![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও প্রায়ই বড় একা হয়ে যাই।
নিঝুম প্রাতে নির্ঘুম রাতে
কেবলই বিষন্ন হয়ে যাই!
ভালোলাগে না আলো
নিষ্ঠুর লাগে নাগরিক কোলাহল!
বুকের গহীনে উপহাস হাসি
বিদ্রুপ করে একাকীত্ব!
কখনো কখনো ভুলে যাই বেমালুম-
বিস্মৃতির সুনিপুণ অভিনয়
স্বার্থের আলিঙ্গণে গড়া সম্পর্ক
বেহিসেবি সেইসব মুহূর্ত।
ওলটপালট হয়ে যায় চেনা পৃথিবী
জীবনের চকচকে মোড়কে বাঁধা জাগতিক সুখ
আগুন জ্বালিয়ে দেয় ভিতরে বাহিরে সর্বাঙ্গে
মনে বাজে হাহাকার নিঃসঙ্গতার নিগুঢ় ধ্বনি !
নিঃস্ব হয়ে যাই কারো বিশ্বাসঘাতকতায়
বিদীর্ণ হয়ে যাই কারো প্রতারণায়।
অভিশপ্ত এই জীবনটাকে
বড্ড উপদ্রব মনে হয়!!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৩
আলফা-কণা বলেছেন: +
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৫
অচীনপুরের চেনা মুখ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
স্বপ্নবাজ শয়ন বলেছেন: চিমটি