নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ল্যাজটা একদম সোজা

আমার ল্যাজটা একদম সোজা

আইলসা০

আইলসা০ › বিস্তারিত পোস্টঃ

আসুন এসব নৈতিকতাহীনদের প্রত্যাখ্যান করি।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

শাহবাগের আন্দোলন নাকি ট্রাইবুনালের ওপর চাপ সৃষ্টি করেছে। তাহলে ২৮ ফেব্রুয়ারি যারা হরতাল ডেকে ছিল তারা কী করেছে?



৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ শুরুর আগে আমরা পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা দেখেছি। কাদের মোল্লার বিচারের আগেই ট্রাইবুনাল বন্ধের জন্য হরতাল ডাকা হয়েছিল তখন কোনো কার্যকর প্রতিবাদ গড়ে তোলা যায়নি যা ছিল খুব হাশাজক। স্বাধীন বাংলাদেশে রাজাকারদের রক্ষার জন্য হরতাল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা হরতাল হতে দেখেছি এবং তাতে বিএনপিকে নৈতিক সমর্থন দিতে দেখেছি। আজ খালেদা জিয়াসহ বিএনপি নেতা সে কথা ভুলে গেছেন। শাহবাগে গণজাগরণের ফলে তারা দুই মুখী আচরণ করছে। এক দিকে প্রকাশ্যে জামায়াতের কার্যক্রমে সমর্থন জানানো থেকে বিরত থাকছে আর অন্য দিকে শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে।



দেলু রাজাকার কি গণহত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি করে নাই? প্রসিকিউশন কি তা প্রমাণ কতরে পারে নাই? এসব অপরাধ প্রমাণিত হলে তার কি মৃত্যুদণ্ড হয় না? তাহলে ট্রাইবুনাল চাপে পড়ে রায় দিয়ে এই অভিযোগ কেন তোলা হচ্ছে? যারা এ অভিযোগ করছে তারা কি নৈতিকতাহীন নয়? আসুন এসব নৈতিকতাহীনদের প্রত্যাখ্যান করি।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১৮

জিয়া চৌধুরী বলেছেন: এটা হচ্ছে একটা জিহ্বা-খেকো পরজীবি (Cymothoa exigua)। বিশেষ কিছু মাছের জিহ্বায় গিয়ে বসে এরা। এরপর আস্তে আস্তে পরজীবিটা মাছের জিহ্বার জায়গা দখল করে, মাছটির আসল জিহ্বা খসে পড়ে যায়। মাছটা কিন্তু বেঁচে থাকে। জিহ্বার জায়গায় ওই পরজীবিটাকে নিয়েই। আজকে বিএনপির দখল যেভাবে জামায়ত নিয়েছে, যেভাবে রাজাকারেরা বিএনপি'র মুখে কথা বলছে তা দেখেই এই পরজীবি আর মাছটির কথা মনে হয়!

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৭

আইলসা০ বলেছেন: ছবিটা ভয়ংকর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.