নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
অচিক্ (বিশেষণ) অসম্ভব।
অযবল্ (ক্রিয়া বিশেষণ) অযথা; অনর্থক।
হ্যা ডাহা থাইক্যা অযবল্ ফিইরা আইল।
হ্যা = সে
ডাহা = ঢাকা
থাইক্যা = থেকে
ফিইরা = ফিরে
আইল = এল
ময়মনসিংহের আঞ্চলিক ভাষা-৯
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: হুদা = কেবল
হুদাই (ক্রিয়া বিশেষণ) = 'অনর্থক'।
সূত্র: বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান (অখণ্ড), প্রধান সম্পাদক, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্
২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪
বুদ্ধিমান বলেছেন: চালাইয়া যান ...
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
অশুভ বলেছেন: ভাই, ময়মনসিংহের কোন এলাকার ভাষা লিখছেন এটা। আমিও ময়মনসিংহের। কিন্তু এরকম ভাষা দেখি নি। আপনার বাক্যটি যদি আমাদের এলাকার ভাষায় কনভার্ট করি তাহলে দাড়াবে,
"হ্যা ডাহাত্তে হুদাই আইয়া পরছে"
বা
"হ্যা ডাহাত্তে হুদাই ফিরা আইলো"
ডাহাত্তে = ঢাকা থেকে।
হুদাই = অযথা।
আইয়া = এসে।