![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।
৫২। দেয়াল গাঁথার অঙ্ক
অঙ্কের ক্লাশ চলছে। শিক্ষক এক ছাত্রকে জিজ্ঞেস করলেন, ‘১৫ জন মিলে একটা দেয়াল গাঁথতে ১২ ঘণ্টা সময় লাগে। ৫ জন মিলে সেই দেয়াল গাঁথতে কতোক্ষণ সময় লাগবে?’
ছাত্রটি উত্তর দিলো- ‘ঐ দেয়াল আবার গাঁথতে যাবে কেনো? দেয়াল তো আগের ১৫ জনই গেঁথে দিয়েছে!’
৫৩।সুইমিং পুলের জন্য চাঁদা
মহল্লায় একটা সুইমিং পুল বানানো হবে। আর তাই বাসায় চাঁদা চাইতে এসেছে মহল্লার কতোগুলো ছেলে। সব শুনে বাবা করলেন কি, মাকে বললেন, ‘যাও তো, ছেলেরা সুইমিং পুল বানাবে। ওদেরকে এক গ্লাস পানি দিয়ে এসো।’
৫৪।বুড়ির কানে শোনার যন্ত্র
দুই বুড়ির খুব ভাব। ওদের একজন যে আবার কানে একটু কম শোনে সে গতকাল কানে শোনার যন্ত্র কিনেছে। আর তাই আহ্লাদে গদগদ হয়ে এসেছে অন্য বুড়ির কাছে। এসেই বললো- ‘কাল না আমি এই কানে শোনার যন্ত্রটা কিনেছি। সুন্দর হয়েছে না?’
দ্বিতীয় বুড়ি : তা যন্ত্রটা কাজ কেমন করছে?
প্রথম বুড়ি : তা আমার ছেলেই কিনে দিয়েছে। ঐ পল্টনের ওখানে তো ওর অফিস, ওখান থেকেই বোধহয় কিনেছে।
৫৫।জোরে জোরে শ্বাস নিন
রফিক সাহেবের খুব জ্বর হয়েছে। তাই তিনি গেছেন এক ডাক্তারের কাছে। তাকে দেখেই ডাক্তার বলে উঠলেন- ‘জোরে জোরে শ্বাস নেন তো দেখি।’ তাই না শুনে রফিক সাহেব তো বেজায় খুশি। কতো ভালো ডাক্তার, ঢুকতে না ঢুকতেই চিকিৎসা শুরু করে দিয়েছে। বললেন, ‘আমার ফুসফুস পরীক্ষা করবেন বুঝি? কিন্তু আমার তো জ্বর হয়েছে, ফুসফুসে তো কিছু হয়নি।’ তখন ডাক্তার বললেন, ‘ধুর, আপনার ফুসফুস কে পরীক্ষা করতে যায়! আমি আমার চশমার কাঁচ পরিস্কার করবো। দেখি, জোরে জোরে শ্বাস নিন।’
৫৬।কলমের বদলে পেন্সিল!
শহীদ সাহেবের ছোটো ছেলে খোকন একটা ফাউন্টেন পেন গিলে ফেলেছে। কী মুসিবত! ছেলেকে নিয়ে শহীদ সাহেব ছুটলেন ডাক্তারের কাছে, ‘ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমার ছেলে আমার ফাউন্টেন পেনটা পুরোটাই গিলে ফেলেছে।’
ডাক্তার : তবে আর কী করবেন, আপাতত পেন্সিল দিয়েই কাজ চালাতে থাকুন।
৫৭।পা ব্যথা হয়ে গেছে
দুই বন্ধু সার্কাস দেখতে গেছে। সার্কাসে এক ছেলে মাথা নীচের দিকে দিয়ে হেঁটে দেখাচ্ছে। তাই দেখে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করলো, ‘আচ্ছা, ও মাথা নিচের দিকে দিয়ে হাঁটছে কেনো?’
অন্য বন্ধু বললো, ‘ওর মনে হয় পা ব্যথা হয়ে গেছে।’
০৭ ই মে, ২০১৪ সকাল ৮:১৪
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে..............।
শুভকামনা রইল..............।
২| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০৫
ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল।
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২০
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে..............।
৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৭
আমি স্বর্নলতা বলেছেন: ভালো লাগল।
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২১
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে..............।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৩
স্বস্তি২০১৩ বলেছেন: