নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
আইনকে আমরা এমন একটা জালের সাথে তুলনা করতে পারি, যে জালের ছিদ্র দিয়ে ছোট ছোট পোকা-মাকড় সহজেই বেরিয়ে যেতে পারে, আবার বড়বড় প্রাণী ওই জাল ছিড়ে বেরিয়ে যেতে পারে। শুধুমাত্র মাঝারি আকারের প্রাণী এই জালে আটকা পরে। অর্থাৎ পথের ফকিরকে এবং ধনীদেরকে আইনের আওতায় আনতে পারবেন না। শুধুমাত্র মধ্যবিত্তকে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারবেন।
২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: কয়েক বছর আগে আমরা হাই কোর্ট বিভাগে একটা মামলা পরিচালনা করছিলাম। মামলার উভয় পক্ষ বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি। দুই পক্ষেই দেশের সেরা সেরা আইনজীবীরা মামলা পরিচালনা করছিলেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিলো। বিচারপতিরাও নানা কারণে বেশ অস্বস্তি বোধ করছিলেন। এইরকম একটা পরিস্থিতিতে কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি খুব বুদ্ধিমত্তার সাথে একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, "মামলার উভয় পক্ষ যখন ধনী ও প্রভাবশালি হয় তখন আমরা সঠিক বিচার করতে পারি না। আবার একপক্ষ ধনী অন্য পক্ষ গরীব, সেই ক্ষেত্রেও আমরা ন্যায় বিচার করতে পারি না। শুধুমাত্র মামলার উভয় পক্ষ গরীব ও দুর্বল হলে আমরা সঠিক ভাবে ন্যায় বিচার করতে পারি।"
২| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
কানিজ রিনা বলেছেন: হাতি ঘোড়া তো কেউ জালে ধরাই পড়েনা
পোকা মাকড় বেড় হতে পাড়লেও গরু ছাগল
বেড় হতে পারেনা। আইনের বৈশিষ্ট। ভাল
বলেছেন ধন্যবাদ,
২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আইনের এই বৈশিষ্ট্যের কারণ হচ্ছে, আইন মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে না।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
শূন্যনীড় বলেছেন: কথাগুলো আমার বাস্তবসম্মত মনে হলো....! যদিও এমনটা কাম্য নয় আমাদের!