নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

জার্নি বাই তুমি

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১২



জার্নি বাই বোট জার্নি বাই বাস
জার্নি বাই ট্রেইন জার্নি বাই প্লেইন
জার্নি বাই কতকিছুই তো হয়।
কখনো কখনো জার্নি বাই তুমিও হয়।

জার্নি বাই তুমি?
হ্যাঁ― জার্নি বাই তুমি।

তুমি আসো না তোমার চিন্তা আসে
তোমার প্রিয় ফুল তোমার প্রিয় ফল
মেঘ পাহাড় সমুদ্র অতল।
তারের উপর বসে থাকা একা একটা পাখি
অথবা নিশ্চুপ দাঁড়িয়ে থাকা একটা কদম গাছ।
প্রথম বর্ষার প্রথম কদম অথবা কাঠগোলাপের ঘ্রাণ।
তুমি আসো না তোমার চিন্তা আসে
অথবা চিন্তা হয়ে তুমি আসো।

কিছু শব্দ বাক্য সুর কিছু কবিতার ঝংকার
আমাকে খুবলে খুবলে খায়
ভিতরে ভিতরে আমি নিঃশেষ হয়ে যাই।
আমি উন্মাদ হয়ে যাই।

ছয়টা রিপু—
ছয়টা তারের একটা গিটারে মত।
মৃত পড়ে থাকা কিছু কাব্য
খাতা-কলমে কাটা-ছেঁড়া লাশ কাটা ঘরের মত।
কবিতার খাতায় নিথর পরে রয়।।

তুমি আসো না তোমার চিন্তা আসে
অথবা চিন্তা হয়ে তুমি আসো।
যখন তোমার শূন্যতায় আমি নিজেকে হারাই।

যখন তোমার শূন্যতায় আমি নিজেকে হারাই
অসীম শূন্যতায় এ-হৃদয়ে সুর জাগে।
তখন সংগীতের হাত ধরে আমি
নিজেকে নিজের খুব কাছে ফিরে পাই।

তুমি আসো না তোমার চিন্তা আসে
অথবা চিন্তা হয়ে তুমি আসো।
যখন তোমার শূন্যতায় আমি নিজেকে হারাই।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১০

আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ভাইজান।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: তাহসিন সাহেব ও বিয়া কইরা ফেললো অথচ আমরা আনম্যারিড :|

০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৮

আজব লিংকন বলেছেন: এমন উদ্ভট আফসোস জনক মুহূর্তে মানুষকে কিভাবে সান্তনা দিতে হয় আমার জানা নেই। ইনশাআল্লাহ দোয়া করি দ্রুত আপনার বিবাহ হয়ে যাক।। কত নাম্বার যদিও বা আমার জানা নেই।

প্রথমে আপনার কমেন্ট পড়ে অনেকক্ষণ হাসলাম।
তাহসিন কে আমি চিনি না, আর ও শাদি করলে আমার কি? গতকাল আমার বন্ধুর ছেলে বিয়ে হয়েছে। সো হোয়াট!!!

পৃথিবীতে দুই প্রকার পুরুষ মানুষ রয়েছে,
১ম প্রকার বিবাহিত
২য় প্রকার সুখী।।
আমি সুখী।।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১২

সৈয়দ কুতুব বলেছেন: তাহসান ভুলে তাহসিন হয়ে গেছে। /:)

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:১১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ২ নং মন্তব্য আর মন্তব্যের উত্তর দেখে হাসতে হাসতে মরে গেলাম।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কুতুব ভাইয়ের বিয়ে হোক তাড়াতাড়ি
সাথে সাথে আজব লিংকনেরও

০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

আজব লিংকন বলেছেন: ❝এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত। যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দূরে যাইবার অনুমতি।❞
- শ্রীকান্ত
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: জার্নি বাই তুমি!!!

বাহ বাহ ভাইয়ু!!!!


কুতুবভাইয়ু নাকি আনম্যারিড!!! হায় হায় হায় প্রোপিক দেখে তো ১৯৫০ সালের বুড়া মানুষই মনে হয়!!!

২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২

আজব লিংকন বলেছেন: আমি হাসতে হাসতে শেষ।
তাঁকে আমারও সন্দেহ হয় আপা।।
নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইল আপা।।
লাভ ইউ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.