নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওবায়েদ উল্লাহ আইমান

ওবায়েদ উল্লাহ আইমান › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে আয়ের এ পথ সে পথ, আপনি যাবেন কোন পথে । অনলাইনে আয় শুরু করুন ঠিক এখন থেকেই ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই । আর ভালো থাকাটাই সব সময়ের জন্য প্রত্যাশা । ব্যস্ততার কারণে এখন লেখার সময় হয়ে উঠেনা । কিন্তু ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে সময় বের করে ছোট একটি লেখা লেখার জন্য ছুটে আসলাম ।

অনলাইনে আয়ের এ পথ সে পথ, আপনি যাবেন কোন পথে । সকল পথই যদি আপনার কাছে নতুন হয়, তবে এ পথটি চেষ্টা করে দেখুন ।

আর দেখুন আয় শুরু করা যায় কিনা??? নিচের লেখাটি অনুসরণ করে কাজ শুরু করুন ।

অনলাইনে আয় করতে গেলে পর্যাপ্ত দক্ষতা থাকা প্রয়োজন । কোন একটি বিষয়েও ভালো জ্ঞান না থাকলে সে বিষয়ে আপনি আয়ের আশা করতে পারেন । ধরে নিচ্ছি আপনি কিছুই পারেননা । কম্পিউটারে ভালোভাবে রিফ্রেশতো দিতে পারেন । তবে কাজ শুরু করার জন্য সেটিই যথেষ্ট । বাকীটা কাজ শুরু করলেই আস্তে আস্তে পেরে পাবেন ।

আমার সীমাবদ্ধ জ্ঞানে আমি চেষ্টা করেছি নিজের চেষ্টায় তৈরী করা আর্টিকেল online earning সাইটে পোস্ট করে সবাইকে কিছু একটা শিখাতে । তারই ধারাবাহিকতায় এ লেখাটি ।

কথা না বাড়িয়ে শুরু করি । ধরে নিচ্ছি আপনার কোন জীমেইল একাউন্ট নেই । আর থাকলে কেমন হবে সেটি পরবর্তী ধাপেই বুঝতে পারবেন কি করতে হবে ।

১। প্রথমেই একটি জীমেইল একাউন্ট তৈরী করে নিন । জীমেইল একাউন্ট তৈরী করতে যান http://www.gmail.com-


২। এখন যান http://www.blogger.com -এ, এখানে আপনার ইউজান নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন



৩। লগইন করার পর ব্লগার প্রোফাইল পেজটি কন্টিনিউ করে ব্লগার ড্যাশবোর্ড পেজ-এ যান ।



৪। সেখানে গিয়ে নিউ ব্লগ-এ ক্লিক করুন । আপনার পছন্দের যে বিষয়ে ব্লগ বানাবেন তার নাম দিন ।



৫। ব্লগের টাইটেল দিয়ে ডোমেইন নেম দিন তারপর একটি টেমপ্লেট পছন্দ করে ক্রিয়েট ব্লগ-এ ক্লিক করুন ।



৬। এখন স্টার্ট পোস্টিং-এ ক্লিক করে আপনার প্রথম পোস্ট লেখা শুরু করে দিন ।



৭। প্রতিদিন ১-৩টি আর্টিকেল পোস্ট করুন । আর পোস্টগুলো মিনিমাম ২০০ শব্দের যেন হয় সেদিকে খেয়াল রাখবেন ।


৮। ১ মাস পর ব্লগার এর গো টু পোস্ট লিস্ট আইকন-এ ক্লিক করে ড্যাশবোর্ড থেকে আর্নিং অপশন-এ যান । এখান থেকে এডসেন্স এর জন্য আবেদন করুন ।



৯। আবেদন করার সময় আপনার সঠিক নাম, ঠিকানা এবং ব্যাংকের ভেলিড নাম সহ তথ্য দিন ।

১০। ১৫ দিনের মধ্যে আপনার একাউন্ট চালু হেওয়ার বিষয়ে ইমেইল আসবে । ২/৩ দিনেও আসতে পারে কিংবা তার চেয়ে বেশী সময়ও লাগতে পারে ।

১১। আপনার এডসেন্স একটিভ হয়ে গেলে সেটিতে লগইন করে নতুন এড তৈরী করুন ।



১২। তৈরী করা এড কোড ব্লগার ড্যাশবোর্ড এর এড এ গ্যাজেট অপশন-এ ক্লিক করে এইচটিএমএল/জাভা স্ক্রিপ্ট সেকশনে পেস্ট করুন ।



১৩। ব্যাস হয়ে গেলো । আপনি এখন আয়ের জন্য পুরোপুরি প্রস্তুত । চালিয়ে যান, হাল ছেড়ে দিবেননা ।



এখন চেষ্টা করুন আপনার সাইটে ভিজিটর বাড়াতে । লেখা পর্যাপ্ত থাকলে ভিজিটর আনা সহজ হয় । আর আপনি ভালো লিখতে না পারলে গুগলে সার্চ দিয়ে কিছু লেখা কপি করে সেগুলো এডিট করে তারপর পোস্ট করুন । প্রতিটি সেন্টেন্স এর ২/৩টি ওয়ার্ড এর প্রতিশব্দ পরিবর্তন করে লেখা পোস্ট করে দিন । কপি পেস্ট করে হুবহু লেখা দেয়া থেকে বিরত থাকবেন । আর গুগল এডসেন্স পেয়ে যাওয়ার পর তাদের নিয়ম কানুন গুলো মেনে চলুন । ভুলেও নিজের এডে নিজে ক্লিক করবেন না । আপনার একাউন্ট-এ ১০০ ডলার হয়ে গেলে গুগল সরাসরি আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে ।

আপনিকি আমার লেখা বুঝতে পেরেছেন??? যদি বুঝতে পারেন । তবে আয় করা আপনার জন্য সহজই হবে । আয় শুরু করার জন্য কাজ শুরু করুন । বাকী কথা আয় শুরু হোক, তারপর বলবো ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

লেখাটি পূর্বে আমার ব্লগ -এ প্রকাশিত ।

অনেক ধন্যবাদ সবাইকে ।


আমার ফেসবুক


শুভ কামনা রইলো সবার জন্য ।

Related Post :

Learn How To Earn Money At Online

Start From Today And Earn

Make Money Online Tips

Earning Money From Home

Easy Online Earning Way

How to make money

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৫

মোজাহিদুর রহমান ব বলেছেন: আপনি এই পজন্ত কত টাকা ইনকাম করেছেন গুগল মামার কাছ থেকে ?

২| ০১ লা জুলাই, ২০১৫ ভোর ৪:১৯

ওবায়েদ উল্লাহ আইমান বলেছেন: $ ৮৫০+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.