![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে কোন কৌতুকই আমার নিজস্ব রচনা নয়-সবগুলোই ভিবিন্ন ওয়েব পেজ, বাংলা ব্লগ, ফেসবুকের বিভিন্ন পেইজ ও গ্রুপ এবং বন্ধুদের ওয়াল থেকে নেওয়া। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের একটু হাসির সুযোগ করে দেয়ার জন্য। আরেকটি কথা, এখানে দেওয়া কৌতুক সমুহের সর্বস্বত্ত সংরক্ষিত না থাকায় আমি কারো নাম দিচ্ছিনা এবং উসৎ উল্লেখ করছিনা। তাছাড়া বর্তমান এই কপি-পেস্টের যুগে সত্যিকার উসৎ খুজে পাওয়া ও সম্ভব নয় ।
নোট - আগেই বলে রাখছি এই কৌতুক গুলো দ্বারা মানুয কে আনন্দ দানের চেস্টা করা হয়েছে মাএ--কোন মানুয কে উপহাস বা ছোট করার জন্য নয়। তবে এখানে অনেক চরিএ, ঘটনা, স্হান বা কালের সাথে এর মিল খুজে পেলে পেতে পারেন। ইহাতে কারো কোন আপত্তি গ্রহনযোগ্য নয়। কারন এখানে সব ধরনের চরিএ কাল্পনিক।
(১)
শহরের সবচেয়ে কৃপণ ও শান্ত লোকটির দরজা খটখটালো এক দীনহীন ভিখারি।
ভিক্ষুক: স্যার, একটু খাবার দেন! খুব খিদা পাইছে...
কৃপণ দরজা খুলে বের হয়ে এল। এরপর পকেট থেকে মানিব্যাগ বের করে খুলে উল্টে-পাল্টে ভিখারিকে দেখালো।
কৃপণ: দেখ, আমার মানিব্যাগে একটা পয়সাও নেই তোমাকে দেওয়ার মতো!
ভিক্ষুক: স্যার, আমি তো টাকা চাইনি, খুব খিদা লাগছে...
কৃপণ: আরে খাবারও তো দিতে পারছি না। আমার বৌ বাসায় নেই...
হঠাৎ ক্ষেপে গিয়ে ভিক্ষুক: আরে শালা! আমি কি তোর বৌয়ের চুম্মা খাইতে চাইছি! একটু খাবার তো তুই-ও দিতে পারতি ঘর থেকে আইন্যা?
শান্ত কণ্ঠে কৃপণ: তুমি যতই উত্তেজিত কর আমাকে- খাবার বা টাকা কোনোটাই দিতে পারবো না, ব্রাদার। তবে কাল আমার বৌ বাসায় থাকতে এসো- দেখি কী দেয় তোমাকে...
(২)
স্ত্রী: আমাকে খুব মটকু দেখাচ্ছে, তাই না?
স্বামী: কে বলল এমন কথা?
স্ত্রী: কে বলবে আবার, আমি নিজের চোখেই তো দেখছি!
স্বামী: তোমার দৃষ্টিশক্তি একদম ঠিক আছে।
(৩)
৪০তম বিবাহবার্ষিকীর দিন স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেল, থামছেই না।
একপর্যায়ে স্বামী চিৎকার করে বলল: তুমি যেদিন মরবে, তোমার কবরে আমি লিখে দিয়ে আসবো- এবার আমার স্ত্রী চিরদিনের তরে শান্ত হলো!
জবাবে স্ত্রী দ্বিগুণ চিৎকারে বলল: তুমি মরলে আমিও লিখে দিয়ে আসবো- আমার স্বামী! শেষপর্যন্ত সোজা আর শক্ত হলো!
(৪)
ডাক্তার: আপনার স্বামীর দরকার টানা বিশ্রাম আর শান্তিপূর্ণ পরিবেশ- তাহলেই তিনি আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
রোগীর স্ত্রী: ডাক্তার সাহেব কোনো ওষুধ দিলেন না!
ডাক্তার: এই নেন, কয়েক পাতা ঘুমের ওষুধ দিলাম!
রোগীর স্ত্রী: কখন কটা করে খাওয়াতে হবে ওকে?
ডাক্তার: ওষুধগুলো আপনার জন্য!
(৫)
পুত্রবধূ: মা মা, কোনো হেল্প লাগবে?
শাশুড়ি: তুমি আজ পাকঘরে? বৌমা! কী হয়েছে, শরীর না মন খারাপ?
পুত্রবধূ: না মা, এমনিতে। ভাবলাম আপনাকে হেল্প করি...
শাশুড়ি: ও... বুঝেছি। মোবাইলে ইন্টারনেট ডাটা শেষ হয়ে গেছে তোমার!
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৮
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন শুভকামনা রইল।
২| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: হা হা হা হা ..... হো হো হে াহ ...
++++
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৮
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন শুভকামনা রইল।
৩| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
সুমন কর বলেছেন: নতুন এবং মজার ছিল। ধন্যবাদ।
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৯
আজীব ০০৭ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
ভালো থাকুন শুভকামনা রইল।
৪| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নির্মল হাসি জীবনের জন্য।
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৯
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন শুভকামনা রইল।
৫| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: পাঁচ নাম্বারটা ভালো ছিলো!
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৯
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন শুভকামনা রইল।
৬| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২
কিশোর মাইনু বলেছেন: সেরা সেরা
২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ।
৭| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ৩ ও ৫ ভাল লেগেছে।
২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭
আজীব ০০৭ বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৮| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমিও পারিঃ
জোকস-১
রফিক সাহেব ঠিক করলেন, ছেলের বিয়ে দেবেন। ছেলেকে গিয়ে বললেন, শোন, আমি ঠিক করেছি তোর বিয়ে দেবো। পাত্রীও ঠিক।
ছেলে : কিন্তু বাবা আমি তো নিজের পছন্দে বিয়ে করতে চাই!
রফিক সাহেব : পাত্রী বিল গেটসের মেয়ে।
ছেলে : তাহলে বাবা আমি রাজি!
এরপর রফিক সাহেব গেলেন বিল গেটসের কাছে। বললেন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই।
বিল গেটস : কিন্তু আপনার ছেলে করে কী?
রফিক সাহেব : সে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
বিল গেটস : ও! তাহলে আমি রাজি।
সব শেষে রফিক সাহেব গেলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছে। বললেন, আমার ছেলেকে এখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে পারেন?
প্রেসিডেন্ট : কিন্তু আপনার ছেলের কি সেই যোগ্যতা আছে? তা ছাড়া আমার একজন ভাইস প্রেসিডেন্ট আছে। আমি তো তাকে সরিয়ে আপনার ছেলেকে নিতে পারি না।
রফিক সাহেব : কিন্তু সে যদি বিল গেটসের মেয়ের জামাই হয়?
প্রেসিডেন্ট : তাহলে আমি রাজি!
জোকস-২
প্রেমিকার বাবা : তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?
প্রেমিক : জ্বি, পারবো।
প্রেমিকার বাবা : এত শিওর হচ্ছ কী করে?
প্রেমিক : আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!
জোকস-৩
ছেলে : আচ্ছা মা, তোমার চুল এত সাদা কেন?
মা : ছেলেমেয়ে দুষ্টু হলে বাবা-মায়ের চুল এমনি এমনি সাদা হয়ে যায়।
ছেলে : তাই, এ জন্যই তো নানির মাথার চুল আরো বেশি সাদা।
জোকস-৪
বস : কেমন টাইপিস্ট নিয়েছেন? সে সুন্দরী তাতে সন্দেহ নেই। কিন্তু প্রতিটি লাইনে এক গন্ডা ভুল। আপনাকে বলেছিলাম না, টাইপিস্ট নেবার সময় গ্রামারের দিকে নজর রাখবেন?
ম্যানেজার : শুনতে ভুল হয়েছিল স্যার। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম!
জোকস-৫
গৃহকর্ত্রী নতুন আয়াকে প্রশ্ন করলেন, ‘তুমি যে বাচ্চা পালবে, তোমার কি শিশুদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে?’
আয়া : আছে না! আমি নিজেই তো একসময় শিশু ছিলাম।
২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২
আজীব ০০৭ বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই আপনাকে অনেক ধন্যবাদ
আপনার জোকস গুলো ও মজার.......
ভালো থাকবেন শুভকামনা রইল।
৯| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৬
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: ভালো সংগ্রহ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ।
১০| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮
ওমেরা বলেছেন: ভাল লাগল তবে হাসি আসে নাই ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
আজীব ০০৭ বলেছেন: মানুয কে হাসানো কঠিন কাজ, আমি চেস্টা করেছি মাএ।
১১| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০১
হাসান রাজু বলেছেন: ৪ নং ভালো ছিল আপনার এবং নুরু ভাইয়েরটা ।
১৮+ দিয়া লোভী জিহবার সফটওয়ার চেঞ্জ করে দিছেন তাই এই জোকসগুলো কিছুটা পানসা লাগছে । আর ট্রিকস টা বেশ পুরনো । এর মাঝে অনেকবার ধরা খাইছি । ব্লগাররা মজাও নিয়া নিছে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
আজীব ০০৭ বলেছেন: ধন্যাবাদ আপনাকে আপনার সুন্দর কমেন্ট এর জন্য।
যদি জোকস এর মাঝে ১৮+ কোন লাইন থাকে, ট্যগ করে না দিলে কেও কেও বলে ১৮+ দেন নাই কেন, দেওয়া দরকার ছিল সেজন্য ১৮+ দিয়ে দেওয়া
আপনি দেখেন আমার বাকি পোস্ট সব গুলোতে কিন্তু ১৮+ দেওয়া নাই।
ভালো থাকবেন, শুভ কামনা রইল...............।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০
জাহিদ অনিক বলেছেন: চার নাম্বারটা ভাল ছিল।