![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বেঁচে আছি-
রূপহীন, রসহীন, বৈচিত্র্যবর্জিত জীবনের
কান্তিকর পুনরাবৃত্তির মাঝে।
এখন -
প্রভাত আর আনে না কোনো প্রত্যাশা
সন্ধ্যায় ঘটে না কোনো প্রার্থিত সান্নিধ্য
রাত্রিতে থাকে না পরবর্তী দিবসের জন্য
গাঢ় প্রতীক্ষা।
তুমি বিনা নগরীরর
নেই কোনো আকর্ষণ
কোনো খানে নেই মধু
নেই স্বাদ।
আকাশ আজ নিঃশেষে শূণ্য
বাতাস আজ নিরর্থক
এই জনাকীর্ণ পৃথিবীর
সমাজ আর সংসারের
যাবতীয় কর্ম বিস্বাদ ও কান্তিকর...॥
[যাযাবর]
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
ট্যামময বলেছেন: এখন -
প্রভাত আর আনে না কোনো প্রত্যাশা
সন্ধ্যায় ঘটে না কোনো প্রার্থিত সান্নিধ্য
রাত্রিতে থাকে না পরবর্তী দিবসের জন্য
গাঢ় প্রতীক্ষা।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
ট্যামময বলেছেন: এখন -
প্রভাত আর আনে না কোনো প্রত্যাশা
সন্ধ্যায় ঘটে না কোনো প্রার্থিত সান্নিধ্য
রাত্রিতে থাকে না পরবর্তী দিবসের জন্য
গাঢ় প্রতীক্ষা।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
লতিফা লতা বলেছেন: এই জনাকীর্ণ পৃথিবীর
সমাজ আর সংসারের
যাবতীয় কর্ম বিস্বাদ ও কান্তিকর...॥
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
মায়াবী ছায়া বলেছেন: মনের কথা গুলি কইলেন....মোচড় দিয়া উঠল...