নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

মেরিল্যান্ডের বিচার ব্যবস্থা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

মেরিল্যান্ডের বিচার ব্যবস্থা চার স্তর বিশিষ্ট।
দুই ধরনের বিচার আদালত এবং দুই ধরনের আপিল-আদালত।

বিচার আদালতসমূহ
১। ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ড - রাজ্যের ১২টি জেলার ৩৪টি স্থানে ডিস্ট্রিক্ট কোর্ট বসে।
সিভিল ও ক্রিমিনাল - উভয় ধরনের মামলা বিচারের এক্তিয়ার ডিস্ট্রিক্ট কোর্টের আছে।

২। সার্কিট কোর্টস অব মেরিল্যান্ড - রাজ্যের ২৩টি কাউন্টি ও বাল্টিমোর সিটিতে সার্কিট কোর্টগুলি বসে।
সার্কিট কোর্টগুলিরও সিভিল ও ক্রিমিনাল উভয় ধরনের মামলা শুনানির মৌলিক এখতিয়ার আছে।
উপরন্তু সার্কিট কোর্টগুলি ডিস্ট্রিক্ট কোর্ট, অর্ফেন কোর্ট ও প্রশাসনিক কর্তৃপক্ষের রায় ও আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করে।

আপিল-আদালতসমূহ
১। কোর্ট অব স্পেশাল আপিল - এটি একটি মধ্যবর্তী আপিল-আদালত । সার্কিট কোর্ট ও অর্ফেন কোর্টের রায় ও আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করে।

২। কোর্ট অব আপিল - মেরিল্যান্ডের সর্বোচ্চ আদালত। কোন কোন রাজ্যে এই ধরনের কোর্টকে সুপ্রিমকোর্ট বলা হয়।

ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ড
ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ড ১৯৭১ সালের জুলাই মাসে কোর্ট অব রেকর্ড হিসাবে বিচার-কার্যক্রম শুরু করে। ১৯৭০ সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে এই কোর্ট প্রতিষ্ঠিত হয়।
জাস্টিস অব দ্যা পিস, কাউন্টি ট্রায়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, পিপল’স কোর্ট, পিপল’স কোর্ট অব বাল্টিমোর সিটি এবং মিউনিসিপালিটি কোর্ট অব বাল্টিমোর সিটি - এই কোর্টগুলির পরিবর্তে ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ড প্রতিষ্ঠিত হয়।

ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ডের বিচার অধিক্ষেত্র (jurisdiction):
(১) বাড়ি ভাড়া সংক্রান্ত মামলা (landlord-tenant cases)
(২) সম্পত্তি প্রত্যর্পণ সংক্রান্ত মামলা (replevin actions)
(৩) যানবাহন সংক্রান্ত মামলা (motor vehicle violations)
(৪) ফৌজদারি অপরাধ সংক্রান্ত মামলা (misdemeanors)
(৫) গুরুতর অপরাধ সংক্রান্ত মামলা (felonies)

ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ডের আর্থিক অধিক্ষেত্র:
(১) ৫,০০০ ডলার বা তার কম দাবির ক্ষেত্রে
(২) ৫,০০০ ডলারের অধিক কিন্তু ৩০,০০০ ডলারের কম দাবির ক্ষেত্রে সার্কিট কোর্টের মত একই ধরনের ক্ষমতা (concurrent jurisdiction)

সার্কিট কোর্ট অব মেরিল্যান্ড
সার্কিট কোর্ট অব মেরিল্যান্ড বিচার ও আপিল-আদালত।

সার্কিট কোর্ট অব মেরিল্যান্ডের বিচার ক্ষমতা:
এই আদালতে জুরি দ্বারা বিচার নিষ্পত্তি হয়।
(১) এই আদালতগুলিতে গুরুতর অপরাধের এবং ৩০ হাজার ডলারের অধিক মূল্যমানের দেওয়ানি মামলার বিচার করা হয়।
(২) কিশোর অপরাধ, পারিবারিক বিরোধ যেমন-বিবাহ বিচ্ছেদ, সন্তানের হেফাজত ও ভরণপোষণ এবং পারিবারিক উৎপীড়ন ইত্যাদির বিচার করা হয়।

সার্কিট কোর্ট অব মেরিল্যান্ডের আপিলের ক্ষমতা :
ডিস্ট্রিক্ট কোর্ট, অর্ফেনেস কোর্ট, ও প্রশাসনিক কর্তৃপক্ষের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে।
মেরিল্যান্ডে মোট ৮ টি সার্কিট কোর্ট আছে। অর্থাৎ সমগ্র মেরিল্যান্ডকে মোট ৮ টা বিচার অঞ্চলে (judicial circuits) ভাগ করা হয়েছে।

কোর্ট অব স্পেশাল আপিল
মেরিল্যান্ডের বিচার ব্যবস্থায় কোর্ট অব স্পেশাল আপিল একটি মধ্যবর্তী আপিল-আদালত। ১৯৬৬ সালে এই কোর্ট প্রতিষ্ঠিত হয়। সার্কিট কোর্ট এবং অর্ফেনেস কোর্টের রায়, ডিক্রী, আদেশ বা অন্যান্য কার্যধারার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে।
সাধারণত ৩ জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল শুনানি করেন। কোন কোন ক্ষেত্রে ১৫ জন বিচারপতি সবাই একত্রে (en banc) শুনানিতে অংশগ্রহণ করেন।

কোর্ট অব আপিল
কোর্ট অব আপিল মেরিল্যান্ডের সর্বোচ্চ আদালত। সাধারণত অন্যান্য রাজ্যগুলিতে, এমনকি বাংলাদেশেও একে সুপ্রিম কোর্ট বলা হয়।
কোর্ট অব আপিল কেবলমাত্র সারশিওরারি (certiorari) শুনানি করে। এই কোর্ট তার স্বেচ্ছাধীন (discretion) ক্ষমতা প্রয়োগ করে মামলা শুনানির জন্যে গ্রহণ করে। তবে মৃত্যু দণ্ডাদেশ, নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত, কতিপয় সরকারী কর্মকর্তা অপসারণের সিদ্ধান্ত এবং যে সমস্ত মামলায় আইনের প্রশ্ন জড়িত আছে মর্মে সার্টিফিকেট প্রদান করা হয়--এই বিষয়গুলি বাধ্যতামূলক ভাবে শুনানির জন্য গ্রহণ করা হয়।
কোন বিচারপতি বিচার কর্য থেকে নিজেকে প্রত্যাহার করে না নিলে, প্রধান বিচারপতি সহ সর্বমোট ৭জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি গ্রহণ করেন। যদি কোন বিচারপতি নিজেকে বিচার কার্যক্রম থেকে সরিয়ে নেন, সেই ক্ষেত্রে অন্য আদালতের একজন বিচারপতি অথবা আপিল-আদালতের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে ঐ বিচারপতির স্থলে নিযুক্ত করা হয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


কো আদালতে আপনার বিচার হয়েছে?

১৩ ই জুন, ২০১৮ রাত ৯:০৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি।
আপনি জানতে চাচ্ছেন কেন এই বিষয়ের উপর লিখেছি।
লেখার প্রথম উদ্দেশ্য -- আমার নিজের কৌতূহল থেকে লিখেছি। একজন আইনজীবী এবং আইনের ছাত্র হিসাবে বিভিন্ন দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা জানার কৌতূহল আছে।
দ্বিতীয় উদ্দেশ্য -- আমি চিন্তা করেছি, আমার যেমন আগ্রহ আছে, কারো না কারো তো আমার মতো কৌতূহল থাকতে পারে।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কো আদালতে আপনার বিচার হয়েছে? গুরত্বপূর্ণ প্রশ্ন

১৩ ই জুন, ২০১৮ রাত ৯:০৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ।
এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ইতোমধ্যে দিয়েছি।
আশা করি উত্তর পেয়েছেন।
আরো কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাইলে নির্দ্বিধায় করতে পারেন।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

কালীদাস বলেছেন: এই জিনিষ দিয়ে বাংলাদেশিদের কি হবে?

১৩ ই জুন, ২০১৮ রাত ৯:১৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এটা জিনিস না, এটা জ্ঞান।
জ্ঞানের কোন দেশ-কাল-পাত্র নাই।
বাংলাদেশের বিচার ব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন, এবং যুগোপযোগী করার জন্য এই লেখা থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে।
যারা চিন্তা করে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.