নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৫) ৫ম পর্ব

৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৬

সাত দিনের যুদ্ধ (Seven Days Battles)
আমেরিকার গৃহযুদ্ধের সময় ভার্জিনিয়ার রিচমন্ডের কাছে ১৮৬২ সালের ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সাত দিনে পরপর ছয়টা গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় যা সাত দিনের যুদ্ধ নামে পরিচিত। জেনারেল রবার্ট এডওয়ার্ড লি কনফেডারেট বাহিনীর নেতৃত্ব দেন। আর্মি অফ পোটোম্যাক নামের মার্কিন বাহিনীর নেতৃত্ব দেন মেজর জেনারেল জর্জ বি. ম্যাকক্লিলেন। এই সাত দিনের যুদ্ধে কনফেডারেট বাহিনী আক্রমণকারী মার্কিন বাহিনীকে ভার্জিনিয়া উপদ্বীপ থেকে বিতারণ করে। এই সাত দিনের যুদ্ধগুলি পেনানসুলা ক্যাম্পেইনের অংশ।

সাত দিনের যুদ্ধ শুরু হয় ১৮৬২ সালের ২৫ জুন, যখন মার্কিন বাহিনী ভার্জিনিয়ার হেনরিকো কাউন্টিতে কনফেডারেট বাহিনীকে আক্রমণ করে। এই যুদ্ধকে বলা হয় ওক গ্রোভ যুদ্ধ (Battle of Oak Grove); যুদ্ধের ফলাফল অমীমাংসিত। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৬২৬ জন আর কনফেডারেট পক্ষে ৪৪১ জন।

পরের দিন অর্থাৎ ২৬ জুন কনফেডারেট বাহিনী মার্কিন বাহিনীর উপর পাল্টা আক্রমণ শুরু করে। এই যুদ্ধ সংঘটিত হয় ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে; এই যুদ্ধকে বলা হয় ব্যাভার ড্যাম ক্রিক যুদ্ধ (Battle of Beaver Dam Creek); যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৩৬১ জন আর কনফেডারেট পক্ষে ১,৪৮৪ জন। তবে কনফেডারেটরা এই যুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করে। মার্কিন বাহিনী পশ্চাদপসরণ করে।

২৭ জুন কনফেডারেট বাহিনী আক্রমণ অব্যাহত রাখে। এই যুদ্ধটাও সংঘটিত হয় ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে; এই যুদ্ধকে বলা হয় গিন্স'স মিল যুদ্ধ (Battle of Gaines's Mill); এই যুদ্ধে কনফেডারেটদের পরিষ্কার বিজয় অর্জিত হয়। মার্কিন বাহিনী আরো পশ্চাদপসরণ করে। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৬,৮৩৭ জন আর কনফেডারেট পক্ষে ৭,৯৯৩ জন।

২৭ ও ২৮ জুন কনফেডারেট বাহিনী আরো একটা আক্রমণ চালায়। এই যুদ্ধকে বলা হয় গার্নেট'স এবং গোল্ডিং'স ফার্ম যুদ্ধ (Battle of Garnett's & Golding's Farm); এই যুদ্ধটা হয় ভার্জিনিয়ার হেনরিক কাউন্টিতে। এই যুদ্ধের ফলাফল অমীমাংসিত। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ১৮৯ জন আর কনফেডারেট পক্ষে ৪৩৮ জন।

২৯ জুন সংঘটিত হয় শ্যাভেজ'স স্টেশন যুদ্ধ (Battle of Savage's Station) এই যুদ্ধটাও হয় ভার্জিনিয়ার হেনরিক কাউন্টিতে।এই যুদ্ধের ফলাফলও অমীমাংসিত থাকে। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ১,০৩৮ জন আর কনফেডারেট পক্ষে ৪৭৩ জন।

মেজর জেনারেল জর্জ বি. ম্যাকক্লিলেনের নেতৃত্বে মার্কিন বাহিনী (আর্মি অফ দ্য পোটোম্যাক ) নিরাপদ আশ্রয়ের জন্য ক্রমাগত পশ্চাদপসরণ করতে থাকে। তারা জেমস নদীর হ্যারিসন'স লান্ডিংএ যেয়ে আশ্রয় নেয়। ৩০ জুন ভার্জিনিয়ার হেনরিক কাউন্টিতে সংঘটিত হয় গ্লেনডাল যুদ্ধ (Battle of Glendale); এই যুদ্ধে কনফেডারেটদের হাতে সুযোগ এসেছিলো মার্কিন বাহিনীকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেয়ার। কিন্তু কমান্ডারদের যথাযথ নির্দেশনার অভাবে সুযোগ হাতছাড়া হয়ে যায়। মার্কিন বাহিনী আরো পশ্চাদপসরণ করে শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান মালভার্ন হিলে চলে আসে। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৩,৭৯৭ জন আর কনফেডারেট পক্ষে ৩,৬৭৩ জন।

১ জুলাই কনফেডারেট বাহিনী সাত দিনের যুদ্ধের সর্বশেষ আক্রমণ চালায়। এই যুদ্ধকে বলা হয় মালভার্ন হিল যুদ্ধ (Battle of Malvern Hill); মার্কিন বাহিনী শক্তিশালী আত্মরক্ষামূলক অবস্থানে চলে যাওয়ায় এই আক্রমন সফল হয়নি। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৩,০০০ জন আর কনফেডারেট পক্ষে ৫,৬৫০ জন।

সাত দিনের এই যুদ্ধেগুলিতে কনফেডারেটদের অর্জন হলো তাদের রাজধানী রিচমন্ড মার্কিন আক্রমণ থেকে সুরক্ষা করা এবং মার্কিন বাহিনীকে পশ্চাদপসরনে বাধ্য করা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৭:০৯

রিফাত হোসেন বলেছেন: ডিভি লটারীতে পাঠিয়ে দিবে আপনাকে, কি বলেন?

Electronic Diversity Visa Lottery

টানা কয়েকদিন যে যুদ্ধের মধ্যে আমাদের ফেলে রেখেছেন । :-/ একটু আমোদ প্রমোদ এর ব্যবস্থা করুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.