![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের নামটা দেখে অনেকের চোখেই হয়ত ভেসে উঠছে David Fincher এর সেই বিখ্যাত মুভি "The Curious Case of Benjamin Button" এর কথা কিন্তু আমরা বাঙ্গালিরা যে সবাই এক একজন "Benjamin Button" তা আমরা কখনই চিন্তা করে দেখিনা।এখন হয়ত অনেকেই ভাবছেন ব্লগে নতুন পাগল আসল কই থেকে কিন্তু এটাই যে বাস্তব তা আমরা কোনদিনও বুঝিনি আসলে বুঝতে চাইনি। "Benjamin Button এর সাথে পার্থক্য একটাই উনি মারা যার শারিরিকভাবে ছোট হয়ে আর আমরা মানসিকভাবে।
আমার খুব পছন্দের একটি লাইন হচ্ছে
"আমি জন্মের প্রয়োজনে ছোট
হয়েছিলাম,
এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি "
কিন্তু আমার মনে হয়না এই সত্য কথাটিও আমাদের বাঙ্গালিদের জন্নে আজ আর সত্য। জাতিগত ভাবে আমরা বাঙ্গালিরা খুবই শক্ত ভিত্তির উপর দাড়িয়ে আছি এবং আমাদের আছে এমন এক গৌরব যা পৃথিবীর আর কারো নেই। আমরাই পৃথিবীর একমাত্র সাক্ষী যারা ভাষার জন্নে রক্ত দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধর কারনে আমরা জন্মগত ভাবেই ইতিহাস আর গৌরবের দিক থেকে বড় হয়ে জন্মাই কিন্তু এর প্রতিদান আমরা কতজনেই বা দেই একবার কি আমরা ভেবে দেখেছি??জন্মের সময় আমরা বড় হয়ে জন্মালেও যতই বড় হতে থাকি সময়ের সাথে সাথে আমরা আমাদের অতীত ভুলে নিজেদের ছোট করে তুলতে থাকি আমরা ভুলে যাই আমাদের গৌরব ভুলে যাই আমাদের দায়িত্ব বিক্রি করে দেই আমাদের সত্তাকে।কেন স্বাধীনতার ৪০ বছর পরেও আমাদের এই অবস্থান কেও কি ভাবসি একবার?আজ আমরা সবাই দেশ নিয়ে খুব হতাস কিছুই হবেনা এই দেশে এইসব মন্তব্য অবাধেই করে ফেলি কিন্তু কেন হবেনা তা নিয়ে ভাবার সময় কারো নেই।জাতি হিসেবে আমরা বরাবরই নিজেদের সাহসী বলে দাবি করি কিন্তু বাস্তবে আমরা এতই সাহসী যে আমাদের সামান্য অন্যায়ের প্রতিবাদ করার সাহসটুকুও আজ আর অবশিষ্ট নেই
আমার খুদ্র মস্তিস্কের চিন্তাভাবনার বিচারে আমার মনে হয় আমাদের এই অবস্থার প্রধান কারন আমাদের রাজনীতিতি।আমাদের বর্তমান মহান নেতারা আজ বেস্ত একে অপরের সমালোচনা নিয়ে। কিভাবে পদ্মা সেতু বিক্রি করে পকেট ভারি করা যায় পারলে দেশটাই বিক্রি করে ফেলি এটা নিয়েই বেস্ত আমাদের মহান নেতারা। লেখাটি পড়ে আমাকে কোন নির্দিষ্ট দলের কুকুর ভাবছেন??দয়া করে ভাববেননা কারন আমাদের অন্য দলের নেতারা যে তীর্থের কাকের মত বসে আছেন কবে এই সরকারের ৫ বছর পূরণ হবে এই সরকার না পারলে পরবর্তীতে দেশ বিক্রির মহান দায়িত্ব যে তাদেরই হাতে
। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছিলেন তা নিয়েই মারামারি তাদের মাঝে কিন্তু সেই মহান নেতারা কেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমরা কি আসলেই আজ স্বাধীন কিনা তা নিয়ে ভাবার সময় কারোরই যে আজ আর নেই
। আমরা আজ এত বেশি নোংরা মনের অধিকারি যে যুদ্ধাপরাধীদের বিচারেও আজ আমাদের দলাদলি না করলে হয়না।
ইতিহাসের নাকি একটি নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটে, কিন্তু আমাদের ইতিহাস যদি পুনরাবৃত্তি হয় তবে কি হবে আমারা কি জানি? আবার যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয় আবার যদি কোন যুদ্ধ হয় তবে আমাদের ইতিহাসের পুনরাবৃত্তিতে কিছু বোকা মানুষ দেশের জন্নে রক্ত দিবে বিনিময়ে আবার কিছু নিজামির মত রাজাকার আবার কিছু স্বার্থান্বেষী নেতা ছাড়া যে আমরা আর কিছুই পাবনা । যদিও আবার যদি কোন যুদ্ধ হয় কখনো এই প্রজন্মের কয়জন যুদ্ধ করবে তা নিয়ে আমি সন্দিহান কারন সেই সাহসী জাতি যে আজ ভিতু জাতিতে পরিনত হয়েছে হয়ে গেছে মেরুদণ্ডহীন একটি জাতিতে। হে ইতিহাস তুমি মোদের ক্ষমা কর
।
এবার আসি এই প্রজন্মের কথায়।সবাই বলে নতুন প্রজন্মই দেশের কারিগর তারাই দেশকে শক্ত হাতে এগিয়ে নিয়ে যাবে ব্লা ব্লা ব্লা.....এবার আসুন একটু দেখি আমাদের এই প্রজন্মের কি অবস্থা।
হ্যাঁ আপনি ঠিকি দেখছেন এটাই হল আমাদের এই প্রজন্ম যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমার খুব জানতে ইচ্ছা করে কেন এদের এত দেশপ্রেমের অভাব কেন এরা নিজেদের সত্তাকে বিক্রি করে দিচ্ছে এরা কি জানে আমাদের পপ্রকৃত ইতিহাস যদি না জানে তবে এর দায়ভার যে আমাদেরও নিতে হবে। আচ্ছা এই ভাই কি জানে স্বাধীন বাংলার পতাকা সর্বপ্রথম কথায় উত্তলিত হয়, আমাদের বীরশ্রেষ্ঠ কয়জন কারা তারা?আচ্ছা এত কঠিন করে লাভ নেই সহজ প্রশ্ন ওয়ার্ল্ড রাঙ্কিংএর ১ নং অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসানের জন্মদিন কবে?আমি বলছিনা জানতেই হবে কিন্তু যে ছেলে ঘটা করে অন্নের দেশের খেলোয়াড়ের জন্মদিন পালন করতে পারে সে কেন নিজ দেশের ১ নং খেলোয়াড়ের জন্মদিনটা কবে তাও জানবেনা?বাঙালি বলে পরিচয় দিতে কি তোদের লজ্জা লাগে? ৩০ লক্ষ শহীদের রক্তের দাম পরিশোধ না করে এরা আজ বেস্ত যারা তাদের মা বোনকে ধর্ষণ করেছে তাদেরই পা ছাটতে।তোদের জন্নে যে থুতু ফেলতেও আমাদের আজ ঘৃণা হয়
। তোদের জন্নেই বলা " নিজ দেশ তেইয়াগি কেন বিদেশ ন যায়"
।
ধর্মের দিক থেকে আমরা বরাবরই অসম্প্রদাইক বলে নিজেদের দাবি করি কিন্তু আজ আমরা হিন্দু নাকি মুসলমান,আস্তিক নাকি নাস্তিক এইসব নিয়েই বেস্ত। কিন্তু হাঠহাজারিতে যে মন্দির ভাংচুর করল ছাত্রলিগের কর্মীরা কই আমরা কেও তো প্রতিবাদ করলাম না।প্রতিবাদ করলামনা ছাত্রদলের নেতার হাতে প্রান গেল যেই ছাত্রের।চবিতে যে ছাত্র মারা গেল অথবা যে সাংবাদিকদের হত্যা করা হল ব্লগে ২/১ লাইন লিখেই আমরা আমাদের দায়িত্ব পালন করে ফেলেছি তাইনা??কই আমরা কেওতো প্রতিবাদ করছিনা চাইছিনা এর বিচার, সামনাসামনি প্রতিবাদ করতে যে আমাদের আসলে ভয় হয় কারন আমরা যে মনের দিক থেকে আজ খুব বেশি ছোট।আজ আমরা কাঁটাতারে ফেলানির লাশের মত নিজেদের আত্মসম্মানবোধ, নিতিবোধকেও ঝুলিয়ে দিয়েছি অন্নের হাতে। গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি আমাদের দেশটাকেই
কিন্তু আমরা এত বড় হয়ে জন্ম নিয়েও কেন ছোট হয়ে মরব?আমাদের একটু সচেতনতাই পারে আমাদের এই দেশটাকে বদলে দিতে।দিতে পারে কোন নতুন মাহাতি মোহাম্মাদকে যে কিনা সুন্দরভাবে দেশটাকে বদলে দিবে।আমাদের দরকার শহীদদের রক্তে অনুপ্রানিত এক উজ্জ্বল ভবিষ্যৎ নতুন প্রজন্ম যারা শক্ত হাতে ধরবে এই দেশের হাল।হয়ত ইতিহাস একদিন পুনরাবৃত্তি বন্ধ করবে আমরাই আমাদের ইতিহাসকে পাল্টাতে পারব সেই দিনের অপেক্ষায় আমরা
[ বিদ্রঃ সামু তে এটা আমার প্রথম লিখা আরও সহজভাবে বললে আমার জীবনের প্রথম ব্লগ লিখা প্রচুর বানানে ভুল আর অনেক বড় বড় কথা বলে ফেললাম আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ]
০৮ ই মার্চ, ২০১২ রাত ২:১১
আচমকা_দিশেহারা বলেছেন: আমার ব্লগে প্রথম কমেন্ট দেয়ার জন্নে আপনাকে ধন্যবাদ
২| ০৮ ই মার্চ, ২০১২ রাত ২:৫৭
অক্টোপাস বলেছেন: অসাধারন লিখেছেন! ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০১২ রাত ৩:২২
আচমকা_দিশেহারা বলেছেন: মন্তব্য দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ
৩| ০৮ ই মার্চ, ২০১২ ভোর ৪:০৪
দাদুভাই বলেছেন: অসাধারন লিখেছেন, আপনাকে ++++++++++
০৮ ই মার্চ, ২০১২ সকাল ৮:৪১
আচমকা_দিশেহারা বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই মার্চ, ২০১২ ভোর ৪:১৪
চাঁপাডাঙার চান্দু বলেছেন: অসাধারণ লেখা, অনেক ভাবনার খোরাক আছে; দেশকে নিয়ে, সমাজকে নিয়ে এবং নিজেকে নিয়ে। +++
০৮ ই মার্চ, ২০১২ সকাল ৮:৪৬
আচমকা_দিশেহারা বলেছেন: আসলে সময়টাই এখন এমন না ভেবে উপায় নাই এভাবে আর কতদিন??
৫| ০৮ ই মার্চ, ২০১২ ভোর ৫:৪৮
পাতালপুরের জাহাজ চালক বলেছেন: এত ভালো একটা টপিক দিয়ে লেখা শুরু করলেন, আপনাকে ধন্যবাদ!
০৮ ই মার্চ, ২০১২ সকাল ৮:৪৯
আচমকা_দিশেহারা বলেছেন: লেখক বলেছেন: উঠাই দিচ্ছেন তো ভাই :প আপনাকে ধন্যবাদ
৬| ০৮ ই মার্চ, ২০১২ সকাল ৯:৩৫
হাবীব কাইউম বলেছেন: যাদের স্বপ্ন আছে বড় হওয়ার, তারাই বড় হতে পারে। আবার যে নিজের শক্তি-সামর্থ্যের কথা জানে না, সে কিছুই করতে পারে না।
সুন্দর লেখা।
০৮ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪০
আচমকা_দিশেহারা বলেছেন: আমাদের বাঙ্গালীদের শক্তি সামর্থ্য নিয়ে কোনদিনও কোন প্রশ্ন ছিলনা কিন্তু সময়ের সাথে সাথে আমরা তা ভুলতে বসেছি। সময় এসেছে সবাইকে নিজেদের অধিকার নিয়ে ভাবার। আমরা সবাই বিবেকবান মানুষ হলে এই সমাজের এই রূপ দেখতে হয়না।
ধন্যবাদ
৭| ০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৩৮
শামছুল আরেফিন বলেছেন: আমার চিন্তার বিষয় বস্তুর সাথে আপনার লেখার বিষয়বস্তুর ব্যাপুক মিল
সামুতে আপনাকে অভিনন্দন। হ্যাপি ব্লগিং।
০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪৩
আচমকা_দিশেহারা বলেছেন: চিন্তা ভাবনার সাথে মিল থাকলে আপনার সাথে আমার ব্লগে তাহলে জমবে ভালো মন্তব্যর জন্য ধন্যবাদ
৮| ০৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৫৩
বীলজেবাব বলেছেন: @শামছুল আরেফিন আপনার ব্লগের সব গুলো লেখাই ত দেখলাম কপি পেস্ট ভিত্তিক । লেখায় আপনার চিন্তা ভাবনার অংশ কোনগুলো খুঁজে খুঁজে আমি হয়রান ।
০৯ ই মার্চ, ২০১২ রাত ৩:৩৯
আচমকা_দিশেহারা বলেছেন: ভাই আমরা কারো সমালোচনা না করি
৯| ০৮ ই মার্চ, ২০১২ রাত ১০:৫১
শামছুল আরেফিন বলেছেন: @বীলজেবাব আমি এখানে বলেছি আমার চিন্তার সাথে @আচমকা_দিশেহারা লেখার মিল রয়েছে।
আমি বলেনি আমার লেখার সাথে @আচমকা_দিশেহারা র লেখার মিল।
@বীলজেবাব আপনি বলেছেন আমার সব গুলো লেখাই কপি পেস্ট। আমি নিশ্চিত আপনার লেখা বুঝেন না অথবা আপনার মাথায় সমস্যা আছে। কারন আপনি আমার বেশীর ভাগ পোস্ট ভাল লাগা এবং ভাল কমেন্ট করেছেন।
আশা করি বুঝে শুনে কমেন্ট করবেন। না হলে সব জায়গায় লাদতে এসে গদাম নিতে নিতে অস্থির হয়ে যাবেন
০৯ ই মার্চ, ২০১২ রাত ৩:৪০
আচমকা_দিশেহারা বলেছেন: ভাই আমরা মারামারি না করি
১০| ০৯ ই মার্চ, ২০১২ ভোর ৪:৩১
সন্জু ৩০৭ বলেছেন: আপনাকে আমি নিয়নিত পড়তে চেষটা করবো।
যদিও আমি নিজে একটা ভেগাবন্ড টাইপ, কিন্তু প্রসঙ্গটা আপনার, আমার মত এ দেশের সকল মানুষের বলে আটকে গেলাম।
খুব ভাল লিখেছেন।
আপনাকে প্রয়োজন আছে।
চালিয়ে যান নিয়মিত।
০৯ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৭
আচমকা_দিশেহারা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ। ব্লগ লিখা শুরুর ২ দিনের মাঝে নিয়মিত ১ জন পাঠক পেয়ে গর্বিত ভাই আমিও আপনার মত ভেগাবন্ড টাইপের মানুষ আমার এলাকায় চা-বিরির সাথে জম্পেশ আড্ডার দাওয়াত রইল
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১২ রাত ১:৫৬
বীলজেবাব বলেছেন: খুব সুন্দর লিখেছেন প্রথম ব্লগ হিসেবে। আপনাকে অভিনন্দন ।