| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এশিয়ার অন্যতম বিমানবন্দরগুলোর মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রথম স্থান অধিকার করেছে। এশিয়া এবং বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বিমানবন্দরের স্থানটি পেয়েছে পাকিস্তানের ইসলামাবাদ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর। এক জরিপে ব্যবস্থাপনা, অবকাঠামো সুবিধা ও সেবার মান নিয়ে আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের মতামতের ভিত্তিতে বিমানবন্দরগুলোর অবস্থান নির্ধারিত হয়েছে। স্লিপিং অলটাইম এয়ারপোর্ট নামের একটি সংস্থা এ জরিপটি পরিচালনা করে।
ওই জরিপের ফল অনুযায়ী ইসলামাবাদের পর এশিয়ার অন্যান্য নিকৃষ্ট বিমানবন্দর হচ্ছে যথাক্রমে—নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর, ফিলিপাইনের ম্যানিলা নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর, উজবেকিস্তানের তাসখন্দ আন্তর্জাতিক বিমানবন্দর, ভিয়েতনামের হ্যানয় নই বাই আন্তর্জাতিক বিমানবন্দর, চীনের গুয়ানজুবাইয়ু আন্তর্জাতিক বিমানবন্দর, কম্বোডিয়ার পনোম ফেন আন্তর্জাতিক বিমানবন্দর, ভিয়েতনামের হো চি মিন সিটি তেন সন থাট আন্তর্জাতিক বিমানবন্দর। দশম স্থানে রয়েছে ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে বলা হয়েছে, বিমানবন্দরটিরতে সর্বদিক থেকে সবধরনের সুবিদা অনেক বেশি পাওয়া যায়। কার্যক্রম খুব দ্রুতগতির এবং বিমানবন্দরের ভেতরে সর্বাধুনিক সকল সুবিদা রয়েছে। ঢাকায় চার বছর ধরে অবস্থান করছেন—এমন একজনের বরাত দিয়ে বলা হয়েছে, এই বিমানবন্দরের বেশির ভাগ ফ্লাইট যথাসময়ে ছেড়ে যায় এবং দেরি হয়েছে এমন নজির খুজে পাওয়া প্রায় অসম্ভব। (নিউজ রিপোর্টার হাজীসাব )
২|
৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৫
হাজী বলেছেন: ভাই কিছু খাইয়া লিখি নাই , সপ্ন দেখি অনেক তাই লিখলাম । আসল নিউজটা
প্রথম আলতে ছিল ।
http://www.prothom-alo.com/bangladesh/article/359179/ঢাà¦à¦¾à¦°-শাহà¦à¦¾à¦²à¦¾à¦²-নিà¦à§à¦·à§à¦-নবম-বিমানবনà§à¦¦à¦°
৩|
৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৯
হামিদ আহসান বলেছেন: অভিনন্দন
৪|
৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯
ইউরো-বাংলা বলেছেন: ঢাকার উপর সঠিকভাবে পরিসংখ্যান নিলে ,ঢাকা ৩ এর ভিতরেই থাকত।
৫|
৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩১
হাজী বলেছেন: আমারও তাই মনে হয় ![]()
৬|
৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৬
বাংলার নেতা বলেছেন: ঢাকার শাহজালাল নিকৃষ্ট নবম বিমানবন্দর!
এশিয়ার নিকৃষ্টতম বিমানবন্দরগুলোর মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নবম স্থান অধিকার করেছে। এশিয়া এবং বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বিমানবন্দরের স্থানটি পেয়েছে পাকিস্তানের ইসলামাবাদ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর। এক জরিপে ব্যবস্থাপনা, অবকাঠামো সুবিধা ও সেবার মান নিয়ে আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের মতামতের ভিত্তিতে বিমানবন্দরগুলোর অবস্থান নির্ধারিত হয়েছে। স্লিপিং ইন এয়ারপোর্ট নামের একটি সংস্থা এ জরিপটি পরিচালনা করে।
ওই জরিপের ফল অনুযায়ী ইসলামাবাদের পর শাহজালালের আগ পর্যন্ত এশিয়ার অন্যান্য নিকৃষ্ট বিমানবন্দর হচ্ছে যথাক্রমে—নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর, ফিলিপাইনের ম্যানিলা নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর, উজবেকিস্তানের তাসখন্দ আন্তর্জাতিক বিমানবন্দর, ভিয়েতনামের হ্যানয় নই বাই আন্তর্জাতিক বিমানবন্দর, চীনের গুয়ানজুবাইয়ু আন্তর্জাতিক বিমানবন্দর, কম্বোডিয়ার পনোম ফেন আন্তর্জাতিক বিমানবন্দর, ভিয়েতনামের হো চি মিন সিটি তেন সন থাট আন্তর্জাতিক বিমানবন্দর। দশম স্থানে রয়েছে ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে বলা হয়েছে, বিমানবন্দরটিরতে হট্টগোল বেশি। কার্যক্রম খুব ধীরগতির এবং বিমানবন্দরের ভেতরে মশামাছির উৎপাত রয়েছে। ঢাকায় চার বছর ধরে অবস্থান করছেন—এমন একজনের বরাত দিয়ে বলা হয়েছে, এই বিমানবন্দরের বেশির ভাগ ফ্লাইট যথাসময়ে ছেড়ে যায় না, দেরি হয়।
৭|
৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯
বাংলার নেতা বলেছেন: কিন্তু চীনের গুয়াংজু বাইয়ুন বিমান বন্দর নিকৃষ্ট হওয়ার চান্স নাই! কারণ আমি ওখানে গেছিলাম। জরিপে ভূল আছে?
শাহজালালে ব্যপাক মশা আছে, মশাগুলো খুবই শক্তিশালী ও হিষ্টপিশ্ট! এটা সত্য কথা।
৮|
৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৭
হাজী বলেছেন: হবে একদিন হবে আমাদের দেশেরটাও ভাল হবে । আমার লেখার মতই খবর সংবাদ পত্রিকা গুলো ছাপাবে , সেই সপ্নই দেখি প্রতিরাতে ।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১
নগর সংগীত বলেছেন: আজেবাজে কিছু খেয়ে লেখা হইসে এই আর্টিকেল
।