা স্টিকি পোষ্ট থাকতে পারে।

বিজ্ঞাপন না দেওয়ার পক্ষে।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উইকিপিডিয়ার ফান্ড কালেকশনের ব্যবস্থাটা কী রকম বলবেন কী? আমার জানা নেই। জানতে ইচ্ছুক।

৫২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৭

কলাবাগান১ বলেছেন: আমরা যারা বাইরে আছি, তাদের কেও দেশের সবার সাথে সংগে নিয়ে আলোচনা করা যেতে পারে। আজকাল সাইটে ডোনেট বাটন থাকা অপরিহার্য।

ব্লগ না থাকলে, আমাদের মত ব্লগাশক্ত (কপি রাইট সাদা মনের মানুষ) দের বড়ই খারাপ অবস্হা হবে।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দেশের বাইরে বা ভেতরে থাকার মধ্যে কোন পার্থক্য নাই ভাই। আর ডোনেট বাটনের ব্যাপারটা একটু খোলাসা করে বলবেন কী?

৫৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: অসংখ্য ব্লগারদের এই মিলন মেলা বেঁচে থাকুক। সামু দীর্ঘজীবি হোক এই কামনা করি।

এমন সুন্দর একটা পোষ্টের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

৫৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১

নতুন নকিব বলেছেন:



প্রিয় হেনা ভাই,
কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। সবচে' গুরুত্বপূর্ন বিষয়, প্রিয় সামুর বেঁচে থাকার, সামুকে বাঁচিয়ে রাখার উপায়-উপকরন নিয়ে সময়োপযোগী, অতি মূল্যবান পরামর্শমূলক এই পোস্ট সামুর প্রতি আপনার গভীর-অপরিসীম-অতুলনীয় মমত্ববোধের সাক্ষ্য বহন করছে। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন। দীর্ঘায়ু করুন।

পাশাপাশি এই প্লাটফর্মের প্রিয় মুখগুলোকেও দেখছি, খোলামনে পরামর্শের ডালি নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। কৃতজ্ঞতা, সাধুবাদ আর হৃদয় নিংড়ানো অভিনন্দন প্রত্যেককে।

প্রিয় ব্লগ এডমিনদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, তারা এই পোস্টটিকে স্টিকি করে আলোচনার একটা পথ করে দিয়েছেন। আশা করি, সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহনযোগ্য কোন উপায় অবশ্যই বেরিয়ে আসবে, যাতে করে সামুর ভবিষ্যত পথচলার ক্ষেত্রে এই প্রিয় প্রাঙ্গনটির সম্মানিত উদ্যোক্তা মাতৃভাষা, মাটি ও মানুষের কল্যানে নিবেদিত প্রান মহিয়সী নারী, আমাদের গর্ব ও গৌরব, 'এ যুগের রোকেয়া', সম্মানিত জানা ম্যাডামকে তার টিম নিয়ে এই বিশাল প্লাটফর্মের ব্যয়ভার বহন করা নিয়ে আর হিমশিম খেতে না হয়। দৃঢ় আশা রাখি, আল্লাহ পাকের রহমতে আমাদের এই চাওয়া-পাওয়া অচিরেই এবং অবশ্যই পূরন হবে ইনশাআল্লাহ।

জানা ম্যাডাম চোখের অসুস্থতায় ভুগছেন। দোআ করি, আল্লাহ পাক তাকে দ্রুততম সময়ে পূর্ন সুস্থতা দান করুন। অসুস্থতা সত্বেও গুরুত্বপূর্ন এই পোস্টটিতে এসে উদ্দীপনা এবং প্রেরনা দিয়ে যাওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা আবারও।

পরিশেষে আমি ব্যক্তিগতভাবে বিনীত নিবেদন রেখে যেতে চাই, ব্লগ কর্তৃপক্ষ যদি কখনও প্রয়োজন মনে করেন, আমরা এই প্রিয় প্রাঙ্গনের পাশে রয়েছি এবং থাকব। পরামর্শে, সহযোগিতায়, সহমর্মিতায়। আমার মনে হয়, আজকের এই 'লাখো সদস্যের পূর্ন যৌবনবতী বিশাল সামু' তার প্রতিজন সদস্যের দেয়া একটু একটু ভালবাসায় ভর করেই বাকি পথ পাড়ি দিতে পারে। ব্লগারগন যদি আন্তরিকভাবে আওয়াজ তোলেন, 'সামুকে আমরা বাঁচিয়ে রাখব'। আমার বিশ্বাস, এটা সম্ভব, প্রিয় এই প্রাঙ্গনকে সামনে চলতে বেগ পেতে হবে না। আমাদের একান্ত চাওয়া-পাওয়া, প্রিয় সামু বেঁচে থাকুক অনন্তকাল ।

পুনশ্চ: জানা ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তিনি যেন আমার বলা কথায় কষ্ট না নেন। আবেগের বশে তার সম্পর্কে সামান্য দু'একটি কথা বলে ফেলেছি। তবে, ধারনা করি, বাড়িয়ে বলিনি। তিনি হয়তো আরও বড়। আল্লাহ পাক তাকে আরও বড় করুন। সম্মানে-সম্পদে-সম্ভ্রমে।

আবারও আলোচনায় আসার প্রত্যাশায়।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাই নতুন নকিব, আমাকে ধন্যবাদ দেওয়ার কোন প্রয়োজন নাই। তার চেয়ে বরং আসুন আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করে আমাদের এই প্রিয় ব্লগটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।

৫৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

আব্দুল্যাহ বলেছেন: অনেকদিন পর আসলাম। এক পোষ্টেই প্রায় অনেক চেনামুখ দেখলাম। শুধু আমিই বুঝি ব্লগের বাইরে ছিলাম।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগটিকে বাঁচিয়ে রাখার জন্য দয়া করে কিছু পরামর্শ বা প্রস্তাব দিন আব্দুল্যাহ ভাই।

৫৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

নূর আলম হিরণ বলেছেন: ব্লগের ব্যয়ের পরিমাণ কেমন?

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এটা ব্লগ অথরিটি ভালো বলতে পারবেন।

৫৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

কামরুননাহার কলি বলেছেন: আমি তো নতুন তাই আপনাদের কথা কিছুই বুঝিনা সরি ভাইয়া। তবে আস্তে আস্তে আমি সব শিখে নিবো । এবং আপনারাও সবাই আমাকে সেই ব্যাপারে সহযোগিতা করবের ইনশাল্লাহ।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করবো। আপনিও ব্লগের বিষয়ে পরামর্শ বা প্রস্তাব দিয়ে সহযোগিতা করুন প্লিজ!

৫৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

ধ্রুবক আলো বলেছেন: সকালে ব্লগে ঢুকেই দেখি এই পোষ্টটা পিন পোষ্ট হয়ে গেছে। খুব ভালো একটা পোষ্ট পিন করা হয়েছে এটা দেখেও খুব ভালো লাগলো।

ভাই আমার অভিনন্দন ও শুভেচ্ছা।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিছু পরামর্শ চাই ভাই।

৫৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

ধ্রুবক আলো বলেছেন: ব্লগ ইউজের ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অবশ্যই। তবে পোস্টের প্রাসঙ্গিকতা অনুযায়ী দু'একটা পরামর্শ দিলে ভালো হয়।

৬০| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬

বিলিয়ার রহমান বলেছেন: এই পোস্টটা স্টিকি করার জন্য মাডারেটরদের থ্যাংকস!!

আগ্রহী আর যোগ্য ব্লগারা এবার হয়তো আরো বেশি করে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে পারবেন!!


সামুর জন্য শুভকামনা!!

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আগ্রহী আর যোগ্য ব্লগারা এবার হয়তো আরো বেশি করে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে পারবেন!!


ভালো বলেছেন।

৬১| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: আপনার গঠনমূলক পরামর্শের সাথে আমি সম্পূর্ণ একমত।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

৬২| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

কামরুননাহার কলি বলেছেন: আয়-ব্যয় এর হিসাবটা আমি বুঝলাম না ভাইয়া। আর বিজ্ঞাপনের ব্যপারটা কি? ওহ! কিচ্ছুই মাথায় আসেনা।

০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। আপনি এই পোস্ট এবং পোস্টের মন্তব্যগুলো দয়া করে আরও কয়েকবার পড়ুন। আশা করি, বুঝতে পারবেন।

৬৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ভেবে দেখছি পরামর্শের বিষয়টা দেখি মাথায় কিছু এলে জানাবো ।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৬৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ৫১ নং কমেন্টের উত্তরে কিছু বলতে চাই।

উইকিপিডিয়া যেভাবে ফান্ড কালেকশন করা শুরু করেছিলো নিজের কন্ট্রিবিউটরদের অর্থনৈতিক অবস্থার কথা প্রচার করে, তেমন একটা কিছু কাম্য নয়।

সামহ্যোয়ারইন একটি প্রতিষ্ঠিত ব্লগসাইট। তাই, বিজ্ঞাপনের স্পেইস, পরিধি, মাত্রা উইকিপিডিয়া থেকে ভিন্ন হতে পারে। এক্ষেত্রে পৃথিবী'র নামকরা ব্লগসাইটগুলো কি করছে, তার উপর একটা রিসার্চ করা যেতে পারে। যেমন, ধরুন, হাফিংটন পোস্টের খুব সুন্দর বিজ্ঞাপন নীতিমালা আছে যা গুগুল করলেই পাওয়া যায়।

ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উইকিপিডিয়া যেভাবে ফান্ড কালেকশন করা শুরু করেছিলো নিজের কন্ট্রিবিউটরদের অর্থনৈতিক অবস্থার কথা প্রচার করে, তেমন একটা কিছু কাম্য নয়।


ওদের প্রচারণাটা কেমন ছিল?

৬৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫১

এম আর তালুকদার বলেছেন: ৫ নং ব্যাতিত সকল বিষয়ের সাথে সহমত। ধন্যবাদ ।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই এম আর তালুকদার।

৬৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: সামুর জন্য নিরন্তর শুভকামনা। সামু দীর্ঘজীবি হোক।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ দ্বিতীয়ার চাঁদ।

৬৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগের আয় দিয়ে ব্লগটিকে স্মুথ ভাবে চালাতে হবে সেই সংগে যারা কমবেশী ব্লগের উন্নয়নে কাজে জড়িত তাদেরকেও এখান থেকে একটা পারিশ্রমিক দেয়া যেতে পারে আর তার জন্য প্রয়োজন বিজ্ঞাপন। এখানে যাদের বিজ্ঞাপন দেয়ার মত সংগতি আছে অর্থাৎ বিজ্ঞাপন কালেক্ট করতে পারবেন তাদেরকে আরো সক্রিয় হওয়ার আহবান করছি। সেই সংগে আমারো চেষ্টা থাকবে।



ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব ভালো প্রস্তাব। আপনি নিজেও চেষ্টা করবেন জেনে খুশি হলাম। আন্তরিকতাই সকল সমস্যা সমাধানের মূল হাতিয়ার। ধন্যবাদ।

৬৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কোন রাখ ঢাক না রেখেই বলছি প্রথম যখন বদলে যাও বদলে দাও ব্লগটি বন্ধ করে দেয়া হল হতোদ্যম হয়ে গেলাম তারপরে যখন প্রথম আলো ব্লগটিও বন্ধ করে দেয়া হল তখন জিদ চেপে গেল। অসম্ভব যেনেও নিজেই একটি ব্লগ প্লাটফর্ম তৈরি করতে aponvubon.com নামে লাইফস্টাইল ম্যাগাজিনের যাত্রা শুরু করলাম সম্পূর্ন নিজের খরচে। অদ্ভুত বিষয় হল সহ ব্লগারদের যখন আমন্ত্রন জানালাম তখন দেখলাম দু একজন এলেও অন্যরা ভাবতে শুরু করল এখানে আমার লাভের বিষয় জড়িত। তাঁরা এলেন না এমন কি নেতিবাচক প্রচারনাও চলল। আমি থেমে যাইনি এখানে খরচ করাটা এখন আমার নেশা হয়ে গেছে। aponvubon.com নামে লাইফস্টাইল ম্যাগাজিন প্রায় বছর পাচেক ধরে চলছে। কোন বিজ্ঞাপন বা কোন ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়াই। তবে এটা ঠিক একটা সময় আমার একে হয়ত বন্ধ করতে হবে। তারপরেও যতদিন সম্ভব চালিয়ে যাব।
কথাগুলো এজন্যেই বলছি , সামহোয়্যার ইন ব্লগ ব্লগারদের শেষ ভরসা। কাজেই একে টিকে থাকতেই হবে। আর সে জন্যে অর্থের বিকল্প নেই। তাই আমার মতে সামহোয়্যার ইন ব্লগের ব্লগ পোষক একটি ফান্ড গঠনের চেষ্টা করুক। একটি উন্মুক্ত আবেদন জানাক। সামহোয়্যার ইনকে সচল রাখতে যেন এর লেখক-পাঠকগন তাদের ইচ্ছে অনুযায়ী সামহোয়্যার ইনএর ফান্ডে যে যার মত অর্থের যোগান দেন।
একই সাথে সঙ্গত কারনেই এই সহযোগিতার বিষয়টি গোপন রাখার জন্যেও অনুরোধ জানাব। বিষয়টা এমন হতে পারে, যে কেউ চাইলে অফিস থেকে জেনে নিতে পারবেন কিন্তু ব্লগে প্রকাশ্যে ঘোষনা দেয়া হবে না। সম্ভবত এটা ফলদায়ক হবে।
আমাদের এটা মনে রাখা উচিৎ আমরা নিজেদের স্বার্থে এবং ভালোবাসার তাগিদেই এমন একটি ফান্ড গঠনের প্রস্তাব করছি।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো প্রস্তাব দিয়েছেন।

৬৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

যূথচ্যুত বলেছেন: আপনার পরামর্শগুলো যথেষ্টই যুক্তিগ্রাহ্য এবং সময়োপযোগী। যদিও ৫ নাম্বার পয়েন্ট-টার সাথে অনেকেই একমত নন বলেছেন। খুবই স্বাভাবিক, কারণ ও ব্যাপারটা হয়ত অনর্থক কিছু অপ্রয়োজনীয় বিতর্ক ডেকে এনে ব্লগের জল ঘোলা করবে অযথা।

২৬ এবং ২৭ নাম্বার মন্তব্যও বেশ কাজের। সত্যিই তো, সামুর নিজের প্রিন্ট মিডিয়া থাকলে এক ঢিলে অনেকগুলো সমাধানই হতে পারে। ফাইনান্সিয়াল দিকটা তো আছেই। তাছাড়া ব্লগে তথ্যনিষ্ঠ পরিশ্রমী আর্টিকেল দিতে অনেকেই আগ্রহী হবেন। এবং লেখা ছাপার হরফে বেরিয়ে গেলে তখন তা-চুরির বিষয়টাও হয়ত অনেকখানি ঠেকানো যাবে।

পোস্ট স্টিকি করা হয়েছে। কর্তৃপক্ষও ব্লগারদের সাথে আলোচনায় সদিচ্ছা প্রকাশ করেছেন। এটা পজিটিভ দিক। ভালোই। আলোচনা চলুক। আমরা শুনছি।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব ভালো মন্তব্য করেছেন।

৭০| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: যাদের হাত ধরে প্রিয় সামহ্যোয়ারইনে'র হাঁটা শুরু, তাঁদেরকে এরকম ভাবে অনুরোধ করতে দেখলে খারাপ লাগবে। view this link

লিংকে ব্যানারগুলো ছবি আকারে দেওয়া আছে।

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লিংক খুলে দেখলাম। ব্লগ অথরিটি দেখুন।

৭১| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

লিযেন বলেছেন: ফেসবুক লাইভের মতো, ব্লগ লাইভ করা যেতে পারে !

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগের বর্তমান প্রযুক্তিতে সেটা সম্ভব হবে কী?

৭২| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ব্লগই মেইনটেন্যান্স এর খরচ মেটাতে না পেরে বন্ধ হয়ে গেছে।

সামু টিকে থাকুক সবার ভালোবাসায়।

ব্লগের যেকোন সহযোগিতায় আশা করি সব ব্লগাররাই পাশে থাকবে।

০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা।

৭৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

প্রামানিক বলেছেন: হেনা ভাইয়ের পোষ্টটি স্টিকি হওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৭৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

ধ্রুবক আলো বলেছেন: সামু ব্লগের একটা এপস তৈরি করলে কেমন হয়, কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি।
নতুন ইউজারদের দ্রুত প্রথম পাতায় লেখার সুযোগ দেয়া যেতে পারে। এটা করে নতুন ব্লগার বাড়বে।

০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো প্রস্তাব। আমিও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ব্লগার ও ভিজিটরের সংখ্যা বৃদ্ধি পেলে বিজ্ঞাপন পাওয়া সহজ হবে।

৭৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই,

কিছু ব্যাপার জানতে চাচ্ছিলাম। যে কোন প্রজেক্টের প্রথমেই গোল সেট করে দেওয়া হয়। আপনি তা দিয়েছেন। আপনি ৭টি অব্জেক্টিভ প্রস্তাবনা আকারে দিয়েছেন।

এখন আলোচনাকে আরেকটু কনসাইজ আকারে করা যায় কি? তাতে সবার জন্যে ভালো হতো বলে মনে হলো।

যেমন- এই পোস্ট-টি যদি ৭ দিন স্টিকি থাকে, তাহলে ৭ দিনে সাতটি প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। তারপর প্রতিদিন শেষে একটি ডিসিশনে দেওয়া হবে সারাদিনের আলোচনার ফলাফল হিসেবে? তারপরের দিন আরেকটি প্রস্তাবনা, এভাবে ৭ দিনে ৭টি প্রস্তাবনা আলোচনা শেষে ৭ টি ডিসিশন বেরিয়ে আসবে।

এতে পরের ধাপটি সহজ হয়ে যাবে ব্লগ কর্তৃপক্ষের।

এটা শুধুই একটি প্রস্তাবনা আমার পক্ষ থেকে।

ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার প্রস্তাবনা নিঃসন্দেহে চমৎকার। অবশ্যই এভাবে কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। তবে এই আলোচনার জন্য শুধু আমাদের (ব্লগারদের) অংশগ্রহণ যথেষ্ট নয়, ব্লগ কর্তৃপক্ষের অংশগ্রহণও জরুরী। দুই পক্ষের মধ্যে আলোচনাক্রমে সিদ্ধান্ত গৃহীত হলে সেটা বাস্তবায়ন করা সম্ভব। এ ব্যাপারে উপরের মন্তব্যগুলোর মধ্যে ব্লগ অথরিটির পক্ষ থেকে কাল্পনিক ভালোবাসা এবং জানা আপার মন্তব্যগুলোর প্রতি ( ৪০, ৪৪, ৪৫ ও ৫০ নম্বর মন্তব্য ) আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে ভাই। ধন্যবাদ।

৭৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

ধুরন্ধর বলেছেন: সুমন কর বলেছেন: ভালো পোস্ট। তবে দৃষ্টিকটু এবং মাত্রারিক্ত যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

একমত

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিও একমত।

৭৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

অনিক_আহমেদ বলেছেন: ভাল বলেছেন। অনেক চিন্তাবিদরা আগেপাছে না ভেবে ব্লগ নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা বলেন যা দেখতেও বিরক্তিকর।

অনেক কমিউনিটি সাইটই বিজ্ঞাপনের জোড়ে অনেক বছর টিকে আছে। তবে তাদের বিজ্ঞাপন দেখলেই শরীর কেমন কেমন যেন করে!! সেদিক থেকে সামু অনেক উন্নত আর উই আর প্রাউড অফ দ্যাট। :)

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই অনিক আহমেদ।

৭৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

চুলবুল পান্ডে বলেছেন: বিজ্ঞাপনের দালালী কেন ?

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি কী চাইছেন সামহোয়্যার ইন ব্লগ বন্ধ হয়ে যাক?

৭৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো কিছু প্রস্তাবনা দিয়েছেন হেনা ভাই। আশা করি আলোচনার মাধ্যমে সঠিক উপায় বেরিয়ে আসবে।
সামু আসলেই জীবনের একটা অংশ হয়ে গেছে! টিকে থাকুক অনন্তকাল....

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বোন উম্মে সায়মা।

৮০| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কর্পোরেট প্রতিষ্ঠান কিংবা এজেন্সিগুলো ব্লগে বিজ্ঞাপন না দেয়ার কারণ:
১। আমাদের দেশে সাধারণত মধ্যম মানের পাব্লিক পোডাক্টাসের বিজ্ঞাপন হয় বেশী। এই পোডাক্টাস বা আইটেমের ব্যবহারকারী সাধারণত আম -জনতা এবং ঘরের মহিলারা। তার মধ্যে ফুড, বেভারেজ এবং প্রসাধনী বিজ্ঞাপন অন্যতম। এগুলো নিন্ম মধ্যম আয়ের মানুষের নিত্য প্রয়োজনীয় । এই নিন্ম মধ্যম আয়ের মানুষগুলোর ব্লগের একাউন্ট নেই। তাদের ঘরে টেলিভিশন সেট আছে। এই টেলিভিশন সেটে বাড়ির বৌ-বেটিরা সিরিয়াল দেখে এবং পুরুষরা দেখে খেলাধুলা ও খবর। আর ছেলেপুলেরা হাতের এনড্রয়েড মোবাইলে তাবৎ পৃথিবী ঘুরে বেড়ায়। - এই বিষয়টির প্রতি খেয়াল রেখেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ব্লগে বিজ্ঞাপন দিতে অনীহা দেখায়। অথচ প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিতে মরিয়া। দেশী চ্যানেলে বিজ্ঞাপনে অতিষ্ঠ দর্শক।

এক্ষেত্রে সামু ব্যাংক, বীমা, টেক্সটাইল, গার্মেন্টস, ঔষুধ কোম্পানিরর ফুড সাপ্লিমেন্ট ইত্যাদিকে টার্গেট করে এককালীন/স্বল্পকালীন বিজ্ঞাপন প্রকাশের মাকের্ট পলিসি এপ্লাই করতে পারে।

২। শাহাবাগী মুভমেন্ট রাজাকারদের বিচারে যেমন ভূমিকা আছে তেমনি ব্লগ সম্পর্কে সাধারণ মানুষের বিরুপ ধারণা পোষণে সহায়ক হয়েছে। কতিপয় ব্লগারদের ধর্ম বিদ্বেষী লেখা-লেখির কারণে ব্লগ সম্পর্কে মানুষের মনে প্রশ্ন(?) জেগেছে। আর এই সুযোগটা কাজে লাগিয়েছে যারা মুভমেন্ট এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা। তাদের প্রচারণার ফলে আরেকটি মুভমেন্ট বিরোধী ক্রিয়াশীল শক্তি সৃষ্টি (হেফাজত ইসলাম) হয়েছিল। এই হেফাজত ইসলাম কিছু ব্লগারদের ধর্ম বিরোধী অতীত লেখা-লেখি সাধারণ জনগণের সামনে তোলে ধরলে জনগণের মনে ব্লগ সম্পর্কে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেটি শেষ পর্যন্ত রাজনৈতিক মাঠে গড়ায়। সেখানে আওয়ামী ক্ষমতাশীল সহ বাংলাদেশের বড় সব দল অংশ গ্রহন করে।

## ব্লগ সম্পর্কে জন গণের মনে পরিস্কার ধারণা দেয়ার জন্য প্রচারণা মূলক কার্যক্রম যেমন: বিভিন্ন জেলায় সেমিনার, সাইকেল রেলি, ছাত্র-ছাত্রীদের গণিত উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং জেলায় জেলায় ব্লগার কমিটি গঠন করা যেতে পারে। ব্লগে যেমন কিছু ধর্ম বিরোধী লেখা-লেখি হয় তেমনি ধর্মের মহিমাও অনেকে তুলে ধররছেন- এই বিষয়টি তোলে ধরা যেতে পারে।

৩। দেশে সব কিছুতেই প্রতিযোগিতা চলছে। বিজ্ঞাপন সেক্টর তার বাইরে নয়। অন্যান্য বিজ্ঞাপন এজেন্সি/মিডিয়াগুলো বিজ্ঞাপন পাওয়ার জন্য যেভাবে মার্কেট পলিসি/টেক্নিক এপ্লাই করে; আমার মনে হয় সামু সেখানে পিছিয়ে রয়েছে।

# এক্ষেত্রে সামু উপ্রের অনেকের প্রস্তাব বিবেচনা করে দেখতে পারে।
-*** অনেক মাঝারী মানের প্রতিষ্ঠান আছে যারা পূর্বে বিজ্ঞাপনে আগ্রহী ছিলনা , এই রকম প্রতিষ্ঠান কে সামু টার্গেট করতে পারে।

৩। দেশের নেট ইউজার কারীর মধ্যে মোবাইল ইউজার সবচেয়ে বেশি। অথচ সামু মোবাইলের জন্য ফ্রেন্ডলি নয়।
# বিষয়টির প্রতি সামু নজর দিবে আশা করি।

৪। সামুর অফিস কিংবা দপ্তরে যোগাযোগ প্রক্রিয়া একটু কঠিন মনে হতে পারে, কারণ সরাসরি হটলাইন চালু নেই। ই-মেইলে ফেড ব্যাক পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় যা বিরুক্তিকর।

# সামু শুধু বিজ্ঞাপনের জন্য আলাদা হট লাইন চালু করে দেখতে পারে।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কর্পোরেট প্রতিষ্ঠান গুলো থেকে বিজ্ঞাপন নয়, স্পন্সরশীপ পাওয়ার কথা উপরে আলোচনা করা হয়েছে। ২৬ নম্বর কমেন্টে ব্লগার মলাসইলমুইনা প্রস্তাবটি দিয়েছেন।

আপনার অন্য প্রস্তাব গুলো বিবেচনা করা যেতে পারে। ধন্যবাদ ভাই।

৮১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১২

জাহিদ হাসান বলেছেন: সহমত পোষন করছি।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৮২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৭

বিদেশ পাগলা বলেছেন: মন্তব্য সমূহ যথাকক্রমে ৪০,৪৪,৪৫,৪৬,৫০,৬৭,৬৮ এবং ৮০ নং বেশ যুক্তি যুক্ত বলে মনে হয়েছে । সামু ব্লগে আমারা সকলে সম্মিলিত ভাবে স্বেচ্ছায় আন্তরিক ভাবে যথাসাধ্য চেষ্টা করলে সমস্যার একটা চমৎকার সমাধান বের হয়ে আসবে ।

কিন্তু কতকগুলি বিষয় দুঃখ জনক হলেও সত্য যে ----- সামু ব্লগের অনেক অভিযোগই সঠিকভাবে মুল্যায়ন হয় না বা সঠিক উত্তর পাওয়া যায় না । কোন এক অজ্ঞাত কারণে এটা হয় ঠিক জানা নেই ।

লেখক সাহেব কে অনেক ধন্যবাদ ।

সৃষ্টি কর্তার নিকট ----- জানা আপুমনির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি । উনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন ।

সামু ব্লগ দীর্ঘজীবি হউক ।
শুভরাত্রি

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু ব্লগে আমারা সকলে সম্মিলিত ভাবে স্বেচ্ছায় আন্তরিক ভাবে যথাসাধ্য চেষ্টা করলে সমস্যার একটা চমৎকার সমাধান বের হয়ে আসবে ।


চমৎকার বলেছেন। ধন্যবাদ।

৮৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: আমাদের প্রিয় বাঁধ ভাঙ্গার আওয়াজ যাকে সংক্ষেপে আমরা সামু বলে অভিহিত করি তাকে মাথা উচু করে স্বনির্ভর ভাবে টিকে থাকার জন্য সুপরামর্শ দিয়ে লেখা এ পোষ্ট টির জন্য শ্রদ্ধেয় ব্লগার আশরাফুল ইসলামের প্রতি রইল অভিনন্দন আর আমাদের নিজেদেরকে মেলে ধরার নিমিত্ত এই বড় মাপের ব্যয় সাপেক্ষ মহতি সেবা দানের জন্য সামু কতৃপক্ষের প্রতি রইল কৃতজ্ঞতা ।

সামুকে অর্থিক দিক দিয়ে সাবলম্বি করার জন্য জনাব ইসলাম যে সসস্ত সুপরামর্শ রেখেছেন তা সামুর আর্থিক সহ অন্যান্য আরো সকল প্রয়োজনীয় ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে খুবই সহায়ক হবে বলে মনে করি ।

এ বিষয়ে আমাদেরকে কিছু বলার অবারিত সুযোগ দান , সে সাথে পোষ্ট টিকে স্টিকি করার মাধ্যমে সামু কতৃপক্ষের এসডোর্সমেন্টটিও খুবই গুরুত্বপুর্ণ বলে মনে হল । এই পোষ্ট পাঠে দেখা গেল সামুকে আর্থিক স্বচ্ছলতা এনে দেয়ার জন্য যা যা করনীয় তার প্রায় সবকটিই জনাব ইসলাম তার লেখনিতে সংক্ষেপে তুলে ধরেছেন । এগুলি যথাযথ ভাবে অনুসরন করতে পারলে সামু অর্থিক দিক দিয়ে স্বরির্ভর হতে পারবে বলে মনে করি ।

তবে কিছু কথা বলার সুযোগ যেহেতু পাওয়া গেছে সেহেতু দু একটি বিয়য় সকলের সাথে শেয়ার করে নেয়া যায় বলে মনে করি ।
এটা এখন অনেকটাই নিষ্চিত যে প্রায় এক যুগ ধরে চলে আসা সামু এখন আর শুধু একটি ব্লগই নয়, এটা বিকাশ হতে হতে এখন দুনিয়ার বিভিন্ন প্রান্তে তার সুনাম ছড়িয়ে দিতে পেরেছে । এককালের বৃটিশ সাম্রাজ্যের মত সামু সাম্রাজ্যেও এখন সুর্য অন্তমিত হয়না , দিবা রাত্রির ২৪ ঘন্টায় প্রতি পলে পলে এতে নতুন পোষ্ট প্রকাশিত হয় এবং মহুর্তেই তা অগনিত পাঠক ও দর্শকের দৃষ্টিগোচর হয় । তাই বলা চলে এটা এখন একটি প্রতিষ্ঠিত ব্লগ । প্রচলিত ধারনায় এটা এখন কোন ইনডিভিজুয়েল ব্লগ নয় , এখানে কোন ব্যক্তি বিশেষের লেখা পোষ্ট হয়না , এটা এখন বহু লেখক ব্লগ "multi-author blogs" (MABs)। পোষ্ট লেখকগন নিজেরা , সংবাদ পত্র , অন্যান্য সংবাদ মাধ্যম , বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষালয় , বিশ্ববিদ্যালয় , থিংক ট্যান্ক, সমর্থক গোষ্ঠি , বানিজ্যিক প্রতিষ্ঠান এবং অনুরূপ প্রতিষ্ঠানের এম এ বিএস গুলি ক্রমবর্ধমানহারে এর ট্রাফিক বৃদ্ধি ( পাঠক সংখ্যা) করে চলেছে । অধুনা ফেসবুক , টুইটার এবং অন্যান্য "মাইক্রোব্লগিং" সিস্টেমের উত্থানের ফলে সংবাদ মাধ্যমের মধ্যে এম এ বিএস এবং একক লেখক ব্লগকে একত্রিত করতেও এটা সহায়তা করছে । এখন প্রয়োজন হল ব্লগটিতে উন্নত মানের কনটেন্ট বা বিষয়বস্ত সংযোজনের জন্য টেকস্‌ই ব্যবস্থা বজায় রাখা ও এর বিকাশ সাধনের লক্ষে সর্বাত্বক ব্যবস্থ গ্রহন করা ।

এখানে এই পোষ্টের মাধ্যমে সামুর জন্য প্রয়োজনীয় আয় অর্জনের নিমিত্ত মতামত আহ্বান এবং সামুতে বিষেযজ্ঞ পর্যায়ের বৈঠক কিংবা সকলে মিলে ইমেইল গ্রুপের ব্যবস্থার যে কথা বলা হয়েছে তা নি:সন্দেহে একটি ভাল উদ্যোগ ।

ব্লগের আয় বৃদ্ধির বিষয়ে করনীয় সম্পর্কে আমার ধারনা খুবই সিমীত , তার পরেও নিন্মে দুয়েকটি বিষয়ে আমার নিজস্ব কয়েকটি মতামত তুলে ধরা হল :

১) ব্লগের আয় আর্জনের দিক সহ অন্যবিধ সহায়ক বিষয়ে একটি ব্লগারস কনফারেন্স এর আয়োজন করা যেতে পারে । নীজেরা অথবা স্পনসরের সহায়তায় এধরনের কনফারেন্স ভারচুয়ালী কিংবা বিশেষ কোন স্থানে আয়োজন করা যেতে পারে । জানা মতে অনেকেই এধরনের কনফারেন্স করে থাকেন । এই blogher-15 লিংকে http://www.blogher.com/blogher-15 গিয়ে দেখা যেতে পারে । এ ধরনের কনফারেন্সে আয়োজন করলে ব্লগটির বিষয়ে পাঠক সহ অন্য সকল স্টেক হোল্ডারের কনফিডেন্স বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে হয় ।

২) এখন এই ব্লগের পোষ্টের শেষে যে প্রদর্শণীমুলক বিজ্ঞাপন ভেসে আসে তা কি শুধুই Displaying advertisement কিংবা এর সাথে আরো কিছু যুক্ত আছে কিনা তা জানা নেই এবং তা সকলের জানার কথাও না । তবে এখাত হতে খুব বেশী আয় হবে বলে কিছুটা সংসয় থেকে যায় । বিষয়টি জানার জন্য September 2017 Income Reports Of Bloggers Worldwide (Including Their Income Streams! এখানে একটু চোখ বুলিয়ে নেয়া যেতে পারে ।

উপরের লিংকে গেলে দেখা যাবে ২০১৭ সালে ব্লগ হতে আয়ের খাতগুলির মধ্যে Affiliate Products,Online Courses, Sponsorship, Direct Ads , Consulting, Book Sales, Niche Sites, Own Products এবং Ad Networks হল অন্যতম । এই খাতগুলি হতে আয়ের দিকে তাকালে দেখা যায় যে সকল প্রকার কার্যকলাপের মধ্যে বিজ্ঞাপন হতে প্রাপ্ত আয় মোট আয়ের তুলনায় মাত্র ২০ হতে ৩০ পার্সেন্টএর মত । এমতাবস্থায় আমাদেরকে আরো অন্যান্য সহায়ক দিকের প্রতিও নজর দিতে হবে ।

আমরা সকলেই জানি এফিলিয়েট প্রডাক্ট হতে আয় অর্জনটা হল পারফরমেন্স বেইসড অর্থাৎ ব্লগের এলিলিয়েট প্রডাক্ট এ তখনই অর্থ পরিশোধ করা হয় যখন প্রচারমূলক প্রচেষ্টায় একটি লেনদেনের পরে ফলাফল পাওয়া যায় । এর জন্য প্রয়োজন বেশী মাত্রায় বিভিন্ন ক্যাটাগরীর পাঠক সমাগম । আর এ কাজটির জন্য প্রয়োজন ব্লগের নীজস্ব প্রডাক্ট ( মান সন্মত পোষ্ট ) উন্নয়ন ও যথাযথভাবে তাদের শ্রেণী বিন্যাস করে সে সকলের প্রকাশ সাধন ।

এখানে সামু ব্লগের বর্তমান কাঠামোতে বিশেষ করে বিষয় ভিত্তিক ব্লগে হালনাগাদ পোষ্ট অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ করা যেতে পারে , পোষ্টের বিষয় ভিত্তিক ব্লগে হাল নাগাদ পোষ্ট থাকাটা বিশেষ প্রয়োজন বলে মনে করি । বর্তমানে যদিও বিষয় ভিত্তিক ব্লগে সিংহভাগই হাল নাগাদ পোষ্টে পরিপুর্ণ তথাপি বর্তমান অবস্থার প্রেক্ষিতে সেখানে নিন্মের তিনটি বিষয় বিবেচনা করা যেতে পারে;

প্রথমত: বিষয় গুলিকে পুনরায় শ্রেণী বিন্যাস করা যেতে পারে। বেশ কিছু বিষয়কে একটি ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে ।

দ্বিতিয়ত : বিষয় ভিত্তিক প্রতিটি ব্লগে সকল প্রকার হাল নাগাদ পোষ্ট অন্তর্ভুক্ত করা যেতে পারে ।

তৃতীয়ত : কোন নতুন লেখা পোষ্ট করার সময় যদি লেখাটিকে কোন ক্যটাগরীতে পোষ্ট করতে চান , তা পোষ্ট দাতা কতৃক নির্বাচন করে পোস্ট দেয়ার অপসন প্রথমেই অনুসরন করা হয়, তাহলে এটা নিয়ম মাফিক প্রথম পৃষ্ঠায় যাওয়ার পাশাপাশি অটোমেটিক শ্রেণীবদ্ধ বিষয়ে আপডেট হয়ে যাবে । এর জন্য আলাদা কোন প্রয়াস প্রয়োজন হবেনা । তবে মনিটর করার কালে যদি দেখা যায় পোষ্ট দাতা সঠিক শ্রেণী নির্বাচন করতে ভুল করছেন তখন যথাস্থানে পোষ্ট টিকে শ্রেণীভুক্ত করন করা যেতে পারে , এখন যেমনটি করা হচ্ছে ।

কোন বিজ্ঞাপন দাতা কিংবা কোন প্রসপেকটিভ স্পনসর একটি ব্লগের সার্বিক অবস্থা মুল্যায়নের জন্য এর ট্রাফিক সংখ্যা , বিবিধ বিষয়ের উপরে হালনাগাদ কালক্রমিক পোষ্ট , এবং পোষ্টের বিষয়ে পাঠকের সংখ্যা দেখে বুঝতে পারেন এখানে কোন্‌ বিষয়ের উপরে পাঠকদের পাঠের ট্রেন্ড বেশী , সে অনুযায়ী ব্লগটিতে বিজ্ঞাপন সহ অন্যান্য আয় অর্জনকারী প্রচেষ্টা প্রবাহ নির্ভর করবে বলে মনে হয় ।

৩) বিভিন্ন ক্যাটগরীতে প্রকশিত ভাল গুনগতমানের পোষ্টের লেখার সাথে ছবি ও সোসাল মিডিয়া স্কীল প্রয়োগ খুবই গুরত্বপুর্ণ । গত কয়েক বছর ধরে, ব্লগিং একটি ক্রমবর্ধমান দৃশ্যমান মাধ্যম (ভিজুয়াল মিডিয়া) হয়ে উঠেছে। ফলস্বরূপ, ভিজ্যুয়াল সামাজিক প্ল্যাটফর্ম যথা Pinterest , Instagram এবং Vine প্রভৃতি পাঠককে ব্লগের দিকে ঠেলে দিচ্ছে । ফলে ব্লগারদেরকে ফটোগ্রাফী , ইমেজ এডিটিং এবং সোসাল মিডিয়া স্কিলের উপরে মনযোগ দেয়া প্রয়োজন হয়ে পড়ছে । এবিষয়টির উপরে ব্লগে বেশ কিছু পোষ্ট দেখা গেলেও সুস্মন্বিত ও টেকনিকেল বিষয়ে পরিপুর্ণ কোন টেকনিক্যাল দিক নির্দেশনা না থাকায় অনেক ব্লগারই মনে হয় এর সঠিক ব্যবহার করতে পারছেন না । সামু কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারেন এবং সে অনুযায়ী ব্লগে একটি সাময়িক/স্থায়ী অনলাইন কোর্স চালু করতে পারেন ।

৪) এখন আমাদের এ ব্লগের পোষ্টের নীচে যে এড গুলি ভেসে উঠতে দেখা যায় সে গুলি নিয়েও কিছু কথা বলার আছে । প্রথমেই বলে নেয়া যায় এ ধরনের ডিসপ্লে এডের মধ্যে হ্যাকারদের কেরামতিতে যেন কোন অনাকাংখিত এড ঢুকে পরতে না পারে তা ঠেকানোর জন্য সামুর যথাযথ মানের ব্যবস্থা থাকতে হবে, তা না হলে এটা একদিকে যেমন সামুর সিসটেমটিকেই ক্ষতিগ্রস্ত করতে পারে তেমনিভাবে পাঠকের কমপিউটারেও সমস্যার সৃস্টি করতে পারে ।

দ্বিতিয়ত: এখন যে সমস্ত ডিসপ্লেইং এড দেখা যায় তার অনেক গুলিতেই প্রবেশ করার পরে আবার সামুর মুল পোষ্টে যেখানে পড়তে ছিলাম সেখানে ফিরে আসা যাচ্চেনা সহজে , অনেক ক্ষেত্রে আবার কিছু পিছিয়ে গিয়ে সামুতে লগ ইন করে ঢুকতে হচ্ছে । জানিনা এ সমস্যা সকলের হচ্ছে না শুধু আমারই হচ্ছে ।

তৃতীয়ত: নিন্মের ১ নং চিত্রের মত যে সমস্ত এডের দৃশ্য পোষ্টের নীচে ভেসে উঠে সেখানে পছন্দের কোন এডে ক্লিক করলে যদি ২ নং চিত্রের মত ডায়াল বক্সে এড টির সংক্ষিপ্ত বিবরণ উঠে আসে তাহলে মনে হয় প্রায় সবগুলি এডেই প্রবেশ করা সহজ হবে, তাতে এডের উপরে ট্রাফিক সংখ্যাও বহুগুনে বেড়ে যাবে । বিষয়টি এড দাতাদের সাথে আলোচনা করে ঠিক করে নেয়া যেতে পারে ।
১ নং চিত্র : পোষ্টে ভেসে আসা কিছু এড দৃশ্যের নমুনা

২ নং চিত্র : উপরের চিত্রে দেখা যাওয়া Coca Cola এডে ক্লিক করার পরের দৃশ্য


যাহোক, এই স্টিকি ব্লগের পোষ্ট দাতার মতামত সহ অন্য সকল বিজ্ঞ পাঠক কুলের সুচিন্তিত মতামতের ভিত্তিতে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহন ও তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমাদের এই ‘বাঁধ ভাঙ্গার আওয়াজ’ সামু ব্লগ শুধু টিকে থাকাই নয় এর আরো বিকাশ ঘটুক জগতময় এ কামনাই রইল ।

সর্বশেষে জানা'পুর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি । দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠুন ।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অত্যন্ত মুল্যবান মন্তব্য, যেখানে ব্লগের টেকনিক্যাল সমস্যাসহ ব্লগের আয় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপাত্ত দিয়েছেন। এগুলোর ব্যাপারে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


৪ নম্বরের দ্বিতীয়ত অনুচ্ছেদের সমস্যা আমার ক্ষেত্রেও হয়েছে আলী ভাই। তাই এটা শুধু আপনার সমস্যা নয়, সম্ভবত সবার ক্ষেত্রেই ঘটেছে। তবে বার বার একই সমস্যা হচ্ছে কী না আমি নিশ্চিত নই। দেখা যাক, কর্তৃপক্ষ কী বলেন?

ধন্যবাদ ডঃ এম এ আলী।

৮৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

আমানউল্লাহ রাইহান বলেছেন: এব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের বক্তব্য কী সেটা জানা দরকার

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ কথা দিয়েছেন, তারা এ বিষয়ে বক্তব্য জানাবেন এবং আলোচনা করবেন ( কমেন্ট নং- ৪০, ৪৪, ৪৫, ৫০ )। দয়া করে অপেক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন।

৮৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: খুব ভালো পোস্ট।

আমার পরামর্শ:

সামুর অনেক ব্লগার বা ব্লগারের আত্নীয়স্বজনদের মধ্যে অনেকেই হয়তো দেশের ভালো ভালো কোম্পানিতে মার্কেটিং ও ব্রান্ডিং ডিপার্টমেন্টে চাকুরী করেন। অনেক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার লোকজন এই ব্লগের সাথে জড়িত। উনারা সবাই মিলে একটু আন্তরিক হলে বিজ্ঞাপন জোগাড় করা কোন ব্যাপার না।

সামু চিরজিবী হোক।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জি, এটা একটা ভালো আইডিয়া। ধন্যবাদ মোহাম্মদ গোফরান।

৮৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

আমপাবলিক বলেছেন: সামু দীর্ঘজীবি হোক এই কামনা করি।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আমপাবলিক।

৮৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

জানা বলেছেন: ৮৩ নম্বর দীর্ঘ ও অনেকগুলো প্রস্তাব এবং সুভাবনা সম্বলিত মন্তব্যে ধন্যবাদ আলী ভাইকে। আমরা সবার আইডিয়া, পরিকল্পনা এবং প্রস্তাবগুলো একত্র করছি। আশা করছি আরও অনেকেই অনেককিছু ভাবছেন এবং সেসব সময় করে এখানে তুলে ধরবেন। তাই এই পোস্টটি খানিকটা দীর্ঘ সময়ের জন্যে স্টিকি রাখতে চাইছি।

আপনার মন্তব্যের চার নম্বর পয়েন্টা অনেকটা সময় নিয়ে আমরা কয়েকজন মিলে পরীক্ষা করে দেখেছি। আমাদের কেউ কোন সমস্যা পাচ্ছি না। জানিনা আপনি বা অন্য কেউ কেউ কেন এই অসুবিধাটায় পড়ছেন। ব্রাউজার বদলে ভিন্ন ব্রাউজারে গিয়ে কি একবার দেখবেন?

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রিয় জানা আপা, আপনার চোখের অবস্থা এখন কেমন?

৮৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

বিষাদ সময় বলেছেন: আমাদের কাভা ভাইয়ের ব্লগারদের চেক সংগ্রহের পোস্ট, তার কিছুদিন পর আমাদের এক জনপ্রিয় ব্লগার এর সামু থেকে টাকা প্রাপ্তির আনন্দের পোস্ট পড়ার পর যখন হেনা ভাইয়ের এ পোস্ট পেলাম তখন এটাকে একটি আবেগময় লেখা ভেবেছিলাম। পরবর্তীতে কাভা ভাই এবং জানা আপার মন্তব্য পড়ে বুঝলাম আসলেই আমাদের সামু ব্লগ একটি সঙ্কটে আছে। যথাসময়ে প্রয়োজনীয় পোস্টটি দেয়ায় হেনা ভাইকে ধন্যবাদ জানাতে হচ্ছে। পোস্ট এবং মন্তব্য পড়ে যতটুকু বুঝলাম সামুর বর্তমানে মূল সমস্যা হচ্ছে আর্থিক সঙ্কট। সে সঙ্কট সমাধানোর জন্য অনেকেই পরামর্শ দিয়েছেন বা সহযোগীতার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে একজন নগন্ন ব্লগার হিসাবে এখানে আমার কিছু মতামত তুলে ধরছি-

১) সামুর এ সমস্যার কথা আমরা হেনা ভাইয়ের মাধ্যমে জানলাম যা সামুর ব্যাপারে তাঁর আন্তরিকতা এবং দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ সে কারণে তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে এক্ষেত্রে পোস্ট এর শিরোনামটি আরেকটু অন্য রকম হলে মনে হয় ভাল হতো। এটা অবশ্য আমার একান্ত ব্যাক্তিগত মতামত। আরেকটি বিষয় হল অনেক পরে ৪০নং মন্তব্যে এসে কাভা ভাই আর ৪৪ নং মন্তব্যে এসে জানা আপা (অবশ্য জানা আপা তাঁর দেরি হওয়ার কারণ জানিয়েছেন) বিষয়টিকে একনলেজ করলেন যা অনেক আগেই করা উচিত ছিল। যাহোক এখনও পূর্ববর্তী ৩৯ টি মন্তব্যকে প্রথম ৫০ টি মন্তব্যের মধ্যে হাইড করে রাখলে, এ পোস্টে ঢুঁকে শুরুতেই কাভা ভাই এবং এরপর জানা আপার মন্তব্যটি পাওয়া যাবে যাতে করে পোস্টটির গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।

২) সামুর যেমন হিতাকাঙ্খি আছে সে রকম হাতে গোনা দুচারজন নিন্দুকও আছে। কাভা ভাই এবং জানা আপার মন্তব্য থেকেই তা বোঝা যাচ্ছে তাই এর পর যে কোন পদক্ষেপ গ্রহণ করতে গেলে কর্তৃপক্ষ আরো সতর্ক ভাবে বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করি। এক্ষেত্রে কিছু বিষয়ে নির্দিষ্ট কিছু ব্লগার আর বেশির ভাগ বিষয় নিয়ে সকল (প্রায়) ব্লগার এর সাথে শেয়ার করা প্রয়োজন মনে হয়।

৩) এ পোস্টটিকে সাতদিন বা দশদিন স্টিকি রেখে এ সমস্যার সমাধান হবে না। সত্যি সত্যি এ সমস্যার সমাধান করতে গেলে এর পেছনে লাগাতার এফোর্ট দিয়ে বিষয়টিকে এগিয়ে নিতে হবে। এ পোস্টে কিছুদিন স্টিকি রেখে পরামর্শ নেয়া হলো এরপর এই পোস্ট এবং মন্তব্যের জিস্ট বিষয় নিয়ে হেনা ভাই বা অন্য কোন সিনিয়র/জনপ্রিয় ব্লগার আরেকটি পোষ্ট দিতে পারেন, আবার কখনও কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত এবং মতামত জানিয়ে পোস্ট দিয়ে বিষয়টিকে ধীরে ধীরে নির্দিষ্ট লক্ষের দিকে নিয়ে যেতে পারেন।

৪) অর্থিক যে কোন বিষয় নিয়ে কাজ করার আগে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়র দিক এবং আইনগত দিকটি ঠিক রাখা দরকার না হলে হিতে বিপরীত হতে পারে।

****একটি ব্লগ আমার মনে হয় দু- ভাবে অরর্থ সংগ্রহ করতে পারে –ক)ডোনেশন খ) বিজ্ঞাপন।

ক) ডোনেশন – বড় ধরণের ডোনেশন প্রাপ্তি আমার মনে হয় সহজ নয়, হলে ভাল কথা। তবে এই মুহুর্তে সামুর নামে একটি বিকাশ/রকেট একাউন্ট এবং একটি ব্যাংক একাউন্ট খুলে (অলরেডি থাকলে তো আরো ভালো) “Donate for Somewhere in Blog” বা অন্য কোন কিছু লিখে একটি ব্যানারে স্টিকি করে নাম্বার গুলো দেয়া যেতে পারে। এতে করে আমার বিশ্বাস সাময়িক ভাবে কিছুটা সমস্যার সমাধান হবে। একান্ত প্রয়োজনের সামু কর্তৃপক্ষ সকল ব্লগারকে নোটিশ বোর্ডরে মাধমে বিষয়টি জানিয়ে ডোনেশনে উদ্বুদ্ধ করতে পারেন।

খ) বিজ্ঞাপন- বিজ্ঞাপন প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন ব্লগের হিট সংখ্যা বাড়ানো। হিট সংখ্যা বাড়লে বিজ্ঞাপন প্রাপ্তি এমনিতেই সহজ হয়ে যাবে। হিট সংখ্যা বাড়ানোর জন্য কয়েকটি কাজ করা যেতে পারে-

i) মোবাইলে সামুকে ইউজার ফ্রেন্ডলি করা।

ii) স্বল্প খরচে বা বিনা খরচে বিভিন্ন স্থানে সামু ব্লগের বিজ্ঞাপন দেয়া যেতে পারে। সামু ব্লগের ফেসবুক কমিউনিটি তে যোগ দেয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা যেতে পারে।

iii) দেশের খ্যাতিমান লেখকদের জনপ্রিয় লেখা প্রকাশের জন্য একটি (অনুমতি নিয়ে) স্থান নির্ারিত রাখা যেতে পারে। এ রকম লেখা সংগ্রহ করার জন্য প্রত্যেক ব্লগারকে সচেষ্ট হতে হবে।


iv) সামুতে একটি ওয়েব পেজ লিঙ্ক খুলতে হবে যেখান থেকে বিভিন্ন জনপ্রিয় ওয়েব সাইট গুলোতে ঢুকা যাবে।

v) শেয়ার মার্কেট এর স্ক্রল বারটি অত্যন্ত জনপ্রিয়, সম্ভব হলে এটিকে সামুর প্রথম পাতায় যুক্ত করা যেতে পারে।

এতে সামুর কিছুটা স্বকীয়তা নষ্ট হবে তবে সামুকে বাঁচিয়ে রাখা , আরও জনপ্রিয় করা এবং বিজ্ঞাপন প্রাপ্তির জন্য এটি কার্যকর হবে বলে আমার বিশ্বাস।

যাহোক এগুলো অবশ্য আমার মত অজ্ঞ ব্যক্তির একান্ত অজ্ঞতা প্রসূত মতামত। বিজ্ঞ অনেক ব্লগার অলরেডি অনেক ভাল ভাল মতামত দিয়েছেন এবং আরো অনেক অভিজ্ঞ ব্লগার তাদের মতামত রেখে সামুর এই সংকট উত্তরনে সহায়তা করবেন এটা আশা করি। সবশেষে হেনা ভাইকে এই পোস্টের জন্যে আবারও বিশেষ ধন্যবাদ জানাই।


০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার প্রস্তাবগুলির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৮৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

সোহানী বলেছেন: সরি ব্যাক্তিগত ব্যাস্ততার কারনে দেরীতে আসলাম তবে এর মাঝে গুড়ুত্বপূর্ন মতামতগুলোও পেলাম। প্রথমেই আন্তরিক ধন্যবাদ হেনা ভাই গুড়ুত্বপূর্ন ও প্রয়োজনীয় বিষয়টি সামনে আনার জন্য।

হাঁ যেহেতু দীর্ঘদিন সামুর সাথে জড়িত তাই এর সুসময় বা দু:সময়ের ও স্বাক্ষী। একসময় কিন্তু প্রচুর বিজ্ঞাপন ছিল তারপর কঠিন সময়ে তা কমে যায় এবং একসময় শূণ্যর কোঠায় চলে আসে। কিন্তু আমি সবসময়ই পজিটিভ আবার সুসময় আসার জন্য। শুধু এর জন্য দরকার সব ব্লগারদের এবং সামুর কুশলীদের একাত্বতা। এবং বিশ্বাস করি এটি আমরা পারবো।

কাভা ভাইয়ের মন্তব্য পড়ে দু:খ পেলাম। প্লিজ কাভা ভাই, দু'একজন এর সাথে যে অভিজ্ঞতা আপনার হয়েছে সেটা দিয়ে সবাইকে বিচার না করে আবার চেস্টা করে দেখুন।

জানা আপুর কথায় ভালো লাগলো, আরো দিক-নির্দেশনার অপেক্ষায়।

পরিশেষে বিষাদ সময় (মন্তব্য ৮৮) এর প্রস্তাবনাগুলো কিন্তু ভেবে দেখার বিষয়।

তারপরও বলি, সবসময়ই সাথে আছি এবং যেখানেই থাকি। যদি মনে হয় কানাডা থেকে কিছু করা সম্ভব জাস্ট কল মি। আমি সর্বোচ্চই চেস্টা করবো। ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তারপরও বলি, সবসময়ই সাথে আছি এবং যেখানেই থাকি। যদি মনে হয় কানাডা থেকে কিছু করা সম্ভব জাস্ট কল মি। আমি সর্বোচ্চই চেস্টা করবো

এটাই সত্যিকারের আন্তরিকতা। আশা করি, সকলের আন্তরিকতাপূর্ণ সহযোগিতায় সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ বোন সোহানী।

৯০| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

সায়ন্তন রফিক বলেছেন: প্রিয় ব্লগটির অস্তিত্বকে সুরক্ষার জন্যে একজন ব্লগপ্রেমীর আন্তরিক ও গঠনমূলক ভাবনা আমাকে বিমোহিত করেছে। ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্যে।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই সায়ন্তন রফিক।

৯১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

ANIKAT KAMAL বলেছেন: কা‌জের কাজটা খুবই কম হয় ভাইয়া

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তার মানে খুব কম লোক কাজ করে, তাই না? আমি আপনার সাথে একমত। তবে আমার অভিজ্ঞতা বলে, ভালো কাজের জন্য চিরকালই লোকের অভাব ছিল, আছে এবং থাকবে। তারপরেও আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তা' না হলে দুনিয়াটা এগোবে কিভাবে?
আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি। ধন্যবাদ ভাই অনিকেত কামাল।

৯২| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: সুন্দর কথা বলেছেন ভাই। আমি আপনার কথায় একমত।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই খায়রুল।

৯৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

ফারহানা শারমিন বলেছেন: খুব ভলো একটা সময়োপযোগী পোস্ট। প্রস্তাব গুলিও সুন্দর।আশা করি শুধু কথায় সীমাবদ্ধ থাকবে না।ভাল থাকবেন।শুভ কামনা রইল।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ফারহানা শারমিন।

৯৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: সামু একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বলাই বাহুল্য। সমস্যার তীব্রতা না জানলে পরিকল্পনা করা মুশকিল। বর্তমান অবস্থায় সামু কতদিন চলতে পারবে সেটা গুরুত্বপূর্ন। কারন বিজ্ঞাপন সংগ্রহ সময়সাপেক্ষ ব্যাপার। যারা বিজ্ঞাপন দিবেন তারা ব্যাবসায়ী। লাভ ছাড়া এক পা-ও এগুবে না। তাদেরকে বোঝাতে হবে। একবার মানুষের মনে কিছু ঢুকে গেলে তা সহজে বদলায় না। তাই ব্লগ সম্পর্কে যে নেতিবাচক মনোভাব আছে তা পরিবর্তনও সময়সাপেক্ষ। কয়জন ফিজিক্যালি এসে দেখে এখানে কি হচ্ছে?
তাৎক্ষনিক একটা সমাধান ডোনেশান, সাথে বিজ্ঞাপন হান্টিংও চলুক।
শুরুতেই উইকিপিডিয়ার উদাহরন দিয়েছিলাম (২ নং মন্তব্য)। কয়েকজন ব্লগার ভাই আপত্তি করেছেন, আবার অনেকেই পরবর্তীতে ডোনেশানের কথা বলেছেন। আমি ব্যাক্তিগতভাবে মনে করি এটা কার্যকরী। ইউনিসেফের মতো জাতীসংঘের অঙ্গসংগঠন, সেভ দ্য চিলড্রেনের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান যদি ডোনেশান নিতে পারে তাহলে সমস্যা কোথায়? বিশ্বের বেশিরভাগ অলাভজনক প্রতিষ্ঠানই ডোনেশান নেয়!
এছাড়া সামু রেজিস্ট্রেশান ফী ও ধার্য্য করতে পারে। অনেকে হয়তো আপত্তি করবেন তবুও বলি; বাৎসরিক চাদাও ধার্য্য করা যায়। এতে একদিকে যেমন ফান্ড সংগ্রহ হবে অন্যদিকে শুধুমাত্র প্রকৃত ব্লগাররাই আসবে এবং থাকবে, যে কেউ এসে ব্লগের পরিবেশ নষ্ট করার সুযোগ কমে যাবে।
এছাড়া আরও অনেক ভালো ভালো প্রস্তাব এসেছে, তবে সেগুলো দীর্ঘমেয়াদী। বাস্তবায়ন করতে পারলে খুবই ভালো।
পরিশেষে একটা কথা বলি, আমরা সবাই আমাদের পরিবারকে সময় দেই, দেখাশুনা করি, সুখ-শান্তির জন্য টাকা খরচ করি। সামুও আমাদের তেমনই একটা পরিবার। আশাকরি বোঝাতে পেরেছি।
সামু দীর্ঘজীবি হোক!!!

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার নতুন প্রস্তাবগুলিও বিবেচনাযোগ্য। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।

৯৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

মো চৌঃ বলেছেন: আপনার কথায় একমত

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৯৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

সামিয়া বলেছেন: সামহোয়্যারইন ব্লগের মঙ্গলের জন্য চিন্তা এবং প্রয়োজনীয় সাজেশান গুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম।
শুভকামনা ও মঙ্গল কামনা করছি সামহোয়্যারইন ব্লগের জন্য এবং আপনার জন্য।।
অনেক অনেক ভালো থাকুন ভাইয়া।।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বোন ইতি সামিয়া।

৯৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

জানা বলেছেন: আমার চোখের অবস্থা আসলে এখনও আমাকে কাজ করতে খুব বেশী সহযোগিতা করছে না হেনা ভাই। এটা কোন সাধারণ ইনফেকশন নয়। তাই হয়তো একটু বেশীই সময় লাগছে সেরে উঠতে। তবুও আমি মাঝেমাজেই এই পোস্টে আসার চেষ্টা করছি এবং সবার পরামর্শগুলো পর্যবেক্ষণ করছি। আশা করছি আর অল্প ক'দিনের মধ্যেই সমস্ত পরামর্শ একত্র করে গুছিয়ে আগ্রহীদের নিয়ে একটা ইমেল গ্রুপ করবো। আলোচনায় আগ্রহী ব্লগারবন্ধুরা যদি কষ্ট করে আমাকে তাঁদের আগ্রহ জানিয়ে ছোট্ট একটি ইমেইল করেন তাহলে আমি তাঁদের নিয়ে দ্রুত কাজটি শুরু করতে পারি। কারণ এই মুক্ত জায়গায় সবাই ইমেল আইডি শেয়ার করাটা ঠিক নাও হতে পারে। তবে, আমার ইমেল আইডিটি সবার জন্যে খোলা। [email protected]

এই আলোচনায় যাঁরা অংশ নিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, প্ল্যাটফর্মটির পথচলা নিয়ে আন্তরিক উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করছেন এবং আমার (সাময়িক চোখের অসুখের কারণে) অসম্পূর্ণ উপস্থিতি ক্ষমা করছেন তাদের সবাইকে অশেষ কৃত্জ্ঞতা এবং ভালবাসা।

০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
আশা করছি আর অল্প ক'দিনের মধ্যেই সমস্ত পরামর্শ একত্র করে গুছিয়ে আগ্রহীদের নিয়ে একটা ইমেল গ্রুপ করবো। আলোচনায় আগ্রহী ব্লগারবন্ধুরা যদি কষ্ট করে আমাকে তাঁদের আগ্রহ জানিয়ে ছোট্ট একটি ইমেইল করেন তাহলে আমি তাঁদের নিয়ে দ্রুত কাজটি শুরু করতে পারি।

জানা আপার উপরের কথাগুলির প্রতি সকল ব্লগার বন্ধুর দৃষ্টি আকর্ষণ করছি।



প্রিয় জানা আপা, আপনার প্রস্তাবিত ইমেল গ্রুপে থেকে আলোচনা করতে আমি আগ্রহী। আগামীকাল আপনার ইমেল ঠিকানায় মেইল করে আমার আগ্রহের কথা জানিয়ে দেব।

তবে আপনার সুস্থ হয়ে ওঠাটা জরুরী। এ জন্য আপনি আরও সময় নিন। তাড়াহুড়োর কিছু নেই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৯৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: জানা আপার মন্তব্য পড়ে অত্যান্ত আনন্দিত হলাম। এবার হয়তো ব্লগ নিয়ে আমাদের যে শঙ্কা সেটা কেটে যাবে।

০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আশা করা যায়।

৯৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন গতিময়তায়, অসাধারন সব প্রস্তাবনা, অতুলনীয় আন্তরিকতায় সকলের অংশগ্রহনে বহু দিন পর যেন আপনালয়ে ফেরার অনুভব হচ্ছে :)
কাভা ভাই আর জানাপুর সক্রিয় অংশগ্রহণে দারুন উৎফুল্ল সকল ব্লগার । ইমেইলগ্রুপালোচনার মতো চমৎকার উদ্যোগে অভিনন্দন।

দারুন ভালবাসা আর সামুর টানে আপনার অন্তরিকতায় এ যুগান্তকারী পোষ্ট সামুর ইতিহাসে অমর হয়ে থাকবে ;)
থাকবেন আপনিও :) আপনাকেও অভিনন্দন।

০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু।

১০০| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

অয়োমল_মুবিন বলেছেন: সামু ব্লগের পরিচালন ব্যয় কেমন সেটা জানিনা, তবে ব্লগে সাধারণত ব্যায়গুলি হয়ে থাকে
* ডোমেন ক্রয়ে ও নির্দ্দিষ্ট সময় পরপর রিনিও করতে
* হোস্টিং ও ব্যান্ডউইথ ক্রয়ে
* ডেভলাপ করতে ও নিত্যনতুন ফিচার যোগকরতে
* বিভিন্ন নতুন নতুন সুযোগ-সুবিধা নিয়ে গবেষণা করতে
* নিজস্ব কোনো অফিস থাকলে
* মডারেটিং বা অন্যকোনো কাজে বেতন ভিত্তিক লোক নিয়োজিত থাকলে
* ব্লগের নিরাপত্তা প্রধানে (হ্যাকারদের কাছ থেকে)
প্লাটফর্ম যতোবড় হবে এইসব খাতে ব্যয় কিন্তু তত বাড়তেই থাকবে। সেক্ষেত্রে ধারণাই করা যায় প্রতিমাসে সামুকে কিপরিমাণ অর্থ খরচ করতে হয় তার পিছনে আর প্ররিশ্রমের কথাতো বাদই দিলাম।

এই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার সামনে এনে সবাইকে আলোচনার সুযোগ করে দেয়ার জন্য হেনা ভাইকে ধন্যবাদ জানাই।


নিজে কম্পিউটার বিজ্ঞানে পড়ালেখা করার সুবাধে আর ডিজিটাল মার্কেটিং সম্মন্ধে থাকা ধারণা এবং উপরের কিছু মন্তব্য পর্যালোচনা করে বিজ্ঞাপণ নিয়ে কিছু বলছিঃ

=< ব্লগথেকে আয়ের অনেকগুলি মাধ্যমের একটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং (এফিলিয়েট নিয়ে আপাতত বিস্তারিত কিছু বলছিনা)। তবে এফিলিয়েট মার্কেটিং সাধারণত আন্তর্জাতিক(ইংলিশ), পার্সোনাল ব্লগ বা নির্দিষ্ট বিষয়ের উপর করা ব্লগগুলিতে বেশি মানায়। আর বাংলা ভাষাভাষীদের বা সামুর মতো ব্লগগুলিতে এইটাইপ বিজ্ঞাপন না থাকাই উত্তম(নিজস্ব মতামত) আর এর থেকে আয়ও খুব বেশি হবেনা।

আর একটা মাধ্যম হলো নিজস্ব প্রোডাক্ট বিক্রি। সামুর নিজের ব্রান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে নিজেদের কিছু(অবশই মানসম্মত) পণ্য বিক্রি করতে পারে। তবে আমার নিজস্ব মতামত হলো সেপথেও না যাওয়া। কারণ পণ্যের মান বা দাম নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলতে পারে তাছাড়া এইসব কাজ আলাদা একটা বোঝার মতো।

সেক্ষেত্রে অত্যন্ত ভালো একটা সমাধান হলো গুগল এডসেন্স ব্যাবহার করা। গুগল এডসেন্স হল গুগলের একটি অনলাইন বিজ্ঞাপন সংস্থা। এডসেন্স গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর জন্য ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। আর আনন্দের বিষয় হচ্ছে গত কিছুদিন আগেই গুগল তাদের এডসেন্সে বাংলা ভাষাকে অনুমোদন দিয়েছে। সামুতে একসাথে প্রায় হাজারখানেক ব্যাবহারকারী অনলাইনে থাকে। আর আমার মনেহয় প্রতিদিন শুধুমাত্র ইউনিক ভিজিটরই থাকে চল্লিশ-পঞ্চাশ হাজারের উপরে(নিজস্ব ধারণা, সামু কর্তৃপক্ষ এব্যাপারে ভালো বলতে পারবে), সেক্ষেত্রে খুবই ভালো মানের, বড় অংকের একটা আয় আসবে এডসেন্স থেকে।


তাছাড়া সরাসরি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও দেয়াযেতে পারে। সেক্ষেত্রে বিজ্ঞাপন দেয়ার নিয়মাবলী, যোগাযোগের পদ্ধতি, প্রদর্শনের স্থান, প্রদর্শনের সময়কাল আর প্রতি বর্গ সেমি এ বিজ্ঞাপন প্রদর্শনের ব্যয় নিয়ে পূর্নাংগ একটি ব্লগ পোস্ট দিয়ে, ব্লগের কোনায় "বিজ্ঞাপনের জন্য যোগাযোগের অপশন" রেখে বিজ্ঞাপনের পোস্টটিকে রি-ডাইরেক্ট করে দেয়া যেতে পারে। সাধারণ ব্লগনিয়ে যতো নেগেটিভ ধারণাই থাকুক আমি নিশ্চিত সামুতে বিজ্ঞাপন দিতে যেকোনো প্রতিষ্ঠানই মুখিয়ে থাকবে।


ব্লগে ডোনেশন বাটন যুক্তকরেও ব্লগের জন্য ফান্ড-রাইজ করা যেতেপারে। যেমন ডোনেশন করুন নামে বাটন থাকলে যারা তাদের প্রিয় ব্লগটিতে ডোনেশন করতে চায় সেখানে ব্যাংক একাউন্ট/ মোবাইল ব্যাংকিং একাউন্ট নাম্বার বা বিদেশ থেকে টাকা পাঠানোর পদ্ধতি থাকবে। তাছাড়া সবসময় এই বাটন না থাকলেও প্রাকৃতিক দুর্যোগ বা অন্যকোনো দুর্যোগে এর সময় অর্থ উত্তোলন করে দুস্থদের মাঝে সাহায্যও করা যাতে পারে।

যেমন মজিলা ফান্ড রাইজিং


আমার গত ৪-৫ বছর যাবত সামু ব্লগে নিয়মিত আসা হয়, সাধারণত লেখালেখি করিনা বলে কোনো পোস্টও দেয়াহয়না এখানে। একাউন্টাও মাত্র কিছুদিন আগের খোলা। আপনারা কেউ আমাকে না চিনলেও নিয়মিত আপনাদের লেখা পড়তে পড়তে আপনাদের অনেককেই আমার অনেক পরিচিতো মনেহয়। সামুব্লগ দীর্ঘজীবী হওক, সামু চিরোদিন থাকুক সেই প্রত্যাশাই করি।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অত্যন্ত মূল্যবান মন্তব্য। আপনি যদি আমাদের ই-মেইল গ্রুপে আসেন তো খুব ভালো হয়। এই পোস্টের ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

ধন্যবাদ ভাই অয়োমল_ মুবিন।

১০১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

সামিয়া বলেছেন: উই আর অলওয়েজ উইথ ইউ জানা আপু।।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বোন ইতি সামিয়া।

১০২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

এম আর তালুকদার বলেছেন: জানা আপা, আপনার প্রস্তাবিত ইমেল গ্রুপে থেকে আলোচনা করতে আমি আগ্রহী।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জানা আপার ই-মেইল ঠিকানায় (৯৭ নম্বর কমেন্টে আছে) আপনি আপনার এই আগ্রহের কথা ই-মেইল করে জানিয়ে দিন প্লিজ।

১০৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

এম আর তালুকদার বলেছেন: জানিয়ে দিয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১০৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


@জানা,

লেখক আমাদের সবার পক্ষ থেকে কথা বলেছেন, ব্লগের ফাইন্যান্সিয়াল সবকিছুর মুল; আপনি ব্লগারদের সাথে এ ব্যাপারে কথা বলতে চেয়েছেন, এটি খুবই দরকারী পদক্ষেপ; ব্লগারেরা নিশচয় এই পদক্ষেপের অংশ হবেন; আমি ইমেইল করবো।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী।

১০৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৮

fahimonmood বলেছেন: আপনার লিখাটি পড়ার পর আমি সামু ব্লগের ভিজিটর এবং আয়ের উপর একটু হালকা রিসার্চ করেছি।সামু ব্লগের দৈনিক ভিজিটর সংখ্যা প্রায়ই ১৫ হাজারের মতো।এবং দৈনিক পেজ ভিউ ৩৯ হাজারের কাছাকাছি।আমরা এখন জানি গুগল এডসেন্স বাংলা কনটেন্ট সাইট সাপোর্ট করে,আগে কিন্তু করতনা,তাই এখন বৈধ উপায়ে খুব সহজে এডসেন্স থেকে টাকা আয় সম্ভব।এক্ষেত্রে কোনো ফাউন্ডেশন খোলার প্রয়োজন আমি মনে করি না।যদি সামুতে গুগল এডসেন্সের সঠিক ব্যবহার করা যায় এবং সাইটে যদি কপিপেস্ট জনিত কোনো পোস্ট কিংবা স্প্যামিং না থাকে তাহলে আশা করা যায় এডসেন্স কখনো ব্লক হবেনা।
উইকিহাউ এর মত জনপ্রিয় সাইটগুলোর আয়ের মুল জিনিসটা এডসেন্স থেকেই আসে।আমি নিজেও একজন এডসেন্সের পাবলিশার।সাইটের মোট দৈনিক পেজ ভিউ থেকে বুঝলাম,খুব ভাল মানেরই টাকা আয় করা যাবে।যদি এডসেন্সের সঠিক তদারকি করা যায়।আয়ের একটি মৌলিক ধারনা নিচে দিলাম।

সামুর দৈনিক ভিজিটর সংখ্যা-১৪৮০০(ইউনিক ভিজিটর)।
দৈনিক পেজ ভিউ-৩৯০০০ হাজার।

দৈনিক আয় সম্ভব-১২০ ডলার(৯৬০০ টাকা)
মাসিক আয় দাড়ায়-৩৬২১ ডলার(২৮৯৬৮০ টাকা)
সামুর মত জনপ্রিয় একটি সাইট থেকে এই টাকা আয় করা অবিশ্বাস্য কিছু না।
এই সাইটটি যদি বাংলাদেশের না হয় বিদেশি কোনো সাইট হতো এডসেন্স দিয়ে পাঁচ লাখের মতো ইনকাম সম্ভব হতো।

১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব কার্যকর ও মূল্যবান বিশ্লেষণ। আমি ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ fahimonmood

১০৬| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

বিদেশ পাগলা বলেছেন: ব্লগের ৯৭ ও ১০৫ নং মন্তব্য বেশ গুরুত্বপূর্ন ও উৎসাহ ব্যঞ্জক মনে হয়েছে ।

সৃষ্টিকর্তার নিকট শ্রদ্ধেয়------ "জানা আপুমনির" সর্বাঙ্গীন সুস্থ্যতা ও মঙ্গল কামনা করছি ।

আর হ্যাঁ ই-মেইল উক্ত ঠিকাায় পাঠাচ্ছি ।

সামু ব্লগের সম্মানিত মন্তব্যকারী সকল ব্লগারদের
এবং লেখক----- জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম কে

অসংখ্য ধন্যবাদ

১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগের ৯৭ ও ১০৫ নং মন্তব্য বেশ গুরুত্বপূর্ন ও উৎসাহ ব্যঞ্জক মনে হয়েছে ।


আমারও। জানা আপার ই-মেইল ঠিকানায় আপনার আগ্রহ জানিয়ে গ্রুপে শামিল হোন ভাই। ধন্যবাদ।

১০৭| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

আবদুর রব শরীফ বলেছেন: যদি কখনো ব্লগটি বন্ধ হয়ে যায় তখন কি পূর্বের লেখগলো ভ্যানিশ হয়ে যাবে? মানে কেউ সার্চ করলে পাবে না? ব্যাপারটি ভেবে বুকটা ধুক্ করে উঠলো! মানি ব্যাগ থেকে একশ টাকা ব্লগের জন্য বরাদ্দ করলাম! খুব ভালো উদ্যোগ! :P

১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাই, ব্লগ বন্ধ হয়ে গেলে তো আর সার্চ দিয়ে লেখাগুলো পাওয়া যাবে না। এটা তো প্রিন্ট মিডিয়া নয়, ভার্চুয়াল মিডিয়া।

আপনার ব্লগের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হলাম। আশা করি, ব্লগারদের আর্থিক সহযোগিতা ছাড়াই সামুর সমস্যার সমাধান হয়ে যাবে। কর্তৃপক্ষ ও আমরা ব্লগাররা প্রাণপণ চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ।

১০৮| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

মো: নিজাম গাজী বলেছেন: খুব ভালো পরামর্শ প্রিয় ব্লগার। আশা করি উক্ত প্রস্তাবনাগুলো ব্লগটিম তাদের কল্যানে ব্যবহার করবে। আপনাকে ধন্যবাদ উক্ত ব্লগের প্রতি এমন যত্নশীল হওয়ার জন্য। শুভকামনা প্রিয় ব্লাগার ও প্রিয় সামু ব্লগ।

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই নিজাম গাজী। এই পোস্টের ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

১০৯| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

আখেনাটেন বলেছেন:
আপনার প্রধান উদ্বেগ হচ্ছে সামু দীর্ঘদিন টিকবে কি-না? এটি যারা আমরা স্বাধীনভাবে লেখালেখি করি, মুক্ত মত প্রকাশ করি তাদের জন্য হেভেন। বন্ধ হয়ে গেলে আমাদের সকলের স্বর্গচ্যুত ঘটবে।
এখন যদিও আমরা জানি না সামু ব্লগিং এর কোন নীতি অনুসরণ করে। জানা আপার মন্তব্য পড়ে মনে হচ্ছে আর্থিকভাবে সামুর পথচলা খুব একটা মসৃণ না। এ নিয়ে ব্লগ কর্তৃপক্ষ বিশিষ্ট ব্লগারদের ডেকেওছিলেন যা জানা আপার মন্তব্য থেকে জানা যাচ্ছে। কিন্তু সেই আলোচনাগুলো ফলপ্রসূ হয় নি। কোন ক্ষেত্রে হিতে বিপরীত হয়েছে।
তাতে মনে হচ্ছে সামুর ‘ঘর পোড়া গরু সিদুঁরে মেঘ দেখলে ডরাই’ ভাবনা চলে এসেছে। তাই কর্তৃপক্ষ আর্থিক বিষয়াবলী নিয়ে ব্লগারদের সাথে আলোচনায় আগ্রহ কম দেখিয়েছে। কিন্তু সামুর টিকে থাকার স্বার্থেই আর্থিক নিশ্চয়তা দরকার। আজিবন ঘরের খেয়ে বনের মোষ কেউ তাড়াবে না।

সাধারণত ব্লগ তিন উপায়ে চালু রাখা যায়ঃ
১। নিজের পয়সা খরচ করে বনের মোষ তাড়ানোর মাধ্যমে। (সামু মনে হয় এখন এই উপায়েই চলছে)
২। বিজ্ঞাপন, স্পন্সরশীপ ইত্যাদির মাধ্যমে উপার্জনের মাধ্যমে
৩। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ডোনেশনের মাধ্যমে

এখন এগুলোর বিশ্লেষণে আসা যাকঃ
১। কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া একটি অলাভজনক প্রতিষ্ঠান দীর্ঘদিন চালিয়ে যাওয়া অসম্ভব। যদি এর পেছনে ভিন্ন কিছু থাকে তাহলে সম্ভব। আমার মনে হয় না সামুর ভিন্ন কোনো উদ্দেশ্য আছে এই ব্লগ চালু রাখার পেছনে। ফলে আর্থিক নিশ্চয়তা ছাড়া এর মুখ থুবড়ে পড়া সময়ের ব্যাপার মাত্র।
২। যেহেতু এটা কমিউনিটি ব্লগ এবং মুক্ত চিন্তার আধার, সেহেতু বিজ্ঞাপন, স্পন্সরশীপ ইত্যাদি যারা দেয় তারা চৌদ্দবার ভাববে। কারণ তারা যদি দেখে তাদের প্রতিষ্ঠানের বিপক্ষে জ্বালাময়ী বক্তব্যের পোষ্টে পঠিত ও মন্তব্যের ছড়াছড়ি, তাহলে নিজেদের এই চৌহদ্দিতে পা রাখতে শতবার ভাববে। দিনশেষে সবাই নিজেদের লাভটাই দেখে। ধরুন, এখানে বসুন্ধরা গ্রুপ বিজ্ঞাপন দিচ্ছে বা স্পন্সরশীপ করছে। আবার তাদের গ্রুপের নানা-রকম নেতিবাচক খবরের হাঁড়ি উন্মুক্ত হয়েছে। তাহলে তারা কি খুশি হয়ে তাদের দক্ষিণা বজায় রাখবে। দুনিয়াতে বহু পাগল আছে, কিন্তু পাগলেরাও লাভ-ক্ষতির জাবেদাটা ভালোই বোঝে।
এখন ধরে নিলাম, যেহেতু অমুক কোম্পানী সামুতে আর্থিকভাবে সহায়তা করছে তাই তাদের কোনো প্রকার সমালোচনামূলক লেখা প্রকাশ করা যাবে না (যেমনটা বাংলাদেশের পত্রিকাগুলোতে ঘটে চলেছে নোংরাভাবে)। এটা কী তাহলে নিজেদের নীতির বা মুক্তচিন্তার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে না? আমার মনে হয় এই বিবাদমূলক ব্যাপারগুলোর কারণেই সামুর বিজ্ঞাপন নীতি খুব একটা ফলপ্রসূ হবে না। এতে কোনো পক্ষকে সমঝোতায় আসতে হবে। ফলে সামুর ব্লগারদের স্বাধীনতা অনেকাংশেই খর্ব হবে। তাই বিজ্ঞাপন দিয়ে একটি চাঁচাছোলা সমালোচনামূলক ব্লগ দীর্ঘদিন ধরে আর্থিকভাবে জিয়ে রাখা সম্ভব নাও হতে পারে। ছোট ছোট কোম্পানী বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা স্পন্সরের মাধ্যমে হয়তবা চালু রাখা সম্ভব। সেক্ষেত্রে সামুর ট্র্যাফিক উল্লেখযোগ্য হতে হবে। ট্র্যাফিক বাড়াতে হলে সামুকে ঢেলে সাজানো ছাড়া অন্য কোন উপায় নেই। এর জন্যও অর্থের প্রয়োজন। তা কি সামু কর্তৃপক্ষ ব্যয় করতে ইচ্ছুক। বড় প্রশ্ন।

তবে গুগল এডসেন্সের মাধ্যমে কিছু টাকা অায় করা সম্ভব। ১০৫নং মন্তব্যে ধারণা পাওয়া যায়। কিন্তু তা কি সামুর খরচ চালানো যাবে কি না সে প্রশ্ন থেকে যায়।

৩। দাতাদের অর্থ বা ডোনেশনঃ আমার মন্তব্যের আগেই অনেকে এই বিষয়ে বলেছে। আমার মনে হয় এটাই সবদিক বিবেচনায় ব্লগের জন্য মঙ্গল হবে। তবে এরও অনেক লুপহোল রয়েছে। সেটা নিয়ে আলোচনা করা যাকঃ

এতে কিছু প্রশ্নের উদয় হবে---

I. কেন ডোনেশন দিব?
II. কীভাবে দিব?
III. আর্থিক ব্যবস্থাপনার ব্লগীয় নীতিগুলো ডোনারদের জানার সুযোগ থাকবে কি-না?
IV. ব্লগের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কী? বেশি বা কম অর্থের সমাগমে এর ব্যবস্থাপনা কেমন হবে?

আমরা কেস স্টাডি করি। হাফিংটন পোস্ট বা হাফপোস্ট (বিজ্ঞাপন ও অন্যান্য উৎস থেকে আয়), উইকিপিডিয়া (ডোনেশন)। যদিও এরা কোনটাই কমিউনিটি ব্লগ নয়, তারপরও হাফপোস্ট কিছুটা কমিউনিটি ব্লগের আদলেই গঠিত হয়েছিল। পরে এর পাঠক বেড়ে যাওয়ায় পুরোপুরি পত্রিকা+ব্লগ ফরমেটে চলে আসে। ফলে বিজ্ঞাপনসহ নানা সোর্স থেকে অর্থের সমাগম ঘটে। এতে দেখা যায় প্রভাবশালী হওয়ার পাশাপাশি হাফপোস্টের বাজারমূল্যও বেড়ে যায়। কিছুদিন পরে হাফপোস্ট বিক্রি হয়ে যায় ৩০০ মিলিয়ন ডলারের (২,৪০০ কোটি টাকার বেশি) উপরে। এতে সমালোচনা আসে ব্লগে যা বিনা পয়সায় ব্লগাররা চমৎকার আর্টিক্যাল লিখে হাফপোস্টকে এই অবস্থানে এনেছে তাদের লেখার কিংবা শ্রমের মূল্য কোথায় গেল? কারণ এর সাফল্যের পেছনে তাদের বড় একটা ভূমিকা ছিল? তাই এই বিক্রি হয়ে যাওয়া অনেকেই ভালো চোখে দেখে নি।

আর উইকিপিডিয়া ২০১৬ তে ডোনেশন পেয়েছে প্রায় ৭৭ মিলিয়ন ডলার (প্রায় ৬২০ কোটি টাকা)। এ দিয়ে তাদের কার্যক্রম বেশ ভালোভাবেই চলছে। সাথে নতুন নতুন ফিচার যোগ করে উইকিকে একটি ঈর্ষনীয় অবস্থায় পৌঁছানো হয়েছে। আমার এই মডেলটা বেশ ভালো লাগে।

খান একাডেমিও এই মডেলে চলছে।

সমাজের বৃহত্তর সবার্থে ডোনেশনই হতে পারে কার্যকরী উপায়। কারণ অন্যগুলোতে সবার্থের সংঘাত অবশ্যম্ভাবী। সামুকে সমাজের বৃহত্তর স্বার্থে আরো প্রভাবশালী দেখতে চাই। সমাজ পরিবর্তনের হাতিয়ার হোক সামু।

আর এর মাধ্যমেই সামুকে আরো প্রাণবন্ত ও গতিশীল করা সম্ভব। দীর্ঘদিনের পাঠক ও অল্পকিছুদিনের ব্লগার হিসেবে সামুর মরে যাওয়া কিছুতেই দেখতে চাই না।

পাশে থাকার প্রতিশ্রুতি থাকল।

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আখেনাটেন। ৯৭ নম্বর কমেন্ট অনুযায়ী ই-মেইল গ্রুপে চলে আসুন। আমরা এসব নিয়ে আলোচনা করি।

১১০| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আমার ধারণা গুগল এডসেন্স এবং ক্যাপচা বিজ্ঞাপন থেকে ভালো আয় হতে পারে। গুগল এডসেন্সএর ব্যাপারে ওপরে একাধিকজন ভালো লিখেছেন।
ক্যাপচা বিজ্ঞাপন এই রকম :

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ ভাই বাবুরাম সাপুড়ে১।

১১১| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

এম ডি মুসা বলেছেন: প্রিয় !!বলতে পারি সদস্য বলার আগে ভাবতে চেষ্টা !!

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ? ? ?

১১২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: সামু টিকে থাকুক সবার ভালোবাসায়।
ব্লগের যেকোন সহযোগিতায় আশা করি সব ব্লগাররাই পাশে থাকবে।
ব্লগের ১০৫ নং মন্তব্য বেশ গুরুত্বপূর্ন ও উৎসাহ ব্যঞ্জক মনে হয়েছে ।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ রুহুল আমিন।

১১৩| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

কালীদাস বলেছেন: খুবই ভাল পোস্ট দিয়েছেন। এ জিনিষটা নিয়ে মাঝে মাঝে ভাবতাম আগে। অনেক কমেন্টে হয়ত ভাল সাজেশন এসেছে, পরে এসে পড়ব আবার সময় নিয়ে। একটা অনুরোধ থাকল: আপনি উল্লেখযোগ্য সাজেশনগুলো ব্লগারের নাম উল্লেখ করে মেইন পোস্টে আপডেট করে দিলে ভাল হবে বোধ করি।

ওকে, আপনার বলা পয়েন্টগুলোর ব্যাপারে বলি। এখনও বাংলাদেশিরা অনলাইনের এটিকেসি পুরাপুরি শেখেনি (আপনার ৭ নং পয়েন্ট) এবং কম্যুনিটি ব্লগে এড দেয়ার মানসিকতা কতজনের গ্রো করেছে সেটাও প্রশ্নসাপেক্ষ। প্লাস এই ব্লগেরই কয়েকজন সুর্যসন্তানের কল্যাণে ব্লগিং সম্পর্কে এখনও অনেকের বাজে ধারণা রয়ে গেছে, এড দেয়ার আগে লোকজন এটাই ভাববে আগে। এটার খুব ভাল একটা অল্টারনেটিভ হচ্ছে গুগল এডসেন্স। এখনও ব্লগের ভিউয়ার সংখ্যা অনেক, এটাকে ফোকাস করে কিছু করা যায় কিনা ভাবা দরকার।

ব্লগের নিরাপত্তা এবং ভবিষ্যতের স্বার্থেই আপনার বলা পাঁচ নাম্বার পয়েন্টের বিরোধিতা করছি। আমাদের জাতীয় পর্যায়ে মেন্টালিটি এখনও খুব নিচু লেভেলের, ইলেকশনের পরে কড়া মূল্য দেয়া লাগতে পারে অপোজিশনের এড ধারণ করার জন্য। স্বল্প মেয়াদে অনেক টাকা পাওয়া গেলেও, পরে ব্লগ বন্ধ করে দিলে আমছালা সবই যাবে :|


আমার পারসোনাল প্রোপোজাল:

ব্লগের কোন প্রকাশনা চালু করা যায় কিনা?
প্রথম সমস্যা আসবে কপিরাইটের ব্যাপারটা, অনেকেই ছদ্মনামে লেখে। এরপরও জিনিষটা টাফ এবং চ্যালেন্জিং হবে বাজারে আউলফাউল এমেচারদের বইয়ের সংখ্যা বেড়ে যাওয়ায়। তবে লংরানে লাভ হতে পারে। ব্লগের একটা প্রকাশনা আগেও ছিল, ভুলে গেলাম বইটার নামটা; আগে প্রত্যেক বইমেলায় বের হত। এটাকে কপিরাইটের ব্যাপারটা সুরাহা করে বাণিজ্যিকভাবে কিছু করা যায় কিনা?!

ব্লগ দিবস চালু করা এবং ডোনেশনের অপশন রাখা
এজিনিষটা প্রথম যেদিন ঢুকি ব্লগে সেদিনই খটকা লেগেছিল। মাগনা চলছে একটা এত বড় কম্যুনিটি অথচ ডোনেশনের কোন অপশন কোথাও রাখা হয়নি। উইকিপিডিয়া বা এজাতীয় বড় ফ্রি মুভমেন্টগুলোর অনুকরণে ইচ্ছামাফিক ডোনেশনের একটা অপশন রাখা উচিত। এখন তো অনলাইনে ডোনেশন দেয়া আগের চেয়ে খানিকটা সহজ হয়েছে। পুরান অনেক ব্লগারেরই সুন্দর কিছু স্মৃতি আছে, আশা করি তারা ব্লগকে ভুলে যাবেন না।


ফি আমানিল্লাহ!

পোস্টের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন :)

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ৯৭ নম্বর মন্তব্যটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, আসুন ই-মেইল গ্রুপে আপনার পরামর্শগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা যাক।

১১৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ব্লগের প্রতিষ্ঠাতা জানা আপার আকষ্মিক ডাকে অনানুষ্ঠানিক সভার পর অনেকের সাথে কথা বলেছি। তার সংগ্রামের কাহিনি শুনে বরাবারই বেদনাক্রান্ত হই। তার উপযুক্ত করে সমবেদনা জানাও আমার জন্য অসম্ভব। তিনি আমার কাছে কিংবদন্তিতুল্য।

একই সাথে ব্লগের অস্তিত্ব নিয়েও স্বার্থপরের মতো উদ্বিগ্ন হই। পরবর্তিতে এবিষয়ে একাধিক পোস্টে কথাও বলেছি (আগেও কম বলি/লিখি নি যদিও)। সমস্যাটি বড়, সমাধান তাই সবার অংশগ্রহণেই আসবে। একক প্রচেষ্টায় শুরু হলেও, সামু আজ সবার - এটি অনস্বীকার্য। ব্লগারদের বিষয় ব্লগাররাই উপায় বাতলে দেবেন। সমাধান আছেই। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে তারপর কোন সাড়া নেই। ব্লগের মহামান্য প্রতিষ্ঠাতাকেও গত অগাস্টের ১৫ তারিখে একবার ইমেল করেছি। যে কারণেই হোক, তাতে ফল হয় নি। তাই নিরব পর্যবেক্ষকের ভূমিকায় আছি।

আমার পুরোনো ধারণাটিই সত্য হলো, এদেশে লেখালেখি কোন কাজে আসে না। কারণ, মানুষ লেখালেখি-নির্ভর যোগাযোগে এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি। এসব প্রতিষ্ঠিত সংস্কারের ওপরে অবস্থান করা অনেক কঠিন কাজই বটে! কিন্তু ব্লগারদের দৌড় তো লেখা পর্যন্তই। অতএব লেখেই যাচ্ছি...

ব্লগারদেরকে দোষারোপ করার কোন সুযোগ নেই। সামুতে এমন কোন ব্লগার নেই, যিনি সামুর অস্তিত্বে গর্বিত নন। তাই, এসব বিষয়ে অহেতুক আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্যে সময় নষ্ট না করে কিছু ব্যবস্থা নেওয়া উচিত। এটিই সবার চাওয়া। আমার কথায় অভিমান করেও যদি তারা তরিৎ কিছু পদক্ষেপ নেন, তবু মন্দ কী! ;)

তবে বর্তমান পোস্টটি স্টিকি করে দিয়ে কর্তৃপক্ষ একটি পদক্ষেপ নিলেন। সাধারণ পাঠক-ব্লগার হিসেবে আমি এতে অনেক খুশি।

মনেপ্রাণে চাই... এব্লগ টিকে থাকুক, এটি ব্লগার পাঠক শুভানুধ্যায়ী সবারই চাওয়া।

বাংলা ভাষার প্রথম ব্লগকে টিকে থাকতে হবেই...

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনেকগুলো ভালো কথা বলেছেন মইনুল ভাই। এই পোস্টে জানা আপার কয়েকটি মন্তব্য আছে। তার মধ্যে ৯৭ নম্বর মন্তব্যটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ ভাই।

১১৫| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ৫) জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে প্রার্থীদের ছবিসহ বিজ্ঞাপন প্রচারের বিষয়টি ভেবে দেখা যেতে পারে। আগামীতে এ ধরণের প্রচুর বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনা আছে।

এর ব্যাপারে আমার মতামত হলো নির্বাচনের সময় কোন দল কেন্দ্রীয় ভাবে প্রচার করার জন্য বিজ্ঞাপন দিতে পারে। যেমন - ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের ফোর টুয়েন্টি পার্টি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আমার নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের সুযোগ দিন। এতে ফোর টুয়েন্টি পার্টির নির্বাচর্নী মেনিফেস্টো দিয়ে বিজ্ঞাপন বানালে কোন আপত্তি থাকার কথা নয়।

২০১৩ বাজে পরিস্থিতি এখন আর নেই। এখন মানুষ আরো সচেতন।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই সাজ্জাদ হোসেন। ৯৭ নম্বর মন্তব্যটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি

১১৬| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭

arian বলেছেন:
বাংলা ভাষার প্রথম ব্লগকে টিকে থাকতে হবেই... আপনার খবর টি পরে খুব ভালো লাগল....
Realy ur Latest News is very nice....

এক্সক্লুসিভ, আন্তর্জাতিক, খেলাধুলা , ধর্ম ও জীবন
, বিজ্ঞান-প্রযুক্তি, বিনোদন, লাইফ স্টাইল, শিল্প ও সাহিত্য , প্রবাসী , মত দ্বিমত , জাতীয় , অর্থ বানিজ্য
সব খবর পেতে বিসিট করুন Dailynewsr.com

Exclusive, International , Sport , religion and life , Science-Technology,
Entertainment , Life Style , Art
and Literature , Expatriate, like or
disagree, national, finance trade
All News found to visite for Dailynewsr.comআপনার খবর টি পরে খুব ভালো লাগল....
Realy ur Latest News is very nice....

এক্সক্লুসিভ, আন্তর্জাতিক, খেলাধুলা , ধর্ম ও জীবন
, বিজ্ঞান-প্রযুক্তি, বিনোদন, লাইফ স্টাইল, শিল্প ও সাহিত্য , প্রবাসী , মত দ্বিমত , জাতীয় , অর্থ বানিজ্য
সব খবর পেতে বিসিট করুন Dailynewsr.com

Exclusive, International , Sport , religion and life , Science-Technology,
Entertainment , Life Style , Art
and Literature , Expatriate, like or
disagree, national, finance trade
All News found to visite for Dailynewsr.com

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। ৯৭ নম্বর মন্তব্যটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

১১৭| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: বেশ কয়েকজন বেশ কার্যকর এবং আশাজাগানিয়া মন্তব্য করেছেন দেখলাম!!


সামুর আয়ের জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব অবশ্য দেখলাম!! এদের মধ্যে গুগল এডসেন্সটাই সম্ভবত সবথেকে সম্ভাবনাময়!!

সামুতে যেহেতু ভিউয়ারস সংখ্যা ভালোই তাই গুগল এডসেন্স এর মাধ্যমে হয়তো খুব ভালো আয় করা সম্ভব হবে!!

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো বলেছেন। ই-মেইল গ্রুপে আসুন বিলিয়ার ভাই।

১১৮| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

অন্তরন্তর বলেছেন: আমার মনে হয় এত এত ব্লগারদের মন্তব্য থেকে অনেকগুলো প্রস্তাব গ্রহণযোগ্য। জানা আপা এবং অন্যান্য অনেকে মিলে একটা ভাল সিদ্ধান্ত নিলেই হবে। ডনেসন পদ্ধতি চালু করলে ভিন্ন দেশ থেকে টাকা নেবার অপশন থাকতে হবে। আমার মত যারা দেশের বাইরে থাকে তাদের জন্য ভাল হবে। সামুর সাথে আছি। এই ব্লগটা কোনভাবেই বন্ধ হওয়া উচিত নয়। আপনাকে অনেক ধন্যবাদ সামুর প্রতি এত ভালবাসার জন্য। শুভ কামনা।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ডনেসন পদ্ধতি চালু করলে ভিন্ন দেশ থেকে টাকা নেবার অপশন থাকতে হবে। আমার মত যারা দেশের বাইরে থাকে তাদের জন্য ভাল হবে।

যুক্তিযুক্ত কথা। ধন্যবাদ অন্তরন্তর।

১১৯| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: এ ব্যাপারে আমি একে বারেই অনভিজ্ঞ হেনা ভাই!!!

তবু গ্রুপে জয়েন দিলাম!!


হয়তো জানাপিকে মেেইলো করবো!!:)

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

১২০| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

শামছুল ইসলাম বলেছেন: ৩২ নং মন্তব্যটা খুব বাস্তব সম্মত মনে হলো ।
উনার সাথে আমি একমত, সামুর পরিচয় এবং সে কী চায়, কী ভাবে চায়?
একজন ব্যক্তি বা প্রতিষ্ঠাআনের বিষয়ে না জেনে তার সমস্যার সমাধান করা সম্ভব না ।

আপনার পোস্টটা কর্তৃপক্ষ স্টিকি করায় ধন্যবাদ ।

অনেক অনেক ভালোবাসায় ভরা একটা ব্লগের অপমৃত্যু ঠেকানোর যে উদ্যোগ আপনি নিয়েছেন, তাকে সর্বান্তকরণে সমর্থন জানাই ।
ধন্যবাদ ।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম।

১২১| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

আরাফআহনাফ বলেছেন: একটু দেরীতে হলেও মন্তব্য রেখে যাচ্ছি - - -এবং শুরুতেই হেনা ভাইয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই -
মনের একদম ভেতরে "সামু" না থাকলে এমন ভাবনা আসে না - লেখাটি দেখেই মনে হলো - "এ আমার মনের কথা"।

অনেক অনেক পরামর্শ এসেছে এর মধ্যে বিবেচনা করা যেতে পারে -
১। এডসেন্স
২। ডোনেট বাটন অপশন (১০৭নং কমেন্টের জন্য আব্দুর রব শরীফ ধন্যবাদ পাবেন)
৩। সামুর লোগো/কালার কম্বিনেশনের ছবি যুক্ত করে বিভিন্ন দ্রব্যাদি(অবশ্যই মানসম্মত) বিক্রয়ের ব্যবস্থা করা।
৪। বার্ষিক সম্মেলন
৫। বিজ্ঞাপন সংগ্রহ (এ কাজে যুক্ত ব্লগাররা সাহায্য করতে পারেন।)
১০০ নং মন্তব্যের মুবিন ভাইয়ের সাথে ১০০% সহমত।

আসলে বাংলায় ব্লগের পথিকৃৎকে জিইয়ে রাখার দায়িত্ব আমার/আপনার/সবার - এমন আবেগ কোন কিছুর কাছে পরাজিত হতে পারে না - আসুন সবাই মিলে সামনে এগিয়ে চলি।

ধন্যবাদ অংশগ্রহনকারী সবাইকে - অন্তরের অন্ত:স্হল থেকে।


হেনা ভাই, জানা আপাকে মেইল করেছি।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আরাফআহনাফ। তোমার দেওয়া পরামর্শগুলোর প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১২২| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

আরাফাত আবীর বলেছেন: অনেক ভালো কথা বলেছেন ভাই। সামু ব্লগ বেঁচে থাকুক মানুষের ভালোবাসায়।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আরাফাত আবীর।

১২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

হাফিজ রাহমান বলেছেন: সত্যিই আমি খুব ব্যথিত হলাম। প্রিয় সামুর আর্থিক বিষয়টি সম্বন্ধে আমার সামান্যতম ধারণা ছিল না। ভেবেছিলাম, আমাদের প্রিয় সামু আর্থিক দিক থেকে বেশ টপে আছে। তাকেও আর্থিক দিক নিয়ে ভাবতে হয়- মোটেও জানতাম না। কি উপায় অবলম্বন করলে আমাদের প্রিয় সামুর আর্থিক সঙ্গতি সৃষ্টি হবে সে সম্বন্ধে আপাতত আমার নিকট লেখার মত তেমন কোনো উপায় নেই। এ্যাডের ব্যাপারটি তো একটি কমন বিষয়। তাই এ বিষয়ে বলার তেমন কিছু নেই। তবে এ কথা সত্য আমাদের সামু ব্যাপক হারে এ্যাডনির্ভর হয়ে পড়লে তার এ দৈহিক শ্রী অক্ষুণ্ন থাকবে না। সামুতে প্রবেশ করলে হৃদয়টা ঝরঝরে হয়ে উঠে। এখানে এসে নির্ঝঞ্জাট পবিত্র জ্ঞানিক আবহ অনুভব করি। এ্যাড বাহুল্যে সামুর দেহের এ কান্তিময়তা ও মসৃণতা বিদ্যমান থাকবে কি না বলা দুস্কর। আমার ক্ষুদ্র পরামর্শ হলো, অন্য কোনো উপায়ে সামুর আর্থিক দিকটি সলভ করা যায় কি না কর্তৃপক্ষ বিবেচনা করবেন। আর এ্যাড বিহীন তা যদি সলভ করা সম্ভব না হয় তাহলে এমন এ্যাড গ্রহণ করা যাতে সামুর দৈহিক শ্রী ও নির্জন আবহ অক্ষুণ্ন থাকে।
লেখক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি, কারণ প্রথমত তিনি অতি প্রয়োজনীয় একটি বিষয়কে ব্লগারদের সমুখে তুলে ধরেছেন। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ পোষ্টটির প্রতিটি মন্তব্যে প্রতিমন্তব্য করে ব্লগারদের সঙ্গ দিচ্ছেন এবং তাদেরকে সুন্দর ভাষায় উৎসাহী করে তুলছেন। লেখক মহোদয়কে আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব ভালো কথা বলেছেন। ব্লগ কর্তৃপক্ষ এসব ব্যাপারে আলোচনার জন্য একটি ই-মেইল গ্রুপের প্রস্তাব করেছেন। ৯৭ নম্বর কমেন্টের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করে গ্রুপভুক্ত হবার জন্য আপনাকে অনুরোধ করছি।

১২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এসে দেখে গেলাম জানা আপার পরামর্শ সহ বেশ কয়েকটি মন্তব্যের ঘর। খু্বই ভালো লাগলো সকল ব্লগার ভাইদের সামুর প্রতি আন্তরিকতা দেখে। ভালো একটা উদ্যোগ নিয়েছেন গুরু, কৃতজ্ঞতা রাখছি।

আমি জানা আপার ইমেইল কনফারেন্স এ আমার ইমেইল পাঠাবো। তবে আমার বিশেষ কোন এড ভার্সন জানা নেই। তবুও কনফারেন্সে যুক্ত থাকবো।

৮৩ নং মন্তব্যে ড. এম এ আলী ভাইয়ের মন্তব্য পড়ে মনে হল আপনার পোষ্ট বিবেচনায় সেই মন্তব্যটি খুবই বিবেচ্য। বিষয়গুলি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হল।

সামুর প্রতি সবসময় অনুগত থাকার আত্মবিশ্বাস আমার মনে সবসময় রাখি।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ই-মেইল গ্রুপে থেকে আলোচনায় অংশ নেওয়াটাও সামুর জন্য কিছু করা। ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন।

১২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।

১০০% সহমত।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর।

১২৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩

মাহের মহাম্মাদ নাঈম বলেছেন: ব্লগটি সচল রাখতে যদি বিজ্ঞাপনের দরকার হয় তাহলে বিজ্ঞাপন দিতেই পারেন তবে আশা করি বিজ্ঞাপন গুলা ভালো কিছুর হবে।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিশ্চয়। ধন্যবাদ ভাই নাঈম।

১২৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২

জানা বলেছেন:
আনন্দের কথা যে, এ পর্যন্ত আমি ইমেইল গ্রুপে আলোচনায় আগ্রহী ১৮ জন দায়িত্বশীল ব্লগারের কাছে থেকে খুব আন্তরিক ইমেইল পেয়েছি। তাঁদের প্রায় সবাইকে উত্তরও দিয়েছি। বাকীগুলোও আজ-কালই দিয়ে দেবো। আর এর মধ্য হয়তো আরও কিছু আগ্রহী মেইল পাবো। তাই আরও একটি দিন অপেক্ষা করে আমরা ইমেইল গ্রুপে কথা বলতে শুরু করবো বলে আশা করছি।

ভাল থাকবেন সবাই।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শ্রদ্ধেয়া জানা আপা, আমরা সবাই আছি আপনাদের সাথে। ধন্যবাদ।

১২৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৩

এফ.কে আশিক বলেছেন: সহমত পোষন করছি।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আশিক।

১২৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





Advertising Planning for Somewhereinblog

This is a draft planning materials for brainstorming in the email session.

Dear আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম Bhai,

Let me take the opportunity to suggest some steps and proposing some agenda before the email conversation begins.

It is obvious that Somewhereinblog needs some expansion of its services. But, the real question is, whether it is possible to manage some Ads for somewhereinblog with its current features.

I tihink, it is possible. Hence, we should think in a way from where the blog can attract Ads using its current features.

Starting from very first, the authority needs to take the following steps, I suggest.

Step One: Describing who we are (Determining Goal, Vision, SMART Mission, Objectives, Targets etc.)

Step Two: Writing a Marketing Policy

Step Three: Developing monthly/yearly/3 years plan to reach worldwide customer segments and setting Ad target depending on Push/Pull strategy

Step Four: Listing target organizations

Step Five: Forming a Marketing & Sales Team and writing an Ad proposal

Step: Six: Evaluating and monitoring the whole project/programme

Step Five: Developing a Sales closing policy

Now, let’s take a look on what way the Ads can be shown-

• Flash
• Scroll
• Video
• Weblink
• Weekly/monthly e-digest
• Participating in cultural events
• Etc.

Where / in which place the Ad will be shown?

• LinkedIn page
• Facebook page
• Bloggers number portion (attractive to get ads from the telecommunication companies)
• Front page Banner head
• Front page side boxes
• Individual blogs all together
• Individual blogs separately

How many hours of Ads daily planned to be shown?

It depends on the yearly target.

When the Ad will be shown?

• Hourly/daily/monthly/weekly depending targeting what type of viewers In which time
There are several types of readers and writers are available. So, we can go for several segments.

Which will be the target industries?

• Cultural organizations- Galleries, museums, British Council
• International social organizations: UN bodies, International Charity Orgs
• Sports orgs
• International publishers
• IT companies
• E-commerce sites
• Newspapers
• Telecommunications
• LinkedIn like organizations
• Youtube like organizations (Vimeo etc.)
• Twitter like organizations
• English blogsites
• International Jobsites
• Music companies
• International Movie production companies
• Private Universities
• Electronic organizations: Educational Apps
• Broadcasting organizations
• Public Ads: A2I etc.

• Financial Orgs
• Religious Ads

What will be the price policy?
• Pay per click
• Pay per view



What will be the standard of the organizations from whom Ads will be targeted.

• This is very important as the space in blogsite is very limited. Hence, high-yielding organizations should be targeted.

Other important matters related to Ad Policy:

Have to be determined what type of Ad will be prohibited. Example: Child/animal abuse and nature destructive ads etc


Off-topic: How to ensure blog security? National ID/Passport no of the bloggers.

Thank you.

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার পরামর্শ ও প্রস্তাবগুলো খুবই মূল্যবান। এগুলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে বাস্তবায়ন করা যেতে পারে। আমি ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ধন্যবাদ ভাই সত্যপথিক শাইয়্যান।

১৩০| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

খাঁজা বাবা বলেছেন: যে কোন প্রডাক্ট বা সেবা থেকে অর্থ উপার্জনের জন্য প্রথমেই প্রয়োজন তার সম্পর্কে যথেষ্ট পরিমান মানুষ কে জানান। এর পর এর প্রতি মানুষের মধ্যে পজিটিভ ইমেজ গড়ে তোলা। অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করতে হলে জানতে হবে বাজার দর সম্পর্কে। অনলাইন বিজ্ঞাপনে প্রতিষ্ঠান গুলি মাথা পিছু প্রদর্শনের জন্য ৮-১০পয়সা খরচ করে। সুতরাং আপনি ১০০০০০ টাকা আয় করতে চাইলে ১০০০০০০ বার বিজ্ঞাপনটি প্রদর্শন করতে হবে। তো এত বার প্রদর্শনের জন্য নিশ্চয়ই প্রচুর লোকজন কে আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে ও ব্রাউজ করতে হবে। প্রথমেই সেই ব্যবস্থা করতে হবে। এর জন্য-

* ফেসবুকে বিজ্ঞাপন দেয়া যায়
* বিভিন্ন সামাজিক কর্ম কান্ডে অংশগ্রহন করা যায়
* বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিভিন্ন ক্যাম্পেইন করা যায়
* সদস্য সংগ্রহ করা যায়।
* ব্লগিংয়ের সাথে আলাদা আলাদা ফিচার যোগ করা

এরপর ফেসবুকে একটা পেজ খোলা যেতে পারে। সেখানে বিশেষ বিশেষ পোষ্টগুলি সেয়ার ও বুষ্ট করা যেতে পারে। এমন পোষ্ট গুলি যাতে টার্গেটেড গ্রুপ আগ্রহ পায় পড়ার। সাইটে ভিজিট করার। এতে ব্লগার রাও যেমন উৎসাহিত হবে তাদের লেখা প্রচুর মানুষের কাছে পৌছানোর জন্য, তেমনি সাইটে ভিজিটরের সংখ্যা ও বাড়বে।

আপনি যখন বিজ্ঞাপন দাতার কাছে আপনার সাইটের ভিজিটর সংখ্যা দেখাবেন, তখন সে ই নিজে থেকে উৎসাহিত হবে আপনার সাইটে বিজ্ঞাপন প্রকাশের জন্য।


১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। আপনার অন্যান্য প্রস্তাবগুলি কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন বলে আশা করি।

ধন্যবাদ খাজা বাবা।

১৩১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা রইলো সামুর জন্য

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সাখাওয়াত হোসেন বাবন।

১৩২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরু আছেন নাকি ? আপুর ইমেইল পেয়েছেন নিশ্চয়। হাসান মাহবুব ভাই একটা পরামর্শ ইমেইল করেছেন, সেটা আমার কাছে ভলো লেগেছে, সুন্দর ইচ্ছের প্রকাশ। আপনার সাড়া কাম্য

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেখছি।

১৩৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পোস্টের ৩ নং প্রস্তাবে গুগল থেকে আরও বেশি বেশি বিজ্ঞাপন পাওয়ার ব্যাপারে যত্নবান হতে বলা হয়েছিল। ব্লগ কর্তৃপক্ষ তৎপর হওয়ায় বিজ্ঞাপনগুলো অনেক বৃদ্ধি পেয়েছে দেখে ভালো লাগছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ।

১৩৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: আপনার এ লেখাটা আগেও একবার পড়ে মন্তব্য রেখে গিয়েছিলাম (২১ নং), 'লাইক'সহ।
সপ্তাহ দুয়েকের জন্য দেশের বাইরে ছিলাম, ফিরে এসে দেখি বিষয়টি নিয়ে অনেক ব্লগারই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, পোস্টটিও আমার আশা অনুযায়ী স্টিকি করা হয়েছে। ব্লগ কর্তৃপক্ষও আলোচনাকে উৎসাহিত করেছেন এবং তারা নিজেরাও এতে খোলাখুলি বক্তব্য নিয়ে অংশগ্রহণ করেছেন। খুবই ভাল লাগলো ব্যাপারটা দেখে, আপনার শ্রম সার্থক হয়েছে দেখে।
প্রথম ৫০টি মন্তব্য আবার পড়লাম। এর মধ্যে সত্যপথিক শাইয়্যান, আরিফ রুবেল, মলাসইলমুইনা, করুণাধারা, নীলসাধু প্রমুখ ব্লগারগণ তাদের সুচিন্তিত বক্তব্য রেখেছেন। কর্তৃপক্ষ থেকে কাল্পনিক_ভালোবাসা এবং জানা ব্যাখ্যামূলক মন্তব্য রেখেছেন, এদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই খায়রুল আহসান।

১৩৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: মোঃ গালিব মেহেদী খাঁন (৬৮), শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) (৮০), ডঃ এম এ আলী (৮৩), বিষাদ সময় (৮৮), ভুয়া মফিজ (৯৪), জানা (৯৭) এবং অয়োমল_মুবিন (১০০),fahimonmood (১০৫), - এদের সবার সুচিন্তিত মন্তব্যগুলোর জন্য ধন্যবাদ, ভাল লেগেছে।

১৩৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

খায়রুল আহসান বলেছেন: দীর্ঘদিনের পাঠক ও অল্পকিছুদিনের ব্লগার হিসেবে সামুর মরে যাওয়া কিছুতেই দেখতে চাই না- আখেনাটেন এর এ মন্তব্যটা (১০৯) আমারও মনের কথা। এছাড়া তার অন্যান্য কথাগুলোও প্রণিধানযোগ্য।
কালীদাস এর কথাগুলোও (১১৩) বিবেচনার দাবী রাখে।
মাঈনউদ্দিন মইনুল (১১৪), আরাফআহনাফ (১২১), হাফিজ রাহমান (১২৩), সত্যপথিক শাইয়্যান (১২৯), খাঁঁজা বাবা (১৩০) - এরা সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আশা করছি সবাই ইমেল গ্রুপেও যোগ দিয়ে তাদের মূল্যবান পরামর্শ রাখবেন।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনিও জানা আপার ই-মেইল গ্রুপে যোগ দিয়ে আলোচনায় অংশ নিতে পারেন খায়রুল আহসান ভাই।

১৩৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, মেইল দিয়েছি।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩

প্রথম বাংলা বলেছেন: পোষ্টটি দেখছি কদিন থেকে। পড়িনি, আজ পড়লাম। অনেক ভালো লাগলো এই কারনে যে, কয়েকটি ব্লগ ব্যয় নির্বাহ না করতে পেরে বন্ধ হয়ে গেছে। অনেক কষ্টে টিকে আছে সামহয়ার। কিন্তু অর্থ সংকট থাকলে কদিন আর টিকতে পারবে!! এটিকে টিকিয়েরাখা আমাদের জন্যই প্রয়োজন মনে করছি।

ব্লগ থেকে টাকা আয়ের টেকনিক্যাল দিকটা ব্লগ কর্তৃপক্ষ আমার চাইতে ভালোই জানে। সে ব্যপারে আমি পরামর্শ দিতে চাইনা। তবে সেবা সংক্রান্ত একটি কথা বলতে চাই। সেটি হলো ভিউয়ার বাড়ানো।

ব্লগ যারা পড়ে বা ব্লগে যারা লেখে তারা একদম আমজনতা নয়, একটু সচেতন সৃষ্টিশিল জনগুষ্টি। আমরা যারা এই ব্লগে আছি অনলাইন থেকে আমরা কিন্তু ব্যস কিছু সেবা গ্রহণ করে থাকি।

যেমন
১। শিক্ষা (ই-লার্ণিং, ভর্তি, ইত্যাদি)
২। চিকিৎসা
৩। বিদেশ গমন
৪। প্রডাক্ট রিভিও
৫। সংবাদ
৬। পেশা

ইত্যাদি।
এই সকল সেবার বিভিন্ন দরকারী লিংক এর একটি অংশ থাকতে পারে। যেখান থেকে আমরা এই সকলসেবা পাবো।

পাশাপাশি যারা এই ব্লগের ভিজিটর আছে তাদের মাধ্যমে এই সেবার প্রসারও হবে আস্তে আস্তে। তখন ভিওয়ার এর পরিমান বাড়বে।
আবার বিষয় সংশ্লিষ্ট এবং সময়উপযোগি ফিচার থাতকে পারে, যার মাধ্যমে প্রচুর ভিউয়ার বাড়বে।
আমরাই কেবল নয়, আমাদের মত অনেক নেট ইউজার আছে যারা হয়তো ব্লগ সম্পর্কে তেমন ধারনা রাখেনা। তারা কেবল এই সকল সেবার আকর্ষণে এই ব্লগ ভিজিট করবে।

বিভিন্ন ইভেন্ট এবং সামাজিক একটিভিটির মাধ্যমে ব্লগেরটিকে সুপরিচিত করা যেতে পারে। যেমন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন কেম্পেইন, ইত্যাদি। ডোনেশনের মাধ্যমে ব্লগের ভালো ভালো খেলা নিয়ে বছরে একটি বা দুটি বই ছাপানো যেতে পারে। ইত্যাদি

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার বলেছেন ভাই প্রথম বাংলা। আপনার পরামর্শগুলোর প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১৩৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০

ওসেল মাহমুদ বলেছেন: জানা আপুর জন্য শুভকামনা ! ১০০,১০৫,১০৯,১২৯,১৩৮ সহ সব জিনিয়াসদের পরামর্শ কাজে লাগবে আশা করি !
ধন্যবাদ আশরাফ ভাইকে প্রস্তাবনার জন্যে !

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ওসেল মাহমুদ।

১৪০| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সময়ের অভাবে সবগুলো পরামর্শ পড়া সম্ভব না হলেও সবার মনোভাব এতে পজিটিভ তা বোঝা গেলো। বিজ্ঞাপন আসুক, তবে পরিমিত হওয়া বাঞ্ছনীয়। বিজ্ঞাপনের পাশাপাশি কোনো বৃহদাকার হৃৎপিণ্ডের অধিকারী মহান দানবীরও এগিয়ে আসতে পারেন, এবং সেই সহযোগিতা গ্রহণ করার মানসিকতাও কর্তৃপক্ষের থাকা সমীচীন হবে।

[email protected]

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিজ্ঞাপনের পাশাপাশি কোনো বৃহদাকার হৃৎপিণ্ডের অধিকারী মহান দানবীরও এগিয়ে আসতে পারেন, এবং সেই সহযোগিতা গ্রহণ করার মানসিকতাও কর্তৃপক্ষের থাকা সমীচীন হবে।


আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ ভাই সোনাবীজ।

১৪১| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: সহমত পোষন করছি ভাই ।

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই নির্বাক কাকতাড়ুয়া।

১৪২| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

শাহিন-৯৯ বলেছেন: আপনার প্রচেষ্টা মনে হয় কিছুটা সফল হচ্ছে, বিজ্ঞাপন দেখে তাই মনে হচ্ছে।

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এটা ব্লগ কর্তৃপক্ষের কৃতিত্ব। তাদেরকে ধন্যবাদ দিই।


আপনাকেও ধন্যবাদ।

১৪৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

শাহিন-৯৯ বলেছেন: বিশেষ করে শ্যাইমান ভাইকে ধন্যবাদ দিতে হয় উনার ইমেইল কনফারেন্স কথাগুলো খুব ভাল লাগচ্ছে।

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

ওহ নো বলেছেন: জানার ৫০ নম্বর মন্তব্য দেখে হাসতে হাসতে চেয়ার পড়ে গেলাম।২০১৩ সালে ব্লগ নিয়া অপপ্রচারের যে তথ্য জানা দিয়েছেন তাহা ডাহা মিথ্যাচারা। ব্লগ নিয়ে দৈনিক আমার দেশে যা ছাপা হয়েছে স্ক্রিনশর্ট সহ তাহা একবিন্দুও মিথ্যা ছাপা হয়নি। নাস্তিক এবং অসভ্য আওয়ামীলীগ চামচারা এই ব্লগে ইসলাম সম্পর্কে যে অসভ্য ভাষায় মন্তব্য করেছে তাহা জানার প্রশ্র‍য়ে হয়েছে।

জানা, আর কত বেশরমের মত আচরন করবেন? বাংলাদেশের শীর্ষ ১০ এ থাকা ব্লগ আজ ১৫০ এর উপরে চলে গেছে এরপরও আপনি লজ্জা পাচ্ছেন না।উল্টো বলছেন অপপ্রচার করা হয়েছে!! স্ক্রিনশর্ট সব আছে। ক্ষমতায় আওয়ামীলীগ আজীবন থাকবেনা। তখন এই স্ক্রিনশর্টগুলো আপনাকে একদিন অনেক কঠিন কিছুর মুখোমুখি করবে।

আপনার নাস্তিক প্রেম,আওয়ামী চাঠুকারিতার জন্য এই ব্লগেই যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা করতে পেরেছি।এবং প্রমাণ সহই। স্বীকারোক্তি দিয়া গেলাম।ভাল লাগছে স্বীকারোক্তি দিতে পেরে

১৪৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

ওহ নো বলেছেন: জানার ৫০ নম্বর মন্তব্য দেখে হাসতে হাসতে চেয়ার পড়ে গেলাম। ২০১৩ সালে ব্লগ নিয়া অপপ্রচারের যে তথ্য জানা দিয়েছেন তাহা ডাহা মিথ্যাচারা। ব্লগ নিয়ে দৈনিক আমার দেশে যা ছাপা হয়েছে স্ক্রিনশর্ট সহ তাহা একবিন্দুও মিথ্যা ছাপা হয়নি। নাস্তিক এবং অসভ্য আওয়ামীলীগ চামচারা এই ব্লগে ইসলাম সম্পর্কে যে অসভ্য ভাষায় মন্তব্য করেছে তাহা জানার প্রশ্র‍য়ে হয়েছে।

জানা, আর কত বেশরমের মত আচরন করবেন? বাংলাদেশের শীর্ষ ১০ এ থাকা ব্লগ আজ ১৫০ এর উপরে চলে গেছে এরপরও আপনি লজ্জা পাচ্ছেন না।উল্টো বলছেন অপপ্রচার করা হয়েছে!! স্ক্রিনশর্ট সব আছে। ক্ষমতায় আওয়ামীলীগ আজীবন থাকবেনা। তখন এই স্ক্রিনশর্টগুলো আপনাকে একদিন অনেক কঠিন কিছুর মুখোমুখি করবে।

আপনার নাস্তিক প্রেম,আওয়ামী চাঠুকারিতার জন্য এই ব্লগেই যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা করতে পেরেছি।এবং প্রমাণ সহই। স্বীকারোক্তি দিয়া গেলাম।ভাল লাগছে স্বীকারোক্তি দিতে পেরে :) :) :) :) :)

মিথ্যাচার ভন্ডামী ছাড়েন না হয় দেখবেন আপনি বেঁছে আছেন কিন্তু সামু মরে গেছে। নাম বলে যায়- জ্বী, আমি আহমেদ আরিফ

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৪২ ও ১৪৩ নম্বর মন্তব্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা সুস্পষ্ট। এটা মোটেই কাম্য নয়।

১৪৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

জানা বলেছেন:
১৪৪ এবং ১৪৫ নম্বর মন্তব্য!!

নিজের নাম এবং আচরণের যথার্থ পরিচয় প্রদান সহ অসংখ্য নিক নিয়ে বারবার ফিরে আসা, সীমাহীন শিষ্টাচার বিরোধী, ব্লগে চুড়ান্ত অরাজকতা সৃষ্টিকারীদের একজন পুরনো ব্লগার (!!) কে নতুন করে সবার চেনার সুযোগ হলো। আর কিছু বলতে চাই না।

২০০৬ সাল থেকে সর্বপ্রথম এই প্ল্যাটফর্মেই যুদ্ধাপরাধীদের ন্যায় বিচারের দাবীতে ব্লগারদের শুরু করা আন্দোলন ২০১৩ তে এসে একটি অন্যায্য বিচারের বিরুদ্ধে গড়ে ওঠা দেশ ব্যাপী আন্দোলনের সময় কি ধরণের অপপ্রচার এবং ভয়াবহ পরিস্থিতির সৃস্টি হয়েছিল তা সবার মনে থাকলেও এখন তার লক্ষ ভাগের এক ভাগ সবাই দেখে নেবার সুযোগ পেলো।

১৪৪ এবং ১৪৫ নম্বর মন্তব্য দুটো ডিলিট না করার জন্যে টিমের প্রতি অনুরোধ থাকছে

আর বাকী মন্তব্যগুলো একটি সময় স্পর্শকাতর বিষয়ে ব্লগে চুড়ান্ত অরাজকতা সৃষ্টিকারী একটি ক্ষুদ্র গ্রুপের (যাদের বিরুদ্ধে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়েছিল) অপকর্মের স্ক্রিনশট নতুন করে ব্লগে দিয়ে অস্থিরতা তৈরীর জন্যে নীতিমালা অনুযায়ী মুছে দেয়া হলো।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে নতুনভাবে অরাজকতা ও অস্থিরতা সৃষ্টি হোক, এটা আমরা কেউই চাই না। ব্লগের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়ে সঠিক কাজটিই করেছেন। আপনাকে ধন্যবাদ।

১৪৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১৪৪-১৪৭ নং কমেন্টের উত্তরে আমি কিছু বলতে চাই, জানা আপা। যদিও উক্ত ব্লগার আপনাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন, কিন্তু উনি নিজে বুঝেননি আপনাকে ব্যক্তিআক্রমনের মাধ্যমে উনি নিজে ইসলামকে হেয় প্রতিপন্ন করেছেন।



ব্লগার ওহ নো,

প্রথমতঃ আপনি নাস্তিক নামের কিছু মাথা গরম ব্লগারের কমেন্ট উল্লেখ করে ইসলামের প্রতি যে টান দেখিয়েছেন, সেটা কতটুকু সত্যি একমাত্র আল্লাহ এবং আপনি বলতে পারবেন। কিন্তু, কোন ভালো মুসলমানই রাসূলুল্লাহ (সাঃ)-এর বংশধরদেরকে হেয় করে কথা বলতে পারে না। এটা ইসলামে নিষিদ্ধ। চাইলে আপনি যে কোন আলেমের সাথে কথা বলতে পারেন এটা সত্যি কিনা জানার জন্যে।

আমি আশা করি, আপনি ভুল স্বীকার করে মাফ চাবেন। আল্লাহ আপনাকে মাফ করুন।

দ্বিতীয়তঃ আপনি বলেছেন, আওয়ামী লীগকে অন্ধ ভাবে সমর্থন করেন জানা আপা। তাই কি? আপনাকে প্রথমেই মানতে হবে, আওয়ামী লীগ এ দেশের নির্বাচিত সরকার। ইসলামের পাঁচটি স্তম্ভ এই দেশে এখনও প্রতিষ্ঠিত। বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে কেউ যদি পোস্ট দেয়, সেটা দেশের কোন আইনের বলে ধরে নিতে হবে যে, এটা আওয়ামী লীগের প্রচারের জন্যে হয়েছে? বরং, কেউ যদি এটা নিয়ে পোস্ট দেয় কেন এটা ধরে নেওয়া হবে না যে সেটা একজন দেশপ্রেমিক দেশের উন্নয়ন দেখে (সেটা যার হাত ধরেই আসুক না কেন) খুশি হয়ে তা করেছেন?

কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্যে আমার ব্লগটি নয়। তাই, শুধু এটুকুই বলবো, আপনি যা করেছেন, তা ভুল করেছেন। একজন দেশপ্রেমিক কি এভাবে কথা বলতে পারে? দেশে এখনো বাক-স্বাধীনতা আছে বলেই আপনি এমন ভাবে বলার সুযোগ পেয়েছেন।

আমি অনেক প্রতিষ্ঠিত ব্লগারকে চিনি এই ব্লগে যারা বি, এন, পি-পন্থী। তাঁরা তো ঠিকই পোস্ট দিয়ে যাচ্ছেন কোন বাধা ব্যতিরেকে। তারপরও কিভাবে আপনি এটা বলতে পারলেন? এটা আপনার বুঝার ভুল।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত। ধন্যবাদ ভাই সত্যপথিক শাইয়্যান।

১৪৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মন্তব্য ১৪২-১৪৫ সু্স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আমি নাস্তিক/আস্তিক বিএনপি/আওয়ামিলীগ বিতর্কে যেতে যাচ্ছি না। সামহোয়্যারইন ব্লগ সম্পাদক জানা'র রাজনৈতিক সুবিধাপ্রাপ্তি নিয়ে যা বলা হয়েছে, সেটি সত্য নয়। আমি যতটুকু জানি, জানা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছেন এখন, বিশেষত সাম্প্রতিক দু'বছর যাবত। এটি হয়েছে একটিই কারণে, বাংলা ভাষায় মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির চর্চাকে তিনি প্রমোট করেছেন এই ব্লগসাইটটির মাধ্যমে।

সামহোয়্যারইন-এ আজ হিট যে মাত্রায়ই থাকুক না কেন, এটি বাংলা ভাষার প্রথম এবং সবচেয়ে বৃহৎ ব্লগসাইট। সর্ববৃহৎ তথ্য ভাণ্ডার। একে বাঁচাবার জন্য দরকার স্বদেশপ্রেম ও বাংলা ভাষার প্রতি আনুগত্য। আমি একে রাজনৈতিক বা সাম্প্রদায়িকভাবে দেখছি না। সবাইকে অনুরোধ করবো, বিষয়টিকে এভাবেই দেখুন।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন্তব্য ১৪২-১৪৫ সু্স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।


সামহোয়্যারইন ব্লগ সম্পাদক জানা'র রাজনৈতিক সুবিধাপ্রাপ্তি নিয়ে যা বলা হয়েছে, সেটি সত্য নয়। আমি যতটুকু জানি, জানা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছেন এখন, বিশেষত সাম্প্রতিক দু'বছর যাবত। এটি হয়েছে একটিই কারণে, বাংলা ভাষায় মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির চর্চাকে তিনি প্রমোট করেছেন এই ব্লগসাইটটির মাধ্যমে

এ্যাবসলিউটলি রাইট। বিন্দুমাত্র ভুল বলেননি মইনুল ভাই। আপনাকে ধন্যবাদ।

১৪৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

কালীদাস বলেছেন: ক্যাঁচাল আর ক্যাঁচাল!! এখন বুঝেছেন কেন আপনার ৫ নাম্বার পয়েন্টের বিরোধিতা করেছি? আমরা বাংলাদেশিরা চান্স পেলেই গ্রুপ ক্রিয়েট করতে সিদ্ধহস্ত /:)

গ্রুপ মেইলে যোগ দেয়া হয়নি, উইকেন্ড ছাড়া ব্লগে আসার সময় পাই না। আজকে এসে দেখছি গুগলের এড মুটামুটি ভালই পেয়েছে ব্লগ। সাবাশ :) বাকি থাকল আমার লাস্ট সাজেশনটা, ভলান্টারি ডোনেশনের জন্য কোন অপশন রাখা যায় কিনা। ডেভেলপাররা ভেবে দেখতে পারেন।

১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই কালীদাস। ই-মেইল গ্রুপে আলোচনা চলছে। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।

১৫০| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

ইয়েস বলেছেন: জানা, নিকের পেছনে কে সেটা প্রকাশ করার মত সাহস আমি আহমেদ আরিফের আছে। আপনারা দালালি চাঠুকারি করেন বলেই আপনাদের সাহস কম। তাই ত ওহ নো আইডির কমেন্টের জবাবে মিথ্যাচার করে আমাকে কমেন্ট ব্লক করে দিয়েছেন।

নাস্তিকদের মাথায় তুলে নেচেছেন। কোথায় আজকে আপনার নাস্তিক চাঠুকাররা?


এই ব্লগের কমেন্টে,আপনাকে বাজারী মহিলা টাইপের গালি দিয়েছিল কে? আপনাদের প্রশ্র‍য় পাওয়া নাস্তিকদের একজনই গালি দিয়েছিল আপনাকে ।নামটা মনে আছে তার? না মনে থাকলে বলবেন।স্ক্রিনশর্ট সহ দেব।

আপনি বলেছেন ' আর বাকী মন্তব্যগুলো একটি সময় স্পর্শকাতর বিষয়ে ব্লগে চুড়ান্ত অরাজকতা সৃষ্টিকারী একটি ক্ষুদ্র গ্রুপের (যাদের বিরুদ্ধে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়েছিল)'

বাহ বাহ কি চমৎকার মিথ্যাচার!! এত কিছুর পরও আপনি নিল্লজ্ব মিথ্যাচার করছেন !! আর কত এমন মিথ্যাচার করবেন? আপনি এবং আপনার চাঠুকার মডারেটররা যদি ব্যবস্থা নিত তাহলে আসিফ মহিউদ্দীন,দুরের পাখি,ছন্নছাড়া কিভাবে মাসের পর মাস ইসলামকে অশালীন ভাষায় আক্রমন করেছে?

আওয়ামীলীগের গঠনমূলক সমালোচনাকারীদের বিরুদ্ধেও যারা সমালোচনাকারীদের মা-বোন তুলে গালি দিয়েছে তারা কিভাবে বছরের পর বছর ব্লগিং করে গেছে? কেন গালিবাজদের আদরে রেখে গালির প্রতিবাদকারীদের ব্যান করা হয়েছে?

আমি জানি প্রশ্নগুলোর পয়েন্ট টু পয়েন্ট জবাব দেওয়ার সৎ সাহস আপনার নাই। তাই আপনি উল্টো একই গান গাইবেন।গাইতে থাকেন।

মনে রাইখেন, স্ক্রিনশর্টের কমেন্ট মুছেছেন ব্লগ থেকে কিন্তু গুগুল কিংবা অন্যকারো হার্ড ড্রাইভ থেকে মুছার ক্ষমতা আপনার নাই। ধন্যবাদ। ভাল থাকুন। আল্লাহ আপনার মিথ্যাচারের মানসিকতা কমিয়ে দিক।এটাই কামনা।

১৫১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

ইয়েস বলেছেন: সত্য পথিক, আপনাদের মত থার্ডক্লাস চাঠুকাররা আছে বলেই ত জানা,হাসিনা,খালেদার মত মহিলারা মিথ্যাচার ছাড়তে পারেনা।

আপনি প্রথমত প্যারায় লিখেছেন সেটা কতটুকু সত্যি একমাত্র আল্লাহ এবং আপনি বলতে পারবেন।

আপনি না জেনেই জ্ঞান দেওয়া শুরু করলেন আর আমি প্রমান সহ কমেন্টে দিয়েছি যদিও প্রমাণের দুইটা কমেন্ট মুছে দিয়েছেন জানা বাহিনী।আপনার যদি আরো প্রমাণ লাগে আপনার মেইল এড়্রেস দিন।আমি ১০০ স্ক্রিনশর্ট পাঠিয়ে দেব।

১৫২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

ইয়েস বলেছেন: লেখক আপনি বলেছেন,বিভেদ সৃষ্টির প্রচেষ্টা।

আমরা যখন ব্লগিং শুরু করে ছাড়ি আপনি হয়ত তখন ব্লগের নামও শুনেননি। আর যদি শুনে থাকেন তাহলে এখন চাঠুকারি করার জন্য বলছেন। এই ব্লগে ইসলাম নিয়ে কি পরিমান কুটুক্তি হয়েছে আওয়ামী ব্লগারারা কিভাবে মতের বিরোধীকারীদের গালি দিয়েছে ১৪ গুস্টি তুলে তা খুঁজে দেখেন।যদি ঐ মুরোদ না থাকে আপনার মেইল এড়্রেস দিয়েন।আমি আপনাকে ১০০ স্ক্রিনশর্ট দিয়া পাঠিয়ে দেব।

১৫৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই,

এই পোস্টে অনেক অফ-টপিক কথা-বার্তা আসছে। তাই, আজ থেকে ১৪০০ বছর আগের একটি ঘটনা অফ-টপিকে মনে পড়ে গেলো।


একবার মদীনার এক জায়গায় সেই সময়ের রিফিউজি মক্কাবাসী এবং মদীনার অধিবাসীরা বসে গল্প করছিলেন। হঠাৎ-ই সেই জায়াগায় শয়তান মানুষের রুপ ধরে এসে বসে। তারপর শুরু করে অতীতের কথা কিভাবে মদীনার দুই গোত্র একে অপরের শত্রু ছিলো, কিভাবে তাঁরা একে-অপরের সাথে মারামারি করতো। এইসব সে মনে করিয়ে দিতে লাগলো।

এক পর্যায়ে, উক্ত দুটি গোত্রই উত্তেজিত হয়ে মারামারি করা শুরু করলো নিজেদের মাঝে শান্তি চুক্তি ভুলে গিয়ে।

এক পর্যায়ে, মহানবী (সাঃ) এসে উপস্থিত হোন দুই দলের মাঝে। এসে কেঁদে ফেলেন। তারপর বলেন-

'তোমরা আগে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিলে। তোমরা আমি বর্তমান থাকতে আবারো সেই যুগে ফিরে যাচ্ছো! শয়তান, তোমাদের দূর্বলতার সুযোগে আবারো তোমাদেরকে একে-অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে।'

সত্যি, বড় আফসোস! আমাদের মাঝে শান্তি স্থাপনকারী মানুষের সংখ্যা এতো কম!

১৫৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০০

ইয়েস বলেছেন: মাঈনউদ্দিন বাদল, ধন্যবাদ দিলাম এই কারণে যে আপনি সত্যপথিক শাইয়্যান এর মত নগ্ন চাঠুকার না। আপনি জানার জন্য কৌশলি চাঠুকারি করলেন। এইখানে বিতর্কের কিছু নাই।

জানা এবং তার টিম নাস্তিকদের সুবিধা দিয়েছে,আওয়ামীলীগ গালিবাজদের প্রশ্রয় দিয়েছে সেটা সবাজ জানে।যারা জানেনা তারা হয় অজ্ঞ অথবা চাটুকার (জেনেও জানেনা চাটুকারিতার কারণে)।


জ্বী জানা চাপে আছে সেটা আমাদের মত পুরাতন ব্লগার কখনোই অস্বীকার করিনি। হাসিনার মত স্বৈরাচারী বাকশালী টাইপের মহিলা যে দেশের প্রধানমন্ত্রী যে দেশে আওয়ামীলীগ ছাড়া বাকী সবাই চাপে থাকে।

আমরা আগে এমনও মেনে নিয়েছি যে আওয়ামীলীগের চাপে পড়ে আওয়ামীলীগ বিপক্ষ মতের স্পেস ব্লগে কমিয়ে দিয়েছে জানা। কিন্তু নাস্তিক ইস্যুতে জানা এবং তার টিম নাস্তিকদের সব সময় অন্যায় সুবিধা দিয়েছে। এই ব্লগের নাস্তিকতার প্রতিবাদ করায় শত শত ব্লগার কে ব্যান করা হয়েছে।

১৫৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

১৫৪ নং কমেন্টের ব্লগার ইয়েস-কে বলছি-

কিছু বানান ভুল করেছেন।

চাঠুকার নয়। চাটুকার হবে।

কৌশলি নয়, কৌশলী হবে।

আওয়ামীলীগ < আওয়ামীলিগ।

সবাজ জানে < সবাই জানে।

১৫৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

@ব্লগার ইয়েস,

আর আমাকে যেহেতু চাটুকার বলেছেন, তাহলে বলবো, মহানবী (সাঃ)-এর পরিবারের একজনের আনুগত্য স্বীকার করাকে যদি চাটুকারিতা বলা হয়, তাহলে আমি চাটুকারিতাই করছি। কারণ মহানবী(সাঃ) বলেছেন-

''আমার বংশধররা এবং সাহায্যকারীরা হচ্ছে আমার সম্পদ, আমার শরীর, আমার ঘরের মানুষ ও পরিবার, আমার সুখের উৎস এবং আমার বিশ্বাস। তাই, তাঁদের ভালো কাজ গ্রহণ করো এবং তাঁদের যে কারো ভুল পাশ কাটিয়ে যাও/ভুলে যাও [অভারলুক করো]।''

আপনি সঠিক ইসলামের অনুসারী হলে, আপনিও তা-ই করবেন।




১৫৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ টিকে থাকুক ভালবাসায়।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই সাহাদাত উদরাজী।

১৫৮| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০৬

আমি তনুর ভাই বলেছেন: প্রতি বই মেলায় শেরা লেখাগুলো দিয়ে বই পাবলিশ করেও আয় করা যাবে আশা করি। শুভ কামনা

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম প্রস্তাব আরও কয়েকজন ব্লগার বন্ধু দিয়েছেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।

১৫৯| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

ডা: মেহেদী হাসান বলেছেন: যথার্থ বলেছেন .।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ডাঃ মেহেদী হাসান।

১৬০| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

গেম চেঞ্জার বলেছেন: পোস্ট-টা আসলে নজর এড়িয়ে গেল। :| ব্লগে লগিন করলেও স্টিকি পোস্টের দিকে খেয়াল হয় না। স্ক্রল করে চলে যাই, অভ্যাস হয়ে যাওয়ায় আপনার পোস্ট-টাও পড়াই হয়নি।

ব্লগের জন্য মোবাইল এপ্লিকেশন-টাও যোগ করে দিতে পারেন। আইওএস এবং এন্ড্রয়েড দুটোর জন্যই। ব্লগিং তখন আরো জনপ্রিয় হবে।

উপরে অনেকেই মতামত দিয়েছেন, কিছু কিছু পড়লাম। ব্লগের প্রতি আপনার ভালবাসা দেখে খুব ভাল লাগছে হেনা ভাই!!

ভাল থাকবেন, শুভকামনায়!!:)

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগের জন্য মোবাইল এপ্লিকেশন-টাও যোগ করে দিতে পারেন। আইওএস এবং এন্ড্রয়েড দুটোর জন্যই। ব্লগিং তখন আরো জনপ্রিয় হবে।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ ভাই গেম চেঞ্জার।

১৬১| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

পবন সরকার বলেছেন: ব্লগ টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ হোক এটা আমিও কামনা করি।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই পবন সরকার।

১৬২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: শ্রদ্ধেয় জানা আপুর কাছ থেকে আমার মেইলের একটা কুইক প্রতিউত্তর আশা করছি।

১৬৩| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৮

জানা বলেছেন: প্রিয় ব্লগার মোহাম্মদ গোফরান,

আপনার ইমেইলটি আমি দেখেছি এবং উত্তর নিশ্চয়ই দেবো। তবে, মেইলটি যেহেতু সামহোয়্যার ইন ব্লগকে প্রমোট করার জন্যে একটি প্রস্তাব তাই অনুরোধ থাকছে, প্রস্তাবটি কেবল আমার একার জন্যে না রেখে এই পোস্টে কিংবা গ্রুপ ইমেইলে যুক্ত হয়ে দিয়ে দিন যাতে সবাই দেখে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। আমি অন্য সবার ভাবনাটি আগে দেখে নিতে চাই। তারপর আমি আমার সিদ্ধান্তটিও জানাবো।

আপনার আন্তরিক প্রস্তাবটির জন্যে ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেইলটি যেহেতু সামহোয়্যার ইন ব্লগকে প্রমোট করার জন্যে একটি প্রস্তাব তাই অনুরোধ থাকছে, প্রস্তাবটি কেবল আমার একার জন্যে না রেখে এই পোস্টে কিংবা গ্রুপ ইমেইলে যুক্ত হয়ে দিয়ে দিন যাতে সবাই দেখে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে।


এটা হলে ভালো হয়।

১৬৪| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ জানা ম্যাম আপনার জবাবের জন্য।সামুর সব ব্লগারদের উদ্দ্যেশ্যে আমি এখানেই প্রস্তাব রাখছি।

সম্মানিত ব্লগার,
আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের ওনার।টিএসবি ইভেন্ট সল্যুশান। আমরা আমদের ফার্ম থেকে বিভিন্ন শো অরগানাইজ করি। আমাদের পরবর্তী শো ফোক ফেস্ট উইথ ফ্যাশন শো। ফ্যাশন কোরিউগ্রাফী বাই মিস বাংলাদেশ লিনা খান। ভ্যানু জেলা শিল্পকলা একাডেমি চট্রগ্রাম। সময়: সন্ধ্য ৬ টা থেকে রাত ১০ টা।

আশা করছি একটা ভালো ক্রাউড হবে। গত ৬ই অক্টোবর ২০১৭ এয়ারট্যাল এবং চিটাগাং ডিজাইনারস ফোরামে স্পন্সরে আমাদের লাস্ট প্রোগ্রাম হয়েছিল প্রাইড অব চিটাগাং নামে খ্যাত " কনকর্ড ফয়েজ লেকে" । ক্রাউড ছিল ১০০০ যার মাঝে ৫০০ ছিল বিভিন্ন কর্পোরেট কোম্পানির চাকুরিজীবি।

আমাদের শো তে এল ই ডি স্ক্রীনে সামহোয়্যারইনে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারটা ব্রান্ডিং করার একটা সুযোগ আছে। যেহেতু অনেকগুলো মিডিয়া কাভারেজ হবে তাই বিজ্ঞাপন পাওয়ার ব্যাপারটা সহজ হবে। আমি উক্ত শো এর মুল অরগানাইজার।

যদি কোন রেসট্রিকশন না থাকে তবে সামহোয়্যারইন পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের শো তে সামুর ব্রান্ডিং করে দিতে চাই। গায়ে পড়ে এ ব্রান্ডিং করতে চাওয়ার উদ্দেশ্য শুধু সামহোয়্যার ইনের প্রতি দায়িত্ব ও ভালোবাসা থেকে।

উল্লেখ্য আমি দীর্ঘদিন ধরে মার্কেটিং এবং ব্রান্ডিং পেশার সাথে জড়িত। তাই আমার বিশ্বাস আমি নিজ উদ্যোগে সামহোয়্যার ইনের জন্য কিছু বিজ্ঞাপন জোগাড় করতে পারবো।

উইথ বেস্ট রিগার্ডস
মোহাম্মদ গোফরান

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের শো তে এল ই ডি স্ক্রীনে সামহোয়্যারইনে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারটা ব্রান্ডিং করার একটা সুযোগ আছে। যেহেতু অনেকগুলো মিডিয়া কাভারেজ হবে তাই বিজ্ঞাপন পাওয়ার ব্যাপারটা সহজ হবে। আমি উক্ত শো এর মুল অরগানাইজার।


যদি কোন রেসট্রিকশন না থাকে তবে সামহোয়্যারইন পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের শো তে সামুর ব্রান্ডিং করে দিতে চাই। গায়ে পড়ে এ ব্রান্ডিং করতে চাওয়ার উদ্দেশ্য শুধু সামহোয়্যার ইনের প্রতি দায়িত্ব ও ভালোবাসা থেকে।

আপনার আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ গোফরান। আপনার এই চমৎকার প্রস্তাবের প্রতি জানা আপাসহ ব্লগ কর্তৃপক্ষের জরুরী দৃষ্টি আকর্ষণ করছি।

১৬৫| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

মাঝিবাড়ি বলেছেন: আমার অভিজ্ঞতা খুব সীমিত, কিন্তু পোষ্টের সাথে একমত। একটা ইনকাম সোর্স থাকতেই হবে।

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই মাঝিবাড়ি।

১৬৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: কাভা ভাই এর সাথে ফোনে কথা বলতে পারলে আরো ভালো ভাবে ব্যাপারটা ক্লিয়ার করা যেতো। কিন্তু উনি তো এফ বি তে আমাকে ফলোয়ার বানাইয়া রাখলেন।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গোফরান ভাই, আমি ইতিমধ্যেই ই-মেইল গ্রুপে মেইল করে জানা আপাসহ গ্রুপভুক্ত সবাইকে আপনার প্রস্তাবটি জানিয়েছি। আপনার সঙ্গে যোগাযোগ করা হবে বলে আশা করছি। আপনি ইচ্ছা করলে এই পোস্টের ৯৭ নম্বর কমেন্টে জানা আপার ই-মেইল ঠিকানায় গ্রুপভুক্ত হওয়ার ইচ্ছা জানিয়ে প্রস্তাবটি দিতে পারেন। ধন্যবাদ।

১৬৭| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

মাসুদ খন্দকার বলেছেন: Your post was really awesome. But try to use some infographic for more SEO friendly structure. Best and latest news on BD

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই মাসুদ খন্দকার।

১৬৮| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

তুহেল আহমেদ বলেছেন: বেশ বেশ বেশ! ভাবনাগুলো প্রসার পাক!

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই তুহেল আহমেদ।

১৬৯| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মোহাম্মদ গোফরান ভাইর প্রস্তাবটিতো বেশ ভালই।

কর্পোরেটদের সবার সামনে একসাথে একটা দারুন ব্রান্ডিং মন্দ হয়না :)
বাকী সবাই কি বলে দেখুন।

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, আমিও সেটাই ভাবছি।

১৭০| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬

গুরুর শিষ্য বলেছেন: আসলেই এক সময়ের সরব ব্লগ এখন নিষ্প্রাণ অঙ্গন...

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আসুন, আমরা সবাই মিলে ব্লগকে আবার চাঙ্গা করে তুলি।

১৭১| ২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

এ এইচ হাবিব বলেছেন: ভাবার বিষয়

১৭২| ২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

ইয়েস বলেছেন: গুরুর শিষ্য বলেছেন: আসলেই এক সময়ের সরব ব্লগ এখন নিষ্প্রাণ অঙ্গন...

খিক খিক

১৭৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্য করতে চাইনি তারপরেও করছি।

এই ব্লগ অনেক কিছু করতে পারতো। না পারার কারণ অহংকার এবং বিদ্বেষ।

ধর্ম মারাত্মক বিষয়। সত্যাসত্য যখন জানাজানি হবে তখন অনেক সমস্যা হবে। ফেইসবুক সর্তক থাকে কিন্তু এই ব্লগ ধর্মকে অবহেলা করে।
প্রতিবাদ করলে হাসাহাসি করে, জেনারেল বানিয়ে রাখে।

এই ব্লগ থেকে দৈনিক কম হলেও লাখ টাকা আয় হওয়ার কথা ছিল।

সবার মঙ্গল হোক।

১৭৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

Monkula বলেছেন: আমি এই ব্লগে নতুন। তাই এ বিষয়ে পরামর্শ প্রদান করা আমার জন্য অনুচিত। শুভ কামনা রইল।

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুভকামনা আপনার জন্যেও।

১৭৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০১

এক অন্ধ কবি বলেছেন: সহমত প্রকাশ করছি।। প্রিয় ব্লগ'র ভালোর জন্য যে কোন যুক্তিযুক্ত পদক্ষেপের পাশে আছি।

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ এক অন্ধ কবি।

১৭৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

অলিউর রহমান খান বলেছেন: এক মত প্রকাশ করছি।

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ অলিউর রহমান খান।

১৭৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা কামাল।

১৭৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৩

তার ছিড়া আমি বলেছেন: ১৭৩ নং মন্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি।

যেহেতু আমরা ধর্মনিরপেক্ষ, সেহেতু ধর্মকে বারবার উস্কানীমূলক ভাবে টেনে না আনাই শ্রেয়।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই তার ছিড়া আমি।

১৭৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

অলিউর রহমান খান বলেছেন: ভালো লাগলো।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই অলিউর রহমান খান।

১৮০| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

আমি তনুর ভাই বলেছেন: বিষয় ভিওিক লেখা প্রতিযোগীতা করা যেতে পারে, পুরুষকার ও দেওয়া যেতে পারে, এতে মানুষের কাছে ব্লগার বিষয়টা পজিটিভ আকার ধারন করবে,ফলে যতো দিন যাবে ততো sponsorship মিলে যাবে।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো প্রস্তাব। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১৮১| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্রান্ডিং সফল ভাবে সম্পনন।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ গোফরান ভাই। সামহোয়্যার ইন ব্লগের প্রতি আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এভাবে আমরা সবাই যদি যার যার সাধ্যমতো চেষ্টা করি, তাহলে নিশ্চয় ব্লগের সমস্যা দূর হয়ে যাবে।

সামহোয়্যার ইন ব্লগকে প্রোমোট করার জন্য গোফরান ভাইয়ের মতো অন্যেরা কিছু করতে পারেন কী না, একটু ভেবে দেখবেন দয়া করে।

১৮২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: দু:খিত সম্পন্ন বানান ভুল

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোন ব্যাপার না। ভুল আমাদের সবারই হয়।

১৮৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@মোহাম্মদ গোফরান ভাই,

আপনার প্রতি শুভেচ্ছা। একটি ডাটাবেস তৈরী করে কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করা যায় কি? ডাটাবেসে নিম্নের বিষয়গুলো থাকলে ভালো-

Organization's name, contact person's name, email and number।

আর, আপনার প্রোগ্রামের কোন ভিডিও থাকলে, ইউটিউবে আপলোড করলে, আমরাও দেখতে পারতাম।


আর সামহ্যোয়ার ইন ব্লগের নিম্নের স্ট্যাটিস্টিক্সটি ব্যবহার করা যায় কি?

পেইজ ভিউজ প্রতিদিন গড়ে ৫৫,০০০ - ৬৫,০০০,
প্রতিদিনের ইউজারঃ ৫০,০০০ - ৬০,০০০,
মোবাইল থেকে ইউজারঃ প্রতিদিন ৪৫,০০০ - ৫০,০০০। [সূত্রঃ সামহ্যোয়ার ইন কর্তৃপক্ষ]

ধন্যবাদ।

১৮৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:১০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:





শুভ সকাল বাংলাদেশ !
শুভ সকাল সামহ্যোয়ারইনব্লগ !

শুভেচ্ছা, প্রিয় পেছনের কর্মীরা ।
অ ভি ন ন্দ ন, সামুব্লগের সব জন্মলগ্ন থেকে আজ অব্দি সব ব্লগারদের । বাংলা ব্লগস্পিয়ারের চরম দুর্দিনেও সামু ব্লগের টিকে যাওয়া সব ব্লগারদেরই কৃতিত্ব । সামহ্যোয়ারইন টিকতেই হতো ! ব্লগিং শিখিয়েছে এই ব্লগটিইতো..।

*ব্লগের প্রয়োজনে বিজ্ঞাপন অবশ্যই আসতে পারে, আসা উচিত ।

প্রথমেই পরিসংখ্যানটি দিলাম , কারণ, কিছু কথা বলতে হবে । পরিসংখ্যান ঝুলিয়ে দিলে, বুঝতে সুবিধা হবে অনেকের ।

১। আগস্ট ৮, ২০১১ তে ছিল আমার শেষ পোস্ট
২। তারপর সম্ভবত এই দ্বিতীয়বার লগিন করা ।
৩। ছদ্মনিকের একজন দেখলাম, জানাপুকে কটুক্তি করছে
৪।গালাগাল যে করছে, এই সামু ব্লগে তার কম করে হলেও এই পর্যন্ত ৫০টির উপরে নিক খোলা হয়েছে ।
৫।তার পুরনো নিকগুলোর কথা বলবো । আগেও কীটের মত ব্যবহার পেত ব্লগারদের কাছ থেকে, এখনও তাই !
৬। কি দূর্ভাগ্য, কিছু মানুষ কখনই তার কীট-পতঙ্গ জীবন পরিহার করার গৌরব অর্জন করতে পারে না ।
৭। আমি স্ট্রংগলি এরকম ডজন ডজন ছ্দ্মনিকধারীদের আইপিসহ ব্যান দাবি করবো, কারণ, প্রাগতৈহাসিককাল থেকেই এরাই আড়াল নিয়ে নিয়ে, ভিন্ন ভিন্ন এঙ্গেল থেকে ব্লগ উসকে দিয়েছে । তৈরি করেছে জঞ্জাল ।
৮। আশা করছি, মাঝে মাঝে ঢুঁ মারবো । বেজন্মা নিকগুলোর মজা দেখার জন্য হলেও থাকা চাই ।

১৮৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ লেখক। ইন শা আল্লাহ বিজ্ঞাপণের জন্য আর প্রবলেম হবেনা। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো। আপনার এই পোস্ট না পড়লে আমার মাথায় আইডিয়া টা আসতোনা।

শাইয়্যান ভাই

আমাদের ফেস্ট শেষ । নেক্সট শো তে অবশ্যই আমি আপনার দেওয়া পরিসংখ্যান টি ব্রান্ডিং করবো।

অরগানাইজেশন নামঃ টিএসবি ইভেন্ট সল্যুশন
কনটাক্ট পারসনঃ মোহাম্মদ গোফরান
মুবাইলঃ ০১৭১২৯৮৩৭৩৪
ইমেইলঃ [email protected]



আর, আপনার প্রোগ্রামের কোন ভিডিও থাকলে, ইউটিউবে আপলোড করলে, আমরাও দেখতে পারতাম।

ইউটিউভে আপলোড দিয়ে আপনাকে লিংক দিব।

কতৃপক্ষের কাছে অনুরোধ থাকবে বিজ্ঞাপন দাতাদের সুবিধার্থে বিজ্ঞাপন দেওয়ার জায়গাটাতে একটা মুবাইল নাম্বার যুক্ত করে দিলে , এবং একজন বিজ্ঞাপন রিপ্রেজেন্টেটিভ থাকলে ভালো হতো বলে মনে করছি।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কতৃপক্ষের কাছে অনুরোধ থাকবে বিজ্ঞাপন দাতাদের সুবিধার্থে বিজ্ঞাপন দেওয়ার জায়গাটাতে একটা মুবাইল নাম্বার যুক্ত করে দিলে , এবং একজন বিজ্ঞাপন রিপ্রেজেন্টেটিভ থাকলে ভালো হতো বলে মনে করছি।



কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ ভাই মোহাম্মদ গোফরান।

১৮৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: শাইয়্যান ভাই@ আপনি কি রকম ডাটা বেজ চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। আর একটু ক্লিয়ার করবেন কি ?

১৮৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@মোহাম্মদ গোফরান ভাই,

যারা সামহ্যোয়ার ইনের ব্যানার দেখে আগ্রহ প্রকাশ করেছেন, সেরকম প্রতিষ্ঠানের নাম, কন্টাক্ট পারসন আর নাম্বার, এরকম কিছু হলে মনে হয় কর্তৃপক্ষের জন্যে ভালো হতো। পয়েন্ট অফ কন্টাক্ট আপনি থাকলেন।

যেহেতু, ব্র্যান্ডিং হয়েছে, সেহেতু একটা ফিডব্যাক কাম্য। ব্র্যান্ডিং-এর ইম্পেক্ট কেমন হয়েছে, তা থেকে আপনার পরবর্তী ইভেন্টে কি মার্কেটিং স্ট্র্যাটেজি নেওয়া যাবে তা হয়তো বুঝা যেতো।

ধন্যবাদ।

১৮৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: শাইয়্যান ভাই @ আমার সাথে যারা কনটাক্ট করবে আমি কাভা ভাই এর নাম্বার দিব। এই ফেস্টে ভেরিয়াস টাইপ অফ দর্শক ছিল। তবে কিছু কোম্পানির নাম নাম্বার কনটাক্ট পারসন ইমেইল আমি আপনাকে দিব।

দুইটি কোম্পানি পজিটিভ রেসপন্স করছে। আমি আরেকবার ওদের সাথে যোগাযোগ করে আপনার সাথে কমিউনিকেট করিয়ে দিব।

ধন্যবাদ।

১৮৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@ মোহাম্মদ গোফরান ভাই,

পজিটিভ রেস্পন্স করেছে শুনে খুব ভালো লাগলো। এটা সত্যিই খুশির খবর!

কাল্পনিক_ভালোবাসা ভাইকে দিলেই হবে। উনি সামহ্যোয়ার ইনের পয়েন্ট অফ কন্টাক্ট।

ভালো থাকুন নিরন্তর।

১৯০| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৮৬ থেকে ১৮৯ নম্বর কমেন্টগুলো উৎসাহব্যঞ্জক। মোহাম্মদ গোফরান ও সত্যপথিক শাইয়্যান উভয়কে অসংখ্য ধন্যবাদ।

১৯১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

সাদা মনের মানুষ বলেছেন: এই পোষ্টে বেশ কিছুদিন যাবৎ ঢোকা হয়না, এখানে তো দেখছি ব্লগের শত্রুগণ ফেক নিক বেশ সক্রিয়।

১৯২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

ইয়েস বলেছেন: শিপন , আপনার জন্ম যদি এক বাপের হয় তাহলে সোজা উত্তর দিবেন যে এই ব্লগ নাস্তিক আর আওয়ামী বদমাইশদের প্রশ্র‍য় দিয়েছে কিনা? উত্তর হতে হবে হ্যা অথবা না। হ্যা অথবা না তে উত্তর না দিয়া ত্যানা প্যাচাইলে আপনার জন্ম ১০০ বাপের আপনি একটা বেজন্মা এটাই প্রমান হবে.
পয়েন্ট দুই-স্টুপিড কোথাকার ছদ্মনিক কি সেটা বুঝেন? আমি ত পরিচয় গোপন করিনি। কমেন্ট শেষে নিজের নাম লিখে দিয়েছি। বলদ কোথাকার।
পয়েন্ট ৩..আপনার জানা আপা কেন আপনার জানা আপার ১৪ গুষ্টির ক্ষমতা নাই আমার আইপি ব্যান করার। আমি আপনার মত ব্লগ দিয়া ইন্টারনেট চালায় না।
পয়েন্ট ৪- মজা আপনার মত নিন্ম শ্রেনীর চাঠুকার ক্যামনে দেখবে? মজা ত দেখতাছি মজা ত আমরা লুটতাছি এই ব্লগের পতন দেখে :) :) :) :) :) :)
শেষ কথা - যদি এক বাপের জন্মের হউন তাহলে আমার প্রশ্নের উত্তর হ্যা অথবা না তে দিবেন। আর যদি ত্যানা প্যাচান তাহলে আপনার মত বেজন্মার জন্য এটাই শেষ কমেন্ট।কারণ বেজন্মাদের CTN

১৯৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

ইয়েস বলেছেন:

১৯৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

বৃষ্টি বিন্দু বলেছেন: এপ্লিকেশনের তৈরির বিষয়ে যদি একটু গুরুত্ব দেওয়া যেত তবে পাঠকগণ অনেক সহজেই অড়তে পারতো

১৯৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

Raju Das Rudro বলেছেন: বৃষ্টি বিন্দু , সাথে একমত ।

১৯৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের যে কোন পরিস্থিতিতে আমরা ব্লগাররা এর সাথে আছি

১৯৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

সোহানী বলেছেন: শুধুমাত্র বাজে কমেন্ট করার জন্য নিক খোলা হয়েছে, সাহস থাকলেতো আসল নামেই আসতো।

আর বিজ্ঞাপন চাইলেই কি সামু ব্লগের পতন হয়ে গেছে...পতন হয়ে গেছে............পতন হয়ে গেছে বলে লাফাতে শুরু করলেন !!!!!!...হাহাহাহা হাসালেন মিস্টার ইয়েস। কিছু গালাগালি, কিছু উল্লাস এর বাইরে আর কি করতে পারেন? এ দিয়ে আপনার নিজেরই চরিত্র প্রকাশ হয়ে পড়ছে।

মনে রাখবেন, সামুর শক্তি আমরা, ব্লগাররা। দরকার হলে বাড়ি বাড়ি চাঁদা তুলে ব্লগ চালাবো।

ভালো থাকুন, শুভ বুদ্ধির উদয় হোক।

১৯৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

ইয়েস & নো বলেছেন: সোহানী,

কেউ যদি চোখ খুলে অন্ধের মত মিথ্যা বলে তাহলে বোঝাবে কে! X(

প্রথমত আপনি মিথ্যা বলেছেন যে আমি নিজের নামে আসার সাহস করিনি! F.Y.I, আমি নিজের নাম কমেন্টেই বলেছি

ঐ সাহস আমার আছে।

নাস্তিক এবং এবং আওয়ামী অসভ্যদের প্রশ্র‍য় দাতা আপনাদের জানা ম্যাডাম আমার আসল নিকটা অনেক বছত আগেই ব্যান করেছে B-) তাই নুতুন আইডি বানিয়ে কমেন্টে নিজের নাম উল্লেখ করেছি। চোরের মত সত্য বলার পাবলিক আমি না। আশাকরি মিথ্যা অপবাদ দেওয়ার জন্য সরি বলবেন। ;)

আবারো মিথ্যা বলেছেন যে, আমি দাবী করেছি যে বিজ্ঞাপন চাওয়ায় সামু ব্লগের পতন হয়েছে!! না বুঝে কমেন্ট করে কারা জানেন নিশ্চয়? আরে ব্লগের পতন ত হয়েছে আরো কয়েক বছর আগে B-) পোস্ট পড়ার জন্য ব্লগে এখন মশা মাছি ও পাওয়া যায়না :P আগে যেখানে হাজার হাজার বার পড়া হত শতশত কমেন্ট হত এখন তা নাই এটাই ত পতন! :)

এই ব্লগের পতনের জন্য যা করা দরকার আমি করেছি। আই রিপিট, ইয়েস আমি করেছি।এবং তা মিথ্যা ভাবে করিনি প্রমাণ সহ করেছি।

ক্ষমতাই আওয়ামীলীগ চিরদিন থাকবে না। ক্ষমতার পালাবদল হলে দেশ ছেড়ে জানা যদি পালিয়ে না যায় তাহলে যে শত শত স্ক্রিনশর্ট জমা করে রেখেছে পুরাতন অনেক ব্লগাররা তার একভাগ দিয়ে কেউ যদি মামলা করে আপনাদের জানা আপাকে চাঁদা তুলেও জেলের ভাত খাওয়া থেকে বাঁচাতে পারবেন না। :)

আমরা শুভ বুদ্ধি দিয়ে অসভ্য নাস্তিকতা আর আওয়ামী অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ করে ব্যান খাইছি।আর আপনারা সব জেনেও অসভ্যদের প্রশ্র‍য় দাতার জন্য মায়াকান্না কাঁদছেন! শুভবুদ্ধির উদয় দরকার কার এইবার নিজের বিবেককে প্রশ্ন করুন।ধন্যবাদ।

১৯৯| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩

রাকু হাসান বলেছেন: সামু যে মানের ব্লগ ,আমার মতে মার্কেটিংয়ে মনোযোগ দিলে গুগল ছাড়াও ভাল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারে ,এবং সেটা খুব দাপটের সাথেই হওয়ার কথা । গুগল থেকে বিজ্ঞাপন দিলে হয় কি অনেক সময় দৃষ্টিকটু বিজ্ঞাপনগুলো চলে আসে ,দেখতে খারাপ লাগে । মোড নষ্ট হবার কারণ আমার মনে হয় । চাইবো ......ব্লগটি আয় করুক ,কেননা অর্থনৈতিক ভাবে শক্তিশালী না হলে সব সময় একটি ঝকি যেন লেগে থাকে ।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ..ব্লগটি আয় করুক ,কেননা অর্থনৈতিক ভাবে শক্তিশালী না হলে সব সময় একটি ঝকি যেন লেগে থাকে ।



ভালো বলেছেন। ধন্যবাদ ভাই রাকু হাসান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.