নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি উগ্র
ফণা তুলবে আমার তিব্র ব্যাকুলতা।
তখন তোমার বাহুতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে
পারবে আমার স্থিরতা ফিরিয়ে দিতে?
যখন আমি জেদি
তিব্র হিংস্রতায় বন্য হয়ে উঠব।
কথামালার প্রখর আঘাতে অন্তরে তোমার আমি রক্ত বর্ষা ঝরাব।
পারবে তোমার কোমলতায় আমার শীতলতা ফিরিয়ে দিতে?
যখন আমি দাবানল
ফুল নয় ফুলকি হয়ে তিব্র ভাবে জ্বলব।
তখন তুমি হিম হয়ে শক্ত করে দুবাহুতে জড়িয়ে
পারবে তোমার বক্ষে আগলে ধরে আমার অবিচলতা ফিরিয়ে দিতে?
যখন আমি বিবাগী
মাঝরাতে আচমকা ঘুম ভেঙ্গে জেগে উঠব।
নিজের মাঝে নিজের থেকেও অনেক বেশি কিছু খুঁজব।
পারবে তোমার উষ্ণতায় আমার নমনীয়তা ফিরিয়ে দিতে?
যখন আমি চন্দ্রাহত
কলঙ্ক রক্তিম চাঁদ;
আমি মেঘের ন্যায় ভাসব।
হয়তো অনেকটা তোমার হাতের নাগালের বাইরে।
হয়তো তোমার থেকেও অনেক বেশি পূর্ণিমা ভালোবাসব।
পারবে আমাকে ভালোবাসতে?
পারবে ঈর্ষা বিসর্জনে নিঃস্বার্থ সমর্থনে
আমার পূর্ণতা হয়ে আমাকে আঁকড়ে ধরে থাকতে?
যদি ভালোবাস— আমাকে জানতে হবে।
পারবে আমাকে ভালোবাসতে?
০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৮
আজব লিংকন বলেছেন: সত্যি কি তাই কুতুব ভাই। ঘুমান নাই আপনার? আপ্নেও ব্যাচেলর না কি?
পড়ছে না দায় সাড়া কমেন্ট দিলেন ভাইসাব!
"সামাঝ-মে কুছ নাহি আয়া, মাগার মাজা বহাত আয়া।" - যেন না হয়।।
২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১:১৬
সৈয়দ কুতুব বলেছেন: মুই ও ব্যাচেলর। নোর কাছে কবিতা মানেই সুন্দর কিছু!
০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩৫
আজব লিংকন বলেছেন: আপনার বয়স কত ভাই?
০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
আজব লিংকন বলেছেন: বয়স জিজ্ঞেস করায় মাইন্ড করলেন না কি?
শুনেছি বয়স জিজ্ঞেস করলে বাঙালিরা না কি মন খারাপ করে। তাদেরকে এসএসসি পরীক্ষার সাল জিজ্ঞেস করতে হয়।। আপনি কত সালে এস,এস,সি পরীক্ষা দিয়েছিলেন ভাইসাব?
৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১৫
শেরজা তপন বলেছেন: ভালবেসে না জানাইলে ক্ষতি কি? অপ্রকাশিত প্রেমের স্থায়িত্ব বেশী।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
আজব লিংকন বলেছেন: ক্ষতি নেই।
না জানালে, সেটা অপ্রকাশিত এক তরফা ভালোবাসা।
আমার কাছে ভালোবাসা মানে একে অপরকে বোঝা।
এই যুগের ভালোবাসা মেইড ইন চায়না হয়ে গেছে ভাই। চার মাস চলে পঞ্চম মাসে আর যায় না।।
প্রকাশিত বা অপ্রকাশিত রিয়েল লাভ কখনো মন থেকে মুছে যায় না।। কি বলেন বড় ভাই?
৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪১
এসো চিন্তা করি বলেছেন: ভাই অনেক ভালো লাগলো পড়ে ।
☺️
০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
আজব লিংকন বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
এখন আপনি কি বিষয়ে লিখছেন?
মাত্র আসলাম, একটু পর আপনার ব্লগে যাবনে।।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫০
সৈয়দ কুতুব বলেছেন: বহুত খুভ জনাব!