নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধু তুমি যাও আমি আসছি।

আমি একজন সাধারণ মানুষ। তারপরও আমার খুবই শখ আকাশে উড়ার। তাই আকাশকে বন্ধু বানিয়ে রেখেছি। বন্ধু যখনই যাক দিবে তখনই আকাশে উড়ে যাবো। তাই সর্বদা আকাশ পানে তাকিয়ে থাকি।

আকাশ বন্ধু

আকাশে উড়া আমার খুবই শখ। তাই আকাশকেই বন্ধু হিসেবে বেছে নিয়েছি।

আকাশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

তাবলীগ জামাতের মাঝে ছদ্দবেশে লুকিয়ে থাকা শিবির

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

প্রিয় ব্লগার ভাইরা। আমার জিবনের এক বাস্তব ঘটনা। আমিও এক সময় তাবলীগ করতাম। মসজিদে মসজিদে চিল্লায় যেতাম। একদিনের ঘটনা, আমি কোন এক এলাকায় ৪০ দিনের জন্য্ তাবলীগের গেলাম। যেটাকে তারা বলে চিল্লা। তখন আমার সাথেও আমির সহ অনেকজন ছিলেন। তাদের কয়েক জনের সাথে আমার আগে থেকে কোন সম্পর্ক বা কথা বার্তা ছিলনা। আমি তাদেরকে চিনতামও না। তাবলীগে তাদের সাথে আমার পরিচয়। যাই হোন, কোন এক জনের সাথে আমি অনেক ঘনিষ্ট হয়ে গেলাম। এক পর্যায়ে সে আমাকে শিবিরে ঢোকার দাওয়াত দিলো। আমি তো শুনে সাথে সাথে থ হয়ে গেলাম। কারণ আমি শিবিরকে কঠিন ভাবে ঘৃণা করি। তারপরও তাকে তখন কিছু বললাম না। তার সব কথাগুলো মনোযোগ সহকারে শুনলাম। এভাবে তার সাথে কথা বলতে বলতে একদিন সে আমাকে বলে ফেললো। সে খেয়াল করে বলেছে না বে খেয়ালে বলেছে তা জানিনা।

তার কথাটা আমি ধরে ফেললাম। সে বললো: সে এক সময় শিবিরের একনিষ্ঠ কর্মি ছিল। কোন মামলায় ধরা খেয়ে এখন সে তাবলীগের সাথে মসজিদে মসজিদে থাকে। এভাবে নাকি তাদের অনেকে এরুপ করে। যখনই তারা এমন মামলায় পড়ে তখন তারা এমন ছদ্দবেশে মসজিদে মসজিদে তাবলীগ করে বেড়ায়।

তখন থেকে রে ভাই আমিও ভয়ে তাবলীগও ছেড়ে দিলাম।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

এরিস আফ্রোদিতি বলেছেন: হ ভাই আমারেও একজন কইছিল, তাবলিগে গিয়া । কয় যে বাইরে গিয়া ছাত্র লীগ করবা।
হা হা হা.... শুকু দেখা যায়, কচু খাইবা ?

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

আকাশ বন্ধু বলেছেন: আপনিও তাইলে..............হু য় য়ু।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

''নিন্দুক'' বলেছেন: //সে বললো: সে এক সময় শিবিরের একনিষ্ঠ কর্মি ছিল। কোন মামলায় ধরা খেয়ে এখন সে তাবলীগের সাথে মসজিদে মসজিদে থাকে। এভাবে নাকি তাদের অনেকে এরুপ করে।//


ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ১টি
মন্তব্য করেছেন: ৩টি
মন্তব্য পেয়েছেন: ১টি
ব্লগ লিখেছেন: ১ মাস ৩ সপ্তাহ
ব্লগটি মোট ৪২ বার দেখা হয়েছে

হে হে ভালই!!

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

আকাশ বন্ধু বলেছেন: ভাই আমার আরো নিক আছে। এটা নতুন খুললাম তাই এমন দেখতাছেন

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

''নিন্দুক'' বলেছেন: ধুর মিয়া আমি কইতে চাইছি ''বাল্পুস্ট'' মিছা কইতেও একটা যোগ্যতার প্রয়োজন হয়। আপ্নের তো মিয়া মিছা কথা কইবার নুন্যতম যোগ্যতাও নাই।
পাব্লিক না পইড়াই বুজতারব আপ্নে মিছা কথা কইতাছেন?

আর এমুন জরুরী একটা জিনিস আমার মত কইরা মাল্টি দিয়া পোস্টাইলেন কেনু বাই??

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

এরিস আফ্রোদিতি বলেছেন: এইডা হইল শুকু পোনা। মিথ্যা ঠিক মতন শিখতে পারে নাই।
বেশী কইরা কচু খাও, পুরা শুকু হও।
শুকু সম্পর্কে জানতে:
Click This Link

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

শরিফ নজমুল বলেছেন: এই বিরাট আবিষকারের পর আপনি এখন কি করবেন?
শিবির তো করবেন না, তাবলীগও করতে পারবেন না...
ছাত্রলীগের যোগ দেন...লুকালুকির কোন ব্যাপার নাই......
রামদা হাতে শুধুই কোপাকুপি করবেন....
শুভকামনা রইল..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.