নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

ছলনার বালুচরে

১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩



কিছু প্রশ্নের উত্তর তুমি নিরবতায় খুঁজে নিও
ধীর পায়ে হেঁটে হেঁটে ভুলগুলো বুঝে নিও।।
ছলনার বালুচরে মোহ মায়া ছুঁড়ে দিয়ে
বিষাদের প্রবল স্রোতে তুমি নিজেকে খুঁজে নিও।।

বুঝে নিও।।
ছটফটানিতে গিলে খায়
জীবনের চোরাবালি— তুমি স্থির হয়ে বুঝে নিও।।
ধীর পায়ে হেঁটে হেঁটে তুমি নিজেকে তুলে নিও।।
সমুদ্রের নোনা জলে তুমি নিজেকে ধুয়ে নিও।।

তুমি বালুচরে বুনতে চেয়েছিলে স্বপ্ন
অথচ বালুচরে স্বপ্ন বোনা যায় না।।
বালুচর কেবল মুছতেই জানে
বালুচরে স্বপ্ন আঁকা যায় না।।

তবুও কিছু জিজ্ঞাসার পিপাসা
রয়ে যায় বাকী—
কিছু প্রশ্নের উত্তর—
নিরবতায় খুঁজে পাওয়া যায় না।।

পাশাপাশি হেঁটে অতিবাহিত জীবনের—
অর্ধশত দীর্ঘ পথ।
তবুও চির-চেনা প্রিয় কিছু মানুষ থেকে যায়—
মুখোশের আড়ালে।
কিছু মানুষের আসল রূপ কখনোই চেনা যায় না।।
স্মৃতি থেকে মুছে যায় কেবল তারা—
হৃদয় থেকে মুছে যায় না।।
দূরে চলে গিয়েও কেন তাদের থেকে—
দূরে চলে যাওয়া যায় না।।

কত রাত আমি একা জাগি,
কত রাত আমি একা হাঁটি—
কত রাত আমার দুচোখে নেই কোন ঘুম।।
সাদা চাদরে ঢেকে রাখা আমার মস্তিষ্কে
তোমার—
ছোট একটা রুম।।

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!

৩ টা বাহ হয়েছে কবিতাটা ভাইয়ু!!! :)

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২২

আজব লিংকন বলেছেন: আজ কোন দিক দিয়ে চন্দ্র সূর্য উঠেছে..
আমার পোস্টে শায়মা আপার কমেন্ট... ওয়াও
মেনি মেনি মেনি থ্যাংকস আপুনি।
তোমার জন্য এত্তোগুলা ভালোবাসা।।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৩

আজব লিংকন বলেছেন: তোমার পোস্টে আমার উদ্দেশ্যে করা লাস্ট কমেন্ট-এর উত্তর আমি দেই নি শায়মা আপা।। "সময় গেলে সাধন হবে না"
আমি নিজেই মনে হয় ভিন্ন দিক থেকে ওই একই পথের পথিক।। সেজন্যই মনে হয় লালন সাঁইজী আমার জন্য বলে গেছে, "গুরু পদে মতি আমার কই হইলো, আজ হবে কাল হবে বলে কথা কথা দিন গেল।।"

২| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

শেরজা তপন বলেছেন: তবুও চির-চেনা প্রিয় কিছু মানুষ থেকে যায়—
মুখোশের আড়ালে।
কিছু মানুষের আসল রূপ কখনোই চেনা যায় না।।

-চরম সত্য কথা। এখানে কিছু মানুষ নয় সব মানুষই হবে।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৪

আজব লিংকন বলেছেন: সব মানুষ... হতে পারে তপন দা।।
এখনো এত মানুষ আমি দেখিলাম কই! সবে আমার জীবনে মানুষ চেনা শুরু হয়েছে।। অনেক সুন্দর একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান।।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

মনিরা সুলতানা বলেছেন: কিছু প্রশ্নের উত্তর তুমি নিরবতায় খুঁজে নিও
ধীর পায়ে হেঁটে হেঁটে ভুলগুলো বুঝে নিও।।

চমৎকার।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৫

আজব লিংকন বলেছেন: থ্যাঙ্কিউ সো মাচ আপুনি।।
অনেক ভালো লাগলো আপনি আমার লেখাটা পড়েছেন এবং এত সুন্দর মন্তব্য করেছেন।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৫

আজব লিংকন বলেছেন: সম্প্রতি ব্লগে আমি আপনার ইন্টারভিউটা পড়েছি। আমার খুব ভালো লেগেছে।। স্কুল লাইফে আমিও বিএনসিসি ক্যাডেট ছিলাম।। আমাদের দুই মহাস্থান ব্যাটালিয়ন ছিল।। বার্ষিক ক্যাম্পে আমি একবার শ্রেষ্ঠ ক্যাডেট হয়েছিলাম।।
সত্যি আপনার মন্তব্য দেখে আমি অনেক খুশি হলাম।।
আপনার জন্য দোয়া ও অসংখ্য শুভকামনা রইল।।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

সৈয়দ কুতুব বলেছেন: সাহিত্যিক আজব লিংকন আপনার কবিতার বই আগামী বই মেলাতে দেখতে চাই।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৬

আজব লিংকন বলেছেন: সো সুইট অফ ইউ কুতুব ভাই।।
আই উইশ কোন একদিন আপনার দোয়া যেন কবুল হয়।।
সাহিত্যিক এবং বই লিখতে গেলে অসংখ্য পড়াশোনা করতে হয়। আর আমি একটা গবেট স্টুডেন্ট।
থ্যাংক ইউ সো মাচ ভাইজান।।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩২

শায়মা বলেছেন: এখন থেকে রোজ রোজ তোমার পোস্ট পড়োবোক ভাইয়াজী!!!!!!!!!!!


হাজার হোক লালন সাই ভাইয়ামনি তুমি!!!!!!!!!! :P

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৭

আজব লিংকন বলেছেন: হা হা রোজ রোজ পোষ্ট দিতে গেলে আমি আক্কা পাব আপা।।
যাইহোক, পড়বা তাই আমার পরম সৌভাগ্য।
থ্যাংক ইউ ভেরি মাচ।
আশীর্বাদও চাই আপুমনি।।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: আশীর্বাদ রহিলো!!! :)

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২১

জটিল ভাই বলেছেন:
কবিতাতো দেখছি সাধারণ নয়!

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১১

আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ভাইজান।।
আপনার জন্য ভালোবাসা রইলো।।
জটিলবাদ।।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৪

মায়াস্পর্শ বলেছেন: বাহ্,দারুন সাজিয়েছেন।
অসাধারণ।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৩

আজব লিংকন বলেছেন: অসংখ্যা ধন্যবাদ মায়াস্পর্শ ।।
আপনার জন্য ভালোবাসা রইলো।।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: আমি কবিতা বুঝি না।
যে কবিতা পড়ে ভালো লাগে সেটাই আমার কাছে ভালো কবিতা। আর যে কবিতা পড়ে বিরক্ত লাগে সেটা আমার কাছে ভালো কবিতা নয়। আপনার কবিতা পড়ে আমি বিরক্ত হই না।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৬

আজব লিংকন বলেছেন: কবিতা বোঝা অনেক কঠিন, অনুভূতি বোঝা অনেক সহজ।।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই।।
আপনার জন্য ভালোবাসা রইলো।।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বরাবরের মতই ভালো হয়েছে। তিন নং স্তবকটা বেশি ভালো লেগেছে। আপনার কবিতা পড়তে আসলে নির্বহন (নামটা বোধহয় ভুল হয়ছে) এর কথা মনে পড়ে।
কবির জন্য শুভকামনা রইলো।

২৩ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

আজব লিংকন বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভাল লাগলো।
আশা করি আপনি ভালো আছেন।।
আপনি বলেছেন, "নির্বহন এর কথা মনে পড়ে"
উনি কে? উনার সম্পকে কি আমি কিছু জানতে পারি।
আপনার জন্য শুভকামনা নিরন্তর।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.