| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি(৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে মাতৃ ভাষা করার দাবি তে সালাম বরকত রফিক জব্বার শহীদ হয়েছিলেন। আমরা কি পারছি তাদের এই আত্মদানের প্রতি সম্মান জানাতে ,আমরা কি পারছি বাংলা ভাষার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে? অনেক আবেগে নিয়ে কবি লিখেছিলেন, “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা...”। এই আবেগ কে বুকে ধারণ করতে হবে। অফিস, দোকান, হাসপাতাল সুপারশপ শিক্ষা প্রতিষ্ঠান সবত্র ইংরেজি ব্যাপক ব্যাবহার পরিলক্ষিত হয়। সেই তুলনায় বাংলা ভাষা কিছুটা অবহেলিত রয়ে গেছে।
সাইনবোর্ড গুলোতে বাংলার কোন চিহ্ন ই নেই

আগের দিন আমার অফিস থেকে আসার সময় খেয়াল করে দেখলাম রামপুরা রোডে বেশীর ভাগ সাইনবোর্ড (নামফলক) ই ইংরেজি তে লেখা। এই অবস্থা শুধু ঢাকায় না সারা বাংলাদেশে একই। ইংরেজির সাথে আমার কোন বিরোধ নেই, বৈদেশিক আগ্রাসনের যুগে ইংরেজি শিক্ষার গুরুত্ব অনেক কিন্তু তারপরেও আমাদের উচিৎ সর্বত্র বাংলা ভাষার বৃদ্ধি করা। অন্তত একটি সাইনবোর্ডে ৯০ ভাগ বাংলা এবং ১০ ভাগ ইংরেজি থাকতে হবে। ঢাকা সিটি কর্পোরেশন এ ব্যাপারে ২০১৪ সালে একটি নির্দেশনা ও জারি করেছে।
সিটি কর্পোরেশন নির্দেশনাঃ-

©somewhere in net ltd.