![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে উড়া আমার খুবই শখ। তাই আকাশকেই বন্ধু হিসেবে বেছে নিয়েছি।
চাঁদের পর সাঈদীকে এবার সবে দেখলো টয়লেটে
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
আকাশ বন্ধু বলেছেন: আপনাকেও
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৩
আমি মুখতার বলেছেন: ২৯শে ফেব্রুয়ারি, ২০১৩। রাত ২ টা ৬১ বাজে। প্রকৃতি আমাকে মিসকল দিলে আমার ঘুম ভেঙ্গে যায়। টয়লেটে যাই। গিয়ে দেখি এক অদ্ভুত কান্ড!!!
কমোডে সাইদি!! ও চিল্লাইতেসে, "ফ্লাস করিস না, ফ্লাস করিস না!!"
কিন্তু একজন খুনি আর রেপিস্টকে আমি টয়লেটেও জায়গা দিতে চাই নাই। এরপর দিলাম ফ্লাস টিপ্পা!
পরের দিন শুনি, সাইদিরে চাঁদে দেখা গেছে! মাথায় আসলো না, কেমনে শালায় এত তাড়াতাড়ি ওইখানে গেল!!
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
আকাশ বন্ধু বলেছেন: আপনার লেখাটা দারুন মজার হযেছে । ছাড়িয়ে দেন সারা বিশ্বে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
সারোয়ার মোর্শেদ বলেছেন: গুড।