![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।
৯৩। কোন কাল?
ব্যাকরণ ক্লাস চলছে। মোতালেব স্যার ক্লাশের সবচেয়ে অমনোযোগী ছাত্রী তুলিকে দাঁড় করালেন। জিজ্ঞেস করলেন- বল তো, বাইরে বৃষ্টি পড়ছে, এটা কোন কাল?
তুলি তো আর পড়াশুনা করে না, কতোক্ষণ মাথা চুলকে শেষে বলল- বর্ষাকাল স্যার!
৯৪। রুমালটাও ভাঙবে?
আজকে আজমল সাহেবের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে কোনোমতে রেডি হয়ে দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বের হলেন। বিল্ডিং থেকে মাত্র বের হয়েছেন, শুনলেন, উপর থেকে তার স্ত্রী চিৎকার করে বলছেন- তুমি ঘড়ি, মোবাইল আর রুমাল ফেলে গেছ। নিয়ে যাও।
কিন্তু আজমল সাহেবের হাতে একদমই সময় নেই, বললেন, সময় নেই। তুমি ছুঁড়ে দাও, আমি ধরছি। তার স্ত্রী প্রথমে মোবাইল ছুঁড়ে দিলেন। আজমল সাহেব ধরতে পারলেন না, পড়ে ভেঙে গেল। তারপর তার স্ত্রী ঘড়ি ছুঁড়ে মারলেন। সেটাও ধরতে পারলেন না আজমল সাহেব, পড়ে ভেঙে গেল। সবশেষে যখন তার স্ত্রী রুমাল ছুঁড়ে দিচ্ছিলেন, তখন আজমল সাহেব খেঁকিয়ে উঠলেন, দেখছ না, আমি ধরতে পারছি না, তারপরও সবকিছু ছুঁড়ে মারছ! রুমালটাও ভাঙবে নাকি তুমি? দাঁড়াও, আমি আসছি।
৯৫।রোগটার নাম কী?
করিম সাহেবের যে কী ভীষণ রোগ হয়েছে, সারা শরীরে ফোলা ফোলা দাগ। তাই নিয়ে গেছেন এক ডাক্তার দেখাতে। ডাক্তারও পরীক্ষা করে রোগের আগামাথা কিছুই বুঝতে পারছেন না। এমন বিদঘুটে রোগ তিনি এর আগে দেখেননি। সব দেখেশুনে জিজ্ঞেস করলেন- আপনার আগে এমন হয়েছিল?
- জি। আচ্ছা, আমার আসলে কী রোগ হয়েছে বলেন তো?
- আগেরবার যে রোগ হয়েছিল, এবারও সেই রোগটাই হয়েছে।
- তা রোগটার নাম কী?
- আরে, আগেরবার ডাক্তার যে রোগের নাম বলেছিল, এবারও সেই রোগটাই হয়েছে।
৯৬।দাঁত ছাড়া কুকুরের কামড়
একদিন পাপ্পু মুন্নাকে জিজ্ঞেস করল, তুই তো সবই জানিস। বল তো, ‘তোকে একটা কুকুর কামড়ে দিল। কিন্তু কুকুরটার কোনো দাঁত নেই। তুই তখন কী করবি?’
মুন্না বলল, ‘কী আর করব, সুঁই ছাড়া একটা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন নিয়ে নেব!’
৯৭।কবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ?
একদিন ইতিহাস স্যার ক্লাসে ঢুকেই রবিনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন- ‘রবিন, বল তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল?’
রবিন তো পড়াশোনা করেই না। ও কীভাবে জানবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯৪১-৪৫ সালে! ও কতোক্ষণ মাথা চুলকে নিয়ে কাচুমাচু করে বলল, ‘স্যার, প্রথম বিশ্বযুদ্ধের পরে!’
৯৮।গাধা চড়ালে কী হয়?
একদিন সোনাই আর রূপাই গল্প করছিল। গল্প করতে করতে একবার সোনাই রূপাইকে জিজ্ঞেস করলো, ‘আচ্ছা বল তো, যারা গরু চড়ায়, তাদেরকে কী বলে?’
- রাখাল।
- আর যারা গাধা চড়ায়?
- শিক্ষক!
৯৯। দুই মিনিটের ব্যাপার!
কয়দিন ধরে করিম সাহেবের খুব দাঁতে ব্যথা করছে। তিনি গেলেন এক দাঁতের ডাক্তারের কাছে। ডাক্তার বাবু দাঁতটা একটু টিপেটুপে আলোতে নিয়ে দেখে বললেন, ‘দাঁতটা তুলে ফেলতে হবে। প্রত্যেক দাঁত তোলার জন্য তিনশ’ টাকা করে দিতে হবে।’
- করিম সাহেব বললেন, ‘কিন্তু সে তো মাত্র দুই মিনিটের ব্যাপার।’
- ‘আপনি চাইলে আমি আরো বেশি সময় নিয়ে দাঁত তুলতে পারি!’ বললেন ডাক্তার বাবু।
১০০। আমার দাম কতো?
দুষ্ট ছেলে একদিন মায়ের কোল ঘেঁষে আদুরে গলায় বললো, ‘মা, তোমার কাছে আমার দাম কতো? অনেক, না?’
- ‘অ-নে-ক!’
- ‘অনেক কতো? এক কোটি টাকা?’
- ‘কোটির চেয়েও অনেক বেশি। কোটি কোটি কোটির চেয়েও বেশি।’
- ‘তাহলে সেখান থেকে আমাকে দশ টাকা দাও না, একটু আইসক্রিম খাব।’
২৯ শে মে, ২০১৪ সকাল ১০:০৫
আজীব ০০৭ বলেছেন: হি হি হি.............
ধন্যবাদ............
২| ২৯ শে মে, ২০১৪ সকাল ৯:৩০
wasim_khan29 বলেছেন:
ভালো লাগলো। ভালো থাকেবেন।
২৯ শে মে, ২০১৪ সকাল ১০:০৬
আজীব ০০৭ বলেছেন: ভালো লাগলো জেন খুশি হলাম.....
শুভকামনা রইল..........................
৩| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯
নজরুল ইসলাম টিপু বলেছেন: দারুন সবগুলোই তো সুন্দর লাগল!! ধন্যবাদ।
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০০
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ...........
৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩০
সচেতনহ্যাপী বলেছেন: সবক'টিই মজার তবে ৯৪,৯৬,৯৮,আর ১০০পড়ে আমি
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৬
আজীব ০০৭ বলেছেন: আমি ও হা হা হা হা ......।
ধন্যবাদ ভালো থাকবেন.............শুভকামনা রইল.......
৫| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৩
আরজু মুন জারিন বলেছেন: সবশেষে যখন তার স্ত্রী রুমাল ছুঁড়ে দিচ্ছিলেন, তখন আজমল সাহেব খেঁকিয়ে উঠলেন, দেখছ না, আমি ধরতে পারছি না, তারপরও সবকিছু ছুঁড়ে মারছ! রুমালটাও ভাঙবে নাকি তুমি? দাঁড়াও, আমি আসছি।
কমন পড়েনি। আগে পড়িনি। ব্যাপক বিনোদন হলো।
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন.............শুভকামনা রইল.......
৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:০০
আরজু মুন জারিন বলেছেন: একদিন সোনাই আর রূপাই গল্প করছিল। গল্প করতে করতে একবার সোনাই রূপাইকে জিজ্ঞেস করলো, ‘আচ্ছা বল তো, যারা গরু চড়ায়, তাদেরকে কী বলে?’
- রাখাল।
- আর যারা গাধা চড়ায়?
- শিক্ষক!
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৪
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ, শুভকামনা........।
৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৩
মিজভী বাপ্পা বলেছেন: হা হা সেইরম হইছে
++++++++++++++
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৫
আজীব ০০৭ বলেছেন: হা হা হা হা.........।
ধন্যবাদ ভালো থাকবেন.............শুভকামনা রইল.......
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৪
আজীব ০০৭ বলেছেন: হা হা হা হা
ধন্যবাদ.....।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ সকাল ৯:২৯
স্বস্তি২০১৩ বলেছেন: